PDA

View Full Version : তেল প্রভাব ফেলে কোন কোন দেশের অর্থনীতিতে?



fh.ratul
2014-12-29, 09:25 PM
আমারা জানি তেলের দাম বারে কমে । এর সাথে তো কিছু দেশের অর্থনীতির একটি নিবির সম্পরক রয়েছে কিন্তু কোন কোন দেশের?
যদি জানা যায় তবে আমরা এই সিগন্যাল দেখে অনেক ভাল করে ট্রেড কোরতে পারব।

kiku
2015-01-04, 11:19 AM
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

khairul
2015-01-20, 12:01 AM
মুলত,মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে তেল প্রভাব ফেলে

shuvo2014
2015-01-20, 02:19 AM
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

Eraulhaque
2015-02-02, 09:07 PM
বিশ্বের যেকোনো দেশের অর্থনীতি প্রভাব ফেলার মত জিনিস রয়েছে। তেমনি তেলও মধ্যপ্রাচ্যসহ আমেরিকা যুক্তরাষ্ট্রের কিছু দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের খনিতে ভরপুর। এসব দেশের অর্থনীতিতে তেলের অবদান রয়েছে।এছাড়া আমেরিকা যুক্তরাষ্ট্র এসব দেশ থেকে তেল আমদানি করে বলে এদের অর্থনীতিতেও তেলের গুরুত্ব রয়েছে।

shuvo2014
2015-02-08, 02:28 PM
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার
সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ
কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল,
আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল। এবং মধ্যপ্রাচ্যে তেলের
চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

mybff
2015-02-17, 11:45 AM
মধ্যপ্রাচ্যর দেশ গুলা তেলের অপর নিরভরশীল। তাই তেলের দাম বাড়া বা কমার সাথে সেই দেশের কারেন্সির দাম কমে বাড়ে।

atikur55
2015-02-18, 01:14 AM
তেলের দাম বারার কারনে প্রিথিবির অধিকাংস দেসেরি অরথনিতিতে প্রভাব পরবে।এর মধ্যে এশিয়ার সকল দেসরই অর্থনীতি প্রভাবিত যেমন-বাংলাদেশ,ভারত,পাকিস্তান,স্রিলঙ্কা,মালায়সিয়া,নেপাল, মায়ান্মার,ও অনন্যা ইউরোপ মহাদেসের দেস গুল।

atikur55
2015-02-18, 03:41 AM
মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

fh.ratul
2015-02-28, 09:52 PM
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

শুধু কি আমারিকারি না অন্য কোন দেশ আছে। আমি এখন জানতে পারলাম ।ফরেক্স এ কানাডা আমেরিকা অ মধ্যপ্রাচ্য এর কিছু দেখ এর
কন্ট্রোলে এই তেলের বাজার। আমার জানা দরকার এই দেশ গুলো কি কি ?

Abdul Momin Chowdhury262
2015-03-02, 09:10 PM
মধ্যপ্রাচ্যের দেশগুলো তেলের উপর নির্ভরশীল । তাই তাদের তেলের দাম কমলে বা বাড়লে অর্থনীতিতে বিরাট বড় প্রভাব ফেলে । তেমনি আমেরিকার অর্থনীতিতে ও তেলের অনেক বড় অবদান রয়েছে । তাই তেলের দাম কমলে ডলারের দাম কমে , ফলে লস হওয়ার সম্ভাবনা থাকে ফরেক্স মার্কেটে ।

Esan Islam
2015-03-19, 09:27 AM
দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তারের বিভিন্ন নিয়ামকের অন্যতম নিয়ামক তেল।তেল বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে বিশেষ করে মধ্যে প্রাচ্যের বিভিন্ন দেশে। মধ্যে প্রাচ্যের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব,ইরাক,ইরান,সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশের অর্থনীতিতে তেল প্রভাব ফেলে।মধ্যে প্রাচ্যের দেশ ছাড়াও আমরিকা,যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশের অর্থনীতিতেও তেলের প্রভাব রয়েছে।

Atiqur Rahman
2015-03-26, 10:59 PM
মধ্যপ্রাচ্যের যে সব দেশে তেলের খনি রয়েছে সেসব দেশের অর্থনীতি ও মুদ্রাবাজার অনেকাংশে নির্ভর করে তেলের উপর।

A Momin Chowdhury262
2015-04-04, 02:19 PM
আমরা জানি যে তেল রপ্তানির দিক দিয়ে শীর্ষে আছে মধ্য প্রাচ্যার দেশ গুলো আর আমদানির দিক দিয়ে শীর্ষে আমেরিকা । তাই তেলের দাম উঠা নামা করে এই দেশগুলোর উপর । এদের অর্থনীতি ভাল থাকলে ফরেক্স মার্কেট ভাল । তাই তেলের প্রভাব ফরেক্স মার্কেটে খুব বেশি ।

mithun
2015-04-23, 12:01 AM
মধ্যপ্রাচ্য ও উন্নতবিশ্বে তেলের দাম বাড়ার বা কমার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। অর্থনৈতিক মন্দার কারনে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পায় ফলে ভোক্তা লেভেলে তেলের ব্যবহার কমে যায়। আর ব্যবহার কমে গেলে দাম কমে যায়।

mohonalom
2015-07-02, 05:26 PM
মধ্যপ্রাচ্যর দেশ গুলা তেলের অপর নিরভরশীল বলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে তেল প্রভাব ফেলে বেশি।

kamrulhasanjames2
2015-07-08, 11:32 AM
মধ্য প্রাচ্যের সাথে তেল আমদানী আমেরিকা অনেকটা স্থীতি শীল করা হয়ে। এখানে আমেরিকা তাদের নিজস্ব তেল খনির কাজ শুরু করেছে কানাডার সাথে যার প্রভাব শুরু হয়েছে বর্তমানে তেলের উপর..........

maziz6989
2015-07-17, 06:27 AM
তৈল প্রভাব ফেলে তৈল উৎপাদন কারী রাষ্ট্রের অর্থনীতিতে। যাই হোক ডলারের উঠা নামার সাথে তৈল এর দাম কম বেশি হওয়া নির্ভর শীল। বর্তমানে মার্কিন ডলার শক্তিশালী হওয়ার কারণে গোল্ড এবং তৈলের দাম তলানিতে। আশা করা যায় আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে।

Ekram
2015-08-16, 02:16 PM
তেলের প্রভাব সরাসরি সম্পর্কযুক্ত মধ্যপ্রাচ্য ও আমেরিকার সঙ্গে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ কমেছে বলে আমরা খবর পেয়েছি। এর মুল কারন হল, আমেরিকা মধ্যপ্রাচ্য হতে তেল আমদানে বেশ খানিকটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে তেলের চাহিদা বেশ কমে আসার কারনে মুল্যও কমে এসেছে।

তেলের সাথে স্বর্ণও ওত প্রোত ভাবে জড়িত । আমরা দেখি যে তেলের দাম কমে যাওয়াতে স্বর্ণের দাম ও অনেক কমে গেছে । আমেরিকা তে এই পর্যন্ত যত তেল মধ্য প্রাচ্য থেকে গছে। তা নিতান্তই একটা অতিরিক্ত প্রয়োজন কিংবা তেলের ঘাটতির জন্য নয়। তাদের যথেষ্ট পরিমান তেল রিজার্ভ আছে ।

MotinFX
2015-08-16, 03:45 PM
অর্থনীতিতে তেলের ভুিমকা খুব গুরুত্বপূর্ণ। একটা দেশ তেল ছারা চলতে পারে না। মধ্যপ্রাচ্যে তেলের দাম পরিবর্তনে অর্থনীতিতে প্রভাব পরে। অান্তর্জাতিক বাজারে তেলের কমে যায়।

sharifulbaf
2015-12-19, 08:24 PM
ফরেক্স মার্কেট এ তেলের দাম কম বেশি হয়ে থাকে। তেমনি বর্তমানে তেলের দাম অনেক কমে গেছে।এই তেলের প্রভাব পরে আমেরিকা ও মধ্যপাচ্য। যখন তেল উৎপাদন বেড়ে গেছে তাই তেলের দাম আন্তজাতিক বাজারে তাই এর দাম কমে গেছে। তেল উৎপাদন কমে গেলে তখন দাম বেড়ে যায়।

yasir arafat
2016-04-06, 12:54 PM
এক কথায় যেসব দেশে তেলের উত্*পাদন এবং রপতানি বেশি ,সাধারণত সেসব দেশে এ ধরণের প্রভাব দেখা যায়।তাদের অর্থনীতি ফরেক্স মার্কেটে ব্যাপক পরিমাণ চাপ সৃষ্টি করে।যার কারণে এইসব পেয়ারগুলো বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়।আর এই সব পেয়ারে ট্রেড করার আগে স্প্রেডটা দেখে নিবেন।

dwipFX
2016-05-06, 08:06 PM
বিশ্বে অর্থনীতিতে তেলের প্রভাব অনেক তেলের উপর নির্ভর করে কিছু দেশের অর্থনীতি গড়ে উঠেছে তার মধ্যে কানাডা, সৌদি আরব আরও অনেক গুলো রাস্ট্র তেলের উপর নির্ভর শীল। তেলের দাম কমার এই সব দেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়েছে। তাই সৌদি আরব তেলের উপর নির্ভর কমাতে বিভিন্ন অর্থনীতি অঞ্চল গড়ে তুলার চেস্টা করছে।

Realifat
2016-06-21, 08:45 AM
ফরেক্স মার্কেটে তেলের ট্রেডও হয়ে থাকে। তাই তেলের প্রভাব রয়েছে এমন খবর আমাদের জানা দরকার। তেল প্রভাব ফেলে এমন দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং আমেরিকা। মধ্যপ্রাচ্য প্রচুর তেলের ক্ষনি রয়েছে যেখান থেকে বিভিন্ন দেশ তেল আমদানি করে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের প্রধান আমদানিকারক দেশ হচ্ছে আমেরিকা। আর বর্তমানে আমেরিকা তেল আমদানি কমিয়ে দিয়েছে। তাই মধ্যপ্রাচ্যের তেলের চাহিদা কমে গিয়ে তেলের দাম কিছুটা কমে গেছে।

nbfx
2016-11-12, 10:50 PM
আমি লক্ষ্য করেছি তেলের দামের সাথে usdcad কারেন্সি পেয়ারটি বেশী ওঠা-নাম করে। আপনারাও ব্যাপারটি মনিটরিং করে দেখতে পারেন।

nisho5533
2016-11-16, 08:03 PM
ভাই আমার জানা মনে তেলের প্রভাবে বা তেলের দাম কমালো বারলে আমেরিকাই বাজার বেশি প্রভাব দেখা জায় | যে যে দেশে তেল আছে সে সব দেশের উপর ও প্রভাব দেখা দেয় দেশের টাকার মান কমতে বা বারলে পারে |

hasan019
2016-11-19, 12:36 PM
আমি তেমন এক্সপার্ট না আর আমি মুলত প্রাইস এক্সন দিয়ে ট্রেড করি। তবে তেল এর কারনে ইউসদি কেড উথা নামা করে। আর ইউরো ইউসদি উথা নামা করে গোল্ড এর সাথে। আমেরিকা তাদের নিজের দেশের গচ্ছিত থাকা তেলের খনিগুলো হতে তেল শোধনকাজ শুরু করে দিলে তেলের দাম কমে যায়।

sohrab
2016-11-19, 06:22 PM
তেল প্রভাব ফেলে অর্থনীতির উপর এমন অনেক দেশ আছে । তবে বেশী প্রভাব ফেলে আমেরিকা সহ মধ্যপ্রচ্যের দেশ গুলোতে । কেননা এ সকল দেশ গুলোতে তেলর উপর অনেক বেশী নির্ভশীলতা রয়েছে । তেলের উৎপাদন এবং দাম উঠা নামার সাথে মুদ্রার সম্পর্ক অনেক বেশী ।

nbfx
2016-12-10, 09:09 PM
আমি দেখেছি তেলের দামের সাথে কানাডা, আমেরিকা বেশী সম্পৃক্ত। তেলের দাম বাড়লে ডলারের দাম কমে। যারা এই দুটো দেশের কারেন্সিতে ট্রেড করেন তারা অগ্রিম জেনে নিন আগামী বৎসর তেলের দাম আরো বাড়বে এরকম পূবাভাস পাওয়া গেছে। এ বছর বেড়ে ৪৩ ডলার পর্যন্ত হয়েছিল আগামী বছর তা আরো বেড়ে ৫৫ ডলার এ পৌছে যেতে পারে। সবাই খেয়াল রাখবেন সাবধানের সাথে ট্রেড করবেন।

msisohel
2016-12-13, 11:47 AM
ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ সারাবিশ্ব অর্থনীতি নির্ভর করে তেল ও স্বর্ণ এর বাজার মুল্যের উপর তাই এগুলর দাম ক্ম/বেশির উপর মুদ্রার বাজার উঠানামা করে।

Eefatali
2017-01-27, 03:49 PM
তেল প্রভাব ফেলে অনেক দেশের অর্থনীতিতেই। বিশেষ করে মধ্যেপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতি অনেকটা তেলনির্ভর।যেমন - সৌদি আরব, ইরাক, ইরান,কুয়েত, সিঙ্গাপুর,ইত্যাদি দেশগুলোর অর্থনীতিতেই তেলের ব্যাপক প্রভাব রয়েছে। তবে এসব দেশ ছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্র তেলের প্রভাব থাকতে পারে। তাই সবকিছু বুঝার চেষ্টা করতে হবে।