PDA

View Full Version : ফরেক্স রোবটের অপকারিতা কি?



Sreepad2014
2014-12-30, 12:04 AM
রোবটের উপকারিতা যেমন
আছে তেমনি অপকারিতাও আছে। নরমাল মেনুয়াল
ট্রেডে আমরা যেমন মার্কেট এনালাইসিস করে,
ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এনালাইসিস
করে ট্রেড নিই। কিন্তু ফরেক্স রোবট জাষ্ট কিছু
টেকনিক্যাল লেভেল ব্যবহার করেই বানানো হয়। তাই
সে যখনি তার মধ্যে দেয়া ইনপুটগুলো পূরণ হয়
তখনি ট্রেড নিয়ে নেয়। ম্যানুয়াল
ট্রেডে আমরা যেভাবে একটা ট্রেডকে কন্ট্রোল
করতে পারি ম্যানেজ করতে পারি রোবট ট্রেডে কিন্তু
সেটা থাকেনা। যার ফলে রোবটকে যে মার্কেট
কন্ডিশনে তৈরি একটি স্ট্রাটেজি দিয়ে কোডিং করা
হয়েছিল অনেক সময় মার্কেট সিচুয়েশন চেঞ্জ হবার
কারণে সে স্ট্রাটেজি আর কাজ করেনা তখন রোবট
লস করতে থাকবে।
ফরেক্স রোবটে কয়েকটি সিস্টেম ব্যবহার করা হয়
স্টপলস এবং টিপি সহ প্রপার মানি ম্যানিজমেন্ট
ব্যবহার করে সেগুলাতে প্রফিট যাই হোক না কেন
একাউন্ট সহজে জিরো হয়না। তকে কিছু রোবট
আছে যেগুলাতে স্টপলস ব্যবহার করা হয়না জাষ্ট
টেকপ্রফিট ব্যবহার করা হয়। সেসব রোবট এ মুলত
গ্রীড এবং মার্টিংগালি সিস্টেম ব্যবহার করা হয়।
আসলে এসব রোবটই সবচেয়ে বেশি প্রফিট
করে এবং সবচেয়ে বেশি লস করে। মার্কেট যখন
রেঞ্জি অবস্থায় থাকে তখন প্রফিট করে কিন্তু যখন
একটানা আপ-বা ডাউন হয় তখন বেশিরভাগই একাউন্ট
জিরো করে থাকে।

mehedi12122
2014-12-30, 12:16 AM
Ea ব্যবহার করাটা অনেকের জন্য ভাল আর অনেকের জন্য ভাল ফলাফল দেয়না। এক এক জন এক এক বিষয়ে ভাল জানেন। অনেকে হয়দো ea নিয়ে কাজ করেন। তাই হয়তো এই বিষয়ে ভাল বলতে পারবেন। তবে কোন ea তার কাজ করবে তাকে যে ভাবে বলা হবে সে ভাবে। এখন কথা হচ্ছে যে ভাল ভাবে নির্দেশ দিতে পারবে ea তার কথা ভাল মত পালন করবে।

kiku
2014-12-30, 09:36 AM
ফরেক্স মার্কেট কোন নির্দিষ্ট স্ট্র্যাটেজীর উপর থাকেনা, এটি তার আপন গতিতে স্ট্র্যাটেজী চেঞ্জ করে থাকে। কিন্তু রোবট শুধুমাত্র একটি স্ট্র্যাটেজীর উপর থাকে। সুতরাং ফরেক্স মার্কেট রোবটে সেট করে দেওয়া সিস্টেমের বাইরে মুভ করলেই আর স্ট্র্যাটেজী ধরতে পারেনা। তখন চরম লসের সম্মুখীন হবার আশংকা থাকে।

uzzal86
2014-12-31, 08:03 PM
ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করা ঠিক না। কারণ আপনি যখন ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করবেন তখন আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করা তেকে বিরত থাকবেন। এর ফলে আপনার মেধা শক্তি কমে যেতে পারে। আপনি ঠিক তম মার্কেট এনালাইসিস করতে পারবেন না। আপনি রোবট নির্ভরশীল হয়ে উঠবেন যা আপনার ফরেক্স মার্কেটের ক্ষতির কারণ হবে।

zaman
2015-01-04, 08:12 AM
ফরেক্স রোবট মুলত ট্রেডারদের সুবিধর্থেই তৈরি করা হয়ে থাকে।কিন্তু নতুন ট্রেডারদের জন্য এটার উপকারের চেয়ে অপকারই বেশী।কারন নতুনরা যারা রোবট নিয়ে পড়ে থাকে এবং ম্যানুয়াল ট্রেড করে না তারা ফরেক্স মার্কেট সম্পর্কে খুব একটা ভালো ধারণা পায়না বিধায় তারা এই ব্যাবসা ভালোভাবে শিখতে পারেনা।

BD ONLINE
2015-09-05, 09:20 PM
ফরেক্স এ রোবটের উপকারিকার চেয়ে অপকারীতাই বেশি। হয়ত রোবট প্রথম দিকে আপনাকে ভাল ফলাফল দিতে পারে। কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে, রোবট আর কাজ করছে না। রোবট দিয়ে আপনার আর লাভ হচ্ছে না। কিন্তু ততদিনে আপনি অলস হয়ে গেছেন। আপনি ফরেক্স শেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এককথায় আপনি পঙ্গু হয়ে গেছেন। তাই আমি বলব রোবট না ব্যবহার করাই উত্তম।

Marufa
2015-09-05, 09:26 PM
ফরেক্স মার্কেট এ রোবট বা ইন্ডিকেটর যাই বলেন কোন কিছুই আপনাকে শতভাগ সঠিক তথ্য দিতে পারবে না । আপনার নিজস্ব পদ্ধতি ব্যবহার করে রোবট বা ইন্ডিকেটর দিয়ে আরও সিওর হয়ে নিতে পারেন ।

amitbd
2015-09-05, 09:56 PM
ফরেক্স মার্কেটে যারা রোবটের মাধ্যমে কাজ করে থাকে তাদের নিজেদের ট্রেড করার ক্ষমতা দিন দিন কমতে থাকে , এতে করে আস্তে আস্তে নিজের বলে কিছু থাকেনা কারন কেউ না কেউ এই রোবট তৈরি করেছে কিন্তু সব সময় যে এই রোবট আজীবন কাজ করে যাবে না নয় এটি এখন উপকার করছে কিন্তু এমন সময় আসবে যে অনেক ট্রেডার এর জন্য এটি খারাপ হয়ে দাড়াবে ।

Imran1995
2015-09-06, 02:23 AM
ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করা ঠিক না। কারণ আপনি যখন ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করবেন তখন আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করা তেকে বিরত থাকবেন। এর ফলে আপনার মেধা শক্তি কমে যেতে পারে। আপনি ঠিক তম মার্কেট এনালাইসিস করতে পারবেন না। আপনি রোবট নির্ভরশীল হয়ে উঠবেন যা আপনার ফরেক্স মার্কেটের ক্ষতির কারণ হবে।

pips
2015-09-18, 12:25 AM
ফরেক্সে রোবট এর যেমন উপকারিতা আছে তেমন ফরেক্সে রোবট এর তেমন অপকারিতা ও আছে। তবে ফরেক্সে যারা নতুন তাদের জন্য রোবট খুবই অপকারি একটা বস্তু। নতুন্রা ফরেক্স এ নতুন এসে তারা বিভিন্ন রোবট এর পিছে ঘুরে টাকা এবং তাদের মূল্যবান সময় দুটোই নষ্ট করেন। কিন্তু সেই সময় তারা যদি নিজে এনালাইসিস করে ট্রেড করে আস্তে আস্তে আগাতে থাকেন তাইলে লাভবান তারাই হবেন।

shaown
2015-09-18, 02:30 AM
মনে রাখতে হবে রোবট শুধুমাত্র একটি স্ট্র্যাটেজীর উপর থাকে। অার তা ফরেক্স মার্কেট রোবটে সেট করে দেওয়া সিস্টেমের বাইরে মুভ করলেই আর স্ট্র্যাটেজী ধরতে পারেনা। এতে অাপনি ক্ষতি সাধিত হতে পারেন।

Harun1650
2015-09-18, 10:54 AM
ফরক্স মার্কেটে অনেকে রোবট ব্যবহার করে থাকি এমন অনেক রোবট আছে যেগুলা কিনা প্রফিট এনে দেয় আবার অনেক রোবট আছে যেগুলা আপনাকে প্রথমে প্রফিট এনে দিলেও কিন্ত পরবর্তিতে একাধিক ট্রেড ওপেন করার ফলে আপনার একাউন্ট জিরো করে দিতে পারে। তবে রোবট এ টেক লস ব্যবহারের সিস্টেমটা থাকার কারনে রোবট ট্রেড অটো ক্লোস করে দেই কিন্ত এখন এমন রোবট আছে যেগুলা টাকা দিয়ে কিনতে পারা যায় সেগুলা আপনাকে ভাল ফল বয়ে আনবে এবং কাজও ভাল্ভাবে করে থাকে।

sopon
2015-09-21, 02:55 PM
ফরেক্স মার্কেটে রবট দিয়ে অনেকে ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করে বা ট্রেড করে প্রফিট করে তবে অনেক রবট আছে জেগুল সব রবট সমান ভাবে কাজ করে না কারন কিছু রবট দেখা জায় সঠিক ভাবে কাজ করে না কারন সবকিছু সব সময় সমান হয় না তাই রবট দিয়ে ট্রেড করলে অপকারিতা আছে ।

Defender
2015-09-21, 04:24 PM
রোকার যা আয় করে বা রোকার এর জন্য যেটা কেটে নেওয়া হয় সেটা আপনার ব্যালান্স যদি ১০০ ডলার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ৫ সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন আর যদি ১০০০ ডলার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম ১০ সেন্টের ট্রেড ওপেন করতে পারবেন,যদি আপনি আপনার একাউন্ট বাচাতে চান।

shakawath
2015-10-19, 09:27 AM
আমার নিজস্ব এক্সপেরিমেন্ট থেকে দেখেছি বেশিরভাগ রোবট দিয়ে একাউন্টের স্বাস্থ্যের ক্ষতি ছাড়া লাভ হয় না। আর ভাল। আম করা রোবটের দাম এতো বেশি যে আমার মত সাধারন ট্রেডারের নাগালের বাইরে আর এদের কোন ক্রাক পাওয়া যায় না। অসুবিধা হল যে দাম তা দিয়ে ফরেক্সে ধুকে ধুকে ত্ট্রেড করেই সফলতা পাওয়া সম্ভব।

M M RABIUL ISLAM
2015-11-14, 11:38 PM
আমার মতে ফরেক্স মার্কেট এ রোবট প্রথম দিকে আপনাকে ভাল ফলাফল দিতে পারে। কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যে, রোবট আর কাজ করছে না। রোবট দিয়ে আপনার আর লাভ হচ্ছে না। কিন্তু ততদিনে আপনি অলস হয়ে গেছেন। আপনি ফরেক্স শেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন। এককথায় আপনি পঙ্গু হয়ে গেছেন। তাই আমি বলব রোবট না ব্যবহার করাই উত্তম। আশা করি বুজতে পেরেছেন

argha
2015-11-15, 02:03 PM
ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করা
ঠিক না। কারণ আপনি যখন ফরেক্স
মার্কেটে রোবট ব্যবহার করবেন তখন
আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা
ব্যবহার করা তেকে বিরত থাকবেন। এর
ফলে আপনার মেধা শক্তি কমে যেতে
পারে। আপনি ঠিক তম মার্কেট
এনালাইসিস করতে পারবেন না। আপনি
রোবট নির্ভরশীল হয়ে উঠবেন যা
আপনার ফরেক্স মার্কেটের ক্ষতির
কারণ হবে।

HasanXM
2015-11-15, 02:56 PM
আমি আপনার সাথে একমত যে রোবট ব্যবহার করে খুব বেশী উপকার হয় না কেননা Ea ব্যবহার করাটা অনেকের জন্য ভাল তবে এটা ব্যাবহারের ট্রেডারের নিজস্ব ট্রেডিং কৌশন তেরী হয় না ea নিয়ে কাজ করলে। তাই ম্যানুয়েলী ট্রেড করার সবচেয়ে ভাল, কেননা আপনি ফরেক্স কে যদি পেশা হিসাবে গ্রহন করেন তাহলে সঠিক ভাবে মার্কেট বিশ্লেষণ জানতে হবে যা রোবট দিয়ে হবে না.

MotinFX
2015-11-15, 03:02 PM
ফরেক্স মার্কেটে রোবট সম্পর্কে আমার কোন ধারনা নেই তাই আমি রোবট সম্পর্কে কিছুই জানিনা। আপনাদের কাজ থেকে জানতে পেরে অনেক ভাল লাগল। আমি রোবট দিয়ে ট্রেড না করার পারামর্শ রইল কারণ রোবট কখনো আমার আপনার এনালাইসিস করতে পারবেনা।

Mintuhossen93
2015-11-15, 03:58 PM
এটি সত্য যে রোবট ব্যাবহার করে অনেকেই ফরেক্স মার্কেট থেকে বেশ ভাল প্রফিট করতে সক্ষম হয়েছে কিন্তু এ কথাও কিন্তু সত্য যে রোবট কিন্তু সব সময় পরিপূর্ন বা যথাযথো ভাবে মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট ধরতে পারে না ফলে ঐ সকল মূহত্বে ফরেক্সে ট্রেড করলে লস হওয়াটা অবধারিত। তাই রোবটের উপর নির্ভর করে ফরেক্সে ট্রেড করা থেকে আমাদের বিরত থাকা উচিত বলে আমি মনে করি।

maziz6989
2015-11-22, 09:56 AM
ফরেক্স রোবটের সব থেকে বড় অপকারীতা হল এটা সঠিক মার্কেট কন্ডিশান না হলে একেবারে লেজগোবরে করে ফেলে। ফলশ্রুতিতে আপনার একাউন্ট ফকফকা। যদি রোবট এত ভাল প্রফিট মেশিন তবে কেন তার বিক্রেতা ১০০ ডলারের বিনিময়ে তার রোবট বিক্রি করবে? প্রশ্ন জাগা স্বাভাবিক নয় কি। তাই আমার মতে রোবটের মাধ্যমে ট্রেড করার আগে আরো এক বার ভেবে নেবেন।

sharifulbaf
2016-01-13, 01:20 PM
ফরেক্স মার্কেট এ রোবট ব্যাবহার করে ট্রেড করা যায় কিন্তু তা থেকে আমাদের বিরত থাকতে হবে কারন অনেক সময় রোবট আমাদের ব্যালেন্স জিরো করে ফেলে তাই আমি ফরেক্স মার্কেট এ রোবট ব্যাবহার না করেফরেফরেক্স মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হবে তাহলে ভাল।

jony01
2016-01-13, 06:22 PM
ফরেক্স এ রোবট অনেক খারাপ । কারন আমাদের কাজকে ফরেক্স অনেক সময় অনেক ভাবে নষ্ট করতে পারে টাই আমি মনে করি ফরেক্স এ কাজ করতে হলে আপনাকে আগে থেকে এই রোবট কে ভাল করে জানতে হবে ।

jony01
2016-01-13, 06:25 PM
ফরেক্স এ রোবট থেকে আমাদের কে ভাল করে জানতে হবে , রোবট থেকে আমাদের কে ভাল করে জানতে হবে রোবট অনেক সময় আমাদের কে অনেক ভাল করে জানতে হবে । ফরেক্স এ কাজ করতে হলে তা আমাদের কে ভাল করে জানা দরকার ।

basaki
2016-01-13, 06:30 PM
ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার না করাই ভাল এতে করে আপনার প্রতি আপনার নিজের কনফিডেন্ট কমে যাবে। আর সব সময় যে রোবট যে শুধু লাভ করবে এমনটা না তাই একজন ফরেক্স ট্রেডার যদি ট্রেড করতে যায় তবে তাহ নিজের মত করে ট্রেড করাই অনেক ভাল।

Selim BU
2016-01-13, 09:42 PM
ফরেক্সে অনেকেই রোবট দিয়ে ট্রেড করে থাকেন। রোবট দিয়ে ট্রেড করেন লাভের আশায়। কিন্তু আমি নিজে রোবট ট্রেডিং এর পক্ষে নই। কারন রোবট দিয়ে ট্রেড করলে একজন ট্রেডারের ট্রেডিং দক্ষতা কমে যায়। কিংবা তার কখনোই ট্রেডিং সস্কিল বৃদ্ধি পায় না। তাই আমি রোবট দিয়ে ট্রেডিং এর পক্ষে নই।

force22
2016-03-13, 10:51 AM
ফরেক্স ট্রেডিং এ অনেকেই আছেন যারা এখন ট্রেডিং এ রোবট ব্যবহার করছেন।এই রোবট এর ও কিছু অপকারিতা আছে।যেমন দিন দিন এর ওপর নিরভরশিলতা বারবে।নিযে নিযে ট্রেড করতে আগ্রহ হারিয়ে ফেলবেন।

Realifat
2016-03-13, 11:05 AM
ফরেক্স রোবটের সবচেয়েবড় অপকারিতা হচ্ছে ফরেক্স শেখার ইচ্ছা নস্ট করে।কেউ যদি রোবট ব্যবহার করে প্রফিট করতে পারে তবে সে ট্রেডার কখনই নিজে ভালোভাবে ম্যানুয়ালি ট্রেড শিখার চেষ্টা করবে না। সুতরাং রোবট আমাদের ফরেক্স ম্যানুয়ালি ট্রেড শিখার সবচে বড় বাধা বলতে পারেন।তাই নতুনদের তো রোবট ব্যবহার না করাই ভালো।

fatemaakhter
2016-03-13, 11:45 AM
আমার যে টুকু জানা আছে তা হল রোবট হচ্ছে অটো ট্রেডিং যা বিভিন্ন ব্রোকারে ডিফল্ট হিসেবে দেয়া থাকে ।আবার অনলাইনে বিভিন্ন এক্সপার্ট অ্যাডভাইজার কিনতে পাওয়া যায় ।এটার মাধ্যমে অনেকে বেশ আয় করে থাকে । আবার রোবটের অনেক অপকারিতাও রয়েছে ।রোবট মাঝে মাঝে যেমন আপনাকে ভাল লাভ দেবে আবার তেমনি আপনার ব্যালেন্স একেবারে জিরো করে ফেলবে ।আর তাই নিজেরই ট্রেড দেয়া শেখা ভাল ।

pipshunter
2016-03-13, 03:53 PM
রোবট ব্যাবহার অবসশই ঝুঁকিপূর্ণ। রোবট কিনতে অনেক ইনভেস্ট হয় আর এতে লস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে।রোবট ব্যাবহার এ আপনার অভিজ্ঞতার ও অবসান ঘটবে।কারন রোবট অটোমেটিক ট্রেডিং সিস্টেম যাতে করে আপনাকে নিজে ট্রেড করতে হবে না আর অভিজ্ঞতা অরজন ও হবে না।

Md Akter Hossain
2016-03-13, 08:27 PM
ফরেক্স মার্কেটে রোবটের যেমন উপকারীতা রয়েছে তেমনি এর অপকারীতাও রয়েছে । কেননা রোবটের মাধ্যমে ট্রেড করার ফলে একজন ট্রেডার অতিরিক্ত মাত্রায় রোবটের উপর নির্ভরশীল হয়ে পড়ে । যার দরুন তার ক্যারিয়ার বিপদের মূকে পড়ার সম্ভাবনা থাকে । তাই আমার মতে ট্রেডারদেরকে রোবট ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বণ করা উচিত ।

darda7538
2016-03-13, 08:34 PM
ফরেক্স মার্কেট রে জন্য তৈরি রোবট বা ea এটি নিদিষ্ট কোন লেভেল কে টার্গেট করে বানানো হয় । এটি ঐ লেভেল রে বাইরে কোন কাজ করতে পারেনা । তাই যখন মার্কেট ঐ লেভেল এর বাইরে চলে তখন লস হবের সম্বাবনা বেশি থাকে ।

RUBEL MIAH
2016-04-30, 05:12 PM
ফরেক্সে রোবটের অনেক অপকারিতা রয়েছে । নিম্নে কয়েকটি অপকারিতা দেয়া হল :
(১) মার্কেট এ্যানালাইসিস করতে পারে না ।
(২) কমান্ড ছাড়া কিছুুই করতে পারে না ।
(৩) ধৈর্য্য ধারণ করার ক্ষমতা থাকে না ।

razu4th
2016-04-30, 05:48 PM
আমার মনে হয় ফরেক্স মার্কেট কোন নির্দিষ্ট স্ট্র্যাটেজীর উপর থাকেনা, এটি তার আপন গতিতে স্ট্র্যাটেজী চেঞ্জ করে থাকে। কিন্তু রোবট শুধুমাত্র একটি স্ট্র্যাটেজীর উপর থাকে। সুতরাং ফরেক্স মার্কেট রোবটে সেট করে দেওয়া সিস্টেমের বাইরে মুভ করলেই আর স্ট্র্যাটেজী ধরতে পারেনা। তখন চরম লসের সম্মুখীন হবার আশংকা থাকে।

HKProduction
2016-05-09, 09:54 AM
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমার এক প্রফেশনাল বন্ধু ইন্ডিকেটর ব্যবহার করে বেশ ভাল আয় করেন। এসব কিনে নিতে হয়। তবে আমি কখনো ব্যবহার করি নি। এগুলোর বেশ দাম। আমি ভাবছি একটি কিনে ডেমোতে চার পাঁচ মাস ব্যবহার করলেই এর ভাল মন্দ বোঝা যাবে। কেউ যদি এভাবে ব্যবহার করে থাকেন তবে জানাবেন।

majidiqbal
2016-05-09, 11:56 AM
ফরেক্স রোবট একটি মজাদার বিষয় এর মাধ্যমে ট্রেডার অটো ট্রেড সুবিধা পেয়ে থাকে। আমি একটি রোবট পরিক্ষামুলক ভাবে ব্যবহার করছি যাতে আমি 80% সফলতা পাচ্ছি।তবে এই রোবট অবশ্যই টেকপ্রফিট ও ষ্টপলস ব্যবহার করতে হবে।এ টেকপ্রফিট অবশ্যই 20পিপ্স এর উপরে না।

dwipFX
2016-05-09, 02:40 PM
ফরেক্স মার্কেটে আমি রোবট কে বিশ্বাস করিনা কারন রোবট দিয়ে যদি ফরেক্স থেকে আয় করা যেত তাহড় সবাই রোবট দিয়ে ফরেক্স মার্কেটে লাভ করত তাই আমাদের রোবট নিয়ে চিন্তা না করে নিজেদে ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করতে হবে। ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যাবসা করতে পারব।

Tazul Islam
2016-05-10, 05:49 AM
রোবট সমন্ধে আমি অনেকদিন থেকে ফোরামে আলোচনা দেখছি। কিন্তু কিভাবে রোবট বানানো যায় বা সেট করা যায় তা কেই বলছে না। রোবট কোন মেনুতে আছে তাও জানিনা। রোবট কি সব সময় ব্যবহার করতে হয় নাকি মাঝে মাঝে বন্ধ রাখা যায়। বিস্তারিত জানালে ভালো হতো।

Tazul Islam
2016-05-10, 05:55 AM
রোবট সমন্ধে আমি অনেকদিন থেকে ফোরামে আলোচনা দেখছি। কিন্তু কিভাবে রোবট বানানো যায় বা সেট করা যায় তা কেই বলছে না। রোবট কোন মেনুতে আছে তাও জানিনা। রোবট কি সব সময় ব্যবহার করতে হয় নাকি মাঝে মাঝে বন্ধ রাখা যায়। বিস্তারিত জানালে ভালো হতো।

Tazul Islam
2016-05-10, 06:02 AM
রোবট সমন্ধে আমি অনেকদিন থেকে ফোরামে আলোচনা দেখছি। কিন্তু কিভাবে রোবট বানানো যায় বা সেট করা যায় তা কেই বলছে না। রোবট কোন মেনুতে আছে তাও জানিনা। রোবট কি সব সময় ব্যবহার করতে হয় নাকি মাঝে মাঝে বন্ধ রাখা যায়। বিস্তারিত জানালে ভালো হতো।

razu777
2016-06-22, 10:36 PM
ব্যক্তিগতভাবে আমি বলবো ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করা ঠিক না। কারণ আপনি যখন ফরেক্স মার্কেটে রোবট ব্যবহার করবেন তখন আপনি আপনার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করা তেকে বিরত থাকবেন। এর ফলে আপনার মেধা শক্তি কমে যেতে পারে। আপনি ঠিক তম মার্কেট এনালাইসিস করতে পারবেন না। আপনি রোবট নির্ভরশীল হয়ে উঠবেন যা আপনার ফরেক্স মার্কেটের ক্ষতির কারণ হবে।

motiar
2016-06-22, 10:59 PM
ফরক্স রোবটও যখন লস বা ক্যাশ জিরো করতে পারে তখন রোবটের সাহায্য নিয়ে লাভ কি ? নিজে যা ভাল বুঝি তাই করি । ভাল করে এনালাইসেস করে তার পরে ট্রেড দিলে আর মানি ম্যানেজমেন্ট নিয়ম মেনে চললে সুফল আসবেই ।

Moon
2016-06-22, 11:57 PM
ফরেক্স রোবট ফরেক্স ট্রেডিং করার একেটা স্বয়ংক্রিয় পদ্ধতি । তবে এটা ভাল কিনা খারাপ এটা বিতর্কে গেলে কেউ বা এর পক্ষে এবং কেউ বা এর বিপক্ষে যাবে । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে সবচেয়ে সেরা ট্রেডিং সিস্টেম হল নিজের উপর আস্থা রেখে ট্রেড করা অর্থ্যাৎ নিজের পদ্ধতি ও কৈশল ব্যবহার করে অনেক বেশি পরিমাণে লাভবান হওয়া যায় ।

Md Masud
2017-03-28, 05:42 PM
অামরা রোবট ব্যবহার করব না । যে ট্রেডার রোবট ব্যবহার করবে সে কখনোই সফল ব্যবসায়ী হতে পারবে না । অামরা রোবটের অপকারীতা অাগে জেনে নেব । তারপর অন্যকেও এই অপকারীতা বলে দেব । অামরা বেশী করে নিজে নিজে এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই অামরা লাভবান হতে পারব ।

asaa
2017-03-28, 05:59 PM
আমার মনে হয় Ea ব্যবহার করাটা অনেকের জন্য ভাল আর অনেকের জন্য ভাল ফলাফল দেয়না। এক এক জন এক এক বিষয়ে ভাল জানেন। অনেকে হয়দো ea নিয়ে কাজ করেন। তাই হয়তো এই বিষয়ে ভাল বলতে পারবেন। তবে কোন ea তার কাজ করবে তাকে যে ভাবে বলা হবে সে ভাবে। এখন কথা হচ্ছে যে ভাল ভাবে নির্দেশ দিতে পারবে ea তার কথা ভাল মত পালন করবে।

Momen
2017-07-22, 03:01 PM
একটি রোবট উপকারের পাশাপাশি আপনার অপকারও করে থাকে। যেমনঃ রোবট তৈরি হয় কিছু নির্দিষ্ট পরিমান মার্কেট মুভমেন্ট এর কোড ব্যবহার করে। ফলে মার্কেটে যখন বড় ধরনের মুভমেন্ট তৈরি হয় রোবট তখন আর কিছু করতে পারে না। সেই সাথে আপনিও কিছু করতে পারবেন না। তাই, রোবট ট্রেড যেমন উপকার তেমনি অপকারিতাও আছে যথেষ্ট পরিমান।

Mas26
2021-09-30, 10:10 PM
ফরেক্স মার্কেট কোন নির্দিষ্ট স্ট্র্যাটেজীর উপর থাকেনা, এটি তার আপন গতিতে স্ট্র্যাটেজী চেঞ্জ করে থাকে। কিন্তু রোবট শুধুমাত্র একটি স্ট্র্যাটেজীর উপর থাকে।ফরেক্স মার্কেট এ রোবট বা ইন্ডিকেটর যাই বলেন কোন কিছুই আপনাকে শতভাগ সঠিক তথ্য দিতে পারবে না।আপনার নিজস্ব পদ্ধতি ব্যবহার করে রোবট বা ইন্ডিকেটর দিয়ে আরও সিওর হয়ে নিতে পারেন। এ নতুন এসে তারা বিভিন্ন রোবট এর পিছে ঘুরে টাকা এবং তাদের মূল্যবান সময় দুটোই নষ্ট করেন।আপনি ঠিক তম মার্কেট এনালাইসিস করতে পারবেন না। আপনি রোবট নির্ভরশীল হয়ে উঠবেন যা আপনার ফরেক্স মার্কেটের ক্ষতির কারণ হবে।

simantabd
2022-12-13, 12:40 PM
আমি মনে করি রোবট ব্যবহার এ উপকারিতা থেকে অপকারিতাই সব থেকে বেশি হয়ে থাকে কারন একটি রোবট স্বয়ংক্রিয় ভাবে পরিচালিত হয়ে থাকে যার ফলে মার্কেট এর বিশাল কোন মুভমেনট এ সে তার পূর্বের নিয়মে ট্রেড নিয়ে থাকে যার ফলে যাদের ব্যালেন্স কম তাদের একাউন্ট অনেক সময় মার্জিন কলের কারনে জিরো হয়ে থাকে, ফরেক্স মার্কেট এ রোবট এর থেকে অন্যান্য স্ট্রাটেজী নিয়ে আপনি এনালাইসিস করতে পারলে বেশি প্রফিটেবল হবেন বলে আমি মনে করি ।