PDA

View Full Version : পেপাল পৃথিবীর সবচেয়ে নিরাপদ পেমেন্ট সার্ভিস হলেও বাংলাদেশে যে কারনে অনিরাপদ!



FXBD
2019-09-22, 05:36 PM
http://forex-bangla.com/customavatars/1463814315.jpg
পেপাল আমাদের দেশের ফ্রিলান্সার এবং অন্যান্য অনলাইন বিজনেস হোলডার দের কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত পেমেন্টগেটওয়ে ! পৃথিবীর সবচেয়ে নিরাপদ এই পেমেন্ট সার্ভিসটির সুবিধা এবং অন্যান্য ফ্যাসিলিটি অন্যান্য যেকোন পেমেন্টগেটওয়ে থেকে সহজ, স্বচ্ছ , ও সুবিধাজনক !
সমস্যা ১ : যারা USA এর মিথ্যা তথ্য সম্বলিত পেপাল একাউন্ট ব্যবহার করছেন যার কারণে আপনার একাউন্ট কোনো কারণে লিমিট হয়ে গেলে আপনি আর কখনোই আপনার পেপাল ডলার এবং পেপাল একাউন্ট ফেরত পাবেন না।
সমস্যা ২ : যারা USA এর পেপাল ব্যাবহার করছেন তাদের সবচেয়ে ''ভয়টা'' হচ্ছে আইপি এড্ড্রেস , এছাড়া ফলস তথ্যর কারনে বড় এমাউন্ট এর ডলার ট্রানজেকশন এর একটা ''ভয়'' কাজ করে !
সমস্যা ৩: লেনদেনের অসচ্ছতা ! পেপাল যখনি বুজতে পারবে আপনার এক্টিভিটিস সন্দেহ জনক তখন পেপাল আপনাকে আপনার পরিচয় এবং ব্যাংক এর তথ্য চাইবে। আপনি সঠিক তথ্য দিতেও পারবেন না আর আটকে থাকা ডলার ও উইথড্রও করতে পারবেন না।
সমস্যা ৪: আনঅফিসিয়ালিটি , ফেক এবং চরম সতর্কতা ! আপনি বাংলাদেশ থেকে আইপি বা VPS দিয়ে যখন পেপাল এ ঢুকার চেস্টা করবেন প্রথম অবস্থায় পেপাল আপনাকে কিছু না বললেও , লং টার্ম বিজনেস এর ক্ষেত্রে পেপাল আপনাকে একদিন না একদিন ধরে বসবে , আর এই ভয় প্রত্যাকটা ফ্রিলান্সার, ড্রপশিপিং এবং অন্যান্য ইন্টারন্যাশনাল বিজনেস হোল্ডারদের কাছে থাকে,
সমস্যা ৫: SSN সংক্রান্ত সমস্যা! এই একটি সমস্যার কারনে আজ হাজার হাজার পেপাল এর একাউন্ট লিমিটেড ! কারন সঠিক SSN ধারা পেপাল তার US নাগরিকদের সব কিছু ট্রাক করে থাকে । এখন আপনি বাংলাদেশে থেকে সেই SSN কোথায় পাবেন ? তাই বাধ্য হয়ে আপনাকে অসততার আশ্রয় নিতে হয় ।

FREEDOM
2020-06-22, 02:10 AM
হ্যা পেপাল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাবহুল একটি মেথড। আমি কখনো পেপাল ব্যাবহার করিনি কারন পেপাল একাউন্ট ক্রিয়েট করার মত আমার কোন সুযোগই তৈরি হয় নি। তবে অনেক বাংলাদেশিই যারা পেপাল একাউন্ট করতে পারছে, মুলত তাদের পরিচিতজন যারা ইউএসএ থাকে তাদের মাধ্যমে আবার অনেকেই আছে যারা ফেক ডকুমেন্ট দিয়ে পেপাল একাউন্ট করেছে। এক্ষেত্রে তাদেরকে মাঝে মাঝে অসুবিধায় পড়তে হয় আবার অনেকের একাউন্ট ব্লকও হয়ে যায়। যেহেতু আমরা মানি লেনদেন করছি তাই এরকম রিস্ক নেয়াটা আমাদের ঠিক হবে বলে মনে হয় না।