PDA

View Full Version : NinjaTrader ট্রেডিং প্ল্যাটফর্ম



FXBD
2019-09-22, 05:45 PM
8911
NinjaTrader 8 ট্রেডিং প্ল্যাটফর্মে এর একটা ভাল ব্যাপার হচ্ছে খুব সহজেই চার্ট কাস্টমাইজ করা যায়। রেঞ্জ থেকে টাইম ফ্রেমে আলাদা চার্ট দেখা যায় এবং প্রায় প্রত্যেকটা টাইম ফ্রেমই এখানে দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ড লুকটাও কিন্তু অনেক সুন্দর! এছাড়া এখানে আপনি প্রত্যেক মিনিটের চার্ট পাচ্ছেন সাথে রেঞ্জিং চার্টও পাচ্ছেন। প্রত্যেক ওপেন ক্লোজ পজিশন আপনার চার্টে মার্ক করা থাকবে সুতরাং ওভার ট্রেডিং এ সাইকোলজি সাপোর্ট আসার চান্স কম। এছাড়া আপনার স্ট্রাটেজি সেই সাথে ম্যানি ম্যানেজমেন্টে যত্নশীল হওয়ার ব্যাপারেও অনেক সহায়ক। NinjaTrader8 ট্রেডিং প্ল্যাটফর্মে এর আপনার ট্রেডের রেজাল্ট সেটা যাচাই করতে পারবেন।

alamsat
2019-09-22, 10:27 PM
একটি লিংক পেলে খুব ভাল হত সহজে অতি দ্রুত প্লাটফর্ম টি ডাউনলোড করতে পারতাম তবে এমন একটি প্লাটফর্ম হলে ট্রেড করার জন্য বিশেষ সাহায্য পেয়ে যাব বিশেষ করে যারা প্রাইজ এ্যাকশন স্টটেজি দিয়ে ট্রেড করে থাকে তাদের জন্য এটা ভাল কাজ দিবে প্রাইজ এ্যাকশন স্টাটেজি দিয়ে যারা ট্রেড করে তারা প্রাইজ এর বিভিন্ন দিক ওঠা নামা ইত্যাদি সম্পর্কে বেশ ভাল ধারনা পাবে এই সফটয়ার দিয়ে তাই এটি আমিও ডাউনলোড করে চেষ্টা করব ট্রেড করার জন্য।

nurulazim
2019-09-22, 11:09 PM
NinjaTrader 8 ট্রেডিং প্ল্যাটফর্মে এর একটা ভাল ব্যাপার হচ্ছে খুব সহজেই চার্ট কাস্টমাইজ করা যায়। রেঞ্জ থেকে টাইম ফ্রেমে আলাদা চার্ট দেখা যায় এবং প্রায় প্রত্যেকটা টাইম ফ্রেমই এখানে দেখা যায়। আর ব্যাকগ্রাউন্ড লুকটাও কিন্তু অনেক সুন্দর!