PDA

View Full Version : আপনি কি ফরেক্স শিখতে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল?



BangaliBabu
2019-09-22, 08:50 PM
আশাকরি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমার ফরেক্স ক্যারিয়ার শুরু করেছি আজ থেকে আরও ৬-৭ বছর আগে তবে নিজের থেকে একটুও আগায়নি, সবসময় যার কাছ থেকে ফরেক্স শিখেছিলাম তার উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু হঠাৎ তিনি আমাদের বিভাগের বাইরে চাকুরীর সুবাদে পোষ্টিং হয়ে গেলেন। আমার ট্রেডিং ক্যারিয়ার ঐখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু আমিও ঢাকাতে শিফট হওয়ার পর ডেমোতে কোন প্রকার এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করতাম। সকালে ট্রেড ওপেন করে রাতে বাসাই ফিরে যেগুলো অনেক লসে রয়েছে সেগুলো ক্লোজ করতাম আর যেগুলো অনেক লাভে আছে সেগুলো ওপেন করে রাখতাম। এভাবে প্রায় ৯ মাস ট্রেডিং করার পরে আবার চাকুরীর সুবাদে ফরেক্স কি সেটা প্রায় ভুলে যেতে বসেছিলাম। কিন্তু চাকুরী পরিবর্তন করার সময় বাসাও পরিবর্তন করতে হয়েছিল। সেখানে আমার রুম থেকে mt4 প্লাটফর্ম লোড হওয়ার শব্দ শুনতে পেতাম। তারপর একদিন আমি সেই বড়ভাইয়ের কাছে গিয়ে তাকে বললাম আমি তো আগে ট্রেডিং করতাম তবে নিজে নয় আমার গুরুর একাউন্ডে আমার ইনভেস্ট ছিল। কয়েকদিন উনার পাশে বসে বসে ফরেক্স নিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম একটা ইন্টারন্যাশনাল ফরেক্স কমিউনিটিতে কাজ করে তিনি ক্যাপিটাল পান প্রতি মাসে প্রায় ৩০০ ডলার। আমাকে দেখালেনও সবকিছু কিন্তু আমি প্রথমে অতটা ইন্টারেস্ট ফিল করি নাই। কিন্তু পরে কৌতুহল বসত একটা একাউন্ট ওই বড়ভাইয়ের রেফারেন্সে খুলে পোষ্টিং শুরু করে দিলাম। ভালই সাড়া পাচ্ছিলাম কিন্তু ইংরেজিতে লিখে কি আর মনের সব কথা ফুটিয়ে তোলা সম্ভব। তাই পরে খোঁজ করে আমাদের বাংলা ফোরামের দেখা পায় এবং প্রথম কয়েক মাসে পরীক্ষা আর কাজের চাপের কারণে খুব একটা কাজ করতে পারিনি।

সত্যিকথা বলতে ইংরেজিতে ফরেক্স সম্পৃক্ত সকল কথা এত ভালভাবে ফুটিয়ে তুলতে পারিনি আর বাংলায় প্রতিটি পোষ্ট লেখার সময় আমার এতটা ভাল লেগেছে সেটা আমি কাউকে বোঝাতে পারব না। ধন্যবাদ ইনস্টাফরেক্স কে, যারা আমাদের কে নিজের মাতৃভাষায় ফরেক্স শেখার এত দারুন একটা প্লাটফর্ম দিয়েছে। হ্যা, আমি ফরেক্স শিখতে পুরোপুরিভাবে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল। কারণ ফরেক্সে ইনভেস্ট করার মত সামর্থ্য আমার নেই। আমি যা বেতন পাই তাই দিয়ে কলেজের বেতন ও সেমিষ্টার ফি দিয়ে নিজে খেয়ে পরে চলতে পারি। প্রতি মাসে বেতনের পাশাপাশি যখন বোনাস ক্যাপিটাল টা পাই তখন মনের মধ্যে একটা বিষয়ে খুব ভালো লাগে সেটা হলো বেতনের বাইরেও আমার একটি আয়ের উৎস আছে।
আমাদের ফোরামের সকল সদস্য ও এডমিনদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

SOMARANITHAKUR1995
2019-09-22, 09:00 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার জন্য ইন্টারনেট কিংবা ইউটিউব আছে এখান থেকেও সার্চ করে আমি অনেক কিছু শিখেছি যা বর্তমান সময় আমার কাজে লাগছে।

alamsat
2019-09-22, 09:04 PM
ইনস্টাফরেক্স এর ফোরামের মত একটি সাইট শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথীবির অনেক দেশে আছে এর মধ্যে ভারত, পাকিস্তান সহ আরো অনেক দেশে আমি এই ফোরামের কার্যক্রম দেখেছি। যার যার দেশে সেই ভাষায় ফোরামটি চালু করা আছে। এতে করে সকল দেশের মানুষ ফরেক্স সম্পর্কে জানতে পারছে এবং ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া কি বলব। ফোরাম না থাকলে হয়ত আমি কখন ও ট্রেড কি জিনিস জানতেই পারতাম না আর এখন ফরেক্স নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি। তাই ফোরামের ভুমিকা আমার জন্য অনেক বেশি।

nurulazim
2019-09-28, 06:18 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

KF84
2019-09-29, 02:11 PM
না , আমি ফরেক্স শেখার জন্য শুধু বাংলা ফোরামের উপর নির্ভরশীল নই । ফোরাম ছাড়াও আমি ইউটিউব , গুগল থেকে অনেক বিশয়েজানার চেষ্টা করে থাকি । তাছারা অনেক ধরনের এনালাইসিস আছে যেটা ইউটিউব ভিডিও থেকে অনেকটাই হাতে কলমে শেখা যায় । যেহেতু শেখার কোন শেষ নেই তাই শুধু ফোরামের উপর নির্ভরশীল না হয়ে বিভিন্ন অনলাইন সেমিনারে অংশগ্রহন করা যেতে পারে । ফরেক্স সম্পর্কে সাধারন জ্ঞ্যন গুলি জানতে হলে বাংলায় কিচ্ছু ভাল সাইট আছে যেখান থেকে প্রাথমিক ধারনা পাওয়া যেতে পারে ।

riadfx
2019-10-07, 12:32 PM
আমার ফরেক্স শিখাটা বেশিরভাগই ফোরামের উপর নির্ভরশীল কারন আমি ভালো কোনো ট্রেডারের সরাসরি সহায়তা এখনো পাইনি। ফোরাম এবং গুগলের মাধ্যমে অল্প অল্প করে শিখছি। তবে ফোরাম থেকেই শেখাটা বেশি কারন এখানে সরাসরি বাংলা ভাষায় একজন আরেকজনের সাথে অভিজ্ঞতা শেয়ার করে যার দ্বারা অনেকেই আমরা উপকৃত হচ্ছি।

sofiz
2019-10-08, 01:50 AM
ফরেক্স শিখার অনেক মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে যখন কোন অভিজ্ঞ ট্রেডারের কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ নিবেন বা শিখবেন তবে এরকমটা খুবই কমই হয় আমার ধারনা। আমরা অল্প কিছু ধারনা নিয়েই নরমালি ট্রেডিং করি। আর এ কাজে আরে একটু সাহায্য করে বিভিন্ন সাইটে ফরেক্স সম্পর্কিত ব্লগ এবং বিশেষ করে বাংলাদেশ ফরেক্স ফোরাম। এখান থেকেই ট্রেডাররা অনেক ধারনা অর্জন করতে পারে।

DJSUMON777
2019-10-08, 02:43 AM
আমি মনে করি ফরেক্সে একবারে প্রথম অবস্থায় একজন গুরুর অবশ্যই দরকার কেননা এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন এইসব ওয়ার্ডের মিনিং জানার জন্য একজন লোক অবশ্যই দরকার এবং এরপরে বাংলা ফোরাম সবকিছুই জানিয়ে দেয় সব বিষয় কেননা এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে থাকে। ফরেক্স বাংলা অনেক সহজে ট্রেড সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে। এখান থেকে আপনি অধিকাংশ কোশ্চেন এর অ্যানসার পেয়ে যাবেন। এখানে কাজ করার আরও একটি সুবিধা রয়েছে সেটি হলো এখানে পোষ্টের মাধ্যমে যে বোনাসটা দেওয়া হয় সেটা দিয়ে আপনি আপনার ক্যাপিটাল কে আরো বেশি শক্তিশালী করতে পারেন।

Hredy
2019-10-08, 08:12 AM
মানুষ সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে তার মাতৃভাষায়। বাংলা ফোরামের মাধ্যমে আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি। ইংরেজি ভাষায় আমদের ফরেক্স শিখতে অনেক কষ্ট হত যা সহজ করে দিয়েছে বাংলা ফোরাম। ফরেক্স শিক্ষায় বাংলা ফোরামের গুরুত্ব অপরিসীম। আমি মূলত বাংলা ফোরামের মাধ্যমেই ফরেক্স শিক্ষা করি পাশাপাশি অনেক ইংলিশ ফোরাম এবং লাইভ চ্যাট ও ফলো করি।

md mehedi hasan
2019-10-08, 09:36 AM
সত্যি কথা বলতে কি আপনি ফরেক্স শেখার জন্য ফোরামের উপর ৫০ ভাগ নির্ভর করতে পারেন।এরবাইরে আপনাকে ফরেক্সে প্রফেশনাল মান অর্জন করা প্রোয়োজন তা শিখেনিতে হবে।আপনি ফোরামে ফরেক্স বিষয়ে খুটি নাটি যে প্রশ্ন করবেন তার উত্তর পেয়ে যাবেন।কিন্তু হাতেকলমে ফরেক্স শিখতে পারবেন না।এটা শিখতে হলে আপনাকে প্রচুর শিখতে হবে চার্ট রিডিং করতে হবে এবং একটি স্ট্রেজি তৈরি করে নিতে হবে।তবে ফোরাম আমাদের মত ট্রেডার এর জন্য আর্শিবাদ সরুপ।কারন আমরা ফোরাম থেকে ডলার নেই আর লস করি আবার পোষ্ট করে ডলার নেই।একবার ভাবুনতো যদি লস খাওয়া ডলার গুলো যদি আমাদের নিজের পকেটে থেকে ইনভেস্ট করতাম।তাহলে আমরা ফরেক্স মার্কেটে টিকে থাকতে পারতান।ধন্যবাদ বাংলা ফরাম।ফরেক্স থেকে ঝড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য।

expkhaled
2019-10-08, 12:38 PM
ফরেক্স শেখার বিষয়ে ফোরামে গুরুত্ব অপরিসীম। ফোরামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা জানা যায় এবং মতামত ও জানা যায় যা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। তবে ফোরামে বেশীর ভাগ হলো নবাগত যারা অনেক কাচা ফরেক্স বিষয়ে তারা শুধু কিছু রিওয়ার্ড পাওয়া আশায় লেখে। তারপরও অনেক নতুন দের কাছ থেকেও অনেক সময় ভাল কিছু আইডিয়া পাওয়া যায়। আমাদের একাধিক ফোরামের সাথে যুক্ত হওয়া উচিত এবং নিয়মিত স্টাডি করা উচিত। ফরেক্স হলো মহা সমুদ্র এটা বিষয়ে যতই শিখবেন ততই মনে হবে যে, কিছুই মনে হয় শিখতে পারলাম না।

amreta
2020-03-04, 06:22 PM
আমার প্রিয় বন্ধুরা, যদি আপনি এটির মধ্যে সম্পাদনা করতে চান এবং প্রশিক্ষণের বিষয়ে আপনার আরও অনুভূতি থাকে তবে আপনি অবশ্যই এটি ভাল দেখতে পারবেন এবং ভাল বেটের সাথে আপনাকে অবশ্যই এতে একটি হেলিকপ্টার দেওয়া হবে। যে এতে কাজ করে সে সফল হয় নাআমার প্রিয় বন্ধুরা, যদি আপনি এটির মধ্যে সম্পাদনা করতে চান এবং প্রশিক্ষণের বিষয়ে আপনার আরও অনুভূতি থাকে তবে আপনি অবশ্যই এটি ভাল দেখতে পারবেন এবং ভাল বেটের সাথে আপনাকে অবশ্যই এতে একটি হেলিকপ্টার দেওয়া হবে। যে এতে কাজ করে সে সফল হয় না

fxarif
2020-03-04, 06:54 PM
ফরেক্স ফোরাম এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের না জানা অনেক কিছু শিখতে পারি।অনেক প্রশ্নের উত্তর পাই।নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। ফোরাম কে গুরুত্বের সাথে নিলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।

Md.Nasim Uddin
2020-03-04, 07:03 PM
বাংলা ফোরামের মাধ্যমে ফরেক্স সম্পর্কে জানা যায়। বাংলা ফোরামের বিভিন্ন কমেন্ট থেকে মেম্বারদের মতামত দেখে অনেক কিছু জানা যায়। এবং বাংলা ফোরামে কমেন্টস করলে বোনাস পাওয়া যায় ওই বোনাস দিয়ে আমরা ইনস্টাফরেক্সে ট্রেডিং করতে পারি। বাংলা ফরমেট মাধ্যমে ফরেক্স সম্পর্কে সঠিক ধারণা নিয়ে ট্রেডের সিস্টেম বোঝা যায় তাই বাঙ্গালীদের জন্য বাংলা ফোরামে গুরুত্ব সর্বাধিক।....... ধন্যবাদ।

KAZIMAJHARULISLAM
2020-03-04, 07:11 PM
একজন নতুন অনভিজ্ঞ ট্রেডার কে ফরেক্স সম্পর্কে ধারণা দিয়ে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তোলার পিছনে ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।কেননা ফোরামে ফরেক্স এর খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়ে থাকে এবং ছোট-বড় দক্ষ-অদক্ষ সকল ধরনের ট্রেডারের আনাগোনা এখানে থাকে।যার ফলে ফোরাম থেকে ফরেক্স সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করা খুবই সহজ এ কারণে আমি নিজেও বাংলা ফোরামে সময় দিয়ে ফরেক্স সম্পর্কে নতুন নতুন ধারণা ও জ্ঞান অর্জন করার চেষ্টা করি। শুধু তাই নয় আমার নিজের ভিতরে ফরেক্স ট্রেডিং সম্পর্কে কোন প্রকার প্রশ্ন তৈরি হলে সেটা ফোরামে পোষ্ট আকারে আপলোড করার মাধ্যমে অভিজ্ঞ ট্রেডারদের থেকে উত্তর জানার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে নেয়ার চেষ্টা করি।

TANJIRZOOM2020
2020-03-04, 08:30 PM
আমি বাঙ্গালী তাই আমার বাংলা বোঝাটা সহজ। তাই আমি ফরেক্স শিখতে অনেকটা বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল।বাংলা ফরেক্স ফোরাম এর কারণে সকল বাঙ্গালীদের ফরেক্স বুঝতে ও ফরেক্স শিখতে খুব সহায়তা করে।

MINARULRFL100
2020-03-05, 08:15 AM
আমি মনে করি ফোরাম আমাদের জন্য একটি পাঠশালা।যে পাঠশালায় আমরা অধিকাংশ মানুষ ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারতেছি।আজ যদি ফোরমের সাথে আমি যোগ না হতাম তাহলে আমি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে অনেক কিছুই অজানা থাকত।কারন ফোরামে অনেক সিনিয়র ভায়েরা আছে যারা খুব সুন্দর সুন্দর শিক্ষানীয় বিষয়ে আলোচনা করা যা আমাদের বাস্তব জীবনে অর্থাৎ ফরেক্স মার্কেটে কাজে লাগাতে পারবো।আর এই সুযোগ প্রদান করেছে একমাত্র ফোরাম।আজ যদি ফোরাম আমাদেরকে এই সুযোগ প্রদান না করতো তাহলে হয়ত আমি ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে পারতাম না।আজ শুধু নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখতেছি ফোরামের কল্যানে।

MdRubelShaikh
2020-03-05, 08:32 AM
আমি ফরেক্স শিখতে বাংলা ফররক্স এর উপর নির্ভরশীল না।তবে আমি মনে করি যে আমারা চাইলে বাংলা ফরেক্স ফোরাম থেকে অনেক কিছু শিখতে পারি।আমি বাংলা ফরেক্স থেকে শিখি এবং এর পাশাপাশি অন্য মাধ্যম থেকেও শিখি।

Sapna1212
2020-03-06, 10:23 PM
যদি আমরা এটিতে কাজ করি তবে আমরা এটি না শিখে সফল হতে পারি না, সুতরাং আমাদের অবশ্যই প্রথমে এই ফোরামটি শিখতে হবে এবং তারপরে এটির কাজ করা উচিত, কারণ এই ফোরামটি সফল হয়, তাই এই ফোরামটি আগে শিখুন এবং এটি পরে কাজ করার চেষ্টা করুন কারণ শেখা ছাড়া আমরা কোনও ব্যবসায় সফল হতে পারি না তাই এই বাংলাদেশ খামারটি ভালভাবে শিখুন এবং তারপরে এটিতে কাজ করুন এবং সফল করার জন্য কঠোর চেষ্টা করুন। দ্য

Hredy
2020-04-30, 03:11 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

Rokibul7
2020-08-18, 02:28 PM
ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার জন্য ইন্টারনেট কিংবা ইউটিউব আছে এখান থেকেও সার্চ করে আমি অনেক কিছু শিখেছি যা বর্তমান সময় আমার কাজে লাগছে।

IFXmehedi
2020-08-18, 03:23 PM
আশাকরি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমার ফরেক্স ক্যারিয়ার শুরু করেছি আজ থেকে আরও ৬-৭ বছর আগে তবে নিজের থেকে একটুও আগায়নি, সবসময় যার কাছ থেকে ফরেক্স শিখেছিলাম তার উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু হঠাৎ তিনি আমাদের বিভাগের বাইরে চাকুরীর সুবাদে পোষ্টিং হয়ে গেলেন। আমার ট্রেডিং ক্যারিয়ার ঐখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু আমিও ঢাকাতে শিফট হওয়ার পর ডেমোতে কোন প্রকার এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করতাম। সকালে ট্রেড ওপেন করে রাতে বাসাই ফিরে যেগুলো অনেক লসে রয়েছে সেগুলো ক্লোজ করতাম আর যেগুলো অনেক লাভে আছে সেগুলো ওপেন করে রাখতাম। এভাবে প্রায় ৯ মাস ট্রেডিং করার পরে আবার চাকুরীর সুবাদে ফরেক্স কি সেটা প্রায় ভুলে যেতে বসেছিলাম। কিন্তু চাকুরী পরিবর্তন করার সময় বাসাও পরিবর্তন করতে হয়েছিল। সেখানে আমার রুম থেকে mt4 প্লাটফর্ম লোড হওয়ার শব্দ শুনতে পেতাম। তারপর একদিন আমি সেই বড়ভাইয়ের কাছে গিয়ে তাকে বললাম আমি তো আগে ট্রেডিং করতাম তবে নিজে নয় আমার গুরুর একাউন্ডে আমার ইনভেস্ট ছিল। কয়েকদিন উনার পাশে বসে বসে ফরেক্স নিয়ে কথা বলতে বলতে জানতে পারলাম একটা ইন্টারন্যাশনাল ফরেক্স কমিউনিটিতে কাজ করে তিনি ক্যাপিটাল পান প্রতি মাসে প্রায় ৩০০ ডলার। আমাকে দেখালেনও সবকিছু কিন্তু আমি প্রথমে অতটা ইন্টারেস্ট ফিল করি নাই। কিন্তু পরে কৌতুহল বসত একটা একাউন্ট ওই বড়ভাইয়ের রেফারেন্সে খুলে পোষ্টিং শুরু করে দিলাম। ভালই সাড়া পাচ্ছিলাম কিন্তু ইংরেজিতে লিখে কি আর মনের সব কথা ফুটিয়ে তোলা সম্ভব। তাই পরে খোঁজ করে আমাদের বাংলা ফোরামের দেখা পায় এবং প্রথম কয়েক মাসে পরীক্ষা আর কাজের চাপের কারণে খুব একটা কাজ করতে পারিনি।

সত্যিকথা বলতে ইংরেজিতে ফরেক্স সম্পৃক্ত সকল কথা এত ভালভাবে ফুটিয়ে তুলতে পারিনি আর বাংলায় প্রতিটি পোষ্ট লেখার সময় আমার এতটা ভাল লেগেছে সেটা আমি কাউকে বোঝাতে পারব না। ধন্যবাদ ইনস্টাফরেক্স কে, যারা আমাদের কে নিজের মাতৃভাষায় ফরেক্স শেখার এত দারুন একটা প্লাটফর্ম দিয়েছে। হ্যা, আমি ফরেক্স শিখতে পুরোপুরিভাবে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল। কারণ ফরেক্সে ইনভেস্ট করার মত সামর্থ্য আমার নেই। আমি যা বেতন পাই তাই দিয়ে কলেজের বেতন ও সেমিষ্টার ফি দিয়ে নিজে খেয়ে পরে চলতে পারি। প্রতি মাসে বেতনের পাশাপাশি যখন বোনাস ক্যাপিটাল টা পাই তখন মনের মধ্যে একটা বিষয়ে খুব ভালো লাগে সেটা হলো বেতনের বাইরেও আমার একটি আয়ের উৎস আছে।
আমাদের ফোরামের সকল সদস্য ও এডমিনদেরকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন।

ভাই ফরেক্স ট্রেডিং শিখতে বাংলা ফরেক্স ফোরাম এর কোন বিকল্প নেই বলে আমি মনে করি আমরা যারা বাংলাদেশের ট্রেডার আছি তাদের জন্য । তবে বাংলা ফোরাম ছাড়া যে আমরা ফরেক্স ট্রেডিং শিখতে পারবো না বিষয়টা কিন্তু তেমন নয় । কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশীদের জন্য ফরেক্স ট্রেডিং শেখার জন্য বাংলা ফরেক্স ফোরাম একটা উন্নত ধরনের রোল মডেল । আমরা এই ফোরামে সংযুক্ত হয়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারি এবং আলোচনা করতে পারি যারা কারণে হয়তো নতুনরা অনেক কিছু শিখতে পারে এখান থেকে । তাই ফরেক্স ট্রেডিং শেখার জন্য বাংলাদেশিদের জন্য বাংলা ফোরাম এর ভূমিকা অনস্বীকার্য ।

Rubel115878
2020-08-18, 03:40 PM
আমি ফরেক্স শিখতে বাংলা ফোরামের উপর নিভরশীলনা। তবে ফোনামের মাধ্যমে অনেক কিছু শিখা যায়। আমি ফরেক্স মার্কেট বেশি বেশি এ্যানালাইসিস করে ফরেক্স ব্যবসা শিখার চেষ্টা করি।কারণ আমি মনে করি অন্যার সিগন্যাল না দেখে নিজেই সিগন্যাল দেওয়ার চেষ্টা করা উচিত।

ABDUSSALAM2020
2020-08-18, 04:54 PM
হ্যাঁ আমি ফরেক্স শিখতে বাংলা ফোরামে উপর নির্ভরশীল কারণ আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাংলা তাই আমার বাংলায় কাজ করতে সুবিধা এবং আমি বাংলা বিষয়ে ভালো বুঝি ফরেক্স এর সকল লেনদেন এবং সকল বিষয় ইংরেজির পাশাপাশি বাংলায় থাকা উচিত কারণ আমরা বাঙালি আমাদের জন্য বাংলাটা খুবই প্রয়োজন তাই আমি মনে করি ফরেক্স শিখতে এবং বাংলা ফরমেট করা উচিত।

Smd
2020-08-18, 05:04 PM
আমি পুরোপুরি ফোরামের উপর নির্ভর নয় কারণ ফোরাম দিয়ে আপনি ভালো ট্রেডারদের মতামত জানতে পারবেন কিন্তু বাস্তবে প্রাকটিস করতে হলে ডেমো বা রিয়েল মার্কেট আসতে হবে। সেখানে আপনি প্রাকটিক্যাল এ্যাকশন বুঝতে পারবেন। এছাড়াও মাঝে মাঝে টেলিগ্রাম ফলো করি মার্কেট ট্রেন্ড বুঝার জন্য।

Sid
2020-08-18, 05:16 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

muslima
2020-08-19, 03:01 AM
অনেক নতুন দের কাছ থেকেও অনেক সময় ভাল কিছু আইডিয়া পাওয়া যায়। আমাদের একাধিক ফোরামের সাথে যুক্ত হওয়া উচিত এবং নিয়মিত স্টাডি করা উচিত। ফরেক্স হলো মহা সমুদ্র এটা বিষয়ে যতই শিখবেন ততই মনে হবে যে, কিছুই মনে হয় শিখতে পারলাম না। সকল দেশের মানুষ ফরেক্স সম্পর্কে জানতে পারছে এবং ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া কি বলব।

Md.shohag
2020-08-19, 06:36 AM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।মানুষ সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে তার মাতৃভাষায়। বাংলা ফোরামের মাধ্যমে আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি। ইংরেজি ভাষায় আমদের ফরেক্স শিখতে অনেক কষ্ট হত যা সহজ করে দিয়েছে বাংলা ফোরাম। ফরেক্স শিক্ষায় বাংলা ফোরামের গুরুত্ব অপরিসীম।

Starship
2020-08-19, 08:39 AM
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন, আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা সকল বিষয়ে মাতৃভাষা বলতে ও মনের ভাব প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি নিজেও এক বছর ইংরেজি ফোরামে কাজ করেছি। কিন্তু সেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করে নি এবং নিজেকে মেলে ধরতে পারিনি। পরবর্তীতে আমার পিসির সমস্যা হওয়াতে ফরেক্স থেকে কিছুদিন বিরতি নেয়। আবার আমার বড় ভাই তিনি বাংলা ফোরামে পরামর্শ দেন এবং একাউন্ট খোলার মাধ্যমে বাংলা ফোরাম এর যাত্রা শুরু হয়। আমি এখনো অধ্যয়নরত অবস্থায় রয়েছি। ফরেক্স থেকে জানাও শেখার কোনো নির্দিষ্ট সীমা নেই। আমি নিরদ্বিধায় বলতে চাই বাংলা ফোরাম ফরেক্স শেখার ও জানার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

konok
2020-08-19, 11:24 AM
ফরেক্স শেখার বিষয়ে ফোরামে গুরুত্ব অপরিসীম। ফোরামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা জানা যায় এবং মতামত ও জানা যায় যা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। তবে ফোরামে বেশীর ভাগ হলো নবাগত যারা অনেক কাচা ফরেক্স বিষয়ে তারা শুধু কিছু রিওয়ার্ড পাওয়া আশায় লেখে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

FREEDOM
2020-08-29, 03:33 PM
আমি মনে করি ফরেক্সে একবারে প্রথম অবস্থায় একজন গুরুর অবশ্যই দরকার কেননা এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন এইসব ওয়ার্ডের মিনিং জানার জন্য একজন লোক অবশ্যই দরকার এবং এরপরে বাংলা ফোরাম সবকিছুই জানিয়ে দেয় সব বিষয় কেননা এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে থাকে। ফরেক্স বাংলা অনেক সহজে ট্রেড সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে। এখান থেকে আপনি অধিকাংশ কোশ্চেন এর অ্যানসার পেয়ে যাবেন। এখানে কাজ করার আরও একটি সুবিধা রয়েছে সেটি হলো এখানে পোষ্টের মাধ্যমে যে বোনাসটা দেওয়া হয় সেটা দিয়ে আপনি আপনার ক্যাপিটাল কে আরো বেশি শক্তিশালী করতে পারেন।

Safin
2020-08-29, 04:07 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে।

Akib
2020-08-29, 04:09 PM
ইনস্টাফরেক্স এর ফোরামের মত একটি সাইট শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথীবির অনেক দেশে আছে এর মধ্যে ভারত, পাকিস্তান সহ আরো অনেক দেশে আমি এই ফোরামের কার্যক্রম দেখেছি। যার যার দেশে সেই ভাষায় ফোরামটি চালু করা আছে। এতে করে সকল দেশের মানুষ ফরেক্স সম্পর্কে জানতে পারছে এবং ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া কি বলব। ফোরাম না থাকলে হয়ত আমি কখন ও ট্রেড কি জিনিস জানতেই পারতাম না আর এখন ফরেক্স নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি। তাই ফোরামের ভুমিকা আমার জন্য অনেক বেশি।

ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে

Shole33
2020-08-29, 04:23 PM
আপনি কি ফরেক্স শিখতে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল?
,,,,,,,ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে।।

Shole33
2020-08-29, 04:27 PM
[u]আপনি কি ফরেক্স শিখতে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল?[/u
],,,,,,,,,ফরেক্স শেখার বিষয়ে ফোরামে গুরুত্ব অপরিসীম। ফোরামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা জানা যায় এবং মতামত ও জানা যায় যা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। তবে ফোরামে বেশীর ভাগ হলো নবাগত যারা অনেক কাচা ফরেক্স বিষয়ে তারা শুধু কিছু রিওয়ার্ড পাওয়া আশায় লেখে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।।

milu
2020-08-30, 05:21 PM
ফরেক্স শেখার বিষয়ে ফোরামে গুরুত্ব অপরিসীম। ফোরামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা জানা যায় এবং মতামত ও জানা যায় যা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। তবে ফোরামে বেশীর ভাগ হলো নবাগত যারা অনেক কাচা ফরেক্স বিষয়ে তারা শুধু কিছু রিওয়ার্ড পাওয়া আশায় লেখে। শুধু তাই নয় আমার নিজের ভিতরে ফরেক্স ট্রেডিং সম্পর্কে কোন প্রকার প্রশ্ন তৈরি হলে সেটা ফোরামে পোষ্ট আকারে আপলোড করার মাধ্যমে অভিজ্ঞ ট্রেডারদের থেকে উত্তর জানার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে নেয়ার চেষ্টা করি।

Soh1952
2020-08-30, 05:27 PM
ফরেক্স ফোরাম এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের না জানা অনেক কিছু শিখতে পারি।অনেক প্রশ্নের উত্তর পাই।নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। ফোরাম কে গুরুত্বের সাথে নিলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

sss21
2020-09-14, 09:06 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

FRK75
2020-09-14, 09:25 PM
ফরেক্স ফোরাম এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের না জানা অনেক কিছু শিখতে পারি।অনেক প্রশ্নের উত্তর পাই।নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। ফোরাম কে গুরুত্বের সাথে নিলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

tutul07
2020-09-15, 11:29 AM
আমরা এই ফোরামে সংযুক্ত হয়ে ফরেক্স ট্রেডিং সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারি এবং আলোচনা করতে পারি যারা কারণে হয়তো নতুনরা অনেক কিছু শিখতে পারে এখান থেকে ।ফোরাম কে গুরুত্বের সাথে নিলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

Smd
2020-11-24, 11:07 AM
ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া কি বলব। ফোরাম না থাকলে হয়ত আমি কখন ও ট্রেড কি জিনিস জানতেই পারতাম না আর এখন ফরেক্স নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি।

EmonFX
2020-11-24, 11:25 AM
বেশিরভাগ ট্রেডার ফরেক্স শিখতে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল। ফরেক্স সম্পর্কে ভালো জানতে ফোরামের বিকল্প নেই। আপনি বিভিন্ন সাইট ঘেটে হয়তো অনেক কিছুই জানতে পারবেন আবার যার কাছ থেকে ট্রেডিং শিখছেন তার কাছে থেকেও হয়তো অনেক কিছু জানতে পারবেন।বাট তারপরেও দেখা যাবে আপনার অনেক কিছুেই অজান রয়ে গেছে। এগুলো জানার জন্য ফরেক্স ফোরাম একটা গুরুত্বপুর্ন প্লাটফর্ম।

ফরেক্সে আমাদের যোগদানের প্রধার উদ্দেশ্য এখান থেকে কিছু উপার্জন করা। আর উপার্জন করার নিয়ম কানুন জানার জন্য একটি প্লাটফর্ম দরকার, সেই প্লাটফর্ম টি হলো ফরেক্স ফোরাম যেখান থেকে আমাদের জ্ঞানটাকে ঝালিয়ে নিতে পারবো। ফরেক্স ফোরাম এমন একটি যায়গা যেখান থেকে আমরা আমাদের অজানা তথ্য গুলো জানতে পারি। এখানে অনেক সিনিয়র ট্রেডার রয়েছেন যারা তাদের জ্ঞাত জ্ঞানকে ফোরমে শেয়ার করে থাকেন।আমাদের জিজ্ঞাশিত অনেক প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে থাকি। অধিকাংশ ট্রেডার জানেন নিজের জানা তথ্য দিয়ে মূলধন সংগ্রহ করা যায়।

আজকের ইনস্টাফরেক্স দক্ষ ট্রেডার তৈরির যে প্রায়াস নিয়ে কাজ করছে সেটা অন্নান্য ব্রোকরের চিন্তাভাবনা থেকে আলাদা। একসময় বাংলাদেশে ফরেক্স শেখার কোন যায়গা ছিলো না, সবাই বিদেশি ওয়েবসাইট ঘেটে যেটুকু শেখা যেতো শিখে নিতো। বর্তমানে ইনস্টাফরেক্সের কল্যানে নতুন ট্রেডাররা ফরেক্স শেখার পাশাপাশি পোস্টিং বোনাস দিয়ে রিয়েল ট্রেডিং চালিয়ে যেতে পারছে। ধন্যবাদ।

zakia
2020-11-25, 02:42 PM
ফরেক্স ফোরাম এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের না জানা অনেক কিছু শিখতে পারি।অনেক প্রশ্নের উত্তর পাই।নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। ফোরাম কে গুরুত্বের সাথে নিলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।শুধু তাই নয় আমার নিজের ভিতরে ফরেক্স ট্রেডিং সম্পর্কে কোন প্রকার প্রশ্ন তৈরি হলে সেটা ফোরামে পোষ্ট আকারে আপলোড করার মাধ্যমে অভিজ্ঞ ট্রেডারদের থেকে উত্তর জানার মাধ্যমে নিজের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে নেয়ার চেষ্টা করি।

samun
2020-11-25, 10:23 PM
আমরা যারা বাঙ্গালী তাদের জন্য উত্তম ভাষাই হল বাংলা। ফোরাম না থাকালে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার জন্য ইন্টারনেট কিংবা ইউটিউব আছে এখান থেকেও সার্চ করে আমি অনেক কিছু শিখেছি যা বর্তমান সময় আমার কাজে লাগছে।

Smd
2021-06-13, 11:56 AM
আমি বাঙালি এবং আমার মাতৃভাষা বাংলা তাই আমার বাংলায় কাজ করতে সুবিধা এবং আমি বাংলা বিষয়ে ভালো বুঝি ফরেক্স এর সকল লেনদেন এবং সকল বিষয় ইংরেজির পাশাপাশি বাংলায় থাকা উচিত কারণ আমরা বাঙালি আমাদের জন্য বাংলাটা খুবই প্রয়োজন। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।মানুষ সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করে তার মাতৃভাষায়। বাংলা ফোরামের মাধ্যমে আমরা সেই সুবিধা ভোগ করতে পারছি।

FRK75
2021-08-02, 01:06 PM
আপনি এটির মধ্যে সম্পাদনা করতে চান এবং প্রশিক্ষণের বিষয়ে আপনার আরও অনুভূতি থাকে তবে আপনি অবশ্যই এটি ভাল দেখতে পারবেন এবং ভাল বেটের সাথে আপনাকে অবশ্যই এতে একটি হেলিকপ্টার দেওয়া হবে। যে এতে কাজ করে সে সফল হয় নাআমার প্রিয় বন্ধুরা, যদি আপনি এটির মধ্যে সম্পাদনা করতে চান এবং প্রশিক্ষণের বিষয়ে আপনার আরও অনুভূতি থাকে তবে আপনি অবশ্যই এটি ভাল দেখতে পারবেন এবং ভাল বেটের সাথে আপনাকে অবশ্যই এতে একটি হেলিকপ্টার দেওয়া হবে। যে এতে কাজ করে সে সফল হয় না

FRK75
2021-10-23, 06:32 PM
শেখার বিষয়ে ফোরামে গুরুত্ব অপরিসীম। ফোরামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা জানা যায় এবং মতামত ও জানা যায় যা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। তবে ফোরামে বেশীর ভাগ হলো নবাগত যারা অনেক কাচা ফরেক্স বিষয়ে তারা শুধু কিছু রিওয়ার্ড পাওয়া আশায় লেখে। তারপরও অনেক নতুন দের কাছ থেকেও অনেক সময় ভাল কিছু আইডিয়া পাওয়া যায়। আমাদের একাধিক ফোরামের সাথে যুক্ত হওয়া উচিত এবং নিয়মিত স্টাডি করা উচিত। ফরেক্স হলো মহা সমুদ্র এটা বিষয়ে যতই শিখবেন ততই মনে হবে যে, কিছুই মনে হয় শিখতে পারলাম না।

Mas26
2021-10-23, 07:52 PM
ইনস্টাফরেক্স এর ফোরামের মত একটি সাইট শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথীবির অনেক দেশে আছে এর মধ্যে ভারত, পাকিস্তান সহ আরো অনেক দেশে আমি এই ফোরামের কার্যক্রম দেখেছি। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। যার যার দেশে সেই ভাষায় ফোরামটি চালু করা আছে। এতে করে সকল দেশের মানুষ ফরেক্স সম্পর্কে জানতে পারছে এবং ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া কি বলব। ফোরাম না থাকলে হয়ত আমি কখন ও ট্রেড কি জিনিস জানতেই পারতাম না আর এখন ফরেক্স নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি। তাই ফোরামের ভুমিকা আমার জন্য অনেক বেশি। অল্প কিছু ধারনা নিয়েই নরমালি ট্রেডিং করি। আর এ কাজে আরে একটু সাহায্য করে বিভিন্ন সাইটে ফরেক্স সম্পর্কিত ব্লগ এবং বিশেষ করে বাংলাদেশ ফরেক্স ফোরাম। এখান থেকেই ট্রেডাররা অনেক ধারনা অর্জন করতে পারে।

Smd
2022-01-24, 10:44 AM
ইংরেজি ভাষায় আমদের ফরেক্স শিখতে অনেক কষ্ট হত যা সহজ করে দিয়েছে বাংলা ফোরাম। ফরেক্স শিক্ষায় বাংলা ফোরামের গুরুত্ব অপরিসীম। এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন এইসব ওয়ার্ডের মিনিং জানার জন্য একজন লোক অবশ্যই দরকার এবং এরপরে বাংলা ফোরাম সবকিছুই জানিয়ে দেয় সব বিষয় কেননা এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়কে ব্যাখ্যা করে থাকে। ফরেক্স বাংলা অনেক সহজে ট্রেড সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করে। এখান থেকে আপনি অধিকাংশ কোশ্চেন এর অ্যানসার পেয়ে যাবেন।

samun
2022-04-18, 12:44 PM
ফোরাম না থাকালে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। যার যার দেশে সেই ভাষায় ফোরামটি চালু করা আছে। এতে করে সকল দেশের মানুষ ফরেক্স সম্পর্কে জানতে পারছে এবং ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার জন্য ইন্টারনেট কিংবা ইউটিউব আছে এখান থেকেও সার্চ করে আমি অনেক কিছু শিখেছি যা বর্তমান সময় আমার কাজে লাগছে।

FRK75
2023-01-09, 04:10 PM
ফরেক্স শেখার বিষয়ে ফোরামে গুরুত্ব অপরিসীম। ফোরামের মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতা জানা যায় এবং মতামত ও জানা যায় যা থেকে আমরা অভিজ্ঞতা নিতে পারি। তবে ফোরামে বেশীর ভাগ হলো নবাগত যারা অনেক কাচা ফরেক্স বিষয়ে তারা শুধু কিছু রিওয়ার্ড পাওয়া আশায় লেখে। তারপরও অনেক নতুন দের কাছ থেকেও অনেক সময় ভাল কিছু আইডিয়া পাওয়া যায়। আমাদের একাধিক ফোরামের সাথে যুক্ত হওয়া উচিত এবং নিয়মিত স্টাডি করা উচিত। ফরেক্স হলো মহা সমুদ্র এটা বিষয়ে যতই শিখবেন ততই মনে হবে যে, কিছুই মনে হয় শিখতে পারলাম না।আমরা এটি না শিখে সফল হতে পারি না, সুতরাং আমাদের অবশ্যই প্রথমে এই ফোরামটি শিখতে হবে এবং তারপরে এটির কাজ করা উচিত, কারণ এই ফোরামটি সফল হয়, তাই এই ফোরামটি আগে শিখুন এবং এটি পরে কাজ করার চেষ্টা করুন কারণ শেখা ছাড়া আমরা কোনও ব্যবসায় সফল হতে পারি না তাই এই বাংলাদেশ খামারটি ভালভাবে শিখুন এবং তারপরে এটিতে কাজ করুন এবং সফল করার জন্য কঠোর চেষ্টা করুন।

Mas26
2023-01-09, 05:18 PM
ইনস্টাফরেক্স এর ফোরামের মত একটি সাইট শুধুমাত্র বাংলাদেশে নয় পৃথীবির অনেক দেশে আছে এর মধ্যে ভারত, পাকিস্তান সহ আরো অনেক দেশে আমি এই ফোরামের কার্যক্রম দেখেছি। যার যার দেশে সেই ভাষায় ফোরামটি চালু করা আছে। এতে করে সকল দেশের মানুষ ফরেক্স সম্পর্কে জানতে পারছে এবং ফরেক্স ট্রেড করার জন্য প্রাথমিক মুলধন হিসাবে কিছু বোনাস পাচ্ছে যা দ্বারা ট্রেড করে প্রাপ্ত মুনাফা উত্তোলন করতে পারছে এটা যে আমাদের কাছে কত বড় পাওয়া কি বলব। ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার জন্য ইন্টারনেট কিংবা ইউটিউব আছে এখান থেকেও সার্চ করে আমি অনেক কিছু শিখেছি যা বর্তমান সময় আমার কাজে লাগছে।ফোরাম না থাকলে হয়ত আমি কখন ও ট্রেড কি জিনিস জানতেই পারতাম না আর এখন ফরেক্স নিয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি। তাই ফোরামের ভুমিকা আমার জন্য অনেক বেশি।

FRK75
2023-05-26, 02:00 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। ফরেক্স ফোরাম এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের না জানা অনেক কিছু শিখতে পারি।অনেক প্রশ্নের উত্তর পাই।নতুন নতুন অনেক কিছু শিখতে পারি। ফোরাম কে গুরুত্বের সাথে নিলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো।এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়।

Mas26
2023-05-26, 03:19 PM
ফরেক্স শিখার জন্য বাংলা ফোরামের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এখানে পোস্ট করে নিজের অভিজ্ঞতাগুলো আরো উন্নত করা যায় এবং অন্যান্য ফরেক্স মেম্বারদের পোস্ট থেকে অনেক অজানা তথ্য জানা যায়। ফোরামে পোস্ট করে একদিকে যেমন পোস্টিং বোনাস অর্জন করে তা দিয়ে এখান ট্রেড করার সুযোগ আছে অন্যদিকে ফরেক্স সম্পর্কে অনেক কিছু শেখা যাচ্ছে। এটা খুবই ভালো একটি দিক। ইন্সটাফরেক্স ছাড়া অন্যান্য কিছু ব্রোকার আছে যেখানে ফোরাম নেই। সেখানে রিয়েল ডলার ডিপোজিট করে ট্রেড করতে হয়। ফোরাম না থাকায় সেখানে ফরেক্স সম্পর্কে নতুন কিছু তথ্য জানার সুযোগ নেই। যে সুযোগটা ইনস্টাফরেক্স ব্রোকারে আছে। এখানে বাংলা ফোরাম থাকায় বাঙ্গালীদের জন্য অনেক সুবিধা হয়েছে। এছাড়াও ফরেক্স সম্পর্কে জানার জন্য ইন্টারনেট কিংবা ইউটিউব আছে এখান থেকেও সার্চ করে আমি অনেক কিছু শিখেছি যা বর্তমান সময় আমার কাজে লাগছে।

Ajifakhan18
2024-11-22, 11:33 PM
ফরেক্স শিখতে বাংলা ফরেক্স ফোরামের উপর নির্ভরশীল হওয়া একটি ভালো উপায় হতে পারে, তবে এটি একমাত্র উৎস হওয়া উচিত নয়। এই ফোরামগুলোতে আপনি বিভিন্ন অভিজ্ঞ ট্রেডারের দিকনির্দেশনা ও কৌশল শিখতে পারেন। তবে ফোরামের তথ্য কখনও কখনও ভুল বা অসম্পূর্ণ হতে পারে। তাই, বাংলা ফোরামের পাশাপাশি নির্ভরযোগ্য বই, কোর্স, ইউটিউব চ্যানেল এবং ডেমো ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে শিখুন। সর্বোপরি, ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ ক্ষেত্র, তাই সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। শিক্ষার জন্য বিভিন্ন উৎসের সমন্বয় আপনাকে সফলতা এনে দিতে পারে।