PDA

View Full Version : ফরেক্স শিখুন



Nishpap Papi
2019-09-24, 11:06 AM
আমি আপনাকে ফরেক্স শিখাব, আপনার কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবেনা, কিন্তু আপনাকে ধৈর্য্যের পরীক্ষা দিতে হবে. কয়েকটি শর্ত পূরণ করতে সম্মত হলে আমি আপনাকে ফরেক্সের এ to জেট সব শিখাবো। আপনার মনে হতে পারে আমি কোন মহাজ্ঞানী যে চ্যালেঞ্জ দিয়ে ফরেক্স শিখাবো। আপনি আমার ফরেক্স প্রোফাইল দেখতে পারেন এখানে (https://www.forexfactory.com/nishpappapi) এবং আমার মার্কেট এনালাইসিস এবং ট্রেড সেটআপ দেখতে পারেন এখানে (https://forexaa.com/category/trade-setup/)। আমার ট্রেড সেটআপ আমি বলে দিয়ে থাকি মার্কেট কোন দিকে যেতে পারে। আমার আগের এনালাইসিস গুলো পড়ে আপনি মিলিয়ে দেখতে পারেন আমার এনালাইসিস গুলো কাজ করে কিনা। যদি মনে করেন আমার এনালাইসিস কাজ করে , আপনি আমার কাছ থেকে কিছু শিখতে পারবেন তবে অবশ্যই আমাকে জানাবেন।
আমার কিছু শর্ত হলো -
১. ৬ মাস ডেমো ট্রেড না করে আপনি কোনো রিয়েল ট্রেড করতে পারবেননা।
২. আমি আপনাকে যে কৌশল শিখাবো এর বাইরে অন্য কোনো কৌশল মেনে ট্রেড করতে পারবেননা।
৩. আমার শেখানো কৌশলে ৬ মাস ডেমো ট্রেড করে যদি আপনার মনে হয় যে আপনি নিয়মিত লাভ করতে পারবেন তবেই আপনি রিয়েল একাউন্টে ট্রেড করতে পারবেন। এর আগে রিয়েল একাউন্টে ট্রেড করে যদি আপনি কোনো লস করেন তার দায়বার আমি নিতে রাজি না.
৪. আপনাকে বিনাপয়সায় আমি ট্রেডিং শিখাবো বিনিময়ে আপনাকে শুধু আমার লিংক থেকে একটা রিয়েল একাউন্ট করতে হবে. এই একাউন্টে তখন খুলতে হবে যখন আপনি ৬ মাস ডেমো ট্রেড করে ফেলবেন এবং যখন আপনার মনে হবে আপনি রিয়েল ট্রেডিং এর জন্য প্রস্তুত।

এখন আপনার প্রশ্ন জাগতে পারে আমি আপনাকে কেন বিনামূল্যে ট্রেডিং শিখাব। আমার উত্তর হলো আপনাকে আমি শিখাবো এবং আপনি আমার লিংক থেকে যে একাউন্ট ওপেন করে ট্রেড করবেন সেখান থেকে আমি কমিশন পাবো। সুতরাং আপনি যদি আমার লিংক থেকে একাউন্ট করেন তবে আপনার আর আমার কাছে থেকে বিনামূল্যে ট্রেডিং শিক্ষা হচ্ছেনা। এখন আপনি যদি ট্রেডিং শিখার পর আমার লিংকে একাউন্ট না করে চলেও যান তাতেও আমার আপত্তি নেই কারণ আপনাকে শিখাতে পেরেও আমি আনন্দিত। আমার দেশের একজন ভাইকে আমি ট্রেডিং শিখিয়ে তাকে উপার্জনের একটা পথ দেখতে পেরেছি এইটাই আমার কাছে অনেক কিছু। আমি কোনো প্রফেশনাল টিচার না. আমি আমার অভিজ্ঞতা থেকে যা শিখেছি, আর ট্রেডিং লাইফের শুরুতে যে ভুল গুলো করেছি শুধু সেগুলো সম্পর্কে আপনাদের অবহিত করবো।

মনে রাখবেন ট্রেডিং মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ। মার্কেট যেকোনো সময় যেকোনো দিকে মোড় নিতে পারে। একটা প্রাকৃতিক দুর্যোগও মার্কেটে ব্যাপক আকারে প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আপনার ক্ষতির জন্য আমি কোনোভাবেই দায়বদ্ধ থাকবোনা।

বি: দ্রঃ কিছু পাবলিক আছে তারা বলবে আপনি ট্রেডিং জানলে আপনার ট্রেডিং শিখিয়ে টাকা কমানোর দরকার কি! যদিও আমি আগেই বলে দিয়েছি আপনার কোনো টাকা পয়সা লাগবেনা। এইটাইপের পাবলিক সবসময় একটা ভালো উদ্যোগকে নিরুৎসাহিত করে. আমি তাদের বলতে চাই আপনাদের নিরুৎসাহিত কথা আমাকে আরো বেশি উৎসাহিত করে.

alamsat
2019-09-24, 12:40 PM
ফরেক্স শিখতে হলে অবশ্যয় পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোন কিছুই শেখা সম্ভব নয়। তবে এখন অনেকে আছে শিক্ষক সেজে অনেকের ধোকা দেয় তারা নিজেই কিছু জানে না নিয়মিত প্রফিট করতে পারে না। শুধুমাত্র ফরেক্স এর প্রাথমিক কিছু ধারনা নিয়ে নিজেকে পন্ডিট মনে করে তাই এমন কেউ যদি টাকার বিনিময়ে ফরেক্স শেখাতে চাই তবে এড়িয়ে যাওয়াটা অনেক ভাল এবং নিজের চেষ্টায় যতটুকু শেখা যাই সেটাই হল আসল তাই অন্যের কোন প্রয়োচনায় না পড়ে নিজে শেখার চেষ্টা করুন।

SOMARANITHAKUR1995
2019-09-24, 12:56 PM
একজন সফল ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স শেখার কোনো বিকল্প নেই। ফরেক্স না শিখে সরাসরি রিয়েল ট্রেড করাটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে এ টু জেড সব জানতে হবে। আপনি যদি এগুলো না জানতে পারেন তাহলে ট্রেড করার সময় আপনি কিছুই বুঝবেন না, যার কারনে ভুল ট্রেডিংয়ের জন্য আপনাকে লসে থাকতে হবে। এমনকি আপনার অ্যাকাউন্ট শুন্য হয়েও যেতে পারে। তাই রিয়েল ট্রেড করার পূর্বে অবশ্যই আপনাকে ফরেক্স শিখতে হবে। ফরেক্স শেখার বেশকিছু মাধ্যম আছে। এই মাধ্যম গুলির মধ্যে সবচেয়ে বেস্ট হলো ডেমো ট্রেডিং। একজন নতুন ফরেক্স মেম্বারকে দক্ষ করার জন্য ডেমো ট্রেডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি মনে করি মিনিমাম 6 মাস একজন নতুন ফরেক্স মেম্বারকে ডেমোতে ট্রেড করা উচিত। অনেকের এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। তবে বেশি সময় লাগলেও ওই সময়টা নিয়ে ধৈর্য ধরে ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত, যতদিন না ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা না আসে। এভাবে দক্ষ হয়ে তারপর রিয়েল ট্রেড করুন। ডেমো ট্রেডিং ছাড়াও ফরেক্স শেখার জন্য আরো কিছু মাধ্যম আছে। যেমন; আপনি ফোরামে পোস্ট করলে প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারবেন, ইন্টারনেট কিংবা ইউটিউবে সার্চ করলে ফরেক্স সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। এভাবে আপনি ফরেক্স শিখতে পারেন।

alamsat
2019-09-24, 01:06 PM
একজন সফল ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স শেখার কোনো বিকল্প নেই। ফরেক্স না শিখে সরাসরি রিয়েল ট্রেড করাটা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে এ টু জেড সব জানতে হবে। আপনি যদি এগুলো না জানতে পারেন তাহলে ট্রেড করার সময় আপনি কিছুই বুঝবেন না, যার কারনে ভুল ট্রেডিংয়ের জন্য আপনাকে লসে থাকতে হবে। এমনকি আপনার অ্যাকাউন্ট শুন্য হয়েও যেতে পারে। তাই রিয়েল ট্রেড করার পূর্বে অবশ্যই আপনাকে ফরেক্স শিখতে হবে। ফরেক্স শেখার বেশকিছু মাধ্যম আছে। এই মাধ্যম গুলির মধ্যে সবচেয়ে বেস্ট হলো ডেমো ট্রেডিং। একজন নতুন ফরেক্স মেম্বারকে দক্ষ করার জন্য ডেমো ট্রেডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমি মনে করি মিনিমাম 6 মাস একজন নতুন ফরেক্স মেম্বারকে ডেমোতে ট্রেড করা উচিত। অনেকের এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে। তবে বেশি সময় লাগলেও ওই সময়টা নিয়ে ধৈর্য ধরে ডেমো ট্রেডিং চালিয়ে যাওয়া উচিত, যতদিন না ফরেক্স সম্পর্কে পূর্ণাঙ্গ দক্ষতা না আসে। এভাবে দক্ষ হয়ে তারপর রিয়েল ট্রেড করুন। ডেমো ট্রেডিং ছাড়াও ফরেক্স শেখার জন্য আরো কিছু মাধ্যম আছে। যেমন; আপনি ফোরামে পোস্ট করলে প্রতিনিয়ত অনেক কিছু শিখতে পারবেন, ইন্টারনেট কিংবা ইউটিউবে সার্চ করলে ফরেক্স সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। এভাবে আপনি ফরেক্স শিখতে পারেন।

আসলে আমরা যারা এখন ও ফরেক্স ট্রেড করছি তারা সরাসরি লাইভ ট্রেড করেই বার বার লস করে তারপর ট্রেড শিখছি কিন্তু মূল কথা হল ফরেক্স না শিখে করার জিনিস না ফরেক্স শিখে করার জিনিস তাই বুদ্ধিমান ঐ ব্যাক্তি যে আগে ডেমোতে প্রাকটিস করে নিজেকে গড়ে তুলবে লাইভ ট্রেড করার জন্য তারপর ট্রেড করবে এবং সব সময় বিভিন্ন এ্যানালিসিস নিয়ে পড়ে থাকবে তবেই সে ফরেক্স সফলতা পাবে বিনা লসে কারন লস করলে তো আপনার নিজের টাকাই নষ্ট হচ্ছে তাই কেন লস করে শিখবো যেখানে ডেমোতে শেখার সুযোগ আছে।

nurulazim
2019-09-24, 01:10 PM
ফরেক্স শিখতে হলে অবশ্যয় পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোন কিছুই শেখা সম্ভব নয়। তবে এখন অনেকে আছে শিক্ষক সেজে অনেকের ধোকা দেয় তারা নিজেই কিছু জানে না নিয়মিত প্রফিট করতে পারে না। শুধুমাত্র ফরেক্স এর প্রাথমিক কিছু ধারনা নিয়ে নিজেকে পন্ডিট মনে করে তাই এমন কেউ যদি টাকার বিনিময়ে ফরেক্স শেখাতে চাই তবে এড়িয়ে যাওয়াটা অনেক ভাল এবং নিজের চেষ্টায় যতটুকু শেখা যাই সেটাই হল আসল তাই অন্যের কোন প্রয়োচনায় না পড়ে নিজে শেখার চেষ্টা করুন।

MANIK6642
2019-09-24, 01:19 PM
ফরেক্স ট্রেডার হতে হলে ফরেক্স শেখার কোন বিকল্প নাই।আপনি যদি একজন দক্ষ ট্রেডার হতে চান আপনাকে আগে অবশ্যই ফরেক্স এর সকল নিয়ম কানুন সম্বন্ধে জানতে হবে।আপনি ফরেক্স না শিখলে ট্রেডের কিছুই বুঝতে পারবেন না। আবার কখনো দক্ষ ট্রেডার না হয়ে রিয়্যাল ট্রেড করতে যাবেন না।এতে আপনার অনেক লস হবে।ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে আগে পুরোপুরি ফরেক্স সম্বন্ধে জানতে হবে।এরপর নিয়মিত ডেমোতে ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে।আপনি যদি কিছুই না বুজে ফরেক্সকে মানি মেকিং ভেবে ফরেক্স করতে এসে ট্রেড করেন আপনার ব্যালেন্স তো এমনিতেই জিরো হয়ে যাবে।ফরেক্স এ ট্রেডিং এ দক্ষ হতে হলে আপনাকে আগে ডেমো ট্রেডিং প্র্যাক্টিস করতে হবে।কমপক্ষ ৬ মাস ডেমো ট্রেড করার পর রিয়্যাল ট্রেড শুরু করতে পারেন।ডেমোতে আগে আপনাকে বুঝতে হবে আপনি রিয়্যাল ট্রেড করা মত হইছেন কিনা।ডেমোতে আপনার প্রফিট কেমন হচ্ছে ট্রেড এন্টিগুলো সঠিক হচ্ছে কিনা।এভাবে ডেমোট্রেড প্র্যাক্টিস করলে একসময় আপনি নিজেই বুঝতে পারবেন ট্রেডিং করা আপনার কতটা যুক্তিসংগত।যদি ডেমোতে নিয়মিত প্রফিট করতে পারেন তবে ডেমোর পাশাপাশি রিয়্যাল ট্রেড করবেন।ডেমো কখনোই একবারে বাদ দিবেন না।এছাড়া আপনি যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো হল মার্কেট এনালাইসিস সঠিক ভাবে করা,মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করা,বেশি লটে ট্রেড না করা,প্রাথমিক অবস্থায় লং ট্রেড করা, অতি লোভে কখনো ট্রেস এন্টি না দেওয়া।এসব নিয়মগুলো মেনে চললেই আপনি ফরেক্স শিখতে পারবেন এবং ফরেক্স এ দক্ষ ও অভিজ্ঞ হতে পারবেন।