View Full Version : একজন নতুন ট্রেডার এর সাথে একজন সফল প্রফেশনাল ট্রেডার এর পার্থক্য কোথায়?
Nishpap Papi
2019-09-24, 11:25 AM
একজন নতুন ট্রেডার এর সাথে একজন সফল প্রফেশনাল ট্রেডার এর পার্থক্য কোথায়?
নতুন ট্রেডার মার্কেট দেখে মনে করে এরপর এটা ঘটবে আর প্রফেশনাল ট্রেডার যুক্তি দিয়ে চিন্তা করে এরপর কোনটা হতে পারে। আমার জীবনের শুরুর দিকের একটা স্পষ্ট উদাহরণ দেই যে ভুলটা এখনো অনেক ট্রেডার করে থাকে-
আমার ট্রেডিং লাইফের শুরুর দিকে মনে করতাম ট্রেডিং খুবই সহজ, মার্কেট যখন সাপোর্ট এর কাছে যাবে তখন বাই ট্রেড এন্ট্রি দিবো আর যখন রেসিস্টেন্স এর কাছে যাবে তখন সেল দিবো। সুতরাং লাভ আর লাভ. কিন্তু প্রফেশনাল ট্রেডারদের চিন্তাভাবনা এখানে অন্য রকম যা আমি অনেক পরে বুঝতে পেরেছি এবং বোঝার পর থেকেই কিছু প্রফিট করতে পেরেছি।
প্রফেশনাল ট্রেডাররা সবসময় মার্কেট এর ট্রেন্ড দেখে ট্রেড করে. মনে করেন মার্কেটটি এখন ডাউনট্রেন্ডে আছে বা নিচের দিকে যাচ্ছে এবং একদম নিচে সাপোর্টের কাছে চলে গেছে কিন্তু তারা কখনোই এখানে বাই ট্রেড এন্ট্রি নিবেনা। তারা অপেক্ষা করবে মার্কেটটা উপরে আসুক এবং একটা সেল সিগন্যাল দিক আবার সেল ট্রেড এন্ট্রি নিবো। এটাই হলো ট্রেন্ড ট্রেডিং এর মূল. আর এইজন্যই বলা হয় ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড।
alamsat
2019-09-24, 12:34 PM
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় অনেক অভিজ্ঞতার দরকার আর নতুন অবস্থায় যারা ট্রেড করে থাকে তারা সব সময় না জেনে ট্রেড করে থাকে ধরুন মার্কেট ক্রমশ নামছে তখন একটি সেল ট্রেড নিল কিন্তু মার্কেট কিছুটা নেমেই আবার উপরে উঠতে শুর করে কিন্তু অভিজ্ঞ ট্রেডারগন একটি ট্রেড নেওয়ার আগে অনেক চিন্তা করে নেই যে মার্কেট নামছে কিন্তু আসলে কি নামবে নাকি আবার উপরে উঠবে এসব এ্যানালিসিস করে তারপর মার্কেট যখন উপরে উঠতে শুরু করে তখন একটি বাই ট্রেড নেই এটিই হল নতুন এবং পুরাতন ট্রেডারের মধ্যে পার্থক্য।
SOMARANITHAKUR1995
2019-09-24, 12:40 PM
একজন নতুন ট্রেডারডের ফরেক্স সম্পর্কে ধারণা কম থাকে। কিন্তু একজন সফল ট্রেডারের সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে। নতুন ট্রেডারদের জ্ঞানের পরিধি কম থাকায় ট্রেডিংয়ে ভুল থাকতে পারে। কিন্তু একজন সফল ট্রেডারের জ্ঞানের পরিধি বিস্তারিত থাকায় তার ভূল হওয়ার সম্ভাবনাটা খুব কম। বেশিরভাগ নতুন ট্রেডাররা মার্কেট এনালাইসিস করতে পুরোপুরি সক্ষম নয়। কিন্তু একজন সফল ট্রেডার ভালো করে মার্কেট এনালাইসিস করতে পারে। নতুন ট্রেডারদের লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু একজন সফল ট্রেডার সচেতন তাই তার লসে থাকার সম্ভাবনা খুব কম থাকে।
alamsat
2019-09-24, 12:59 PM
একজন নতুন ট্রেডারডের ফরেক্স সম্পর্কে ধারণা কম থাকে। কিন্তু একজন সফল ট্রেডারের সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে। নতুন ট্রেডারদের জ্ঞানের পরিধি কম থাকায় ট্রেডিংয়ে ভুল থাকতে পারে। কিন্তু একজন সফল ট্রেডারের জ্ঞানের পরিধি বিস্তারিত থাকায় তার ভূল হওয়ার সম্ভাবনাটা খুব কম। বেশিরভাগ নতুন ট্রেডাররা মার্কেট এনালাইসিস করতে পুরোপুরি সক্ষম নয়। কিন্তু একজন সফল ট্রেডার ভালো করে মার্কেট এনালাইসিস করতে পারে। নতুন ট্রেডারদের লসে থাকার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু একজন সফল ট্রেডার সচেতন তাই তার লসে থাকার সম্ভাবনা খুব কম থাকে।
হ্যা ভাই এ জন্য অবশ্যয় নতুন ট্রেডারগন নিয়মিত ডেমোতে প্রাকটিস করে নিজেকে গড়ে না তোলা পর্যন্ত প্রাকটিস করতেই থাকবে এবং নিয়মিত প্রফিট অর্জন এবং সেটা ধরে রাখার ক্ষমতা রপ্ত করতে হবে তখনই লাইভ ট্রেড করতে পারলে অভিজ্ঞ ট্রেডারের মত প্রফিট করতে পারবে ফলে ফরেক্স শেখার জন্য যে লস হয় সেটা আর হবে না। তাই ডেমো নতুন ট্রেডারের জন্য একটি উত্তম মাধ্যয় ফরেক্স ট্রেড শেখার জন্য এবং অভিজ্ঞ ট্রেডারগনও মাঝে মধ্যে তাদের স্টাটেজির প্রাকটিস করার জন্য ডেমোতে প্রাকটিস করে থাকে।
nurulazim
2019-09-24, 01:08 PM
আমার ট্রেডিং লাইফের শুরুর দিকে মনে করতাম ট্রেডিং খুবই সহজ, মার্কেট যখন সাপোর্ট এর কাছে যাবে তখন বাই ট্রেড এন্ট্রি দিবো আর যখন রেসিস্টেন্স এর কাছে যাবে তখন সেল দিবো। সুতরাং লাভ আর লাভ. কিন্তু প্রফেশনাল ট্রেডারদের চিন্তাভাবনা এখানে অন্য রকম যা আমি অনেক পরে বুঝতে পেরেছি এবং বোঝার পর থেকেই কিছু প্রফিট করতে পেরেছি।
MANIK6642
2019-09-24, 01:42 PM
ফরেক্স এ অভিজ্ঞতার বিকল্প কিছু নেই।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স করে নতুন ট্রেডাররা আর এনালাইসিস করে ট্রেডিং করে অভিজ্ঞ ট্রেডাররা। এটাই মেইন পার্থক্য।নতুন ট্রেডার মার্কেট নিচে নামা দেখলে সেল এ ট্রেড এন্টি করে দেই।কিন্তু একজন অভিজ্ঞ ট্রেডার কখনোই এই ভুলটি করবেনা।অভিজ্ঞ ট্রেডার ভাববে মার্কেট নামছে কিন্তু আসলে নামবে কি নাকি উপরে উঠবে এটা সে আগে এনালাইসিস করেই ট্রেড এন্টি দিবে।নতুন ট্রেডারদের ভিতর আবেগ আর লোভ কাজ করে কিন্তু পুরাতন ট্রেডারদের ভিতর এমন আবেগ কাজ করবে না তারা বিবেক দিয়েই ট্রেড করবে।এগুলোই মুলত ট্রেডিং এর ক্ষেত্রে পার্থক্য নতুন ট্রেডার আর পুরাতন ট্রেডার এর।নতুন ট্রেডারের উচিত প্রথমেই ডেমোতে ট্রেডিং করে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ হিসাবে গড়ে তুলে তারপর রিয়্যাল ট্রেড করা।
Starship
2021-03-13, 04:14 PM
একজন নতুন ফরেক্স ট্রেডার ও একজন অভিজ্ঞতা সম্পন্ন ফরেক্স ট্রেডারের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে তা লিখে শেষ করা যাবে না। তবে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করছি।
√ একজন নতুন ট্রেডারের ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকে না। অপর দিকে একজন অভিজ্ঞ ট্রেডারের পর্যাপ্ত জ্ঞান থাকে।
√ একজন নতুন ট্রেডারের ধৈর্যের ক্ষমতা অত্যন্ত কম। অপরদিকে একজন অভিজ্ঞ ট্রেডারের পর্যাপ্ত ধৈর্যশীল।
√ অনুমানের উপর ভিত্তি করে ট্রেড করে থাকে। দক্ষ ট্রেডার তা কখনোই করে না।
√ মার্কেট এনালাইসিস করার দক্ষতা কম। দক্ষ ট্রেডারের এডভান্স লেভেলের জ্ঞান রয়েছে।
√ ট্রেডিং দক্ষতা অত্যন্ত দুর্বল। একজন অভিজ্ঞ ট্রেডারের এডভান্স লেভেলের ট্রেডিং দক্ষতা রয়েছে।
EmonFX
2021-03-13, 10:46 PM
একজন অভিজ্ঞ ট্রেডার ফান্ডামেন্টাল নিউজ স্টাডি, টেকনিক্যাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস এবং প্রাইজ একশন ট্রেডিং সবগুলোর কম্বিনেশন করে একটি এন্ট্রি নিয়ে থাকেন। কিন্তু একজন অনভিজ্ঞ ট্রেডার শুধুমাত্র বাই এন্ড সেল করার সামান্য নলেজ নিয়ে লোভের বশবর্তী হয়ে কোন প্রকার এনালাইসিস ছাড়াই হুটহাট করে বসেন। আর এই কারনেই অতি তাড়াতাড়ি ব্যালেন্স হারিয়ে ফরেক্স মার্কেট থেকে বিদায় নিয়ে নেয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সফল হতে চায়, দিনরাত সফলতার স্বপ্ন দেখে যাই। সফল হতে চায় না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া ভার। কিন্তু সমস্যা হলো আমরা সফলতা পাওয়ার জন্য যতোটুকু সময়, পরিশ্রম ও ডেডিকেশন দেয়া দরকার সেটা অনেকেই দিতে অনিচ্ছুক। সফলতা এমনিতে এসেই আপনার কাছে ধরা দেবে না সফলতা অর্জন করে নিতে হবে। সফলতা পাওয়ার জন্য অবশ্যই ধৈর্যের সাথে অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে। ধৈর্য এবং পরিশ্রমের ফল কখনো বৃথা যাবার নয়।
আমরা যদি পৃথিবীর মহৎ ব্যক্তিদের জীবন পর্যালোচনা করি তাহলে দেখতে পাব যে তারা ছিলেন কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল। আর এর ফলশ্রুতিতে তাদের নাম আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন তাদের নাম মানুষের মুখে বারবার উচ্চারিত হবে। তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটা প্রয়োগ করা উচিত। কিন্তু সমস্যা হলো আমরা এই ব্যপারগুলো বুঝতে পারলেও বাস্তবে সেটা করতে অনিচ্ছুক। যার কারণে আমরা সফলতার দ্বারে কখনোই পৌঁছাতে পারি না, সফলতা শুধু স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। কোন কিছু চাইতে হলে সেটা মনেপ্রাণে চাইতে হবে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে। আমরা যতদিন না এই অবস্থা থেকে বের হয়ে আসতে না পারব ততদিনে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছানো আদৌ সম্ভব নয়।
KAZIMAJHARULISLAM
2021-03-14, 06:08 AM
একজন নতুন ট্রেডার আবেগে আপ্লুত হয়ে ট্রেডিং করে,আর একজন অভিজ্ঞ ট্রেডার প্রতিটি পদক্ষেপ অভিজ্ঞতা থেকে গ্রহন করেন। একজন নতুন ট্রেডার সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস ছাড়াই ট্রেডে এন্ট্রি নেয়। একজন প্রফেশনাল ট্রেডার ঐ বিষয়গুলো ছাড়া ও ট্রেন্ড এর প্রতি খেয়াল রেখে ট্রেডে এন্ট্রি নেন। নতুন ট্রেডার এর মোটিভেশন লেভেল কখনো বাড়ে,কখনো কম। কিন্তু প্রফেশনাল ট্রেডার মার্কেট সম্পর্কে অবগত থাকায়,সবসময় ঠান্ডামাথায় সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। নতুন ট্রেডার আবেগ ও লোভের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বসতে পারে, কিন্তু সফল প্রফেশনাল ট্রেডার কঠোর হস্তে লোভ ও আবেগ নিয়ন্ত্রণ করে থাকেন। নতুন ট্রেডারের পক্ষে লস মেনে নেয়াটা বিরক্তিকর,অপর দিকে সফল ট্রেডার লাভ-লস মেনে নিয়েই নিয়মিত ট্রেডিং করে যাচ্ছেন।ওভারঅল এই দুই ধরনের ট্রেডার এর মাঝে ফরেক্স সম্পর্কিত জ্ঞান ও অভিজ্ঞতার অনেক বেশি ব্যবধান।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.