PDA

View Full Version : অস্টেলিয়ান ডলার সম্পর্কিত নিউজ এবং ইফেক্ট



Montu Zaman
2019-09-24, 12:36 PM
8929
আজ বাংলাদেশ সময় দুপুর ০৩টা ৫৫ মিনিটে রিজার্ভ ব্যাংক অফ গভর্নর লোয়ের বক্তব্য আছে। সাম্প্রতিক সময়ে মেজর পেয়ারগুলিতে বেশিরভাগ কারেন্সির বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার টানা পড়তির মুখে আছে, যদিও অস্ট্রেলিয়ার সাম্প্রতিক অর্থনৈতিক অবস্থা খুব একটা খারাপ না। কিন্তু আমেরিকা-চায়নার মধ্যেকার বানিজ্য চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে ট্যারিক নিয়ে ঝামেলা সৃষ্টি হবার ফলে অস্ট্রেলিয়ান ডলারের উপর নেতিবাচক ইফেক্ট পরছে।
চলতি মাসের মনিটারি পলিসিতে স্টেটমেন্ট ছিলো মোটামুটি হকিশ, এবারে আর নতুন করে রেট কমানো হয়নি। লেবার মার্কেট এর অবস্থাও ছিলো মিক্স। নতুন জব ক্রিয়েট এর সংখ্যা ছিলো যথেষ্ট ভালো। জিডিপি ও ভালো ছিলো। যেহেতু অস্ট্রেলিয়ান ডলারের অর্থনৈতিক অবস্থা রেট কমানোর পর থেকে মোটামুটি চাঙ্গা হচ্ছে, তাই আশা করা যেতে পারে আজকের লোয়ের স্পিচকে সামনে রেখে মার্কেট উর্দ্ধমুখী হবে। লোয়ে যদি তার বক্তব্যে পজেটিভ কথাবার্তা বেশি বলে তবে অস্ট্রেলিয়ান ডলার বাই মুড কন্টিনিউ করবে এটা আশা করা যেতেই পারে।
মেজর পেয়ারগুলিতে ভালো পজিশন বুঝে অস্ট্রেলিয়ান ডলারে বাই মুডে থাকা যেতে পারে।