PDA

View Full Version : গ্যাপ ট্রেডিং স্ট্রাটেজি



Montu Zaman
2019-09-24, 01:23 PM
ব্যাংক যখন বন্ধ থাকে তখন মার্কেটও বন্ধ থাকে, কিন্তু এক কারেন্সি দিয়ে অন্য কারেন্সির বিনিময় রেট বন্ধ হয় না। ব্যাংক বন্ধের সময় কোন কারেন্সী রেট উঠলে বা নামলে মার্কেট যখন চালু হয় তখন গ্যাপ দিয়ে ক্যান্ডেল শুরু হয়। তাই সোমবার যখন মার্কেট ওপেন হয়, তখন প্রায় সময় মার্কেট ক্লোজিং প্রাইস থেকে কিছু গ্যাপ নিয়ে ওপেন হয়। কিন্তু অধিকাংশ সময় মার্কেট কিছুক্ষনের মধ্যে সেই গ্যাপটি রিকভার করে থাকে। তাই আপনি যদি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে ক্লোজিং প্রাইসের দিকে বাই/সেল করেন, তবে মার্কেট তার পুরনো অবস্থানে ফিরে গেলে আপনি কিছু পিপস প্রফিট পাবেন। তবে সবসময় যে এরকম ঘটে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। যেমন নিচের চিত্রে দেওয়া হল
8930
এই চিত্র বলছে বন্ধের সময় ইউএসডি ইয়েনের চাইতে স্ট্রং হয়েছিল বা রেট উঠেছিল, আর বন্ধ শেষে মার্কেট যখন চালু হল তখন রেট অনেক উপরে তাই গ্যাপ দিয়েই ক্যান্ডেল শুরু হয়েছে।

FX7
2019-11-27, 02:48 PM
এজন্য এই গ্যাপ পড়ে।তাইতো বলি গ্যাপ কেন।আমি নতুন ফরেক্স এ। আপনাকে ধন্য বাদ এমন পোষ্ট শেয়ার করার জন্য

FREEDOM
2020-04-15, 02:25 AM
আসলে মার্কেটে অনেক সময়ই এরকম গ্যাপ দিয়ে ওপেন হতে দেখেছি তবে কখনো ভালো করে বুজতে পারিনি এখন কিছুটা ক্লিয়ার হলাম। আর গ্যাপ ট্রেডিং বিষয়টা সম্পর্কেও জানতে পারলাম। যদিও আমি সবসময় মার্কেট এনালাইসিস করেই ট্রেড করি তবে মার্কেটে গ্যাপ দিয়ে শুরু হলেও যে ভালো ট্রেডিং স্ট্রাটেজির মাধ্যমে যে প্রফিট করা সম্ভব তা বুজতে পারলাম। ধন্যবাদ

SHARIFfx
2020-04-18, 10:44 AM
হা, এটি বাস্তব। মারকেট গ্যাপ নিয়ে বেশির ভাগ সময়ে শুরু হয় আর কয়েক ঘন্টার মধ্যে গ্যাপ রিকভারি করে নেয়। এই খানে ২ টি বিষয় চিন্তা করতে হবে। যদি মারকেট ক্লোজ করার আগে ট্রেড নিয়ে থাকেন আর সেটিতে প্রফিট আসলে ক্লোজ করে আবার গ্যাপ রিকভারি হবার আগে ট্রেড খুলে টিপি নিতে পারেন। তবে মানিমেনেজমান্ট আর স্টোপ লস ইউজ করতে হবে।

Rokibul7
2020-04-25, 02:57 PM
ফরেক্স মার্কেট অনেক দক্ষ ট্রেডার এর জন্য অপেক্ষা করে বসে থাকে মার্কেট থেকে ওপেন হয় বেশিরভাগ সময় মার্কেট রিকভার করে আসলে ফরেক্স মার্কেটে বিভিন্ন ট্রেডার বিভিন্ন উপায় ট্রেড ওপেন করে থাকে অনেক ট্রেডার এই গ্যাপ এর জন্য অপেক্ষা করে থাকে

Rokibul7
2020-04-25, 03:07 PM
আপনি খুঁজে দেখলে দেখবেন প্রত্যেকটা মার্কেট যদি গ্যাপ তৈরি করে সেটার একসময় রিকভার করেযদি মারকেট ক্লোজ করার আগে ট্রেড নিয়ে থাকেন আর সেটিতে প্রফিট আসলে ক্লোজ করে আবার গ্যাপ রিকভারি হবার আগে ট্রেড খুলে টিপি নিতে পারেন। তবে মানিমেনেজমান্ট আর স্টোপ লস ইউজ করতে হবে।