PDA

View Full Version : ফরেক্স কি সাধারণ ব্যবসার মত ?



Hasinapx
2019-09-25, 11:51 AM
ফরেক্স বা বৈদেশিক মুদ্রার ক্রয় - বিক্রয় করে প্রফিট করাটা আসলে অন্যান্য সাধারণ ব্যবসার মতই , জটিল কিছুই নয়। সাধারণ যে কোন ব্যবসায় যেমন বিনিয়োগ করতে হয় ,আছে লাভ - লোকসান, ঝুকি ও আছে ,অনেক হিসাব নিকাশ করে পরিচালনা করতে হয় তেমনি ফরেক্স ব্যবসায়ও বিনিয়োগ করতে হয়,লাভ-লস আছে,আছে ঝুকি , কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে টিকে থাকতে হয়-সফলতার জন্য। অনেক ওয়েবসাইটে দেখা যায় তারা অর্থকে দ্বিগুন বা তিনগুন করার দাবী করে কিন্তু বাস্তবে প্রফেশনাল ট্রেডারদের মাসিক রিটার্ন হচ্ছে ২০-৮০% তাই ২০-৩০% রিটার্ন হচ্ছে বিশ্বাসযোগ্য এবং যুক্তিসংগত একটি প্রত্যাশা। মনে রাখতে হবে কারেন্সি ট্রেডিং হচ্ছে অন্যান্য বিনিয়োগের মতই ,আর যা সম্ভব তার বাস্তবিক প্রত্যাশা রাখলেই সফলতা সম্ভব।

alamsat
2019-09-25, 12:08 PM
ফরেক্স ও অন্যান্য ব্যবসার মত লাভ লস ঝুকি ইত্যাদি সব ই আছে কিন্তু ফরেক্স এ ঝুকি একটু বেশি আছে অন্যান্য ব্যবসা যেহেতু পন্য ক্রয় বিক্রয় করে হয় ফলে সে ক্ষেত্রে লসের পরিমান কম হতে পারে বা ঝুকি কম থাকতে পারে কিন্তু ফরেক্স এ সরাসরি ডলার লেনদেন হয় তাই সাথে সাথে আপনার ডলার ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে লাভ এবং লস হচ্ছে তাই ফরেক্স ব্যবসা অত্যান্ত ঝুকি আর ফরেক্স এর পরিধি এত বেশি যে আপনি কোন মতে এ্যানালিসিস করে বুঝতে পারবেন না যে এখন মার্কেট কোন দিকে যেতে পারে উপরে না নীচে অনেক সময় দেখা যাই মার্কেট এ কোন নিউজ নেই তারপর ও মার্কেট হঠাৎ অনেক নেমে ও উপরে উঠতে থাকে তাই ফরেক্স অন্যান্য ব্যবসার তুলনায় ঝুকি অনেক বেশি।

masum0086
2019-09-25, 12:34 PM
আমার মনে হয় ফরেক্স ব্যবসা অন্যান্য সাধারণ ব্যবসার মতই একটা ব্যবসা। তবে পার্থক্য শুধু পণ্যে যেমন ফরেক্সের পণ্য হলো মুদ্রা আর অন্যান্য ব্যবসার পণ্য কোন জিনিস বা দ্রব্য থাকে। কিন্তু অন্যান্য দিক গুলো যেমন বিনিয়োগ ,লাভ,লোকসান,ঝুকি,পর শ্রম ই্ত্যাদি সাধারণ ব্যবসা আর ফরেক্সের ব্যবসা তেমন পার্থক্য নেই বললেই চলে।

alamsat
2019-09-25, 12:44 PM
আমার মনে হয় ফরেক্স ব্যবসা অন্যান্য সাধারণ ব্যবসার মতই একটা ব্যবসা। তবে পার্থক্য শুধু পণ্যে যেমন ফরেক্সের পণ্য হলো মুদ্রা আর অন্যান্য ব্যবসার পণ্য কোন জিনিস বা দ্রব্য থাকে। কিন্তু অন্যান্য দিক গুলো যেমন বিনিয়োগ ,লাভ,লোকসান,ঝুকি,পর শ্রম ই্ত্যাদি সাধারণ ব্যবসা আর ফরেক্সের ব্যবসা তেমন পার্থক্য নেই বললেই চলে।

প্রিয় মাসুম ভাই ফরেক্স অন্যান্য ব্যবসার তুলনায় অনেক বেশি ঝুকি প্রবন ব্যবসা আপনি দেখবেন যে একটি পন্য ক্রয় করলে বুঝতে পারবেন যে এই পন্যের দাম হয়ত কিছু টা বাড়তে পারে বা কমতে পারে কিন্তু আপনি কিছ প্রফিট না করে পন্যটি বিক্রয় করবেন না তাই এখানে প্রফিট নিশ্চত হয় লস মাঝে মধ্যে হয়ে থাকে কিন্তু ফরেক্স এ ঠিক উল্টা কাজ করে ভাল এ্যানালিসিস করতে না পারলে তো কথাই নেই আর এ্যানালিসিস ভাল করতে পারলেও মাঝে মধ্যে বড় নিউজ এর কারনে অনেক বেশি লস হয়ে থাকে তাই আমি বলব ফরেক্স এ ঝুতি অত্যান্ত বেশি থাকে।

samun
2019-09-25, 12:51 PM
ফরেক্স সাধারণ ব্যবসায় থেকে একটু ব্যতিক্রম। অন্য সকল ব্যবসায়ের মত ফরেক্স ব্যবসায় ইনভেস্ট করতে হয়,সময় দিতে হয়, ঝুকি নিতে হয়,লাভ -ক্ষতি বহন করতে হয়। এই সব সাধারনত ব্যবসায়ের সাথে মিল থাকলেও সামান্য কিছু অমিল রয়েছে। যেমন ঃঃ এখানে অনেকেই ইনভেস্ট ছাড়া ফোরামে কাজ করে বোনাস থেকে ইনকাম করে। এই ব্যবসায় কোন পন্যের প্রয়োজন হয় না। এই ব্যবসায় ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত। এই ব্যবসায় করতে মেধা শ্রম দিতে হয়।

Hredy
2019-09-25, 01:16 PM
ফরেক্স অন্যান্য ব্যবসায়ের মত হলেও কিছুটা পার্থক্য আছে। অন্যান্য ব্যবসায়ের মত লাভ, লস, ঝুঁকি, বিনিয়োগ থাকলেও এগুলো একটু ব্যতিক্রম ফরেক্স এ। কোন ব্যবসায়ে ১ ডলার বিনিয়োগ করা যায় না ফরেক্স এ যায়। ফরেক্স এ মুনাফা এবং লসের পরিমাণ অনেক বেশি হয় অন্যান্য ব্যবসায় থেকে। অন্যান্য ব্যবসায়ের জন্য অনেক ধরনের জটিলতা ফেস করতে হয় যা ফরেক্স এ নেই যে কেউ এখানে ইনভেস্ট করে ব্যবসায় করতে পারে। শুনতে সবকিছু একি মনে হলেও ফরেক্স একটি ব্যতিক্রমধর্মী ব্যবসায়।

MANIK6642
2019-09-25, 01:29 PM
ফরেক্স ব্যবসা অন্যান্য সাধারণ ব্যবসার মতই লাভ লস ঝুকি সবই রয়েছে।কিন্তু ফরেক্স এ লসের ঝুকিটা অনেক বেশি।আপনি অন্যান্য ব্যবসায় হয়ত এতটা লস করবেন না কিন্তু ফরেক্স এ একটু এনালাইসিসের ভুল হলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে যেকোন সময়।আবার আপনি কোন ব্যবসায় ১ ডলার দিয়ে করতে পারবেন না কিন্তু ফরেক্স এক ডলার বিনিয়োগ করেই করতে পারবেন।আবার অন্যান্য ব্যবসায় আপনার পুজি ইনভেস্ট করাই লাগে কিন্তু ফরেক্স এ পুজি ইনভেস্ট ছাড়াও করা যায়।ফরেক্স এ আপনি পুজি ইনভেস্ট না করে ব্যবসা করতে হলে আপনাকে ফোরামের সদস্য হতে হবে। নিয়মিত ফোরামে পোস্ট করবেন সেটা মানসম্মত পোস্ট তাহলে আপনি মাস শেষে একটা বোনাস পাবেন সেই বোনাস দিয়ে আপনি ফরেক্স এ ট্রেড করতে পারবেন।এগুলোই সাধারণত অন্যান্য ব্যবসা হতে ফরেক্সের পার্থক্য।

Mahmud1984fx
2019-09-26, 01:37 PM
আমার কাছেও মনে হয়েছে যে ফরেক্স অন্যান্য সাধারণ ব্যবসার মতই । কারণ সাধারণ ব্যবসায় যেভাবে লাভ-লস আছে ফরেক্সেও সেভাবে লাভ - লস এবং ঝুকি আছে। তবে অনেকে বলে ফরেক্সে অন্যান্য ব্যাবসার চেয়ে ঝুকি আছে তবে এক্ষেত্রে আমি বলবো ফরেক্সে তখনি বেশী ঝুকি হয় যখন আপনি বেশী লাভ করতে যাবেন তখনি কেবল বেশী ঝুকি থাকে । বিনিয়োগ ,লট/ভলিউম,টেক প্রফিট,স্টপ লস ইত্যাদি মেইনটেন করে চলেন তাহলে তেমন ঝুকি নয়।

nurulazim
2019-09-26, 03:25 PM
আমার মনে হয় ফরেক্স ব্যবসা অন্যান্য সাধারণ ব্যবসার মতই একটা ব্যবসা। তবে পার্থক্য শুধু পণ্যে যেমন ফরেক্সের পণ্য হলো মুদ্রা আর অন্যান্য ব্যবসার পণ্য কোন জিনিস বা দ্রব্য থাকে। কিন্তু অন্যান্য দিক গুলো ব্যবসা আর ফরেক্সের ব্যবসা তেমন পার্থক্য নেই বললেই চলে।

Rajib_Biswas
2020-03-29, 05:10 PM
ফরেক্স সাধারণ ব্যবসার মতো নয়। তবে সাধারণ ব্যবসার যে সকল বৈশিষ্ট্য রয়েছে ফরেক্সের সে সকল কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটি ব্যবসা করতে হলে যেমন মূলধনের প্রয়োজন হয় ফরেক্স করতে হলেও তেমনি মূলধনের প্রয়োজন। অপরদিকে প্রতিটি ব্যবসায় যেখানে লাভ-লস জড়িত রয়েছে সেখানে ফরেক্সেও লাভ লস রয়েছে। ফরেক্স মার্কেটে পণ্য হিসেবে কারেন্সি ব্যবহৃত হয়ে থাকে, যেখানে অন্যান্য ব্যবসায় পণ্য হিসেবে খাদ্যদ্রব্য কসমেটিকস ইত্যাদি ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ ব্যবসায় ব্যবসায়ী নিজে বিক্রেতা এবং সাধারণ ভোক্তারা ক্রেতা হন কিন্তু ফরেক্সে একজন ট্রেডার নিজেই ক্রেতা ও বিক্রেতা।

K.K.BABY
2020-03-31, 02:25 PM
ফরেক্স ট্রেডিং মার্কেট অন্য ব্যাবসার মত কারন এই খানে যেমন লাভ লস আছে অন্য ব্যাবসায় ও লাভ লস আছে।তবে কিছু ব্যাতিক্রম আছে যেমন আপনি অন্য ব্যাবসা করার সময় আপনাকে কোন ধরনের এনালাইসিস করতে হয়না।কিন্তু ফরেক্স মার্কেটে এনালাইসিস ছাড়া আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না।তবে এই মার্কেট সারাপৃথিবী জুড়ে সকল স্তরের মানুষ করতেছে আর তা ছারা এই ব্যাবসা বুঝে যদি কেউ অর্থাৎ ভাল ভাল এনালাইসিস করে মার্কেট সম্পর্কে সিয়র হয়ে যদি ট্রেড এন্ট্রি নিয়ে থাকে তাহলে সে অনেক লাভ করবে অন্য ব্যাবসার তুলনায়।তাই বেশি বেশি এনালাইসিস করে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হবে।

SR12
2020-03-31, 02:57 PM
আমি মনে করি না ফরেক্স অন্যান্য ব্যাবসার মতো আমার কাছে ফরেক্সকে একটি ভিন্নধর্মী ব্যাবসা বলেই মনে হয়। কারন অন্য ব্যাবসা গুলো হলো সাধারন যেখানে ইনভেস্ট করলে লাভ আসবেই এর গ্যারান্টি বেশি থাকে। তবে ফরেক্সে কেউ বলতে পারবেনা লাভ আসবেই এখানে লাভের তুলনায় লসই বেশি করে থাকে। তবে যারা দক্ষ হতে পারে তাদের জন্য এখানে অনেক সুবিধাজনক হয়ে ওঠে তারা প্রচুর লাভ করে থাকে এখান থেকে।

Lubna1212
2020-03-31, 04:33 PM
বৈদেশিক মুদ্রার মতো দুর্ভাগ্যজনিত বিপত্তি এবং বিভিন্ন এক্সচেঞ্জ সবই রয়েছে, তবে বিদেশী বিপদে কিছুটা বিপদ বেশি থাকে কারণ বিভিন্ন সংস্থা স্টক ডিল করে তাই দুর্ভাগ্যের পরিমাপ কম বা বিপত্তি কম হতে পারে, তবুও ফরেক্সে তাত্ক্ষণিক ডলার এক্সচেঞ্জ রয়েছে। বৃদ্ধি এবং দুর্ভাগ্য হ'ল আপনার ডলার কেনা বা বেচার কারণে, তাই ফরেক্স ব্যবসায় অবিশ্বাস্যভাবে অনিরাপদ এবং ফরেক্সের সীমা এত বেশি যে আপনি বিশ্লেষকরা বুঝতে পারেন না যে এখন বাজার শীর্ষে বা দিকে যেতে পারে বেস। সাধারণত, বাজারে কোনও খবর নেই এবং পরে বাজার অপ্রত্যাশিতভাবে এখানে এবং সেখানে যায় তাই বিপদটি বিভিন্ন এক্সচেঞ্জের চেয়ে বেশি।

Suriya Sultana Hira
2020-03-31, 06:48 PM
ফরেক্স ব্যবসা অন্যান্য সাধারণ ব্যবসার মতো নয়,,, অন্যান্য সাধারণ ব্যবসাতে লাভ ও লচ দুইটাই বিদ্যমান আছে কিন্তু অন্যান্য সাধারণ ব্যবসাতে ঝুঁকি একটু কম থাকে এবং লচ ও কম হয় । কিন্তু ফরেক্স ব্যবসাতে ও লাভ ও লচ দুইটাই বিদ্যমান আছে,,, তবে ফরেক্স ব্যবসাতে ঝুঁকি অনেকটা বেশি থাকে এবং ফরেক্স মার্কেট থেকে লাভ করাটা ও অনেক পরিশ্রমের ব্যাপার । অন্যান্য সাধারণ ব্যবসাতে একটু দক্ষতা থাকলেই এবং ব্যবসার ধরন বুঝতে পারলেই সহজে সেই ব্যবসা থেকে লাভ অর্জন করা যায় । কিন্তু ফরেক্স ব্যবসা সম্পর্কে অনেক ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা না থাকলে কোনো ভাবেই ফরেক্স ব্যবসা থেকে লাভ অর্জন করা যায় না । তাই ফরেক্স ব্যবসা অন্যান্য সাধারণ ব্যবসার মতো নয়,,,,,, ধন্যবাদ ।

HASIBURRAHMAN
2020-04-12, 04:34 PM
ফরেক্স বা বৈদেশিক মুদ্রার ক্রয় - বিক্রয় করে প্রফিট করাটা আসলে অন্যান্য সাধারণ ব্যবসার মতই , জটিল কিছুই নয়। সাধারণ যে কোন ব্যবসায় যেমন বিনিয়োগ করতে হয় ,আছে লাভ - লোকসান, ঝুকি ও আছে ,অনেক হিসাব নিকাশ করে পরিচালনা করতে হয় তেমনি ফরেক্স ব্যবসায়ও বিনিয়োগ করতে হয়,লাভ-লস আছে,আছে ঝুকি , কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে টিকে থাকতে হয়-সফলতার জন্য। অনেক ওয়েবসাইটে দেখা যায় তারা অর্থকে দ্বিগুন বা তিনগুন করার দাবী করে কিন্তু বাস্তবে প্রফেশনাল ট্রেডারদের মাসিক রিটার্ন হচ্ছে ২০-৮০% তাই ২০-৩০% রিটার্ন হচ্ছে বিশ্বাসযোগ্য এবং যুক্তিসংগত একটি প্রত্যাশা। মনে রাখতে হবে কারেন্সি ট্রেডিং হচ্ছে অন্যান্য বিনিয়োগের মতই ,আর যা সম্ভব তার বাস্তবিক প্রত্যাশা রাখলেই সফলতা সম্ভব।

ফরেক্স অবশ্যই একটি সাধারন ব্যবসার নাম। তবে অন্যান্য ব্যবসার মতো নয়। অন্য যে কোন ব্যবসা নিজে না জেনে না শিখে কর্মচারী নিয়োগের মাধ্যমে করা সম্ভব। এমন ব্যবসা আছে যেটা করার জন্য ধৈর্য সাহসিকতার প্রয়োজন কিন্তু না থাকলেও কিছুটা টিকে থাকা যায়। কিন্তু ফরেক্সে আপনাকে অবশ্যই ধৈর্যশীল উচ্চাভিলাষী হতে হবে। আপনার লক্ষ্য ঠিক থাকতে হবে। ছোট থেকে কাজ শিখতে হবে।

DIGITALBABU2020
2020-04-12, 04:59 PM
ফরেক্স ব্যবসার ধরন টা অন্যান্য ব্যবসার চেয়ে আলাদা। ফরেক্স ব্যবসাটা মূলত অনলাইন ভিত্তিক। এখানে অনলাইনের মাধ্যমে একটি মুদ্রার বিপরীতে আরেকটি মুদ্রা ক্রয়-বিক্রয় করা হয়। তাই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসেই এখানে ব্যবসা করা যায়। তাছাড়া ফরেক্স ব্যবসা অন্যান্য প্রফেশনের পাশাপাশিও করা যায়। কিন্তু অন্যান্য ব্যবসার ধরন ভিন্ন। এগুলো বেশিরভাগ সনাতন পদ্ধতির। তাই অনলাইনের মাধ্যমে এখানে ব্যবসা করার সুযোগ নেই। তাছাড়া সাধারণ ব্যবসার পাশাপাশি অন্যান্য কোন প্রফেশনে যাওয়ার সুযোগ সাধারণত থাকে না। তাছাড়া সাধারণ ব্যবসা সবাই করতে পারে না। এখানে অনেক মূলধনের প্রয়োজন হয়। তাই কেবল ধনীরাই এ ব্যবসা করে থাকে। কারণ তাদের মূলধন বিনিয়োগ করার সামর্থ্য আছে। কিন্তু ফরেক্স মার্কেটে ধনী বা দরিদ্র সবাই ব্যবসা করতে পারে। কারণ ফরেক্স মার্কেটে নিজস্ব মূলধন বিনিয়োগ না করেও যেসব ব্রোকারে ফোরাম আছে এই ফোরামে পোস্ট করে পোস্টিং বোনাস অর্জন করে তা মূলধন হিসেবে বিনিয়োগ করে ট্রেড করা যায়। তবে ফরেক্স মার্কেটে সবাই টিকে থাকতে পারে না। কারণ এটা অনেক ঝুঁকিপূর্ণ ব্যবসা। তবে যাদের ফরেক্স এর উপর পর্যাপ্ত পরিমাণ দক্ষতা থাকে কেবল তারাই এখানে টিকে থাকে এবং অনেক প্রফিট করে থাকে। তবে প্রচলিত ব্যবসায় লস করে অনেকে গরীব হয়ে যেতে পারে কিন্তু আপনি ফরেক্স মার্কেটে যদি ফোরামের মাধ্যমে ট্রেড করেন তাহলে এখানে আপনার রিয়েল ডলার ডিপোজিট না করেও ট্রেড করার সুযোগ আছে। ফলে আপনার লস করলেও সর্বস্ব হারানোর সম্ভাবনা নেই। সাধারন ব্যবসার সার্বজনীনতা কম। কিন্তু ফরেক্স নিঃসন্দেহে একটি সার্বজনীন ব্যবসা। কারণ এখানে নারী-পুরুষ, ধনী-দরিদ্র, চাকুরীজীবী, ছাত্র যে কেউ এখানে ব্যবসা করতে পারে।

zakia
2020-04-12, 05:48 PM
ফরেক্স হল একটি ব্যবসা তবে এটা অন্যান্য ব্যবসার মত পুরোপুরিভাবে এক নয় আমি মনে করি । কারন অন্যান্য ব্যবসাতে পন্যের ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং সেখানে লাভ বা লসের ক্ষেত্রে কোন রিস্ক থাকে না কিন্তু ফরেক্স ব্যবসাতে বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং ফরেক্স ব্যবসাতে মানুষ আনলিমিটেড লাভ করতে পারে । এছাড়া ফরেক্স ব্যবসাতে লসের রিস্ক অনেকাংশেই থেকে যায় । এজন্য ফরেক্স এ অনেক চিন্তা ভাবনা করে তারপর ট্রেড দিতে হয় । তাই এদিক থেকে সাধারন ব্যবসা আর ফরেক্স ব্যবসার মধ্যে কিছু পার্থক্য আছে বলে আমি মনে করি, এছাড়া অন্যান্য ক্ষেত্রে এটা সাধারণ ব্যবসার মতই ।

XXXTentacion
2020-04-13, 01:15 PM
চায়,প্রচুর প্রফিট করতে চায়,যার নাম রোবট! ফরেক্সে যারা নতুন ট্রেড করতে আসছে তারা কিন্তু প্রাইস বা মার্কেটের কৌশল ও গতিবিধি কোনো কিছুই না জেনে বুঝে আসছে৷সেহেতু তারা নতুন ট্রেডারগণ স্বাভাবিক ভাবেই প্রচুর লস করতে থাকবে৷তাই তারা দ্রূত প্রফিট করার লোভে পড়ে নানা রকমের লাল-নীল রংচঙ্গা বিকল্প,আহামরি সিষ্টেম খুজতে থাকে৷অথচ তারা কিন্তু জানেনা কোনো প্রকার এক্সপার্ট

SHARIFfx
2020-04-13, 01:20 PM
জি না, ফরেক্স স্মার্ট বলেন বিজনেস। তবে এটি অনলাইন এর মাধ্যমে ঘরে বসে করা যায়। তবে এইখানে দক্ষতা জরুরী। কারন এই বিজনেস এ ঝুকি অনেক বেশি আবার লাভও বেশি। তাই আমাদের কে দক্ষতা বৃদ্ধি পাশাপাশি ভালো এনালাইসিস করে প্রতিনিয়ত ভালো আয় করা সম্ভব ফরেক্স মারকেট থেকে।