PDA

View Full Version : রেনকো চার্ট কি এবং ট্রেডিংয়ে কিভাবে এটা ব্যবহার করে?



SaifulRahman
2019-09-26, 11:41 AM
8956
রেনকো মুলত এটা বার চার্ট এবং দেখতে অনেকটা ইট, বাক্স বা ব্লক এর মত। আমার মতে রেনকো চার্ট অনেক সহজ এবং মার্কেট বোঝার জন্য সুবিধজনকও। কেননা এই চার্টে দাম মুভমেন্ট একটা নির্দিষ্ট ফিল্টার এর হয়ে থাকে, যেমন প্রতিটি ইট, বাক্স বা ব্লক 10 পিপস মুভমেন্ট হলে পরিবর্তন হয়, তার আগে নয়। যদিও দামের কিছু তথ্য হারিয়ে যায়। একটি রেনকো চার্টে তৈরীর জন্য কোনও নির্ধারিত সময়সীমা নেই, কেবল নতুন ইট তৈরি করা হলে চার্ট আপডেট হয়। ফলে এটি 2½ মিনিট, তিন ঘন্টা বা আট দিন সময় নিতে পারে। ফলে রেনকো চার্টটি ক্যান্ডেলস্টিক চার্টে থেকে অনেকটা মসৃণ।

Rokibul7
2019-11-04, 01:00 AM
ধন্যবাদ ভাই আপনাকে রেনকো চাট বোঝানোর জন্য।যা বুঝলাম তা হল এই চাটের ক্যান্ডেল স্টিক গুলো নিদিষ্ট পিপস উঠা নামায় পরের সৃটিক তফরি হয়। এটা হওয়ার সময় ভিন্নতা আছে।কিন্তু এটা নিদিষ্ট পিপসে পরিবতন হয় নিদিষ্ট সময়ের কারনে নয়।

FX7
2019-11-22, 11:58 PM
রেকনো চাট কি আকতে হয় নাকি?চমি নতুন তাই বুঝিয়ে বলতে পারবো না।এই রেনকো চাট কোথায় পাবো নাকি এটা আকতে হয়??আমার কতা যদি কেও বুঝতে পারেন তাহলে দয়া করে আমাকে জানাবেন।আসলে সবই আমার কাছে নতুন তাই।জানার বোঝার আগ্রহ হয়।ধন্যবাদ