PDA

View Full Version : এখন কোন পেয়ার এ ট্রেড করা ভাল?



fh.ratul
2014-12-31, 01:38 PM
অনেক রকমের তো পেয়ার আছে কিন্তু সব সময় তো আর সব ভাল সময় পার করে না। তাই দেখতে হবে কোন পেয়ারটি এখন ভাল সময় পার করছে তেমন একটি পেয়ার কে আমাদের টিক কোরতে হবে লেনদেন করতে। এতে আমাদের ঝুকি অনেক কমে জাবে । আপনারা আমাদের সাজেশন দেন যে কোন পেয়ারটি এখন আল ট্রেড করতে ।

robi_21123
2015-01-06, 05:26 PM
আমারও জানা দরকার...।কারন এই পথে আমিও নতুন...।

qpionee
2015-01-12, 12:41 AM
এখন ero/usd তে ট্রেড করতে পারেন || এখন ero/usd তে বাই দিয়ে রাখতে পারলে সামনে অনেক প্রফিট হয়ার সনভাবনা আছে | তবে তার জন্ন বেশ কিছু দিন ধরে রখতে হতে পারে |

Eraulhaque
2015-02-03, 04:17 PM
আমি মনে করি এখনও পেয়ার গুলোর মধ্যে euro/usd তে ট্রেড করলে ভালো হবে।বর্তমানে ডলার ইউরোর বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে।কিছুদিনের ভেতরে হয়ত এর ভালো পরিবর্তন লক্ষ করা যেতে পারে।তাই সঠিক ভাবে মার্কেট অ্যানালাইসিস করে euro/usd তে ট্রেড করলেই ভালো হবে। মূলত যে যেই পেয়ার সম্পর্কে যত আত্ববিশ্বাসি তার সেই পেয়ারেই ট্রেড করা ভালো।

জাহাঙ্গীর
2015-02-17, 11:04 AM
ডেমো একাউন্টে ট্রেডিং করার সময়ই আপনি ঠিক করে নিবেন কোন পেয়ার এ ট্রেড করবেন। এক এক জন এক এক পেয়ারে ট্রেড করতে স্বাচ্ছন্দ বোধ করে। কার কাছে কোন পেয়ার সুবিধাজনক তা অন্যজন বলে দিতে পারে না। আমার কাছে ইউরো ইউএসডি ভাল লাগে। তাই আমি সব সময় ইউরো ইউএসপি পেয়ার ট্রেড করি।

tradeking
2015-02-19, 12:40 AM
যিনি যে পেয়ার এর সর্ম্পকে ভাল জানেন তিনি সেই কারেন্সি পেয়ার নিয়ে ট্রেড করে সুফল পেতে পারেন। আমার কাছে ইউরো/ইউ এ ডি নিয়ে ট্রেড করতে ভাল লাগে। আমার কছে ইউরো/ইউ এ ডি এর গতি পরিস্কার থাকায় এটা আমার কাছে সোজা মনে হয়। আপনাদের সাথে ইউরো/ইউ এ ডি এর একটি তথ্য শেয়ার করতে চাই সেটা হল আমি দেখেছি যে এভারেজ মুভমেন্ট গত কয়েক বছরে ১৩০০ এর ভিতর ছিল।

robi_21123
2015-02-21, 11:48 AM
আমার কাছে ইউরো/ইউ এ ডি নিয়ে ট্রেড করতে ভাল লাগে। আমার কছে ইউরো/ইউ এ ডি এর গতি পরিস্কার থাকায় এটা আমার কাছে সোজা মনে হয়। আপনাদের সাথে ইউরো/ইউ এ ডি এর একটি তথ্য শেয়ার করতে চাই সেটা হল আমি দেখেছি যে এভারেজ মুভমেন্ট গত কয়েক বছরে ১৩০০ এর ভিতর ছিল।

mddidar
2015-03-05, 03:45 AM
আমি মনে করি usd/jpy , eur/usd এবং gbp/usd এই তিনটা পেয়ার এ ভালো । কারন এদের মুভমেন্ট পরিষ্কার ।

Eraulhaque
2015-03-06, 08:38 AM
বরাবরই ফরেক্স মেজর পেয়ারগুলোতে ট্রেডিং করা ভালো। তবে যে যেই পেয়ার সম্পর্কে বেশি জ্ঞানার্জন করেছে তার সেই পেয়ারে ট্রেডিং করাই ভালো। তবে আমার কাছে বর্তমানে UsdCad,Nzdusdএই দুইটি পেয়ার খুব ভালো মনে হচ্ছে।তবে এখন Eurousd পেয়ার যত বেশি উঠানামা করছে তাতে করে এই পেয়ারে ভালো অ্যানালাইসিস করতে পারলে এই পেয়ারও অনেক প্রফিট এনে দিতে পারে।

Esan Islam
2015-03-11, 02:13 PM
ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই পেয়ার সম্পর্কে ভালো ধারনা থাকা চাই।কারন বিভিন্ন প্রকার পেয়ার রয়েছে যেগুলি অবস্থা ভিন্ন ভিন্ন।যেমন কখনো ইউরো থেকে ডলার আবার ডলার থেকে ইউরো শক্তিশালী।তাই আমি মনে করি যে, যে পেয়ার সম্পর্কে ভালো জানে বোঝে তাকে সেই পেয়ারেই ট্রেড করা উচিত।যেমন আমি জানি ইউরো ডলারের থেকে অনেক শক্তিশালি।তাই আমি ইউরো/ইউএসডিতে বেশি ট্রেড করি তবে অন্য পেয়ারেরও খোজ খবর রাখার চেষ্টা করি।

A Momin Chowdhury262
2015-03-16, 11:38 PM
আমি এখনো ফরেক্স শিখতেছি তাই খুব ভাল ধারণা নেই সব পেয়ার সম্পর্কে । তবে আমি মনে করি euro/usd ভাল । কারণ বর্তমানে এই দুটির অবস্থান ভাল ।

A Momin Chowdhury262
2015-03-16, 11:49 PM
ফরেক্সে আমি এখনো নতুন । তাই সব পেয়ার সম্পর্কে জনিনা । তবে আমি মনে করি যে বর্তমানে euro/usd পেয়ার ভাল । কারণ বর্তমানে এই দুটির অবস্থান শক্তিশালী । তাই euro/usd তে ট্রেড করলে ভাল হয় ।

mybff
2015-03-22, 10:00 AM
আপনি যে পেয়ার এ ট্রেড করতে চান না কেন তার আগে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাকে আগে কিছু নির্দিষ্ট পেয়ার বেছে নিতে হবে । তার পর সেটি নিয়ে আপনি এনালাইসসি করতে থাকুন এবং ট্রেড করুন । সফলতা পাবেন । কিন্তু অনেক গুলয় পেয়ার নিয়ে ট্রেড করলে আপনি কোন টাতেই দক্ষ ও অভিজ্ঞ হতে পারবেন না । আর আপনি সবসময় চেষ্টা করবেন যে সব পেয়ারে স্প্রেড কম সেগুলো নিয়ে ট্রেড করতে ।

shojib23
2015-04-10, 12:35 AM
এটা বুজা টা কঠিন তাই সময় নিয়ে ভাল করে দেখুন এবং এনালাইস করুন ।

ahsan
2015-04-11, 06:31 PM
যে কোন সময়ের জন্য মেজর পেয়ার, যেসব পেয়ারের স্প্রেড কম এবং যেসব পেয়ার কম ভোলাটাইল অর্থাৎ যেসব কারেন্সী মোটামুটি সবসময় স্হিতিশীল থাকে সেসব পেয়ারে ট্রেড করা উচিত। এবং আামার মতে সিএইচএফ যুক্ত পেয়ারগুলি ট্রেড না করাই ভাল।

Tuhin
2015-04-12, 04:23 PM
ফরেক্স মার্কেট এ কখন কোন পেয়ার এ ট্রেড করা উচিৎ তা জানতে হলে আপনাকে ভালভাবে মার্কেট এনালাইসিস করতে হবে। এনালাইসিস করে যে ফলাফল আসে তার উপর নির্ভর করে ট্রেড করতে হবে। তবে মেজর কারেন্সি পেয়ার গুলো তে ট্রেড করা উচিৎ এবং যে পেয়ারে স্প্রেড কম সেই পেয়ারে ট্রেড করা ভাল। ক্রস পেয়ার গুলোরর মধ্যে যে গুলো তে ট্রেড করা উচিৎ - Eur/JPY. GBP/JPY, EUR/AUD.।

easinarafat
2015-04-12, 08:08 PM
eur/usd,aud/usd,gbp/usd,usd/chf,nzd/usd,gold,oil এ আপনি ট্রেড করে ভাল ফলাফল পেতে পারেন।

fahimor
2015-04-30, 07:14 PM
যেই পেয়ারেই ট্রেড করুন না কেন, Gold, Silver এগুলোর উপর ট্রেড না করাই ভালো। আমি গোল্ড এর উপর ট্রেড করে ধরা খেয়েছি কয়েকবার।

shohag101
2015-06-01, 01:44 AM
gbp/chf এর চার্ট টা দেখুন বর্তমানে সবচেয়ে নিছে আছে, টাই আপনি যদি লং ট্রেড করেন তাহলে বাই করেন, এবং অপেক্ষা করেন ১ মাস আশা করি অধিক লাভ হবে।

jjamin84
2015-06-05, 11:04 AM
যখন মার্কেট বিভিন্ন দেশের ইকোনমিক নিউজ এর দ্বারা প্রভাবিত হয়, সেসব ক্ষেত্রে সবচেয়ে বেশি মুভ করায় এবং সবচেয়ে বেশি দেখা হয় এমন নিউজ গুলোর অধিকাংশই আমেরিকা থেকে আসে।এর কারণ হল সারা বিশ্বের মধ্যে আমেরিকার অর্থনীতি সবচেয়ে বড় এবং আমেরিকান ডলার হল বিশ্বের রিজার্ভ কারেন্সি। তার মানে দাঁড়ায় যে আমেরিকান ডলার সব ফরেক্স লেনদেনের ৯০% জায়গায় অংশ নেয়, যেটা আমেরিকার নিউজ এবং ডাটা কে অনেক গুরুত্বপূর্ণ করে তোলে। এখন আমরা জানি কোন কোন নিউজ ইভেন্ট এবং কারেন্সি পেয়ারে ট্রেড করতে হবে। এগুলো ঠিক রেখে সঠিক কৌশল প্রয়োগ করে এগিয়ে যেতে হবে।

RichMahfuz
2015-06-05, 11:16 AM
Usd/jpy এই পেয়ারে বর্তমানে অবস্থা অনেক ভাল, তাই এটাতে ট্রেড করতে পারেন।

basaki
2016-03-19, 10:09 AM
সব পিয়ারেই ট্রেড করা ভাল আর আপনি যদি খুব অল্প সময়ে বেশি লাভ করতে চান তবে আমি মনে করি আপনি ক্রোড অয়েলের মাধ্যমে ট্রেড করতে কারন ক্রোড অয়েলের মুবমেন্ট খুব বেশি হয়ে থাকে আর আপনি যদি ভাল করে এর মুবমেন্ট বুঝতে পারেন তবে আপনি ফরেক্স মার্কেটের সব চাইতে গেইনার।

Emon Khan
2016-03-22, 08:17 PM
আমার মনে হয় এখন gbp/usd .eru/jpy এই দুই পেয়ারে ট্রেড করা উচিত। আমার মনে হয় এখান থেকে প্রফিট করা সম্ভব

Md Akter Hossain
2016-03-22, 11:45 PM
খুব কঠিন একটা প্রশ্ন করেছেন অাপনি । আপনি যদি ভাল বুঝেন তাহলে আপনার জন্যে সব পেয়ারই ভাল । অনেকে বলে যে এই পেয়ার ভাল সেই পেয়ার ভাল । তবে আমার মতে এত সব পেয়ারে ট্রেড না করে একটা পেয়ারে ট্রেড করাই ভাল । সেটা আপনার পছন্তদর যেকোন পেয়ার হতে পারে ।

Tazul Islam
2016-03-26, 08:22 PM
আমি মনে করি gbp/usd এ এখন বাই দিয়ে রাখতে পারেন। কারন এটি দিঘ্য কয়েক মাসে ধরে নামতেছে। গত সপ্তাহে ১.৪৪০০ পার হয়েছিল এখন এটা ১.৪১৩০ আমার ধারনা এবার এটা আরার ১.৪৪০০ পার করবে।

Md Masud
2017-05-26, 10:40 AM
বর্তমানে ডলার ইউরোর বিপরীতে শক্তিশালী অবস্থানে রয়েছে । কিছুদিনের ভেতরে হয়ত এর ভালো পরিবর্তন লক্ষ করা যেতে পারে । আমি জানি ইউরো ডলারের থেকে অনেক শক্তিশালি । তাই আমি ইউরো/ইউএসডিতে বেশি ট্রেড করি তবে অন্য পেয়ারেরও খোজ খবর রাখার চেষ্টা করি ।

hasan019
2017-06-11, 10:13 AM
ট্রেড নেওয়ার আগে আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। জেমন অই পেয়ার এ স্প্রেদ কেমন। কন নিউজ আছে নাকি। কেমন মুভ হয় বিভিন্ন সেসন এ। অই পেয়ার সম্পর্কে ভালো ধারনা থাকতে হবে। ধরেন যদি স্প্রেদ অনেক বেশি থাকে তাহলে আপানার ট্রেড প্রফিত এ আসতে অনেক পিপ্স লাগবে। আর নিউজ থাকলে তো আরো স্প্রেদ বেরে যাবে এস এল খাও্যার পসিবিলিতি বেশি। আগে আনাল্যসিস করুন ট্রেড করার পরে না।

uzzal05
2017-06-16, 08:44 PM
আমি দেখেছি jpy রিলেটেড পেয়ার গুলো খুব দ্রুত মুভ করে। এই টা সাথে যতগুলো পেয়ার আছে প্রচুর মুচ দিয়ে থাকে। আমি মেজর পেয়ার এর সাথে কিছি ক্রস কারন্সি পেয়ার ও ট্রেড করি। আর এই পেয়ার গুলোতে যেমন লাভ হয় তেমনি লস ও হয় তারাতারি।