PDA

View Full Version : মাসিক চুক্তিতে অ্যাপের প্যাকেজ আনলো গুগল



kohit
2019-09-26, 06:05 PM
প্লে পাস নামে নতুন একটি অ্যাপ প্যাকেজ চালু করেছে গুগল। মাসিক নিবন্ধনভিত্তিক অ্যাপের এই প্যাকেজের মাধ্যমে ৩৫০টিরও বেশি ‘পুরোপুরি আনলকড’ অ্যাপ এবং গেইম ব্যবহার করতে পারবেন গ্রাহক।

প্লে পাসের মাধ্যমে এই অ্যাপগুলো ব্যাবহার করা যাবে কোনো বিজ্ঞাপন বা ইন-অ্যাপ চার্জ ছাড়াই। বর্তমানে যে সকল অ্যাপ গুগল প্লে স্টোরে আছে সেগুলো দিয়েই যাত্রা শুরু করেছে গুগলের নতুন এই সেবাটি-- খবর বিবিসি’র।

গুগলের এই ঘোষণার একদিন আগেই গেইম নিয়ে নতুন নিবন্ধন সেবা ‘আর্কেইড গেইম’ চালু করেছে অ্যাপল।

আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির মতোই গুগলও মাসিক নিবন্ধন ফি ঠিক করে দিয়েছে ৪.৯৯ মার্কিন ডলার। প্রথম দিকে যারা নিবন্ধন করবেন তাদের জন্য প্রথম এক বছর এই মূল্য থাকবে ১.৯৯ ডলার।

প্রাথমিকভাবে প্লে পাসের এই সেবা সীমিত থাকছে শুধু মার্কিন ব্যবহারকারীদের জন্যই। তবে শীঘ্রই তা অন্যান্য দেশের জন্যও চালু করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে সিসিএস ইনসাইটের পরামর্শক বেন উড বলেন, কিছু কিছু বিষয় সংশোধনের ক্ষেত্রে অ্যাপল খুবই পরিশ্রমের পরিচয় দিয়েছে। তবে এদিক দিয়ে অ্যান্ড্রয়েডও পিছিয়ে নেই। সব মিলিয়ে বিষয়টি একটি ভারসাম্যর্পূণ অবস্থায় আছে, অ্যাপল গ্রাহকদের অ্যন্ড্রয়েডে যাওয়ার কোনো ভয় নেই।

প্লে পাস প্যাকেজের উল্লেখযোগ্য কিছু অ্যাপ-

অ্যাকু ওয়েদার – এটি মূলত আবহাওয়া পূর্বাভাসের একটি অ্যাপ। অ্যাপটিতে রয়েছে ইন-অ্যাপ ফি যা ৯৯ সেন্ট থেকে শুরু করে ৩.৯৯ ডলার পর্যন্ত।

স্টার ওয়ার্স- নাইটস অব দ্য ওল্ড রিপাবলিক – বিজ্ঞান কল্পকাহিনীভিত্তি একটি গেইম, অ্যান্ড্রয়েডের জন্য এটি বাজারে আসে ২০১৪ সালের ডিসেম্বরে। গেইমটির মূল্য ৯.৯৯ ডলার।

রিস্ক- এটি ওয়ার্ল্ড ডোমিনেশন বোর্ড গেইমের ডিজিটাল সংস্করণ। এটির ইন-অ্যাপ চার্জ হতে পারে ৭.৯৯ ডলার পর্যন্ত।

পিক স্টিচ- এই অ্যাপটির কাজ হলো কিছু ছবিকে এক করে তা একটি গুচ্ছ ছবিতে রূপান্তর করা। এটির মূল্য ৩.৯৯ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম