Log in

View Full Version : নতুন একাউন্ট যুক্ত করলে কি সমস্যা



sofiz
2019-09-26, 10:20 PM
বাংলাদেশ ফরেক্স ফোারামে আমরা পোস্টিংয়ের জন্য বোনাস পেয়ে থাকি। আর এই বোনাস দিয়েই ট্রেড করি আমরা যদি লাভ করতে পারি তাহলে উইড্র দিয়েও থাকি। তবে অনেক সময় আমরা আমাদের একাউন্ট খালি করে ফেলি অদক্ষতার কারনে এবং সেক্ষেতে এমাউন্ট বেশি হওয়ায় তা রিকোভারি করাও অনেক সময় সম্ভব হয় না। এক্ষেত্রে ফোরামে নতুন একাউন্ট এটাচ করার যে সুযোগ দেয় আমরা যদি সেই মোতাবেক নতুন একাউন্ট এটাচ করি তাহলে কি কোনো পবলেম হতে পারে? কারন আমার পুরনো একাউন্টটাও একটিভ রয়েছে যদিও ব্যালেন্স জিরোর কাছাকাছি এবং নতুন একটি একাউন্ট হলে দুটো যদিও আমি নতুন একাউন্টটাই কন্টিনিউ করবো সেক্ষেত্রে একই ফোরামে দুইটা একাউন্ট হয়ে গেলো এক্ষেত্রে কি কোন সমস্যা হতে পারে আর হলে সমাধানটা কি।

nurulazim
2019-09-26, 10:32 PM
আমার মনে হয় নতুন একাউন্টে সমস্যা হওয়ার কথা নয়। কারন আমাদেরকে ফোরামে প্রতি ২মাস পর পর একাউন্ট পরিবর্তনের সুযোগ দিচ্ছে। আর ইন্সটাফরেক্সে বর্তমান ০ ব্যারেন্সের একাউন্ট বাদ দিয়ে নতুন একাউন্ট খোলা যায়।

saraa
2020-02-23, 05:54 PM
আপনার সাথে পুরোপুরি একমত, ব্যবসায়ীদের অবশ্যই তাদের অভিজ্ঞতা ব্যবসায়ীদের সাথে ভাগ করে নিতে হবে যাতে সমস্ত অভিজ্ঞতা থেকে ব্যবসায়ীরা উপকৃত হতে পারে এবং হ্যাঁ ট্রেড জার্নালগুলি আমাদের অন্যের অভিজ্ঞতা থেকে শিখতে সহায়তা করে এবং হ্যাঁ আপনি যদি সঠিক এবং অন্যায়টি করেন তাও দেখতে সহায়তা করে। এবং আমি ফরেক্স ট্রেডিং ব্যবসায়ে নতুন এবং বাণিজ্য জার্নালগুলি জানি না, তবে আমি মনে করি আপনি যদি এই ব্যবসায় সাফল্য পেতে চান তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যবসায়ের বিষয়ে ধৈর্য ধরতে হবে এবং ফরেক্স নিয়ম এবং শৃঙ্খলাটিও ভালভাবে অনুসরণ করতে হবে তাহলে আপনি আপনার লক্ষ্যগুলি অর্জন করতে পারেন।

Sapna1212
2020-02-23, 09:13 PM
আস যদি আমরা ফোরাম, ফোরামে বেশি বেশি পোস্ট করবে এবং ভাল ভাল পোস্ট করা হবে, আমরা যদি হবে, তাহলে আমরা খুব ভাল বামন পেতে ধুয়ে পরিষ্কার করা, যদি বাংলাদেশ খামার থেকে আমাদের অনেক টাকা পেতে পারেন, যা কেন আমরা দ্রুত সফল হতে হবে, এবং আমাদের আরো এবং আরো করার কথা ছিল ফিল করার চেষ্টা আনতে, এবং আমরা অনেক টাকা উপার্জন করতে হবে

MINARULRFL100
2020-02-23, 09:50 PM
আমি সঠিক ভাবে জানিনা তবে আমার মতে এই রকম সুযোগ না দেওয়ায় উচিত।যদি কোন ফোরেক্স ট্রেডারের নতুন করে একাউন্ট এর যুক্ত করার সুযোগ দিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি অথবা সেই ট্রেডার কখনো ভাল ট্রেডার হতে পারবেনা।তার কারন সে মার্কেটে খুব বেশি রিস্ক নিবে এবং বার বার একাউন্ট জিরো করবে আবার নতুন করে একাউন্ট অপেন করবে।তখন সেই ট্রেডার কিছুই শিখতে পারবে না।তাই আমি মনে করে এই রকম সুযোগ না দেওয়ায় ভাল।