PDA

View Full Version : সাপোর্ট কী?



nurulazim
2019-09-27, 05:20 PM
সাপোর্ট সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। চিত্রসহ দিলে ভাল হয় এবং বিশ্লেষণ আশা করছি।

Rajib_Biswas
2020-02-04, 10:26 PM
সাপোর্ট শব্দটি ফরেক্স মার্কেটে "প্রতিহত" হিসেবে ব্যবহৃত হয়। ফরেক্স মার্কেটের নির্দিষ্ট কিছু লেভেল রয়েছে যে সকল লেভেল ফরেক্স মার্কেট ভেদ করতে পারে না। এসকল লেভেলে এসে মার্কেট রিটেস্ট বা ব্যাক করে থাকে। সাপোর্ট শব্দটি আমরা ডাউনট্রেন্ড এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মার্কেট যখন ক্রমাগত নিচের দিকে নামতে থাকে তখন কিছু লেভেলে এসে মার্কেটের গতি থেমে যায় এবং পুনরায় আপ ট্রেন্ডে রূপান্তরিত হয়। এ সকল লেভেলগুলো কে সাপোর্ট লেভেল বলা হয়। সাপোর্ট লেভেলে সেলারদের পরিমাণ সংখ্যায় বেশি থাকায় মার্কেটে ওভার সোল্ড কন্ডিশন তৈরি হয়। 9992
উপরের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট একটা নির্দিষ্ট লেভেলে এসে আবার দিক পরিবর্তন করেছে। মূলত এই লেভেলটা কে সাপোর্ট লেভেল বলা হয়। মার্কেট যদি কখনো একটি সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে তার নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত পৌঁছে যেতে পারে।

alamsat
2020-02-05, 12:10 PM
সাপোর্ট লেভেল বলতে আপনি একটি চার্ট নির্বাচন করবেন এবং সেই চার্টের সর্ব নিম্ন প্রাইজ ই হল আপনার ঐ চার্টের সাপোর্ট লেভেল আপনি যদি ডে চার্ট ব্যবহার করেন তাহলে এক রকম লেভেল পাবেন ৮ ঘন্টার চার্ট দেখলে আর এক রকম লেভেল পাবেন ১ ঘন্টার চার্টে আর এক রকম লেভেল পাবেন। এটা নির্ভর করে আপনার ট্রেডিং পদ্ধতির উপর আপনি যে টাইম ফ্রেম ব্যবহার করবেন সেই টাইম ফ্রেম এর সর্ব নিম্ম প্রাইজ হল আপনার সাপোর্ট লেভেল তবে যদি আপনি ডে চার্ট ব্যবহার করে সাপোর্ট লেভেল নিয়ে বাই এন্ট্রি নিতে পারেন তাহলে সেটা বেশি ভাল হবে।

MdRubelShaikh
2020-03-08, 03:02 AM
ফরেক্স ব্যবসাতে সাপোর্ট হলো অনেক গুুরুুত্বপূর্ন বিষয়।ফরেক্স ব্যবসাতে সাপোর্ট বুঝতে হবে এবং সাপোর্ট দেখেই ট্রেড এ্যান্টি দিতে হবে।কারণ সাপোর্ট হলো এক ধরনের বাধা।আমি সাপোর্ট দেখেই ট্রেড এ্যান্টি দিই।