View Full Version : ভলিয়ম কি?
nurulazim
2019-09-27, 05:29 PM
ভলিয়ম সম্পর্কে মন্তব্য আশা করছি।
Rajib_Biswas
2020-02-04, 10:07 PM
ফরেক্স ট্রেডিং এ ভলিউম বলতে একটি ট্রেড এর আকার বা সাইজ কে বুঝায়। একে লট ও বলা হয়ে থাকে। সাধারণভাবে লট বা ভলিউম বলে বলতে বোঝায় একটি ট্রেড থেকে প্রতি পিপস মার্কেট পরিবর্তনের ফলে কি পরিমাণ লাভ বা লস হবে। অর্থাৎ মার্কেটে প্রতি পিপস উঠানামা করার এর ফলে একটি ট্রেডে যে পরিমাণ লাভ বা লস হয় তার পরিমাণকেই লট বা ভলিউম বলা হয়। যেমন ০.০১ ভলিউম এর একটি ট্রেডে প্রতি পিপস মার্কেট ওঠা-নামার ফলে এক পিপস লাভ বা লস হয়ে থাকে। তেমনি ০.২০ ভলিউম এর কোন ট্রেডে প্রতি পিপস মার্কেট ওঠা-নামার ফলে ২০ পিপস লাভ বা লস হয়ে থাকে। এখন আপনার যদি মূলধন ১০০ ডলার হয়ে থাকে এবং আপনি যদি ০.২০ ভলিউম এর একটি ট্রেড ওপেন করেন আর মার্কেট যদি ১০০ পিপস ট্রেডের অনুকূলে যায় তাহলে মোট লাভ হবে (১০০×০.২০)= ২০ ডলার বা ২০০০ পিপস। আর মার্কেট যদি ট্রেডের প্রতিকূলে যায় তাহলে লস হবে ২০ ডলার।
MdRubelShaikh
2020-02-05, 09:16 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে ভলিয়ম বলে একটি ট্রেড কত ডলার বা কত সেন্ট দিয়ে ওপেন করা হয় সেটাকে বুঝায়।আমি সাধারণত ১-২১ সেন্ট দিয়ে ট্রেড করেছি।তবে প্রথমে আমি ১ সেন্ট দিয়ে ফরেক্স ট্রেডিং ব্যবসা শুুরুু করি।এখুন আস্তে আস্তে বেশি করে ট্রেড করি।
alamsat
2020-02-05, 12:07 PM
ভলিউম বলতে আপনার ট্রেড নেওয়ার ক্ষমতাকে বোঝায় আপনি একে অন্য ভাষায় লট সাইজ ও বলতে পারেন। আপনি ট্রেড নেওয়ার আগে নির্বাচন করে নিতে হবে যে আপনি কত ভলিউমে ট্রেড করবেন আর কত প্রফিট করতে চান। যদি বেশি ভলিউম বা লট ব্যবহার করেন তাহলে বেশি প্রফিট হবে আর কম ভলিউম ব্যবহার করলে কম প্রফিট হবে। তবে সব চেয়ে নিরাপদ হল ১০০ ডলার এ ০.০১ সেন্ট এ ট্রেড করা আর যদি ব্যালেন্স ২০০ ডলার হয় তাহলে ০.০২ সেন্ট এভাবে ট্রেড করতে পারলে রিস্ক কম থাকে প্রফিট কম হলেও লস হয় না। আর যদি বেশি লট ব্যবহার করে তাহলে রিস্ক বেশি থাকে।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.