View Full Version : ভুল ট্রেন্ড কিভাবে ধরতে পারা যায়?
Grimm
2019-09-28, 03:49 PM
আমরা জানি যে ট্রেন্ড এর সাথে ট্রেড করলে এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করা যায়। কিন্তু দেখা যায় যে অনেক সময় হঠাৎ করে ট্রেন্ড পরিবর্তন হয়ে থাকে যার ফলে সঠিক ট্রেন্ড ধরাটা খুবই কঠিন হয়ে পড়ে। আমি ইতিমধ্যে এই ধরনের পরিস্থিতির স্বীকার হয়েছি। আপনারা কিভাবে ভুল ট্রেন্ড ধরতে পারেন আর কিভাবে এই ধরনের পরিস্থিতি হতে বের হয়ে আসেন?
nurulazim
2019-09-28, 03:58 PM
ভুল ট্রেন্ড ধরা পড়লে আমি আগে লস কভার দেয়ার জন্য অপেক্ষা করতাম। তখন দেখতাম আরো লসের দিকে যাচ্ছে তখন মার্জিন মাইনাসে চলে যায়। এরপর জিরো হওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া আর পথ থাকে না। আসলে এখন বুঝতে পারি যে ভুল ট্রেন্ড ধরা পড়লে সাথে সাথে ট্রেড ক্লোজ করে দিয়ে ট্রেন্ডের দিকে ফিরে যাওয়া।
Nabik027
2019-09-28, 04:33 PM
স্টপ লস ব্যাবহার করলে এই সমস্যা কিছুটা প্রতিকার হয়। আপনার ট্রেডিং স্ট্র*্যাটেজি রেশিও ১ঃ২ হলে আর ভুল ট্রেন্ডে লস হলেও পরের ট্রেড যদি লাভ হয় তাহলে কিন্ত আপনার লস রিকোভার হয়ে যায়
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2026 vBulletin Solutions, Inc. All rights reserved.