PDA

View Full Version : ইন্টারডে ট্রেডিং এর জন্য কোন ইন্ডিকেটর জরুরী?



Grimm
2019-09-28, 03:53 PM
অনলাইনে সার্চ করলে অনেক ইন্ডিকেটর পাওয়া যায় কিন্তু সকল ইন্ডিকেটর এর মাধ্যমে এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করা সম্ভব হয় না। সাধারণত ইন্টারডে ট্রেডিং এর জন্য আপনারা কোন ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন? আর সেই ইন্ডিকেটর এর সাহায্যে আপনারা কেমন মুনাফা উপার্জন করে থাকেন? যদি আপনারা বলতেন তাহলে আমি/ফোরামের সকলেই খুবই উপকার পেত।

Nabik027
2019-09-28, 04:42 PM
সব ইন্ডিকেটরই ভালো ইন্ডিকেটর। এটা নির্ভর করে আপনার উপর আপনার কাছে কোন স্ট্র*্যাটেজি ভাল লাগে আর সে স্ট্র*্যাটেজি কোন কোন ইন্ডিকেটর নির্ভর। ব্যাক্তিগত ভাবে আমার কাছে ভাল লাগে মুভিং এভারেজ ইন্ডিকেটর। এছাড়া আছে বলিংগার ব্যান্ড, এমএসিডি, ইচিমকু।

nurulazim
2019-09-28, 05:22 PM
সব ইন্ডিকেটরই কার্যকরী। তবে না বুঝলে ইন্ডিকেটর ব্যবহার করা বা অনুসরণ করা উচিত নয়।নিজে একটা স্ট্রটিজি ঠিক করে সে অনুযায়ী ডেমুতে প্র্যাকটিস করুন এবং ভাল ফলাফল পেলে ইন্ডিকেটর ছাড়াই প্রফিট পাবেন আশা করি।

Rajib_Biswas
2020-02-10, 08:36 PM
ইন্ট্রা ডে ট্রেডিং এর জন্য আমার কাছে সব থেকে ভালো ইন্ডিকেটর মনে হয়েছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টুলস। কারণ ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এর মাধ্যমে আমরা একটি ক্যান্ডেলস্টিক চার্ট এর বিভিন্ন লেভেল নির্ণয় করতে সক্ষম হই যার মাধ্যমে সারাদিনের মার্কেটের আগাম গতি প্রকৃতি নির্ণয় করা সম্ভব হয়। এসকল লেবেলগুলো সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসেবে কাজ করে। তাই মার্কেট যদি এসকল লেভেল ব্রেকআউট করতে পারে বা রিটেস্ট করে তাহলেই আমরা সহজে ট্রেডে এন্ট্রি নিতে পারি এবং ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে পারি। ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট বোঝার জন্য আমি একটি ছবি এর সাথে সংযুক্ত করে দিচ্ছি।
10045

Mas26
2020-02-10, 10:25 PM
ইন্ট্রা ডে ট্রেডিং এর জন্য আমার কাছে সব থেকে ভালো ইন্ডিকেটর মনে হয়েছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টুলস। কারণ ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এর মাধ্যমে আমরা একটি ক্যান্ডেলস্টিক চার্ট এর বিভিন্ন লেভেল নির্ণয় করতে সক্ষম হই যার মাধ্যমে সারাদিনের মার্কেটের আগাম গতি প্রকৃতি নির্ণয় করা সম্ভব হয়। এসকল লেবেলগুলো সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসেবে কাজ করে। তাই মার্কেট যদি এসকল লেভেল ব্রেকআউট করতে পারে বা রিটেস্ট করে তাহলেই আমরা সহজে ট্রেডে এন্ট্রি নিতে পারি এবং ট্রেডে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে পারি। ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট বোঝার জন্য আমি একটি ছবি এর সাথে সংযুক্ত করে দিচ্ছি।

alamsat
2020-02-11, 12:24 PM
আমি সব ইন্ডিকেটর বাদ দিয়ে শুধুমাত্র মুভিং এ্যাভারেজ প্রিয়ড ১০০ ব্যবহার করছি আপনিও একটি চার্টে মুভিং এ্যাভারেজ প্রিয়ড ১০০ ব্যবহার করে দেখতে পারেন কত সুন্দর ট্রেড করা যাই। এর মুল কারন হল প্রাই অনেক বড় বড় ট্রেডার এই ইন্ডিকেটর টি ব্যবহার করে থাকে ফলে আপনিও যদি এটি ব্যবহার করেন তাহলে তাদের সাথে কিছুটা হলেও তাল মিলিয়ে ট্রেড করতে পারবেন। তাহলে বেশি সংখ্যাক ট্রেড যে দিকে করা হয় মার্কেট সেই দিকেই যাই অর্থাৎ সবাই যদি বাই ট্রেড করতে থাকে তাহলে মার্কেট উপরে উঠতে থাকে তাহলে আপনিও তাদের সাথে মিলে বাই ট্রেড করতে পারলে প্রফিট করতে পারবেন। তাই একবার হলেও শুধুমাত্র এটি চার্টে দিয়ে দেখতে পারেন।

MINARULRFL100
2020-02-11, 01:40 PM
আসলেই আমি ইন্ডিকেটর নিয়ে অনেক এনালাইসিস করেছি বিশেষ করে সিম্পল মুভিং এভ্যারেজ এবং ফিবোনাচ্ছি ফর্মুলা।কিন্তু আমি ভাল করে কোনটা বুজতে পারিনি।আমি অনলাইনে টিউটোরিয়াল ভিডিও দেখে বুজার চেষ্টা করছি কিন্তু আমি বুজতে পারতেছিনা।তাই যদি কেউ আমাকে সাহায্য করেন তাহলে আমি অনেক অপকৃত হব।

SHARIFfx
2020-02-11, 04:11 PM
ইন্টার ডে ট্রেডিং করার জন্য আপনি আর এস আই ইন্ডিকেটর ফলো করতে পারেন। আবার এটি চার ঘন্টা ট্রাইপ্রেম এ ভালো রেজাল্ট দিবে। তাই ডেইলি ট্রেড ডেইলি ক্লোজ করুন আর প্রতিটি ট্রেডে টেক প্রফিট আর স্টোপ লস ইউজ করুন। আর এস আই লেভেল ২০-৮০ ইউজ করুন।

amreta
2020-02-20, 05:03 PM
স্যার আপনি যদি পাঁচটি রঙ করতে চান তবে আপনাকে এটির অনেকগুলি জীবদ্দশায় বুঝতে হবে এবং তাদের মতে চ্যাট করতে হবে, তবে আপনার কাছে এই নতুন গহনা ভাল উপহার থাকবে, তাই আমার অসন্তুষ্টি অনুসারে আপনি এতে খুব ভাল। চিকিত্সা করুন আপনার যদি ভাল পরামর্শ থাকে তবে আপনি অবশ্যই এতে সফল হবেন তাই ভাল পরামর্শ পান যাতে আপনি শীঘ্রই সফল হতে পারেন।এবং আমার নিয়ম অনুসারে, আপনাকে সফল হতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল।

saraa
2020-02-21, 03:14 PM
আমি মনে করি যদি আপনার দৃ strong় বিশ্লেষণ থাকে এবং পর্যাপ্ত অভিজ্ঞতা এবং ধৈর্য থাকে তবে আপনি বাজার থেকে চাপের বাইরে আসতে পারবেন না। কখনও কখনও আমাদের ক্ষতি হয় তবে মূল বিষয়টি হ'ল কখনই পিছনে ফিরে তাকান না পরবর্তী ব্যবসায়গুলিতে মনোনিবেশ করার চেষ্টা করুন এবং একই ভুলটি করবেন না। আপনার যদি অভিজ্ঞতা থাকে তবে আপনি বাজার থেকে আপনার ক্ষতি কাটাতে পারেন। কখনই বাণিজ্য না করে কেবল প্রবেশের নিখুঁত সুযোগের জন্য অপেক্ষা করুন।বিদেশী বৈদেশিক মুদ্রা আমাদের নিজেকে না দিলে কখনও আমাদের চাপ দিতে পারে না। আমরা আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে চাপ দিই যখন আমরা এটি সহ্য করতে পারি তার চেয়ে বেশি বাণিজ্য করে। আমরা কখনও কখনও অতিরিক্ত আত্মবিশ্বাসে বড় আকারের আকার ব্যবহার করি। আমরা মনে করি আমরা দ্রুত পিপগুলি ধরব এবং বেরিয়ে আসব। তবে যখন পরিস্থিতি পরিবর্তন হয় আমরা পরে অনুশোচনা করি। যে পরিস্থিতি মানসিক চাপ সৃষ্টি করে। সুতরাং আমাদের অবশ্যই আমাদের অ্যাকাউন্টে উচ্চতর লিভারেজ এবং প্রচুর আকার এড়াতে হবে। আমরা কী হারাতে পারি তা ঝুঁকি নিয়ে ফোরেক্স ট্রেডিংয়ে আয় করা গৌণ বিষয়, প্রথম জিনিসটি আপনাকে ঝুঁকিপূর্ণ পরিচালনা করা। যখন আপনার ঝুঁকি সঠিকভাবে পরিচালিত হয় তখন আপনি শান্তভাবে ট্রেডিং করতে পারেন।

FREEDOM
2020-04-21, 05:31 PM
ফরেক্স মার্কেটে অসংখ্য ইন্ডিকেটর রয়েছে আর সব ট্রেডারই এক রকমের ইন্ডিকেটর ব্যাবহার করে না। যে যার সুবিধার্তে যে ইন্ডিকেটরে স্বাচ্ছন্দবোধ করে সে সেটাই ব্যাবহার করে। তবে নরমালি কিছু ইন্ডিকেটর প্রায় সব ট্রেডারই কম বেশি ব্যাবহার করে এবং এগুলো বেশ জনপ্রিয় যেমন আরএসআই, মুভিং এভারেজ, বলিন্জার ব্যান্ড, ফিবোনাকি ইত্যাদি। আমি সাধারনত শর্ট টাইম ট্রেডের ক্ষেত্রে মুভিং এভারেজ ইন্ডিকেটর ব্যাবহার করি।

FRK75
2021-04-02, 10:24 PM
ইন্ট্রা ডে ট্রেডিং এর জন্য আমার কাছে সব থেকে ভালো ইন্ডিকেটর মনে হয়েছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টুলস। কারণ ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এর মাধ্যমে আমরা একটি ক্যান্ডেলস্টিক চার্ট এর বিভিন্ন লেভেল নির্ণয় করতে সক্ষম হই যার মাধ্যমে সারাদিনের মার্কেটের আগাম গতি প্রকৃতি নির্ণয় করা সম্ভব হয়। এসকল লেবেলগুলো সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসেবে কাজ করে।ফোরেক্স ট্রেডিংয়ে আয় করা গৌণ বিষয়, প্রথম জিনিসটি আপনাকে ঝুঁকিপূর্ণ পরিচালনা করা। যখন আপনার ঝুঁকি সঠিকভাবে পরিচালিত হয় তখন আপনি শান্তভাবে ট্রেডিং করতে পারেন।

Smd
2021-04-02, 11:06 PM
একটি ক্যান্ডেলস্টিক চার্ট এর বিভিন্ন লেভেল নির্ণয় করতে সক্ষম হই যার মাধ্যমে সারাদিনের মার্কেটের আগাম গতি প্রকৃতি নির্ণয় করা সম্ভব হয়। এসকল লেবেলগুলো সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসেবে কাজ করে। তাই মার্কেট যদি এসকল লেভেল ব্রেকআউট করতে পারে বা রিটেস্ট করে তাহলেই আমরা সহজে ট্রেডে এন্ট্রি নিতে পারি । আপনার কাছে এই নতুন গহনা ভাল উপহার থাকবে, তাই আমার অসন্তুষ্টি অনুসারে আপনি এতে খুব ভাল। চিকিত্সা করুন আপনার যদি ভাল পরামর্শ থাকে তবে আপনি অবশ্যই এতে সফল হবেন ।

samun
2021-04-03, 09:52 AM
ভাই সত্যি কথা বলতে গেলে আমি ফরেক্সের প্রথম থেকেই কোন প্রকার কোন সাইটের ইন্ডিকেটর ব্যবহার করিনি এবং ইন্ডিকেটর সম্পর্কে আমার কোন ধারণা নেই তবে মাঝে মাঝে আমিও চিন্তা করি যদি ইন্ডিকেটর ব্যবহার করি তবে কেমন হয় মূলত আমি ইন্ডিকেটরের সফলতা বা ব্যর্থতা সম্পর্কে আমার কোন আইডিয়া নেই এটি ব্যবহার করা কতটুকু উপকারী তো হবে সেটিও আমি জানিনা তাই যদি ভাল কোন সাজেশন পাই অবশ্যই ইন্ডিকেটরের প্রতি মনোনিবেশ করতে পারি

EmonFX
2021-04-03, 11:53 AM
অনলাইনে সার্চ করলে অনেক ইন্ডিকেটর পাওয়া যায় কিন্তু সকল ইন্ডিকেটর এর মাধ্যমে এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করা সম্ভব হয় না। সাধারণত ইন্টারডে ট্রেডিং এর জন্য আপনারা কোন ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন? আর সেই ইন্ডিকেটর এর সাহায্যে আপনারা কেমন মুনাফা উপার্জন করে থাকেন? যদি আপনারা বলতেন তাহলে আমি/ফোরামের সকলেই খুবই উপকার পেত।

আমি সাধারণত কোন ইন্ডিকেটর ব্যবহার করি না এবং ইন্ডিকেটর নির্ভয় ট্রেডিং কে সমর্থন করি না। ইন্ডিকেটর নির্ভর না হয় বরং ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মার্কেটের মুভমেন্ট বুঝতে পারা অত্যন্ত জরুরী। মার্কেটের মুভমেন্ট বা ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট করার সম্ভাবনা থাকে। তবে এই মুভমেন্ট বোঝার জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। বেশিরভাগ ট্রেডার Moving Average, MACD, RSI ZigZag, Icihmoku ইত্যাদি ইন্দিকেটর ব্যবহার করে থাকেন। তবে আমি মনে করি না যে কোন ইন্ডিকেটর মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট কোন ধারণা দিতে পারে। সব ধরনের ইন্ডিকেটর প্রিভিয়াস মার্কেটের একটা অ্যাভারেজ মাত্র।

তবে শুরুর দিকে ট্রেডিং সম্পর্কে তেমন ধারনা থাকে না বিধায় ইনডিকেটরের সাহায্য নেয়া যেতে পারে। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে যথাসম্ভব ইন্ডিকেটর পরিহার করে ট্রেডিং করাই ভালো। আপনি যখন ফাঁকা চার্ট দেখে মার্কেট এনালাইসিস করে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন তখনই কেবল আপনি একজন প্রো লেভেল ট্রেডারে পরিণত।

Smd
2021-08-16, 05:48 PM
অনেক বড় বড় ট্রেডার এই ইন্ডিকেটর টি ব্যবহার করে থাকে ফলে আপনিও যদি এটি ব্যবহার করেন তাহলে তাদের সাথে কিছুটা হলেও তাল মিলিয়ে ট্রেড করতে পারবেন। তাহলে বেশি সংখ্যাক ট্রেড যে দিকে করা হয় মার্কেট সেই দিকেই যাই অর্থাৎ সবাই যদি বাই ট্রেড করতে থাকে তাহলে মার্কেট উপরে উঠতে থাকে তাহলে আপনিও তাদের সাথে মিলে বাই ট্রেড করতে পারলে প্রফিট করতে পারবেন। আপনাকে এটির অনেকগুলি জীবদ্দশায় বুঝতে হবে এবং তাদের মতে চ্যাট করতে হবে, তবে আপনার কাছে এই নতুন গহনা ভাল উপহার থাকবে, তাই আমার অসন্তুষ্টি অনুসারে আপনি এতে খুব ভাল। চিকিত্সা করুন আপনার যদি ভাল পরামর্শ থাকে তবে আপনি অবশ্যই এতে সফল হবেন তাই ভাল পরামর্শ পান যাতে আপনি শীঘ্রই সফল হতে পারেন।

Tofazzal Mia
2021-08-17, 04:33 PM
Eurusd, gbpusd, xauusd এবং btcusd এই চারটি কারেন্সি পেয়ার ফরেক্স মার্কেটে অনেক জনপ্রিয়। সকল ট্রেডার গন এই কারেন্সি পেয়ার তিনটা কে সাধারানত ইস্ট্রাদে ট্রেডিং করে থাকেন এবং বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে টেকনিক্যাল এনালাইসিস করে থাকেন। ইন্ডিকেটর উপরে ভিত্তি করে কেউ সরাসরি সিদ্ধান্ত না নিয়ে, চেষ্টা করুন নিজের স্ট্রাটেজির সাথে আমার এনালাইসিস মিলিয়ে আপনি আপনার স্ট্রাটেজি অনুযায়ী ট্রেড করে করুন। মনে রাখবেন ফরেক্স মার্কেট সর্বদা আপনাকে ধোকা দিতে চাইবে, আপনি লস করেন সেটাই কামনা করবে। আপনি যদি সতর্ক থেকে মার্কেটের সাথে পজেটিভ ভাবে মুভ করেন তবে আপনি ইনশাআল্লাহ প্রফিটে থাকবেন। সবাইকে ধন্যবাদ
15089

Smd
2021-11-04, 11:33 AM
সব থেকে ভালো ইন্ডিকেটর মনে হয়েছে ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট টুলস। কারণ ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট এর মাধ্যমে আমরা একটি ক্যান্ডেলস্টিক চার্ট এর বিভিন্ন লেভেল নির্ণয় করতে সক্ষম হই যার মাধ্যমে সারাদিনের মার্কেটের আগাম গতি প্রকৃতি নির্ণয় করা সম্ভব হয়। এসকল লেবেলগুলো সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল হিসেবে কাজ করে। তাই মার্কেট যদি এসকল লেভেল ব্রেকআউট করতে পারে বা রিটেস্ট করে তাহলেই আমরা সহজে ট্রেডে এন্ট্রি নিতে পারি। আপনাকে এটির অনেকগুলি জীবদ্দশায় বুঝতে হবে এবং তাদের মতে চ্যাট করতে হবে, তবে আপনার কাছে এই নতুন গহনা ভাল উপহার থাকবে, তাই আমার অসন্তুষ্টি অনুসারে আপনি এতে খুব ভাল। চিকিত্সা করুন আপনার যদি ভাল পরামর্শ থাকে।