PDA

View Full Version : সিগন্যাল প্রোভাইডার ও স্ক্যামারের হাত থেকে কিভাবে বাঁচবেন?



BangaliBabu
2019-10-04, 07:59 PM
হ্যালো ট্রেডার্স, আশাকরি সকলে ভালো আছেন। বর্তমানে বিশ্বে ফরেক্স ট্রেডিং একটি জনপ্রিয় পেশা হিসেবে দিন দিন প্রসারিত হচ্ছে। প্রতিনিয়তই ট্রেডারের সংখ্যা বাড়ছে। এই জগতের পরিধি অত্যন্ত দ্রুতগতিতে সম্প্রসারিত হচ্ছে। ব্রোকাররাও সেই দিক দিয়ে পিছিয়ে নেই আর স্ক্যামার তো আছেই। যারা মোটামুটিভাবে ফরেক্সের ব্যাসিক লেভেল পার করে আসছেন তারা হয়ত অনেকেই সিগন্যাল প্রোভাইডার সম্পর্কে অবগত হয়েছেন। তারা সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মাছ ধরার কারেন্ট জালের মত জাল বিছিয়ে নতুন ট্রেডারদের বিভ্রান্ত করছে। এদের মধ্যে স্ক্যামারের পরিমান বেশি। আমাদের এশিয়াতে প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারী কম করে হলেও গড়ে প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যয় করে। আর আপনি যখন ফরেক্স নিয়ে কিছু একটা করতে চাচ্ছেন তখন তো কোন ভাই বা বন্ধু কে ফলো করা শুরু করবেন। তার ফেন্ডলিষ্ট থেকে ফরেক্স করে এমন কিছু লোকজনকে আপনি বন্ধু বানাবেন। এভাবে করে ফরেক্স রিলেটেড ব্যক্তিবর্গ আপনারা ফেন্ডলিষ্টে ঢুকে পড়বে। আপনি হয়ত নতুন কিছু কিছু তথ্য আপনার ওয়ালে শেয়ার করতে শুরু করবেন। সেখানে কিছু লোক আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে যেটা নতুন অবস্থায় আপনার ভাল লাগবে। এভাবে করে বেশকিছু অপরিচিত লোকের সাথে ফরেক্স বিষয়ক আলোচনা হতে থাকবে।

তাদের ওয়ালে বিশাল বিশাল অংকের মুনাফার ক্রিনশট শেয়ার করা থাকবে। এভাবে এক সপ্তাহ যাওয়ার পর আপনাকে অফার দিতে শুরু করবে বিনিয়োগ করলে মুনাফা ৫০/৫০ বন্টন করবে। ব্যস, আপনি শুরুতেই কিছু বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত। বাস্তবিকভাবে কোন কষ্ট ছাড়া ৫০% মুনাফা অনেক আকর্ষনীয় ব্যাপার। আপনি কিছুদিন সময় নিয়ে তারপর শেষমেষ বিনিয়োগ করবেন। প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ আপনাকে ঠিকমত মুনাফা প্রদান করবে। তারপর আপনি আর সেই আইডি খুজে পাবেন না। অথবা বিনিয়োগ করার সাথে সাথে আপনি তার আইডি খুজে পাবেন না এমন ঘটনার সম্মুখীনও অনেকে হয়েছেন।

এবার আমার কিছু ব্যক্তিগত পয়েন্ট অব ভিউ তুলে ধরছি, ধরুন আপনি অনেক অভিজ্ঞ ট্রেডার, আপনার কন্টিনিউ প্রফিট করার মত স্ট্রাটেজী আছে। আপনি প্রতিনিয়তই লাভ করে যাচ্ছেন। এখন আপনি কি আপনার স্ট্রাটেজী কারোর সাথে শেয়ার করবেন? অবশ্যই না, কারণ অনেক চড়াই উতরাই পার করেই আপনি এই স্ট্রাটেজী দাড় করিয়েছেন। আপনি এর মজা তো নিবেনই। নাকি আপনি অন্যদের অফার করবেন যে আমার কাছে বিনিয়োগ করলে বা একাউন্ট দিলে ৫০/৫০ মুনাফা বন্টন করবেন। উত্তর অবশ্যই না, কারণ আপনার কাছে এখন টাকা বানানোর মেশিন, শুধু শুধু অন্যকে কেন লাভ দিতে যাবেন। সহজ কথায় সিগন্যাল প্রোভাইডারদের কাছে যদি এমন কোন স্ট্রাটেজী থাকে তাহলে তারা তো চাইলেই এক মাসে বিল গেটস হয়ে যেতে পারে। তারা কেন আপনার মত ক্ষুদে বিনিয়োগকারীদের খুঁজবে?
ধন্যবাদ!!

Rajib_Biswas
2019-10-04, 10:24 PM
এই সকল সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে এবং ভালোভাবে ফরেক্স শিখতে হবে। কারণ একজন ট্রেডার তখনই সিগনাল প্রোভাইডার এবং স্ক্যামারদের সাহায্য গ্রহণ করে থাকেন যখন সে ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে পারে না। বারবার লস থেকে মুক্তি পেতেই একজন ট্রেডার সিগন্যাল প্রোভাইডার এবং একজন ভাল মেন্টর খুঁজে থাকেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারগন ট্রেডারদের প্রতারিত করে থাকেন। একবার এক সিগন্যাল প্রোভাইডার আমাকেও ৯০% সঠিক সিগন্যাল প্রদান করে এমন একটি সিগনাল ১০০ ডলারে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু আমি তার প্রতারণার ফাঁদে পা দেইনি। তাই অন্যান্য ট্রেডারদের কে বলব এসকল সিগন্যাল প্রোভাইডারদের ফাঁদে পা না দিয়ে নিজের যোগ্যতায় ফরেক্স ট্রেডিং করুন এবং প্রফিট অর্জন করুন।

DJSUMON777
2019-10-05, 03:12 AM
সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের সাহায্য নিয়ে থাকেন তারাই যারা নিজে কনফিডেন্ট না। আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের উপর ভরসা না করাই ভালো। কারন এরা প্রথমদিকে হয়তো ভালো ইন্ডিকেট দিয়ে পরবর্তীতে প্রতারিত করে। যারা ফরেক্স এ বারবার লস করে হতাশ হয়ে পড়েছেতারা অনেক সময় সিগনাল প্রোভাইডার বা ভাল একজন মেন্টর খুঁজে। আর সিগন্যাল প্রোভাইডাররা এদের সুযোগ নেয়। তাই আমি বলব নিচের বেসিক ভালো করুন, নিজের যোগ্যতায় এবং কনফিডেন্স এ ট্রেড করুন।

ENGR:SUZON
2019-10-05, 09:53 AM
বিশ্বায়নের এই সময় ফরেক্স মার্কেট অন্যতম সফল একটি ব্যবসা যেখানে সবচেয়ে বেশি বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করা হয়। সফল ব্যবসা হলেও এই মার্কেটে ব্যর্থ ট্রেডারের সংখ্যাও অনেক বেশি যার ফলে নতুন অনেকেই এই ব্যবসা করতে অনাগ্রহী। ব্যর্থতা আর ভয়ের অনেকগুলো কারণের মধ্যে সিগন্যাল প্রভাইডার আর স্ক্যমার অন্যতম, যাদের টার্গেট থাকে নতুন ট্রেডারদের ফাঁদে ফেলে নিজের মূলধন ইস্টাবিলিশ করা। এসব সিগন্যাল প্রভাইডার আর স্ক্যামারের হাত থেকে বাঁচতে হলে নিজেকে এই মার্কেটে দক্ষ করে গড়ে তোলা এবং নিজের ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করে তারপর এই মার্কেটে রিয়েল ট্রেড করা, এটার বিকল্প নেই। তবে হ্যা, নিজেকে দক্ষ করে গড়ার জন্য আপনি সিনিয়রদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন, যারা সফলতার সাথে দীর্ঘদিন এই ব্যবসা করছে আবার আপনার কোন প্রশ্ন/জিজ্ঞাসা থাকলে ফোরামে পোস্টের মাধ্যমেও সেটা জানতে পারেন। পাশাপাশি ডেমো অ্যাকাউন্টে ততদিন প্রাকটিস করতে হবে, যতদিন আপনি নিজের উপর সেটিসফাই না হন। ব্যবসা আপনার, সিদ্ধান্ত টাও আপনার। ব্যবসায় সফল হতে, নিজেকে এই ব্যবসায় টিকিয়ে রেখে, দক্ষ করে গড়ে তুলুন। পরনির্ভরশীলতা বাদ দিয়ে নিজে আত্মবিশ্বাসী হন, তাহলে আর সিগন্যাল প্রভাইডার, স্ক্যামারের প্রয়োজন পড়বে না।

sofiz
2019-10-05, 11:44 AM
আপনি অনেক গুরুত্বপুনর্ন কিছু কথা উল্লেখ করেছেন পড়ে ভালো লাগলো। আমাদেরকে আরো সতর্ক হতে হবে এসকল স্কামারদের হাত থেকে নিজেদেরকে সেফ করার জন্য। কারন এদের পাল্লায় পড়ে অনেকেই তাদের মুলধব হারিয়ে হতাশ হয়েছে। তবে আমার মনে হয় এখানে সবাই যে স্কামার তা নয় কিছু কিছু ভালো প্রোভাইডারও থাকে যারা খুব সততার সাথে প্রোভাইড তাই আপনাকে কিছু করার আগে বুজে শুনেই তবেই করতে হবে অহেতুক রিস্কে যাবেন না।

KANIZFATEMA1997
2019-11-25, 07:35 PM
সিগন্যাল ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করে থাকি সঠিক সিগন্যাল ডিরেকশন যেমন একজন ট্রেডারকে অনেক ভালো সফলতা অর্জন করতে সহায়তা করতে পারে ঠিক তেমনি একটি ভুল সিগন্যালের কারণে একজন ট্রেডার ফরেক্স মার্কেটে সর্বস্ব হারিয়ে দেউলিয়া হয়ে যেতে পারে। ফলে প্রত্যেক ট্রেডারের উচিত সিগন্যাল ব্যবহারের পূর্বে তার গ্রহণযোগ্যতা যাচাই করে নেওয়া। ইদানিং দেখছি সিগন্যাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন যেন দিনকে দিন বহুগুণে বেড়ে যাচ্ছে ফলে অবশ্যই দুশ্চিন্তা বেড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সমূহ ইদানীংকালে আমাদেরকে নামমাত্র মূল্যে সিগন্যাল প্রদান করার লোভনীয় অফার প্রদান করছে আসলে আদৌ কি তাদের সিগনালগুলো কোন কাজে আসবে। এমন অনেক সিগনাল প্রোভাইডার বা স্ক্যাম রয়েছে যারা বিভিন্ন সাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেরা সিগন্যাল তৈরি করছে অনেকেই আবার সিগন্যাল তৈরি করার জ্ঞান না থাকা সত্বেও কিছুসংখ্যক সিগনাল তৈরি করে ট্রেডারদের শতভাগ মার্কেট সিগন্যাল অনুযায়ী কাজ করবে এই লোভনীয় প্রলোভন দেখিয়ে বহু অর্থ তাদের নিকট থেকে হাতিয়ে নেওয়ার অপচেষ্ঠা করছে।ফলে যারা যারা ইতিমধ্যে এমন লোভনীয় অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলব সিগন্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই সিগন্যালের গ্রহণযোগ্যতা যাচাই করে নেন নিজস্ব ট্রেডিং জ্ঞানের আলোকে মার্কেট এনালাইসিস করে সিগন্যালের সঙ্গে কম্পেয়ার করে দেখতে পারেন পাশাপাশি ফরেক্স এক্সপার্টদের প্রদত্ত এনালাইসিস গুলো নিয়মিতভাবে ফলো করুন তবেই আপনি সিগন্যাল কতটা সঠিক বা বাস্তবায়নযোগ্য হবে তা সহজেই অনুমান করতে পারবে।

uzzal05
2019-12-29, 08:25 AM
সিগন্যাল প্রোভাইডাররা যদি এতই আয় করেন তাহলে তারা ফ্রিতে সিগন্যাল দিলেই পারে। কেননা তারা হাজার হাজার ডলার আয় করছেন। আর তাদের সিগন্যাল দেখে ট্রেড করলে তারা ত আর কম লাভ করবে না। কারন সিগন্যাল ব্যবহার করে যদি আরেকজন লাভ করে তাহলে সিগন্যাল প্রোভাইডার দের ক্ষতির কোন কিছু নেই।

MINARULRFL100
2019-12-29, 08:46 AM
ভাই আপনি ঠিক কথায় বলেছেন।এই পর্যন্ত আমাকে অনেক বলেছে আমার একাউন্ট ম্যানেজ করবে বিনিময়ে তাকে ৫০/৫০ সিয়ার দিতে হবে তখন আমি ভাবলাম আমি কেনো আমার একাউন্ট আর পাসওর্ড দেব?তখন তাকে বললাম ভাই আমি আপনাকে পাসওয়ার্ড দিবোনা তবে আপনি যদি আমাকে দিকনির্দেশনা দেন আর সেই অনুযায়ী কিছু দিন দেখবো আসলেই আপনার কথা ঠিক কি না তখন আমি আপনার কথা মতো ট্রেড করবো এবং বিনিময়ে ৫০/৫০ সিয়ার করে নিবো।কিন্তু ওই মানুষ টা শুধু আমার আইডি আর পাসওয়ার্ড চায়।আসলেই আমার মনে হয় এরাই ঠকবাজ মানুষের লোভ দেখিয়ে তার একাউন্ট টা নিজের করে নেই।তাই আমাদের এদের থেকে দুরে থাকা উচিত।আপনার পোস্ট টা পড়ে আমার অনেক ভাল লাগলো আমি আরো বেশি সিয়র হইলাম যে এরায় ঠকবাজ।ধন্যবাদ আপনাকে।

samun
2019-12-29, 09:43 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের উপর ভরসা না করাই ভালো। কারন এরা প্রথমদিকে হয়তো ভালো ইন্ডিকেট দিয়ে পরবর্তীতে প্রতারিত করে। যারা ফরেক্স এ বারবার লস করে হতাশ হয়ে পড়েছেতারা অনেক সময় সিগনাল প্রোভাইডার বা ভাল একজন মেন্টর খুঁজে। আর সিগন্যাল প্রোভাইডাররা এদের সুযোগ নেয়। তাই আমি বলব নিচের বেসিক ভালো করুন, নিজের যোগ্যতায় এবং কনফিডেন্স এ ট্রেড করুন।

ARD1
2019-12-29, 04:40 PM
এবং কোনও ক্ষতি কোনও ব্যবসায়েরই অংশ নয় কি আমাদের নলেজ শক্তিশালী বিশ্লেষক চোর বাজার দেখতে রক্তাক্ত হবে, তাহলে আমরা বাণিজ্যটি খুলতে পারি এবং সেই বাণিজ্যটি আমাদের পক্ষে খুব ভাল হবে এবং আমরা এর থেকে আরও ভাল কচ্ছপ করতে পারি can আমরা যত বেশি সময় দেব, আমাদের লাভ তত ভাল হবে। এর জন্য এটি প্রয়োজনীয় যে বাজারটি বিশ্লেষণ করার জন্য আমাদের জ্ঞান এবং জ্ঞানটি ভাল হতে পারে, বাচ্চারা কীভাবে ব্যবসায়ী এবং ভাল ব্যবসায়ী

FREEDOM
2020-04-23, 11:35 AM
ফরেক্স মার্কেটে এতো এতো বেশি সিগন্যাল প্রোভাইডার আর স্ক্যামার তৈরও হয়েছে এদের মধ্যে এখন কোনটি ভালো কোনটি খারাপ তা বোঝা কঠিন। তাছারা এখন বেশিরভাগই সিগন্যালকে বয়াবসা হিসেবে নিয়েছে যে কারনে ভালো ট্রেডিং দক্ষতা না থাকা সত্তেও কিছু সিগন্যাল অন্য কোথাও থেকে সংগ্রহ করে প্রোভাইড করে। আসলে আমাদের উচিত নিজের উপর ডিপেন্ড করে ট্রেডিং করা সিগন্যালের উপর নির্ভরশীলতা ভালো নয়। তবে সিগন্যাল ব্যাবহার করতে চাইলে আগে সেই সিগন্যালের ডিটেইলস ভালো করে দেখে নিতে হবে যাতে করে স্ক্যামারের হাতে আমরা না পরি।

Md.shohag
2020-12-05, 07:14 AM
সিগন্যাল প্রোভাইডাররা যদি এতই আয় করেন তাহলে তারা ফ্রিতে সিগন্যাল দিলেই পারে। কেননা তারা হাজার হাজার ডলার আয় করছেন। আর তাদের সিগন্যাল দেখে ট্রেড করলে তারা ত আর কম লাভ করবে না। কারন সিগন্যাল ব্যবহার করে যদি আরেকজন লাভ করে তাহলে সিগন্যাল প্রোভাইডার দের ক্ষতির কোন কিছু নেই।

FRK75
2021-04-19, 01:46 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের উপর ভরসা না করাই ভালো। কারন এরা প্রথমদিকে হয়তো ভালো ইন্ডিকেট দিয়ে পরবর্তীতে প্রতারিত করে। যারা ফরেক্স এ বারবার লস করে হতাশ হয়ে পড়েছেতারা অনেক সময় সিগনাল প্রোভাইডার বা ভাল একজন মেন্টর খুঁজে। আর সিগন্যাল প্রোভাইডাররা এদের সুযোগ নেয়। এর জন্য এটি প্রয়োজনীয় যে বাজারটি বিশ্লেষণ করার জন্য আমাদের জ্ঞান এবং জ্ঞানটি ভাল হতে পারে, বাচ্চারা কীভাবে ব্যবসায়ী এবং ভাল ব্যবসায়ী

EmonFX
2021-06-12, 03:15 PM
ফরেক্স মার্কেটের প্রসারতার পাশাপাশি দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন ধরনের সিগন্যাল প্রভাইডার ও স্কামার।
সিগন্যাল ক্রয় করে ফরেক্স ট্রেডিংকে আমি কোনভাবেই সমর্থন করি না। যারা সিগন্যাল বিক্রয় করেন তারা শুধু তাদের ব্যবসায়িক উদ্দেশ্যেই সিগন্যাল বিক্রয় করে থাকেন। সিগনাল দিয়ে ট্রেড করে প্রফিট করার আর খুবই নগণ্য। আর অন্যের সিগন্যালের পিছনে না দৌড়িয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি বিপ্লব করার প্রতি গুরুত্ব দেয়া উচিত। অন্যের সিগন্যাল নির্ভর ট্রেডিং নিজের প্রতিভাকে ধ্বংস করার নামান্তর। তাতে করে নিজের অর্থ ও সময় শুধু অযথাই নষ্ট হয়। এর থেকে ভালো হয় নিজের ট্রেডিং স্ট্রাটেজি এবং এনালাইসিস দ্বারা ট্রেড করতে পারলে। তাতে করে শুরুর দিকে কিছু ট্রেডে লস করলেও ধীরে ধীরে আপনার ট্রেডিং স্ট্রাটেজির যথেষ্ট পরিবর্তন আসবে, যা দ্বারা আপনি পরবর্তিতে ট্রেড করে সফলতা পেতে পারেন। আর যারা সিগনাল বিক্রয় করেন তাদের স্ট্রাটেজি যদি শতভাগ কাজ করতো তাহলে তারা সিগন্যাল বিক্রয়ের পিছে না দৌড়িয়ে নিজের এনালাইসিস দ্বারা ট্রেড করে অনেক উপার্জন করতে পারতেন।

Mas26
2021-06-12, 09:48 PM
আপনি অনেক গুরুত্বপুনর্ন কিছু কথা উল্লেখ করেছেন পড়ে ভালো লাগলো।একজন ট্রেডার তখনই সিগনাল প্রোভাইডার এবং স্ক্যামারদের সাহায্য গ্রহণ করে থাকেন যখন সে ফরেক্স ট্রেডিং এ সফলতা অর্জন করতে পারে না। বারবার লস থেকে মুক্তি পেতেই একজন ট্রেডার সিগন্যাল প্রোভাইডার এবং একজন ভাল মেন্টর খুঁজে থাকেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারগন ট্রেডারদের প্রতারিত করে থাকেন। একবার এক সিগন্যাল প্রোভাইডার আমাকেও ৯০% সঠিক সিগন্যাল প্রদান করে এমন একটি সিগনাল ১০০ ডলারে বিক্রি করতে চেয়েছিল।আমাদেরক আরো সতর্ক হতে হবে এসকল স্কামারদের হাত থেকে নিজেদেরকে সেফ করার জন্য। কারন এদের পাল্লায় পড়ে অনেকেই তাদের মুলধব হারিয়ে হতাশ হয়েছে। তবে আমার মনে হয় এখানে সবাই যে স্কামার তা নয় কিছু কিছু ভালো প্রোভাইডারও থাকে যারা খুব সততার সাথে প্রোভাইড তাই আপনাকে কিছু করার আগে বুজে শুনেই তবেই করতে হবে অহেতুক রিস্কে যাবেন না।

FRK75
2021-08-01, 07:09 PM
প্রোভাইডার এবং স্ক্যামারদের সাহায্য নিয়ে থাকেন তারাই যারা নিজে কনফিডেন্ট না। আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের উপর ভরসা না করাই ভালো। কারন এরা প্রথমদিকে হয়তো ভালো ইন্ডিকেট দিয়ে পরবর্তীতে প্রতারিত করে। যারা ফরেক্স এ বারবার লস করে হতাশ হয়ে পড়েছেতারা অনেক সময় সিগনাল প্রোভাইডার বা ভাল একজন মেন্টর খুঁজে। আর সিগন্যাল প্রোভাইডাররা এদের সুযোগ নেয়।

Starship
2021-08-02, 07:39 AM
আপনার বিষয়টি যুক্তিসংগত একেবারেই ফেলে দেওয়ার মতন নয়। এমন অনেক অফার আমাদের সামনে ঘুরে থাকে। আপনার স্ট্রেটিজি বা কৌশল যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে আপনার নিজের ব্যালেন্স দিয়েই প্রফিট করতে পারবেন অযথা অপরের অফার গ্রহণ করে অর্ধেক প্রফিট শেয়ার করা কোন মানে হয় না। এজন্য আপনাকে যে বিষয়ে গুরুত্ব দিতে হবে তা হল ট্রেড বিষয়ে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তোলা। এমন অনেক সিগন্যাল প্রোভাইডার রয়েছে যারা বেশিরভাগ ক্ষেত্রে ফেক হয়ে থাকে। তাই এ বিষয়ে আমাদের দূরে থাকাটাই শ্রেয় আমি মনে করি।

Smd
2021-10-31, 12:27 PM
আমি বলবো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সিগন্যাল প্রোভাইডার এবং স্ক্যামারদের উপর ভরসা না করাই ভালো। কারন এরা প্রথমদিকে হয়তো ভালো ইন্ডিকেট দিয়ে পরবর্তীতে প্রতারিত করে। যারা ফরেক্স এ বারবার লস করে হতাশ হয়ে পড়েছেতারা অনেক সময় সিগনাল প্রোভাইডার বা ভাল একজন মেন্টর খুঁজে। কারন এরা প্রথমদিকে হয়তো ভালো ইন্ডিকেট দিয়ে পরবর্তীতে প্রতারিত করে। যারা ফরেক্স এ বারবার লস করে হতাশ হয়ে পড়েছেতারা অনেক সময় সিগনাল প্রোভাইডার বা ভাল একজন মেন্টর খুঁজে। আর সিগন্যাল প্রোভাইডাররা এদের সুযোগ নেয়।

md mehedi hasan
2022-01-13, 02:51 PM
ফরেক্স মার্কেটে আপনি অনেক সিগনাল প্রভাইডার ও স্কেমার দের খুজে পাবেন।যারা আপনাদের নানা ভাবে প্রলোভন দিবেন।আপনরা এদের কথায় সারা দিবেন না।অনেকে আপনাকে টাকার বিনিময়ে সিগনাল দিবে।বলবে 100% কাজ করবে।কিন্তু যদি কাজ না করে তাহলে আপনার সাথে আর যোগাযোগ করবেনা।এসব জামেলায় না যেয়ে ফরেক্স মার্কেটে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করাই উত্তম।