PDA

View Full Version : কবিতা



মোঃশাহাদত হোসেন
2019-10-09, 09:48 PM
।।।।।।।।।কবি।।।। ।।।।
।।।।।।ঝড়ে পড়ে।।।।।।
প্রবাত আসে বিপদ আপদ
একলা আসে নাকি,
ঝড়ের সাথে ঠান্ডার আছে
দারুণ মাখা মাখি।

ঝড়ের পরে বৃষ্টি আসে
ভাসায় যে সব,
বৃষ্টি এলে রিকশা পাওয়া
পুরাই অসম্ভ।

ঝড় আসে যেই নিয়ম করে
কারেন্ট যাবে চলে,
কারেন্ট গিয়ে ঝড় কে
উপভোগ্য করে তোলে।

গাছ যে কত উপড়ে পরবে
পরবে কাচা আম,
ঝড়ের পরে বারতে দেখি
পাকা আমের দাম।

ঝড়ের মধ্যে উড়তে দেখি
লোকের ঘরের চালও,
নেট চলে যায় বন্ধ চ্যাটিং
লাগে না আর ভাল ।

বুকের ভিতর ঝড় উঠে যে
বৃষ্টি আসে মনে,
ঝড় কি তার মনের কথা
বৃষ্টিকি বলতে পারে।