PDA

View Full Version : মেটাট্রেডার ৪ এ লগ আউট পদ্ধতি



Fasor
2015-01-05, 11:24 PM
মেটাট্রেডার ৪ প্লাটফর্ম এ আমার দিক থেকে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। দেখা গেল যে আমি আমার অ্যাকাউন্ট দেখার জন্য অন্য একটি পিসিতে নামিয়ে নিয়ে লগ ইন করলা। এতে আমি আর লগ আউট করতে পারছি না। আমার অ্যাকাউন্ট টি মুছার জন্য আমাকে পুরো প্লাটফর্ম টি মুছে ফেলতে হয়। এতে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। আপনারদের মতামত জানতে চাই। আমার কাছে মনে হয় এইটির দরকার আছে।

জাহাঙ্গীর
2015-02-18, 11:31 AM
সুন্দর একটি পোস্ট লিখার জন্য আপনাকে ধন্যবাদ। লগ আউট কমান্ডটি থাকলে মনে হয় ভালোই হতো। যে কোন কম্পিউটারে বসে যে কোন সময় নিজের একাউন্ট দেখে আবার বের হয়ে আসা যেতো। যেহেতু প্রত্যেক ব্রোকার হাউজের আলাদ আলাদা প্লাটফর্ম তাই আমার মনে হয় এটা করা সম্ভব নয়।

tradeking
2015-02-18, 12:22 PM
আমি ও আপনাদের সাথে একমত যে মেটা ট্রেডার ৪ এ লগ আউট অপশন থাকলে ভাল হত। কারণ এখানে একাউন্ট এর গোপনীয়তার ব্যাপারে ঝুঁকি থেকে যায়।

FxShuvo
2015-03-23, 01:15 PM
মেটাট্রেডার ৪ প্লাটফর্ম এ আমার দিক থেকে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। দেখা গেল যে আমি আমার অ্যাকাউন্ট দেখার জন্য অন্য একটি পিসিতে নামিয়ে নিয়ে লগ ইন করলা। এতে আমি আর লগ আউট করতে পারছি না। আমার অ্যাকাউন্ট টি মুছার জন্য আমাকে পুরো প্লাটফর্ম টি মুছে ফেলতে হয়। এতে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। আপনারদের মতামত জানতে চাই। আমার কাছে মনে হয় এইটির দরকার আছে।

যদি আপনি MT4 টার্মিনাল এ অপনার ডাটা সেভ না চান তবে এই দুটি উপায় অনুসরণ করুন
প্রথম আপনি আপনার MT4 এ লগইন করার সময় Save Account Information এ টিক না দিলে প্রতিবার MT4 টার্মিনাল ওপেন করার পর আপনাকে প্রতিবার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হবে।
দ্বিতীয়ত MT4 টার্মিনাল ক্লোজ করার সময় NAVIGATOR মেনু থেকে উক্ত অ্যাকাউন্টের উপর Right Button ক্লিক করে Delete করে দিন

NaimurRahman
2015-03-25, 12:13 AM
আমি ও আপনাদের সাথে একমত যে মেটা ট্রেডার ৪ এ লগ আউট অপশন থাকলে ভাল হত। কারণ এখানে একাউন্ট এর গোপনীয়তার ব্যাপারে ঝুঁকি থেকে যায়। আপনার এরকম প্রয়োজন হলে একাউন্ট লগইন করার সময় আপনার লগইন তথ্য সেভ করে রাখবে কিনা এমন টিক মার্ক দেয়ার অফশন থেকে টিক টি তুলে দিতে পারেন। অথবা পিসি অফ করার আগে একটা ডেমো একাউন্ট লগইন করে যাবেন। তাহলে সর্বশেষ একাউন্ট হিসেবে mt4 ডেমো একাউন্টের ডাটা ই সংরক্ষণ করবে।

MD Aktarul Arefine
2015-04-08, 10:48 PM
ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আমি এখন ডেমো অ্যাকিউন্টে প্রাক্টিস করছি। আমার ইন্সটা ফরেক্স অ্যাকাউন্ট নম্বর ও পাসওয়ার্ড দ্বারাই কি ট্রেড অ্যাকাউন্টে লগইন করতে পারব, না কি অন্য কোনো উপায় আছে?

Tuhin
2015-04-09, 09:31 AM
মেট্রাট্রেডার ৪ ট্রেডিং সফটওয়্যার টি তে কোন ধরনের লগ আউট সিস্টেম রাখা হয় নাই। তবে লগ আউট সিস্টেম টা থাকলে খুব ভাল হত। নিজের ইচ্ছামত একাউন্ট নিয়ন্ত্রণ করা যেত। এখানে শুধু লগ ইন ই করা যায়। তবে লগ আউট সিস্টেম টা যোগ করা হলে ট্রেডিং প্রক্রিয়া টা আরোও অনেক সহজ এবং স্বাধীন হত। ধন্যবাদ

fxtdr
2015-07-01, 10:08 AM
আসলেই তাই । একাউন্টের গোপনীয়তা রক্ষার জন্য এ ব্যাবস্থা টা থাকা খুবই জরুরী । কিন্তু ইন্সটা ফরেক্স এ কাজটি করার পিছনেও কিন্তু একটি বিশেষ কারন আছে । কারন অনেকেই প্রতারনা মুলক কাজ করে । যেমন ধরুন একই কম্পিউটার থেকে একইসাথে অনেকগুল একাউন্ট কন্ট্রোল করে । অনেক মুনাফা অর্জনের জন্য মুলত এ পন্থা অবলনবন করে । তাই এ ব্যাবস্থা করা হয়েছে যাতে ইন্সটা ফরেক্স প্রতারনা মুক্ত থাকতে পয়ারে।

Aunik
2015-08-29, 12:38 PM
মেটাট্রেডার ৪ প্লাটফর্ম এ আমার দিক থেকে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। দেখা গেল যে আমি আমার অ্যাকাউন্ট দেখার জন্য অন্য একটি পিসিতে নামিয়ে নিয়ে লগ ইন করলা। এতে আমি আর লগ আউট করতে পারছি না। আমার অ্যাকাউন্ট টি মুছার জন্য আমাকে পুরো প্লাটফর্ম টি মুছে ফেলতে হয়। এতে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। আপনারদের মতামত জানতে চাই। আমার কাছে মনে হয় এইটির দরকার আছে।

লগ আউট পদ্ধতি নেই ঠিক আছে , এটা উচিত মেটা ট্রেডার এ সংজোজন করা।। ত্ততবে আপনি একটু খেয়াল রাক্লেই এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন ।। আপনি যখন অন্য কন পিসিতে লগ ইন করবেন তখন আপনি লগিন করার সমই খেয়াল করবেন যে লিখা আছে সেব ইওর একাউন্ট ইনফরমেসন , এখানে একটি টিক দেয়া আছে আপনি অইখান থেকে টিক চিনহ টা তুলে দিন তাহলে পরবরতিতে আপনাকে আর এই ঝামেলাই পরতে হবেনা।।

Marufa
2015-09-12, 03:38 PM
মেটা ট্রেডার ৪ এ লগ আউট থাকলে আসলেই অনেক উপকার হত । তবে যদি একই সফটওয়্যার দিয়ে একাধিক একাউন্ট পরিচালনা করতে চান তবে অবশ্যই আপনাকে প্রতিবারই নতুন করে পাসওর্য়াড দিযে লগইন করতে হবে ।

mlbasumata
2015-10-23, 02:39 PM
এই বিষয়টা খুবই সুন্দর বিষয়। আমি ডাটা সেভ করব ঠিকই কিন্তু লগিন যদি ম্যানুয়াল হত তবে খুবই ভাল হত। এতে আমাদের পিসি অন্য কেউ যখন ব্যবহার করে তখন কৌতুহলবশত মেটাট্র্রেডার টার্মিনাল খুলে ঘাটাঘাটি করলে বিশাল কেলেঙ্কারি হয়ে যেতে পারে। আবার যখন বন্ধ করব তখও কিন্তু ম্যানুয়ালী লগ আউট করতে পারছি না।

HasanXM
2015-11-04, 03:05 PM
হ্যাঁ আমি আপনাদেরন সাথে একমত যে মেটা ট্রেডার এ সংজোজন করা দরকার তাহলে অন্য কেউ মেটা ট্রেডার অপেন করলে মেটা ট্রেডার এর তথ্য দেখতে পারবে না, আর একটি বিষয় তেটা ট্রেডারে লগইন করার সময় পনসওয়ার্ড সেব অপসনে টিক চিহ্ন তুলে দিবেন তাহলে আর সেভ হবে না,

MotinFX
2015-11-10, 11:22 AM
ফরেক্স মার্কেটে ট্রেডিং প্লাটফরম গুলো অনেক ভাল লাগে। তার পাশাপাশি একটু সমস্যা থাকতে পারে লগ আউট পদ্ধতি টা নেই। এটা থাকলে অনেক বাল হত। আমি যেকোন যায়গায় আমার একাউন্টা চেক করতে পারতাম। আর ট্রেডিং সফটওয়্যার ডিলেট করা লাগতনা।

iqbalearth
2015-11-24, 01:27 AM
মেট্রাট্রেডার ৪ ট্রেডিং সফটওয়্যার টি তে কোন ধরনের লগ আউট সিস্টেম রাখা হয় নাই। তবে লগ আউট সিস্টেম টা থাকলে খুব ভাল হত। নিজের ইচ্ছামত একাউন্ট নিয়ন্ত্রণ করা যেত। এখানে শুধু লগ ইন ই করা যায়। তবে লগ আউট সিস্টেম টা যোগ করা হলে ট্রেডিং প্রক্রিয়া টা আরোও অনেক সহজ এবং স্বাধীন হত।

HKProduction
2015-12-14, 09:32 AM
আমি এটাকে কোন বড় ধরনের সমস্যা বলে মনে করি না। কেননা আমরা যদি লগ ইনের সময় সেভ অপশন ক্লিক না করি তাহলে ট্রেড থেকে বেরিয়ে গেলে এটি নিজ থেকে ক্লোজ হয়ে যায়। প্রয়োজনে টার্মিনাল থেকেও আমরা আমাদের একাউন্ট ডিলেট করে দিতে পারি। আমরা এটা কয়েকবার প্রাকটিস করলেই ঠিক হয়ে যাবে।

rafiqfx619
2015-12-14, 10:24 AM
মেটাট্রেডার ৪ এ লগআউট এর ক্ষেত্রে একটু ঝামেলা থেকেই যাচ্ছে। তবে একবার লগইন করার সময় সেভ অপশন থেকে টিক চিহ্ন উঠিয়ে দিলে পরে সরাসরি আপনার একাউন্ট ওপেন হবে না। একাউন্ট নেম ও পাসওয়ার্ড দিয়ে তবে ঢুকতে হবে। তবে বার বার এভাবে একাউন্ট লগইন করাটা বিরক্তিকর।

yasir arafat
2016-04-05, 01:18 AM
মেটাট্রডার ৪ এ লগ আউট পদ্ধতির ক্ষেত্রে আপনি পাশের সেভ ইনফরমেশনটি উঠিয়ে দিন ।আর অন্যভাবে লগআউট করতে চাইলে আপনি পাসওয়াডের অপশনে একটি ভুল পাসওয়াড দিয়ে লগইন করলেই লগআউট হয়ে যাবে।এভাবে আপনি লগইন এবং লগআউট করতে পারেন।আবার লগইনও করা যাবে।আর ইনফরমেশন আনচেক করে দিলেই আপনি একবার মেটাট্রডার বন্ধ করলেই লগ আউট হয়ে যাবে।

dwipFX
2016-05-11, 07:49 PM
আমি মেটা ট্রেডার ৪ লগ আউট পদ্দতিটা দেখিনা। আমার মনে হয় মেটা ট্রেডার ৪ লগ আউট নিয়ম থাকলে ফরেক্স মার্কেটে ট্রেড করার পর আমি সেখান থেকে আমার একাউন্টা আবার ডিলেট করে দিতে পারতাম।

fatema begum
2016-07-31, 11:16 PM
কে বলেছে লগ আউট পদ্ধতি নেই।আপনি লগ ইন এ ক্লিক করে সেভ ইনফরমেশন থেকে টিক মার্কটা তুলে নিন এবং ওকে করুন ।এবার অপনার মেটাট্রেডার রিস্টাট দিন ।দেখবেন লগ আউট হয়ে গেছে।এছাড়া নিজের অন্যান্য নিয়ম প্রয়োগ করেও লগ আউট করা যায়।আপনি বিভিন্ন পন্থায় লগ আউট করতে পারেন।

Forex Boy
2016-09-08, 10:28 PM
আমরা অত্যন্ত দুখ্যের সাথে যানাচ্ছি যে মেটাট্রেডার ৪ এ ।মন কোন অপশন দেয়া হয়নি। কেন দেয়া হয়নি এটি এখন বিশলেশন করতে গেলে পোষ্ট অনেক বড় হোয়ে যাবে। তবে আপনি একটি পদ্ধতিতে আপনি আপনার রিয়েল ট্রেডিং অ্যাকাউন্টকে অবজ্ঞা করতে পারেন তা হলো আপনি যদি রিয়েল একাউন্টে থাকা অবস্থায় আরকেটা ডেমো একাউন্ট অপেন করেন তাহলে আপনার একাউন্ট টি লগ আউট হোয়ে যাবে।

vodrolok
2016-09-10, 04:48 PM
মেটা ট্রেডার থেকে লগ আউট করার জন্য কোনো অপশন রাখা হয় নাই। তাই যদি লগ আউট করার প্রয়োজন পড়ে তাহলে একউন্ট, পাসওয়ার্ড অথবা সার্ভারের নাম পরিবর্তন করার মাধ্যমে কাজটা করতে হয়। একাউন্টের উপর ক্লিক করে যেকোনো একটি তথ্য পরিবর্তন করে আবার রিস্ট্রার্ট দিয়ে দেখুন আর আগের একাউন্টে লগ ইন হবে না।

Forex Boy
2016-09-24, 11:40 AM
না মেটা ট্রেডার ৪ এ কোন লগ আউট সিস্টেম নেই তবে আপনি একটা কাজ করতে পারেন আর তা হোল আপনি যকন আপনার কাজ শেষ করবেন তখন আপনি আপনার প্লাটফর্ম থেকে ডেমোতে লগ ইন কোরে আপনার ট্রেডিং একাইন্ট টি ডিরিট কোরে দিতে পারেন এতে অপনার ট্রেডিং একা্*ুন্ট লগ আবুট হোয়ে যাবে।

nbfx
2016-11-02, 02:36 PM
মেটাট্রেডার ৪ প্লাটফরমে লগআউট পদ্ধতি নাই। কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার একাউন্ট আপনি নিরাপদে রাখতে পারেন । যখন একাউন্ট ওপেন করবেন তখন সেভ একাউন্ট ইনফরমেশন -এ ক্লিক উঠিয়ে দিন। আমি জানতে চাচ্ছি মেটাট্রেডার ৫ এ কি লগ আউট সিস্টেম আছে|

shahedalam0
2017-01-05, 01:01 AM
মোবাইল প্লাটফর্ম এক সাথে অনেক গুল অ্যাকাউন্ট এড করা যায়। নিজের সিকুরিটি কথা ভাবলে অ্যান্ডড্রইড এ অ্যাপ লকার ব্যাবহার করা উত্তম।

Momen
2017-07-24, 07:27 AM
মেটা ট্রেডার ৪ এ লগ আউট পদ্ধতি না থাকলেও আছে ডিলিট অপশন। এর মাধ্যমে আপনি খুব সহজেই এমটিফোর থেকে আপনার ট্রেডিং একাউন্টটি মুছে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে মেটা ট্রেডারে আর একটি ডেমো অথবা রিয়েল একাউন্ট লগইন করতে হবে। তারপর আপনার যে একাউন্ট মুছে ফেলতে চাচ্ছেন তার উপর ক্লিক করুন দেখবেন ডিলিট অপশন দেখাচ্ছে। এই ভাবে আপনি মেটা ট্রেডার থেকে আপনার একাউন্ট বাতিল করতে পারেন।

Yousuf Ahamad
2017-12-17, 04:40 PM
আমরা সবাই প্রায় ট্রেডের জন্য মেটা ট্রেড সফটার ব্যবহার করে থাকি৷ আবার অনেকে ওয়েব ট্রেড বা ইত্যাদি ব্যবহার করে থাকি৷ এটা তাদের চয়েস অনুযায়ী হয়ে থাকে৷ আমাদের সকলেরই লগ ইন করী লাগে৷ সফটারে তো লগইন করা থাকে, এবার লগইন করলে৷ তো এখানে আমার পাসওয়াডের জিম্মাদারী কার থাকে? প্রাই দেখা যায় তাদের পাসওয়াড হ্যাক হয় বিভিন্ন সফটারে লগইন করার কারনে৷

Mahidul84
2018-01-14, 08:12 PM
মেটাট্রেডার ৪ প্লাটফর্ম এ আমার দিক থেকে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। দেখা গেল যে আমি আমার অ্যাকাউন্ট দেখার জন্য অন্য একটি পিসিতে নামিয়ে নিয়ে লগ ইন করলা। এতে আমি আর লগ আউট করতে পারছি না। আমার অ্যাকাউন্ট টি মুছার জন্য আমাকে পুরো প্লাটফর্ম টি মুছে ফেলতে হয়। এতে লগ আউট পদ্ধতি থাকলে ভাল হত। আপনারদের মতামত জানতে চাই। আমার কাছে মনে হয় এইটির দরকার আছে।

ভাই আপনার কথা সাথে আমি একমত তবে আপনি যে কথাটি বলেছেন সেটা পুরোপুরি ঠিক না। মেটাট্রেডার প্ল্যাটফর্ম ৪ এ লগ আউট পদ্ধতি না থাকলেও এখান থেকে বের হওয়ার একটা সহজ পদ্ধতি ত অবশ্যই আছে আর সেটা হচ্ছে আপনার এ্যাকাউন্ট নম্বরটি ডিলিট করে দেওয়া। আপনি যখন সফটওয়্যারটি রান করবেন সেখানে বাম পাশে অবশ্যই আপনার এ্যাকাউন্ট নম্বরটি শো করবে আর সেটা ডিলিট করে দিলে আপনার এ্যাকাউন্ট থেকে বের হয়ে আসা হয়ে যাবে। আর এটাই আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি বলে মনে হয়। তবে আপনার আরেকটা কথা না বললেই না হয় সেটা হচ্ছে আপনি অন্যের পিসিতে এই প্ল্যাটফর্ম ব্যবহার না করাটাই উত্তম কেননা ঐ পিসিতে যদি অন্যে কারো মেটা ট্রেডার ৪ প্ল্যাটফর্ম এ্যাকাউন্ট নম্বর ব্যবহৃত হয় তাহলে আপনার এ্যাকাউন্ট কিছুটা হলেও ঝুকির মুখে থাকতে পারে। তাই আমার মতে অন্যে কারো পিসিতে এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার না করাটাই সবচেয়ে ভাল হবে। ধন্যবাদ

Grimm
2018-01-19, 12:55 AM
আপনি যদি আপনার একাউন্টে লগ ইন করার সময় সেভ একাউন্ট ইনফরমেশন এ টিক না দেন তাহলে আপনার একাউন্ট কখনই সয়ংক্রিয়ভাবে লাগ ইন হবে না। আর যদি ভুলে তা দিয়ে ফেলেন তাহলে আপনার সম্পূর্ণ প্লাটফরম আপনাকে আনইনিস্টল করতে হবে না। আপনি যদি আপনার একাউন্ট এর ইনফরমেশন মুছে দিতে চান তাহলে বাম সাইটে নেভিগেশন বার থেকে আপনার একাউন্টটি মুছে দিলেই চলবে।

habibi
2018-04-09, 12:57 PM
আমার মনে হয় না MT4 প্লাটফর্মে logout অপশন রাখার দরকার আছে। কারণ logout এর বিকল্প রয়েছে। আমরা চাইলে ট্রেডিং অ্যাকাউন্ট প্লাটফর্ম থেকে Delete করে দিতে পারি। এছাড়াও অ্যাকাউন্টে লগইন করার সময় Save Account Information এই টিক না দিয়েও অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পারি। আমি সাধারণত আমার কম্পিউটারে আমার ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে থাকি। যদি বাসার বাহিরে থাকি তাহলে মোবাইলের প্লাটফর্ম ব্যবহার করে থাকি। এছাড়া যদি অন্য জনের কম্পিউটারে লগইন করার প্রয়োজন হয় তাহলে WebTrader ব্যবহার করি। এবং বিশেষ কোন প্রয়োজন প্লাটফর্মে লগইন করার প্রয়োজন হতে আমি ট্রেডিং অ্যাকাউন্টে লগইন করে কাজ শেষ করে সেই অ্যাকাউন্টটি Delete করে দেই। আমার ট্রেডিং অ্যাকাউন্ট সর্বদাই নিরাপত্তা থাকে।

Yousuf Habib
2018-10-01, 05:14 PM
হ্যা মেতাট্রডার ৪ ইহাতে লগআউট অপশন নাই ঠি্ক কথা তবে মেটা ট্রেডারে এ্যাকাউন এড অপশন ডিলিট অপশন এগুলা আছে ছো এ গুলা থাকলে আমার মনে হয় আ্পনাদের লগ আউট অফশন প্রজোন হবে এবং আপনি মেটাট্রডার লগইন করে আপনার এ্যাকাউন আইডি নাম সহ যেখানে দেখা যায় সেই খানে কম্পিউটারে মাউন্স রেখে রাইট বাটনে ক্লিক করুন,

Ripon Ahmmed999
2018-10-22, 11:32 PM
মেটা ট্রেডারে লগ আউট পদ্ধতি করা দরকার আবার নাও করলে চলে এটা যখন একাধিক একাউন্ট থাকে তখন এটার প্রয়োজন পড়ে। কারন আমরা যখন এক একাউন্ট থেকে অন্য একাউন্ট লগ ইন করি তখন লগ আউট না করেই সিম্পল একাউন্টে ক্লিক করলেই চলে আসে।

abilkis7
2019-11-17, 05:18 PM
আমি মেটাট্রেডার-৪ একবার লগইন করলে আর এটাকে লগআউট করি না। কারন বার বার লগইন করতে বিরক্ত মনে হয়। আর অলসতার কারনে এটা লগআউট করি না। যদিও এই কাজটি ঠিক নয়। শুধুমাত্র এক ক্লিক করে টার্মিনাল ওপেন করি আর লগইন করার প্রয়োজন পরে না।