PDA

View Full Version : বেস্ট ফরেক্স সিগন্যাল ২০১৫ সালের জন্য



mehedi12122
2015-01-06, 11:52 AM
সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

robi_21123
2015-01-06, 05:20 PM
দরকারী পোষ্ট। ধন্যবাদ...

mdaiarman
2015-01-07, 12:12 PM
আপনি যদি সিগন্যাল ব্যবহার করে ফরেক্স ট্রেডিং করতে চান তবে আপনার জন্য আমার উপদেশ থাকবে আরেকবার ভাবুন। কেন আপনার কষ্টে অর্জিত টাকা আরেকজনের কথার উপর ভিত্তি করে ছেড়ে দিবেন? অপরিচিত একজনের কথায় আপনি কি কখনো বাংলাদেশের শেয়ার মার্কেটের কোন শেয়ার কিনবেন? এখানেতো আপনার নিজের কোন যোগ্যতা নেই। আপনি যোগ্যতাটা অর্জন করে নিন। ধরুণ গাড়ি কিনেছেন। এখন ড্রাইভার না রেখে আপনি নিজে গাড়িটা চালানো শিখে নিন। তাহলে আপনি গাড়ির প্রতিটা মুভমেন্টের কারণ জানবেন। গাড়ি ডানে কেন যাচ্ছে? কারণ রাস্তাটা ডানে। গাড়ী কেন থামালেন? কারণ সামনে রেড সিগন্যাল। এভাবে ফরেক্স ট্রেডিং শিখে নিলে আপনি নিজের ট্রেড নিজেই করতে পারেন এবং প্রাইস কেন বাড়ছে কেন কমছে প্রতিটা মুভমেন্টের কারণও বুঝতে পারবেন।

mehedi12122
2015-01-08, 11:57 AM
আপনি যদি সিগন্যাল ব্যবহার করে ফরেক্স ট্রেডিং করতে চান তবে আপনার জন্য আমার উপদেশ থাকবে আরেকবার ভাবুন। কেন আপনার কষ্টে অর্জিত টাকা আরেকজনের কথার উপর ভিত্তি করে ছেড়ে দিবেন? অপরিচিত একজনের কথায় আপনি কি কখনো বাংলাদেশের শেয়ার মার্কেটের কোন শেয়ার কিনবেন? এখানেতো আপনার নিজের কোন যোগ্যতা নেই। আপনি যোগ্যতাটা অর্জন করে নিন। ধরুণ গাড়ি কিনেছেন। এখন ড্রাইভার না রেখে আপনি নিজে গাড়িটা চালানো শিখে নিন। তাহলে আপনি গাড়ির প্রতিটা মুভমেন্টের কারণ জানবেন। গাড়ি ডানে কেন যাচ্ছে? কারণ রাস্তাটা ডানে। গাড়ী কেন থামালেন? কারণ সামনে রেড সিগন্যাল। এভাবে ফরেক্স ট্রেডিং শিখে নিলে আপনি নিজের ট্রেড নিজেই করতে পারেন এবং প্রাইস কেন বাড়ছে কেন কমছে প্রতিটা মুভমেন্টের কারণও বুঝতে পারবেন।

"ধরুণ গাড়ি কিনেছেন। এখন ড্রাইভার না রেখে আপনি নিজে গাড়িটা চালানো শিখে নিন" ভাই আপনি বললেন যে গাড়ি কিনে নিজে চালাতে আর ড্রাইভার না রাখার জন্য , আচ্ছা মানলাম ড্রাইভার দরকার নাই কিন্তু আপনি নিজে নিজে কি গাড়ি চালাতে পারবেন কারো হেল্প ছাড়া , আপনাকে গাড়ি চালানো শিখতে হলে অবশ্যই কারো না কারো হেল্প নিতে হবে না হলে আপনি অ্যাকসিডেন্ট করবেন ,
ভাই আপনি যদি ফরেক্স ভালো বুজেন তাহলে আপনার সিগন্যাল ফল্লও করতে কে বলছে । আমার ফরেক্স অভিজ্ঞতা থেকে আমি বলছি বাংলাদেশ এ বেশির ভাগ ত্রাদের লস করে শুধু শুধু টাকা নষ্ট করে , আর আমার সিগন্যাল আর জন্য কোন প্রকার টাকা লাগে না , শুধু মাত্র আইবি তে অ্যাকাউন্ট খুললে হয়। আর আমি বলিনাই যে নতুন যারা তারা সিগন্যাল ফল্লও করতে , বাংলাদেশ এ অনেক ভালো ত্রাদের আছেন অনেক এ জানেন কিন্তু অ্যানালাইসিস ভালো করতে পারেন না কিন্তু Sebastian Seliga একজন ভালো মানের ফরেক্স অ্যানালিটিকাল এক্সপার্ট অন্নার অ্যানালাইসিস গুলো খুব উন্নত মানের , অনার অ্যানালাইসিস গুলো ফল্লও করলে আপনি ফরেক্স আর ভালো জানতে , শিখতে পারবেন ও ভালো ত্রাদে করতে পারবেন , ধন্যবাদ

qpionee
2015-01-12, 12:49 AM
আপনার address টাতে কি সিগনাল গুলা দেওয়া থাকবে? আর আপনি যেহেতু ভালই প্রফিট পাচ্চেন তাহলে এখন শেয়ায়ার করে আপনার কি কনো লাভ আছে ?

mehedi12122
2015-01-12, 10:17 AM
আপনার address টাতে কি সিগনাল গুলা দেওয়া থাকবে? আর আপনি যেহেতু ভালই প্রফিট পাচ্চেন তাহলে এখন শেয়ায়ার করে আপনার কি কনো লাভ আছে ?

জি আমার address ও এ সিগনাল গুলা দেওয়া থাকবে । আর আমি যেহেতু ভালো প্রফিট পাচ্ছি তাহলে এখন শেয়ায়ার করে আপনার লাভ আছে, যদি আপনারা আমার আইবি অ্যাকাউন্ট এ অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের ত্রাদের একটা commission আমি পাব , যার বিনিময়ে আপনারা একজন ভালো সিগন্যাল provider এর analysis পাবেন , যদি আরও কিছু জানার থাকে দয়া করে বলবেন আমি উত্তর দয়ার চেষ্টা করবো

Newrakib
2015-01-15, 11:15 PM
অনেক টা প্রযোজিত পোস্ট।

Sacrifice
2015-01-22, 07:27 PM
ফরেক্সে সিগন্যাল একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে যেখান সেখান থেকে প্রাপ্ত সিগন্যাল থেকে সদা বিরত থাকা উচিত। ফরেক্স ব্যবসায় এমন অনেক ট্রেডার আছেন যারা শুধুমাত্র সিগন্যাল অনুসরণ করে ট্রেড করেন। আপনি যেহেতু বিনা পয়সায় ট্রেডারদেরকে সিগন্যাল দিতে চাচ্ছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে লক্ষ্য রাখবেন যাতে কারো সমস্যা না হয়।

ahmed
2015-01-30, 07:21 PM
সত্যি ভাল এবং আশাব্যাজ্ঞক একটি পোস্ট।যারা নতুন কিংবা খুব একটা এনালাইসিস করতে পারে না,তারা আশা করি এই ধরনের সার্ভিস থেকে উপকৃত হতে পারে।তবে ভাল কোন সিগন্যাল প্রভাইডার এর ব্যাপারে পসিটিভ রিভিউ সহ পোস্ট করলে সবায় উপকৃত হব।

জাহাঙ্গীর
2015-02-17, 11:30 AM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সিগন্যাল এর প্রয়োজন আছে। এ অস্বীকার করি না। তবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের বিকল্প নেই। আমি যতটুকু জানি সিগন্যাল ১০০ ভাগ সঠিক নাও হতে পারে। তাই সিগন্যালের উপর ভিত্তিকে ট্রেড করা ঠিক নয়। নিজের মেধাকে কাজে লাগতে হবে। তবে আপনি ফ্রি সিগন্যাল দিতে চেয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। আমি অনুরোধ করবো যাদের কাছে ভাল সিগন্যাল আছে তাদেরও উচিত অন্যকে সহযোগিতা করা।

atikur55
2015-02-18, 01:49 AM
প্রিও ভহাই ও বনেরা !আপ্নারা জারা বেকার আসেন ,তাদের প্রতি আমি এক্তা কথাই বলতে ছাই তা হলে জেবাংলাদেশ এ এখন যে আমাদের মত বেকারদের করমসংস্থার জন্য ফরেক্স যে বেবস্তঘা করে দিয়েসে তা হেকে আমরা সবাই ঘরে বসেই কাজ করতে পারব রআর আমাদের বেকাররত্ত দূর করতে পারব।তাই আপনাদের সকলের প্রতি আমার এক্তি আবেদন এই যে, আপ্নারা সকলিয় ফরেক্স আএ আপনাদের করমসংস্থানের বেবস্থা করে নিন।

A Momin Chowdhury262
2015-03-12, 12:13 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে সিগ্নালের চেয়ে জরুরী হচ্ছে ফরেক্স মার্কেট সম্পর্কে এনালাইস করা । আপনি যদি নিজে এনালাইস করতে না পারেন তাহলে সিগন্যালের উপর ভর করে থাকলে লস করবেন ।

mybff
2015-03-22, 09:28 AM
আসলে ফরেক্স শিখার বিষয় । আপনারা চেস্টা করে ফরেক্স সম্পর্কে ভালো ভাবে জানতে । এবং যতটা সম্ভব নিজে নিজে এনালাইসিস করুন । প্রতিদিন নিজের সময় থেকে কিছুটা সময় ফরেক্স নিয়ে এনালাইসিস করার জন্য রেখে দিন । দেখবেন আস্তে আস্তে আপনি নিজেই একজন ভালো এনালিস্ট হয়ে গেছেন । আপনারা চাইলে কেউ সিগ্ন্যাল ব্যাবহার করতে পারেন কিন্তু সাথে নিজের এনালাইসিস টাও চালিয়ে যেতে হবে ।

Sahed
2016-07-24, 11:51 AM
ফরেক্স মার্কেটে সিগনাল ব্যবহার করাটাকে আমি মোটও সাপোর্ট করি না । মার্কেটে এই সকল সিগনাল সবসময় কাজে দেয় না । তাই মার্কেটে আমি আমার নিজের এ্যানালাইসিসের উপর ভিত্তি করে মার্কেটে ট্রেড করে থাকি । কারন এত আমি লস করলেও ট্রেডিং শিখছি ।