PDA

View Full Version : স্প্রেড কি?



robi_21123
2015-01-06, 06:22 PM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়। আপনি ধরুন ১.৭৪৪৫ এ gbpusd বাই করলেন, কিন্তু তা ১.৭৪৪৯ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।

Esan Islam
2015-03-14, 09:26 AM
আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি।একটি ট্রেড ওপেন করার সময় যতটুকু পরিমান লসে ট্রেড ওপেন হয় সেটাই স্প্রেড। যেমন ইউরো-ইউএসডিতে ১.০৮৯৫৩ এ মার্কেট থাকা অবস্থায় ট্রেড ধরলে সেটা ওপেন হবে ১.০৮৯৮৩ এ।অর্থাৎ ট্রেড ওপেনের সময়ই তা ৩ পিপস লসে ওপেন হবে এই ৩ পিপসই স্প্রেড। ব্রোকার ভেদে স্প্রেড ভিন্ন হতে পারে।

Eraulhaque
2015-03-14, 07:01 PM
প্রতিটি ট্রেড ওপেন করার সময় যতটুকু কমিশন ব্রোকারকে দিতে হয় তাকে স্প্রেড বলে।এই স্প্রেডটা ট্রেড ওপেন করার সাথে সাথে কেটে নেওয়া হয়।এজন্য আমরা দেখি যে ট্রেড ওপেন করার সাথে সাথে ট্রেডটিতে লস দেখাচ্ছে।এটাই স্প্রেডের কারনে হয়।ইন্সটাফরেক্সে স্প্রেড ফিক্সড।প্রতি ট্রেডে ৩পিপস স্প্রেড।

Harun1650
2015-03-17, 02:10 AM
মুলত স্প্রেড হল যখন আমি কোন ট্রেড অপেন করি তখন ব্রোকার একটা নির্দিষ্ট পরিমান লাভ আমার কাছ থেকে নিয়ে যায়।যেমন ধরুন আমি ১.৪৫৫৫০ তে ০.০১ লট এ একটা ট্রেড অপেন করেছি তখন ব্রোকার আমার লাভ বা লস হোক তা সে দেখবে না সে আমার কাছ থেকে ৩ সেন্ট কেটে নিবে আমার একাউন্ট থেকে আর এটাই হল স্প্রেড।

mybff
2015-03-21, 11:07 PM
স্প্রেড হচ্ছে আমরা যে প্রাইসে একটি ট্রেড ওপেন করি এবং যে প্রাইসে ট্রেড টি কিছুটা লসে ওপেন হয় তার ব্যাবধানই হচ্ছে সপ্রেড । স্প্রেড যত কম হবে ততই তা আমাদের জন্য ভালো এবং ব্রোকারদের জন্য মন্দ । কারন তারা এখান থেকেই আয় করে । তবে ইন্সটাফরেক্স ব্রকারে স্প্রেড সব সময় একই থাকে এবং তা ৩ পিপ্স। মার্কেট অনেক মুভ করলেও তা পরিবর্তন হয় না যেটা অনেক ব্রকার এ পরিবর্তন হয়ে থাকে । তাই আমরা মার্কেট অধিক মুভ করার সময়েও নিশ্চিন্তে ট্রেড করতে পারি ।

shojib23
2015-04-09, 05:39 PM
যেমন ধরুন আমি ১.৪৫৫৫০ তে ০.০১ লট এ একটা ট্রেড অপেন করেছি তখন ব্রোকার আমার লাভ বা লস হোক তা সে দেখবে না সে আমার কাছ থেকে ৩ সেন্ট কেটে নিবে আমার একাউন্ট থেকে আর এটাই হল স্প্রেড।

MD Aktarul Arefine
2015-04-10, 01:44 PM
স্প্রেড হল ব্রোকারের কমিশন। যখন কোনো ট্রেডার ট্রেড ওপেন করেন, তখন দেখাযায় ট্রেডটি নির্ধারিত মূল্যর চেয়ে লোকসানে ওপেন হয়েছে। ট্রেড ওপেনের সময় ঐ লসের অংশটুকুই ব্রকারের কমিশন যা ট্রেডিং-এর ভাষায় স্প্রেড নামে পরিচিত। ভিন্ন ভিন্ন ব্রোকারের জন্য স্প্রেড হার ভিন্নতর। ইন্সটা ফরেক্সে ট্রেড করলে প্রতি ট্রেডের জন্য ৩ পিপস স্প্রেড হিসাবে কাটা হয়।

Emrul Hasan
2015-04-11, 01:26 PM
মুল কথা হচ্ছে কেও এমনি কোনো কাজ করে না তেমনি আমরা যে ব্রোকার থেকে ট্রেড অপেন করি তারাএমনি আমাদের ট্রেড করতে দিবে না তাই আমরা যখন. ট্রেড অপেন করি তখন. তারা আমাদের প্রতিটি ট্রেড থেকে একটি নির্দিষ্ট. পরিমান চার্জ কেটে নেয় .প্রতিটি ট্রেড এ আমাদের. লাভ হলেও. চার্জ কাটবে .আবার লস হলেও চার্জ কাটবে,, তারা আমাদের. কাছ. থেকে যে চার্জ কাটে সেটাই. হল স্প্রেড

tofazzal1
2015-04-11, 04:08 PM
সব ব্রোকার এর স্প্রেড এক রকম না। ইন্সটাতে, ৩ পিপস অন্ন ব্রোকার এ স্প্রেড বেসি থাকে। যেই কনো ব্রোকার ই ট্রেড করার জন্ন যা চার্জ কাটে সেইটাই হচ্চে স্প্রেড । এমনিতে তো আপনাকে ট্রেড করতে দিবে না আর সেই টা হচ্চে স্প্রেড । যদিও কোনো কোনো টাইম ফ্রেম এ স্প্রেড বেশি কাটে কিন্তু কিছু করার নাই সেইটাই স্প্রেড।

Tuhin
2015-04-11, 04:24 PM
ভাই অনেকে মাত্র ১০-২০ ডলার মূলধন নিয়ে ফরেক্স ব্যবসা তে আসলেন কিন্তু এত এত কম ডলার নিয়ে আপনি কিভাবে ব্যবসাকরছেন? এটা কিন্তু ব্রোকার দের কল্যাণ এই করতে পারছেন। কিন্তু ব্রোকার আপনাকে এখানে ব্যবসার সুযোগ করে দিচ্ছে তার বিনিময়ে কিছু নিবে না বা পাবে না এটা কি হয়। ব্রোকার আপনাকে ট্রেড করতে দিয়ে যে কমিশন নেয় তাই স্প্রেড। খেয়াল করলে দেখবেন আপনি যে দামে বাই বা সেল করছেন তার থেকে মাইনাসে আপনার ট্রেড শুরু হয় যেটি স্প্রেড।।

Imrankhan
2015-04-12, 12:14 PM
আমরা যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি। প্রতিটি ট্রেড ওপেন করার সময় যতটুকু কমিশন ব্রোকারকে দিতে হয় তাকে স্প্রেড বলে।এই স্প্রেডটা ট্রেড ওপেন করার সাথে সাথে কেটে নেওয়া হয়। তবে সব ব্রোকার এর স্প্রেড এক রকম না।

Bijoysingh
2015-04-25, 05:35 PM
আপনি যখন কোন ট্রেড ওপেন করবেন তখন দেখবেন ০.০৩ সেন্ট মাইনাস আছে বা আপনি যদি ভলিউম ১ ডলার দিয়ে করেন তাহলে মাইনাস হবে ১ ডলার এটাই হলো স্পেড। আবার বিভিন্ন কারেন্সি বা পেয়ারের সময় ভিন্ন হতে পারে।

Shimanto754
2015-05-13, 09:30 AM
প্রতিটি ট্রেড ওপেন করার সাথে সাথে আমরা লক্ষ্য করি যে ট্রেডিটি কিছুটা লসে ক্লোজ হয়েছে।এটাই স্প্রেড।এই স্প্রেড ব্রোকার নিয়ে থাকে।ব্রোকারের লাভ হচ্ছে এই স্প্রেড।ব্রোকার আমাদের লেনদেন করে দেবে কিন্তু কিছু নেবেনা এটা কি হয়? তাই প্রতিটি ব্রোকার তার ক্লাইন্টদের প্রতিটি ট্রেড থেকে স্প্রেডস্বরুপ লাভ নিয়ে থাকে।

fxover
2015-09-20, 05:00 PM
ঠাকেণ।আমরা যখন ফরেক্সে কোন ট্রেড ওপেন করতে যাই তখন আস্ক প্রাইস ও বিড প্রাইস নামে দুটি প্রাইস দেখতে পাই । এই দুটি প্রাইস এর পার্থক্যকে স্প্রেড বলা হয় । ইন্সটাফরেক্স ব্রোকার এর একটি বিশেষ সুবিধা হচ্ছে যে এর স্প্রেড সবসময় একই থাকে । মার্কেট খুব বেশি স্পাইক করলেও এর স্প্রেড অপরিবর্তিত থাকে । ইন্সটাফরেক্স ব্রোকারে স্প্রেড সবসময় ৩০ পিপেটিস থাকে কেবল মেটালের স্প্রেড কিছুটা বেশি তবে তা অন্য ব্রোকার হবে কম ।

MotinFX
2015-09-20, 07:42 PM
ফরেক্স মার্কেটে আমরা কোন ব্রোকারের আন্ডারে কাজ করে থাকি। আমরা কোন ট্রেড অপেন করলে ট্রেডটি লসে অপেন হয় তাকে স্প্রেড বলে। ব্রোকার এই কমিশন দিয়ে চলে। ব্রোকারের জন্য আজ আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারছি।

Jobless
2015-09-21, 11:31 AM
স্প্রেড হল ট্রেড ওপেন করার সস্ম্য আমাদের কিছু লসে দেখানো হয় যাকে এককথাই স্পেড বলে।ট্রেড অপেন করার সময় ব্রোকারদের কিছু কমিশন থাকে যা তারা কেটে নেয় তাই আমার কিছু লসে আমাদের ট্রেড টি দেখতে পাই।কিছু কিছু ব্রোকারে ট্রেড থেকে নিদ্দিস্ট পরিমান অংশ কেটে নেয়।

shakawath
2015-09-23, 12:26 PM
আস্ক প্রাইস ও বিড প্রাইস এর পার্থক্যই হল স্প্রেড। স্প্রেড হল ব্রোকারের আয় বা কমিশন। ট্রেডার যখন ট্রেড ওপেন করে তখন শুরুতেই যে ৩/৪ পিপ লস দেখায় তাই মূলত স্প্রেড। ব্রোকার এই স্প্রেড অবশ্যই নিবে আপনার লাভ হোক বা লস হোক। বিভিন্ন পেয়ারে স্প্রেড হয় বিভিন্ন রকম হয়। আবার ব্রোকার ভেদেও এর ভিন্নতা হয়।

imran3
2015-09-23, 12:58 PM
স্প্রেড হল কারেন্সি পেয়ার এর আনুপাত । যেমন URO 1.1100 and USD 1.1103 এখানে দুই মুদ্রার মধ্যে ৩ পার্থক্যটাই হল স্প্রেড । যা ব্রোকার কে দিতে হয় ।

AbuRaihan
2015-10-10, 11:57 PM
ফরেক্স পরিচালনার জন্যই ব্রোকার প্রতিষ্টানের জন্ম । কিন্ত তারাতো এমনিতেই সৃষ্টি হয়নি । একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই তারাও ট্রেডারদেরকে সেবা দিয়ে যাচ্ছ্ । তাদের আয়ের প্রধান উৎস হল আমাদের কাছ থেকে সংগ্রকৃত কমিশন কিংবা স্প্রেড । যখন কোন ট্রেড ওপেন করবেন তখন লক্ষ করলেই দেখবেন যে সামান্য লসেই ট্রেডটি শুরু হয়েছে এবং এই লসটার অর্থ হল ব্রোকার তার প্রাপ্য কমিশন কেটে নিয়েছে । এভাবে যতবার নতুন ট্রেড ওপেন করবেন ঠিক তত বারই নিদ্দিষ্ট পরিমাণে ব্রোকার কতৃক স্প্রেড কেটে নেওয়া হবে ।

HasanXM
2015-10-11, 11:31 AM
আমি মনে করি যে একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।

majidiqbal
2016-02-24, 02:43 PM
ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।

abdulguffer
2016-03-05, 01:00 PM
আপনি একটি ট্রেড ওপেন করার সময় তা বাই বা সেল যেটাই হোক ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে । ঐ লস টাই হচ্ছে স্প্রেড যা ব্রোকার তার চার্জ হিসেবে ট্রেড এন্ট্রি নেওয়ার সময় কেটে নেয় । ফরেক্স এ স্প্রেড ব্রোকার ভেদে ভিন্ন হয় । কেউ 3 পিপস কাটে আবার কেউ 1 অথবা 2 পিপস কাটে। তবে যারা কম স্প্রেড কাটে তারা অফকোট দিয়ে অতিরিক্ত উসুল করে নেয়।

Fasor
2016-03-12, 01:08 AM
আমরা ট্রেড ওপেন করার সময় বাই এবং সেল এর মদ্ধে কিছু পার্থক্য লক্ষ্য করি। আর সেই পার্থক্যটাই হল স্প্রেড। ফরেক্স এ এক এক পেয়ার এ এক এক রকম স্প্রেড থাকে। ট্রেড ওপেন করার সময় খেয়াল রাখতে হবে যে কোনটির স্প্রেড কম। তাহলে তারাতারি লাভ করা যায়।

Furkan
2016-03-13, 09:30 PM
স্প্রিড বলতে বোঝায় ব্রোকারের কমিশন কে স্প্রিড বলে থাকে। ফরেক্র মারকেটে একটি ট্রেড দিয়ার সাথে সাথে যে কমিশন কাটা হয় তাকে স্পিড বলে। আমরা নিজেরা সরাসরি ফরেক্র মারকেটে ডুকতে পারবোনা। তাই বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আমরা সহজে ফরেক্র মারকেটে ডুকতে পারি। এই সহজ ভাবে ফরেক্র মারকেটে ডুকার জন্য ব্রোকাররা আমাদের থেকে স্পিড বা কমিশন কাটি নেয়।

ASADUR RAHMAN
2016-03-16, 11:18 AM
আপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। বিভিন্ন পেয়ারের স্প্রেড বিভিন্ন হয়। আবার বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন Instaforex এ EURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EURUSD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে। তাই অপরিচিত পেয়ার ট্রেড করার আগে স্প্রেড কত তা দেখা নেয়া উচিত।

rahmot255
2016-03-16, 01:08 PM
আমারা সবাই এব্যাপারে জ্ঞাত যারা ফরেক্সে ট্রেড করি তারা বিভিন্ন ব্রোকারের অধিনে ট্রেড করি।একটি ট্রেড ওপেন করার সময় যতটুকু পরিমান লসে ট্রেড ওপেন হয় সেটাই স্প্রেড। যেমন ইউরো-ইউএসডিতে ১.০৮৯৫৩ এ মার্কেট থাকা অবস্থায় ট্রেড ধরলে সেটা ওপেন হবে ১.০৮৯৮৩ এ।অর্থাৎ ট্রেড ওপেনের সময়ই তা ৩ পিপস লসে ওপেন হবে এই ৩ পিপসই স্প্রেড। ব্রোকার ভেদে স্প্রেড ভিন্ন হতে পারে।

dwipFX
2016-05-13, 09:20 AM
যে কোন কাজের পিছনে সবার সার্থ থাকে আমরা যকন কোন ব্রোকারের হাউজের আন্ডারে ট্রেড করি সেই ব্রোকারের েককটা সার্থ থাকে আর সেটা হল বাই সেল করার সময় েককটা কমিসন কেটে নেওয়া সেই কমিশনে দিয়ে যে কোন ব্রোকার চলে। ব্রোকার কমিশন কে বলা হয় স্প্রীড।

sharifulbaf
2016-05-13, 10:56 PM
ফরেক্স মার্কেটে আমরা স্প্রেড বলে থাকি ব্যাবধান কে এই ব্যাবধান হয়ে থাকে আস্ক প্রাইস আর বিড প্রাইসের মধ্যে তাই বলা যায় এই স্প্রেড কম বা বেশি হয়ে থাকে ফরেক্স ব্রোকারে ভেদে, ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে হলে আমরা স্প্রেড কম সেই কারেন্সি গুলিতে ট্রেডিং করব,ফরেক্স মার্কেটে স্প্রেড ট্রেড করে ভাল প্রফিট করা যায়।

Sahed
2016-07-26, 09:58 PM
ফরেক্স *মার্কেটে আপনি যখন একটি ট্রেড ওপেন করবেন তখন খেয়াল করে দেখবেন যে ট্রেডটি কিছুটা লসে ওপেন হচ্ছে । এটাকে স্প্রেড বলে । আমরা সাধারনত স্পেডকে ব্রোকারের কমিশনও বলতে পারি । পেয়ার ভেদে এই স্পেডটা কম বেশি হয়ে থাকে । ধন্যবাদ ।

Mamun13
2017-09-07, 01:01 PM
স্প্রেড হচ্ছে আমরা যে ব্রোকারের মাধ্যমে ট্রেড করছি সেই ব্রোকারের সার্ভিস চার্জ বা তাদের ন্যায্য পাওনা বা তাদের কমিশন যা মাত্র কয়েক পিপস হিসাবে গনণা করা হয়৷আমরা যখনই কোনোও ট্রেডে এন্ট্রী করি তখনই দেখি সাধারণত ২/৩ পিপস কম বা মাইনাস দেখায়৷অর্থাৎ ট্রেডে এন্ট্রী করার সাথে সাথেই তাদের এই স্প্রেড তারা নিয়ে নেয়৷এই স্প্রেড আবার দুই প্রকার,যেমন-ফিক্সড স্প্রেড ও ফ্লাটিং স্প্রেড৷

Rokibul7
2020-07-20, 12:13 AM
স্পেড হচ্চে ব্রকার চাজ।টেড ওপেন এর বিনিময়ে ব্রকার কিছু কমিশন কেটে থাকে,আর এই কমিশনকেই স্পেড বলে।ব্রকার ভেদে এই চাজ কম বেশি হয়ে থাকে।ইন্সটাফরেক্ ব্রকার প্রতিটা টেড এর বিনিময়ে ৩ স্পেড কেটে থাকে।

Pavel66
2020-07-21, 08:17 PM
স্প্রিড বলতে বোঝায় ব্রোকারের কমিশন কে স্প্রিড বলে থাকে। ফরেক্র মারকেটে একটি ট্রেড দিয়ার সাথে সাথে যে কমিশন কাটা হয় তাকে স্পিড বলে। আমরা নিজেরা সরাসরি ফরেক্র মারকেটে ডুকতে পারবোনা। তাই বিভিন্ন ব্রোকারের মাধ্যমে আমরা সহজে ফরেক্র মারকেটে ডুকতে পারি। এই সহজ ভাবে ফরেক্র মারকেটে ডুকার জন্য ব্রোকাররা আমাদের থেকে স্পিড বা কমিশন কাটি নেয়।

FREEDOM
2020-07-25, 01:02 PM
স্প্রেড হচ্ছে আমরা যে প্রাইসে একটি ট্রেড ওপেন করি এবং যে প্রাইসে ট্রেড টি কিছুটা লসে ওপেন হয় তার ব্যাবধানই হচ্ছে সপ্রেড । স্প্রেড যত কম হবে ততই তা আমাদের জন্য ভালো এবং ব্রোকারদের জন্য মন্দ । কারন তারা এখান থেকেই আয় করে । তবে ইন্সটাফরেক্স ব্রকারে স্প্রেড সব সময় একই থাকে এবং তা ৩ পিপ্স। মার্কেট অনেক মুভ করলেও তা পরিবর্তন হয় না যেটা অনেক ব্রকার এ পরিবর্তন হয়ে থাকে । তাই আমরা মার্কেট অধিক মুভ করার সময়েও নিশ্চিন্তে ট্রেড করতে পারি