PDA

View Full Version : স্টপ লস এবং টেক প্রফিট



robi_21123
2015-01-06, 06:29 PM
স্টপ লস (stop loss): এটা হল আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

যেমন ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

fxover
2015-09-19, 11:31 AM
আমরা যখন কোন ট্রেড ওপেন করি তখন আমাদের উচিত ট্রেডটিতে স্টপ লস ও টেক প্রফিট নির্ধারন করে দেয়া । আমরা যদি স্টপ লস নির্ধারন করে দেয় তাহলে আমাদের ট্রেডটি খুব বেশি লস এ যেতে পারবে না এবং আমাদের একাউন্টটি বড় ধরনের লস এর কবল থেকে রক্ষা পাবে । আর আমরা যদি টেক প্রফিট সেট করে দেয় তাহলে আমাদের ট্রেড টি একটা নির্দিষ্ট পরিমান লাভ নিয়ে অর্থাৎ আমরা যে পরিমান টেক প্রফিট দিয়ে রেখেছিলাম সেই পরিমান লাভ হয়ে গেলে মার্কেট থেকে ক্লোজ হয়ে যাবে যদি এপনার কম্পিউটারটি বন্ধ থাকে তারপরও।

Defender
2015-09-19, 12:10 PM
আপনার কাজ যদি আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে।

MotinFX
2015-09-19, 05:32 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রপিট খুব গুরুত্বপূর্ণ বিষয়। স্টপ লস হল ট্রেড টি ৫০ পিপস লসে গেলে বন্ধ হয়ে যাবে আর টেক প্রপিট হল ট্রেডটি ৫০ পিপস লাভে গিয়ে বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনাি মার্কেটে না থাকলেই অটো ভাবে বন্ধ হয়ে যাবে।

onlyfx
2015-10-22, 06:32 PM
স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করা ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপুর্ন অংশ । আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সঠিক সময়ে মার্কেত থেকে বের হয়ে আসতে সক্ষম হবে । এমনকি আপনি যদি মার্কেট এ না থাকেন তারপরও । তাই আপনার প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করেন আর এটাই বুদ্ধিমানের কাজ । আর এজন্য আপনাকে সঠিকভাবে স্টপ লস ও টেকপ্রফিট সেট করা জানতে হবে যেন আপনার ট্রেড যথেষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারে ।

AbuRaihan
2015-11-27, 12:34 AM
স্টপ লস এবং টেক প্রফিট এর সংজ্ঞা আপনি ইতিমধ্য দিয়ে দিয়েছেন ৤ তবে আমি শুধু এই দুইটা গুরুত্বপূর্ণ অপশনের সঠিক ব্যবহারের কথাই বলব ৤ কারণ যে কোন মূল্যবান জিনিসের সঠিক ব্যবহার করতে না পারলে তা থাকাই মনে হয় ব্যার্থ ৤ তবে ফরেক্সে মার্কেটে সত্যিকার অর্থেই টেক প্রফিট এবং স্টপ লস অপশন দুটো অত্যন্ত মূল্যবান ৤ সঠিক ব্যবহার বলতে বুঝাচ্ছি মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করলে ভাল ফল পাওয়া যায় ৤

dinner
2015-11-29, 08:59 PM
মনে করুন আপনি ১.৮৭৬৫ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৪৫ পিপস লাভ করবেন এবং ৫৫ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫৫ পিপস স্টপ লস এবং ৪৫ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। সুতরাং স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন এবং টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

Rahat015
2016-01-03, 10:17 AM
স্টপ লস (stop loss): এটা হল আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
ফরেক্স মার্কেটে আবশ্যিক ।তাই লস কমাতে বা একাউন্ড জিরো করা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এর একটা সঠিক ব্যবহার করতে হবে।

Ekram
2016-01-03, 11:35 AM
স্টপ লস (stop loss): এটা হল আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

যেমন ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।
ফরেক্স আসলে এইজন্য এত জনপ্রিয় । কারন স্টপ লস কিংবা টেক প্রফিত দিয়ে আমরা অন্যান্য কাজ গুলো করে নিতে পারি। ধরুন আপনার আজকে কোন জায়গায় বিশেস কাজ আছে কিংবা অন্য একটা প্রোগ্রাম আছে তাহলে আপনি স্টপ লস আর টেক প্রফিত দিয়ে আপনার অন্যান্য কাজ গুলো সমাধা করে ফেলতে পারেন। দিন শেষে কোন এক সময় আপনি আপনার বাসায় এসে দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত লাভ পেয়ে গেছেন। আর যারা লাইভ করেন তাদের ক্ষেত্রে ভিন্ন কথা।

Ekram
2016-01-03, 11:43 AM
আর আমরা সবসময় একটা কথা চিন্তা করি যে ,সেটা হচ্ছে স্টপ লস। যেটা ফরেক্স মার্কেটে আবশ্যিক ।তাই লস কমাতে বা একাউন্ড জিরো করা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এর একটা সঠিক ব্যবহার করতে হবে।:o;)

স্টপ লস আমাদের কে অনেক বর লস থেকে রক্ষা করে । তাই ফরেক্স করতে গিয়ে যদি আমরা স্টপ লস আর টেক প্রফিত টেকনিক অনুসরন করতে পারি তাহলে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভবনা থাকবে। তাই আসুন আমরা যারা ফরেক্সে ট্রেড করি আর ঝুকি থেকে বাচতে চাই তাহলে টেক প্রফিত আর স্টপ লস নিয়মিত দিয়ে ট্রেড করি। ব্যালেন্স সেভ করার জন্য এর চেয়ে ভাল টেকনিক আর নাই।

HKProduction
2016-01-04, 01:31 PM
স্টপ লস এবং টেক প্রফিট প্রতিটি ট্রেডারের ফরেক্স লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে টেক প্রফিট না দিলেও অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে। বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য স্টপ লস ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত। এতে অনেক লস কমে যায়।

Marufa
2016-01-04, 01:39 PM
আমিও মনে করি স্টপ লস ফরেক্স ট্রেডিং এ অনেক বড় একটি বিষয় । তবে স্টপ লস শুধু ব্যবহার করলেই হবে না । কিভাবে স্টপলস ব্যবহার করতে হবে সেটি জানতে হবে । সঠিকভাবে স্টপলস ব্যবহার করতে না পারলে ভাল ফলাফল পাওয়া যাবে না ।

HKProduction
2016-01-04, 02:23 PM
ফরেক্স মার্কেটে যারা স্টপ লসকে গুরুত্ব দেন তারা কখনো বড় ধরনের লোকসানের মুখোমুখি হন না। তারা জানেন যে মার্কেট যে কোন সময় ফল ডাউন হতে পারে। এতে কোন বিশ্বাস নেই। তাই টেক প্রফিট ব্যবহার না করলেও সব সময় সতর্ক থাকার জন্য ও লস কমানোর জন্য স্টপ লস ব্যবহার করা উচিত।

ShariyarSojib
2016-01-05, 01:35 AM
আমি প্রায় ট্রেডেই টেইক প্রফিট দিয়ে রাখি কিন্ত স্টপ লস ব্যাবহার করি না কিন্ত অনেক এক্সপার্ট ট্রেডারাই স্টপ লস দিতে নিষেধ করে।স্টপ লস না দেয়ার কারনে অনেকবার আমার বেলেন্স যিরো হ য়ে গেছে।তাই এ ব্যাপারে অভিজ্ঞদের মতামত চাই

Audhidul
2016-01-07, 12:15 PM
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপুর্ন অংশ । যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সময় মত মার্কেট থেকে বের হয়ে আসতে পারবে । তাই প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করায় লসের পরিমান কমে আসবে ।

Sahed
2016-01-15, 10:03 PM
ফরে*ক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট অত্যান্ত গুরুত্বপূর্ণ । স্টপ লস হচ্ছে আপনি একটি ট্রেডে সর্বোচ্চ কতটুকো রিক্স নিবেন । ধরুন আপনি ইউরো ইউএসডি একটি ট্রেড ১.০৮০০ তে ওপেন করলেন এবং *আপনি চাচ্ছেন ৫০ পিপস এর বেশি লস করবেন না এবং ৫০ পিপস লাভ করবেন । তাহলে আপনি যদি ৫০ পিপস এর মাথায় স্টপ লস সেট করে দেন তাহলে ট্রেডটি উক্ত লাইন ক্রস করলে অটোমেটিক ভাবে ক্লোজ হয়ে যাবে । ঠিক একই ভাবে টেক প্রফিট কাজ করবে ।

Furkan
2016-01-18, 12:13 AM
ফরেক্র মারকেটে কেন স্টপ লচ এবং টেক প্রফিট ব্যবহার করতে হয় তা আগে যানতে হবে তার পর স্টপ লচ আর টেক প্রফিট ব্যবহার করতে হবে। ফরেক্র মারকেটে আপনি যদি চান একটি ট্রেডে ৫ ডলার লচ দিবেন এর বেশী দিবেন না আর একটি ট্রেডে ৫ ডলার এর বেশী লাভ করবেন না তখন আপনি স্টপ লচ এবং টেক প্রফিট সেট করতে হবে।

yasir arafat
2016-04-03, 09:00 PM
আর আমরা সবসময় একটা কথা চিন্তা করি যে ,সেটা হচ্ছে স্টপ লস। যেটা ফরেক্স মার্কেটে আবশ্যিক ।তাই লস কমাতে বা একাউন্ড জিরো করা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এর একটা সঠিক ব্যবহার করতে হবে।:o;)

ASADUR RAHMAN
2016-04-05, 07:07 PM
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেট এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি জিনিসকে এড়িয়ে গেলে ভুল করা হবে। কারন এই দুটি জিনিসই পারে একটি অ্যাকাউন্টকে বড় লসের হাত থেকে বাচাতে ঠিকমত লাভ তুলে নিতে। তাই আমি মনে করি এই জিনিসগুল অত্যন্ত প্রয়োজনীয়। আমি মনে করি যে এই জিনিসগুলি যদি কেও ব্যাবহার না করে তাহলে সে এই মার্কেট এ টিকে থাকতে পারবে না। আমি নিজেও অনেক বার আমার সম্পূর্ণ অ্যাকাউন্ট হারিয়েছি এই স্টপ লস ব্যাবহার না করে। আমি এখন সবসময় এইগুলো ব্যাবহার করি এবং ভাল ফলাফল ও পাচ্ছি।

sharifulbaf
2016-05-20, 08:05 AM
ফরেক্স মার্কেটে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে থাকি,কারন আমাদের যখন ব্যালেন্স কম থাকে, সে সময় যদি ট্রেড অপেনিং।করি,তাহলে আমি আমার ডিপোজিট এর ১০%লস দিতে পারব,তাই এই ১০%লসে স্টপ লস বসিয়ে দেই,টেক প্রফিট কি পরিমান প্রফিট নিলে ভাল হবে সেই লেভেলে টেক প্রফিট বসাতে হয়।

fardin222333
2016-08-16, 12:00 PM
স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়। একটি নির্দিষ্ট রেঞ্জএ সেট করে রাখা। আমি কত লস করবো, কত লাভ করবো তা র্নিধারন করে দেয়া। এতে করে আপনি র্মাকেটে না থাকলেও কোন সমস্যা নাই। এটা অটো বন্ধ হয়ে যাবে।

md mehedi hasan
2016-11-30, 03:00 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই স্টপলস ও টেকপ্রফিট মার্জিন দিয়ে ট্রেড করতে হবে।আপনি স্টপলস মার্জিন ব্যবহার করলে অনাকাঙ্খিত ঝুকির হাত থেকে আপনার একাউন্টকে রক্ষা করতে পারবেন।

abdulguffer
2016-11-30, 07:25 PM
ফরেক্স এ অধিকাংশ ট্রেডার লস করে স্টপ লস ও টেক প্রফিট ব্যবহার না করার কারনে । স্টপ লস আপনার একাউন্ট কে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করে । ট্রেড টি যখন লসে থাকে তখন সেট করা নির্দিষ্ট প্রাইসে গিয়ে ট্রেড টি ক্লোজ হয়ে যায় । ফলে বড় ধরনের লস এর হাত থেকে একাউন্ট রক্ষা পায় ।

Mamun13
2017-11-15, 08:33 PM
মানি ও রিস্ক মেনেজমেন্টের উল্লেখযোগ্য বিষয় হলো এই স্টপলস ও টেকপ্রফিট সেট করে ব্যালেন্সকে নিরাপদ ও প্রফিটেড রাখা৷টেকপ্রফিট ও স্টপলস সঠিকভাবে যথাস্হানে ব্যাবহার করতে হলে প্রথমে আপনার ট্রেডিং চার্টের সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো ভালো করে নিশ্চিত হতে হবে৷সঠিক ভাবে রিস্ক রিওয়ার্ড রেশিও ফলো করে এই স্টপলস ও টেকপ্রফিট সেট করে দিতে হবে৷