PDA

View Full Version : ডলার এর বিপরীত এ দুর্বল ইউরো



mehedi12122
2015-01-06, 08:21 PM
566

ডলার এর বিপরীত এ দুর্বল ইউরো সূত্র ঃ প্রথম আলো , আর ১ সপ্তাহর মত এই ধারাবাহিকতা থাকবে । সবাই তারদিং করার জন্য আগে fundamental analysis ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ভালো ভাবে জেনে ত্রাদে করলে ভালো হয়

qpionee
2015-01-12, 12:54 AM
আমার ত মনে হয় আরো 6/7 দিন থাকবে lower ট্রেন্ড| কি মনে হয় আপনার @ মেহেদী ভাই?

Newrakib
2015-01-15, 11:17 PM
এমন টা তো মাঝে মাঝেই হয়ে থাকে। সব কারেন্সির দাম ই তো উঠা নামা করে।

Eraulhaque
2015-02-03, 04:10 PM
ফরেক্স মার্কেটে সর্বজনগ্রাহ্য কারেন্সি পেয়ার হিসেবে সুনাম অর্জন করেছে euro/usd পেয়ার। এদেরকে মেজর কারেন্সিও বলা হয়। এই জোড়ায় কখনও ইউরো,কখনো ডলার শক্তিশালী হয়। বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে। এই কারনে ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে।

doha1075
2015-02-14, 09:41 PM
ডলার তো বেশ ভালই শক্তিশালী হচ্ছে, দেখা যাক কতদূর যায়। সারা বছর ধরে eru/usd নিম্নমুখী প্রবনতা থাকবে ।সবকিছুর শেষ আছে।

rahman56
2015-02-19, 04:57 PM
ফরেক্স মার্কেটে সর্বজনগ্রাহ্য কারেন্সি পেয়ার হিসেবে সুনাম অর্জন করেছে euro/usd পেয়ার। এদেরকে মেজর কারেন্সিও বলা হয়। এই জোড়ায় কখনও ইউরো,কখনো ডলার শক্তিশালী হয়। বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে। এই কারনে ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে।

robi_21123
2015-02-21, 11:45 AM
ফরেক্স মার্কেটে সর্বজনগ্রাহ্য কারেন্সি পেয়ার হিসেবে সুনাম অর্জন করেছে euro/usd পেয়ার। এদেরকে মেজর কারেন্সিও বলা হয়। এই জোড়ায় কখনও ইউরো,কখনো ডলার শক্তিশালী হয়। বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে। এই কারনে ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে।

A Momin Chowdhury262
2015-03-12, 11:55 AM
ফরেক্স মার্কেটে সব চেয়ে বেশি পরিচিত যে কারেন্সি টা হচ্ছে euro/usd পেয়ার । মাঝে মাঝে দেখা যায় যে ডলার ইউরোর বিপরীতে বড় আবার মাঝে মাঝে দেখা যায় যে ইউরো ডলারের বিপরীতে বড় । এই অবস্থা অনেক দিন থেকে চলে আস্তেছে ।

Eraulhaque
2015-03-12, 09:56 PM
ডলারের বিপরীতে ইউরো বর্তমানে গত ১২বছরের রেকর্ড ভেঙেছে বলে একটি সূত্র থেকে জানা গেছে।ডলার ইউরোর তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী অবস্থা প্রকাশ করছে।এজন্য বলা হচ্ছে ডলারের বিপরীতে দুর্বল ইউরো।আসলে আমি গত ছয়মাস ফরেক্স রিলেটেড।এই ছয় মাসের মধ্যে আমি ইউরোর এতো দুর্বল অবস্থান আগে দেখিনি।যারা অনেক পুরোনো ট্রেডার তারাই সঠিকভাবে বলতে পারবেন আসলে ঠিক ডলারের বিপরীতে ইউরো কবে এতো দুর্বল হয়েছিল।

HELPINGHAND
2015-04-14, 02:46 PM
যদিও এটি একটি ভালো কারেন্সি পেয়ার তথাপি এই পেয়ারে ট্রেড করে এই পর্যন্ত অনেক লস করছি। আমি বলছিনা পেয়ারটা খারাপ তবে সিউর না হয়ে এই পেয়ারে ট্রেড করাটা নতুনদের জন্য খুবই বিপদজনক হতে পারে।

mithun
2015-04-25, 12:44 AM
যদিও এটি একটি ভালো কারেন্সি পেয়ার তথাপি এই পেয়ারে ট্রেড করে এই পর্যন্ত অনেক লস করছি। আমি বলছিনা পেয়ারটা খারাপ তবে সিউর না হয়ে এই পেয়ারে ট্রেড করাটা নতুনদের জন্য খুবই বিপদজনক হতে পারে।

আপনার অভিজ্ঞতা আরেকটু বিশদ ভাবে শেরার করলে জুনিওয়রদের অনেক উপকারে আসবে। কোন কোন সিচুয়েশনে কি ডিসিশন নেয়া যায়?

fahimor
2015-04-30, 10:06 PM
সম্প্রতি ইউরোপিয়ান সেন্ট্রাল
ব্যাংক (ECB) প্রধান মারিও দ্রাঘী
বলেছেন যে, ইউরোর এক্সচেঞ্জ রেটকে
প্রভাবিত করা তাদের কোন পলিসির
টার্গেট নয়। এটা বিভিন্ন বিষয়ের ওপর
নির্ভর করে পরিবর্তিত হয়। তাই এ
বিষয়ে তিনি কোন আশাবাদ প্রকাশ
করছেন না। কিন্তু তিনি জোর দিয়ে
বলেছেন, "It is pointless to go short on the
euro". আশা করা যাচ্ছে তার এই
বক্তব্যের ফলে মার্কেটে কিছুটা
প্রভাব পড়বে এই ভেবে যে ইউরো হাল
ছেড়ে দিচ্ছে না। দ্রাঘী আরও বলেন,
আমরা সবাই গ্রীসের সফলতা চাই।
কিন্তু এর উত্তর রয়েছে গ্রীসের
সরকারের হাতেই। এর জন্য তাদের
অনেক কাজ করতে হবে তা হতে হবে
অতি শীঘ্রই।

RichMahfuz
2015-06-04, 05:05 PM
আমিও ডলারের বিপরীতে ইউরো কিনে বিপদে আছি। ইউরোর দাম কমছেই। আসলে আমি নুতুন তাই ভাল ভাবে ট্রেড করতে পারছিনা। সঠিক ভাবে ট্রেডিং করার কোন টিউটোরিয়াল আছে কী ?

RUBEL MIAH
2017-04-28, 03:01 PM
বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে । কোনো ট্রেডার তারাই সঠিকভাবে বলতে পারবেন আসলে ঠিক ডলারের বিপরীতে ইউরো কবে এতো দুর্বল হয়েছিল । এই পেয়ারে ট্রেড করাটা নতুনদের জন্য খুবই বিপদজনক হতে পারে ।

Md Masud
2017-05-24, 03:46 PM
বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে । এই কারনে ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে । ডলার ইউরোর তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী অবস্থা প্রকাশ করছে । বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে ।