View Full Version : ফরেক্স বাংলা ফোরামে বিদেশীদের আনাগোনা।
Rajib_Biswas
2019-10-11, 08:34 PM
আমি যতদূর জানি ফরেক্স বাংলা ফোরাম শুধুমাত্র বাঙ্গালীদের জন্য। এখানে যারা বাংলায় পোস্ট করবে তাদেরকে পোস্টিং বোনাস দেয়া হবে। কিন্তু গত কয়েক মাস যাবৎ দেখছি আমাদের ফরেক্স বাংলা ফোরামে বিদেশীদের আনাগোনা বেড়েছে এবং তারা বিভিন্ন ভাষায় পোস্ট করছে। এর মানে হয়তোবা তারা ফরেক্স বাংলা ফোরাম সম্পর্কে অবগত হয়েছেন এবং বোনাস অর্জনের জন্য পোস্ট করছেন। কিন্তু তারা যদি অন্য ভাষায় পোস্ট করে তাহলে কি তারা পোস্টিং বোনাস পাবে?? কয়েকজন ফরেনার কে দেখলাম ব্যানও করা হয়েছে।9067
মডারেটর সি রিকোয়েস্টার এই লোকটিকে প্রচার করছে এবং এটি এই ফোরামের নিয়মে নেই।
PK_SHIKDER
2019-11-01, 01:39 PM
আমার জানামতে ফরেক্স বাংলা ফোরাম শুধুমাত্র বাঙ্গালীদের জন্য। এখানে শুধুমাত্র যারা বাংলাই পোষ্ট করবে তারাই তাদের পোষ্টের উপর পোষ্টিং বোনাস পাবে। এখানে যদি ফরেক্স বাংলা ফোরাম কোনো বিদেশিদের আইডি ভেরিফিকেশনের অনুমতি দিয়ে থাকে তাহলে সেটা ফরেক্স বাংলা ফোরামের পরিচলকরা বিবেচনা করবে যে,,ওই যে বিদেশিরা আছে যারা তাদের নিজ নিজ ভাসা ব্যবহার করে পোষ্ট দিয়ে থাকে,,, তারা তাদের ওই পোষ্টের উপর কোনো পোষ্টিং বোনাস পাবে কি না। তবে আমি যেটা মনে করি আমরা যে,,, আমরা এত কষ্ট করে বাংলায় পোস্টগুলো লিখি,,, এগুলা ফরেক্স বাংলা ফোরামের পরিচালকদের নজরে আমাদের দিকটা একটু ভাল মানসিকতার দিক থেকে বিবেচনা করা উচিত। যেহেতু ফরেক্স বাংলা ফোরামের পরিচালক বাংলাদেশী সেহেতু বাঙ্গালীদের মূল্যায়ন টা একটু বেশি করা উচিত। এক্ষেত্রে আপনাদের সবার মতামত আশা করছি।
shahalertpay
2019-11-01, 02:43 PM
ভাই এই সম্পর্কে আমি কিছু জানি না। তবে এরকম কিছু হয়ে থাকলে ফোরাম মডারেট সিদ্ধান্ত নিবেন। আশা ক*রি আমাদের জন্য যেটা ভালো তাই মোডারেটর করবেন।
IFXmehedi
2019-12-16, 11:11 PM
হ্যাঁ ভাই , আমি আপনার সাথে একমত । কারণ বর্তমানে প্রচুর বিদেশীরা আমাদের এই ফোরামে আসছে । কিন্তু আমি যেটা বুঝি তারা আসলে ফরেক্স সম্পর্কে পোষ্ট করতে আসে না , তারা আসে স্পাম্মিং করতে । তাই আমাদের ফোরামের মোডারেটরদের উচিত তাদের খুব তাড়াতাড়ি ব্যান করা । কারণ তারা ফোরামের পরিবেশ নষ্ট করে । আর আমাদেরও উচিত তথ্যবহুল পোষ্ট করে বাংলাদেশ ফরেক্স ফোরামটাকে আরও প্রাণবন্ত করে রাখা ।
abilkis7
2019-12-16, 11:32 PM
পিসি ক্লায়েন্টদের মধ্যে ব্যতিক্রমীভাবে বিশিষ্ট, নর্টন অ্যান্টিভাইরাস ডাউনলোড নর্থনে প্রোডাক্ট কী প্রোগ্রামিংটি ওয়েবে ম্যালওয়্যার, সংক্রমণ এবং বিভিন্ন প্রকারের নিষ্পত্তি করে চলেছে এবং যথেষ্ট সময়ের জন্য পিসির উপস্থাপনাকে প্রভাবিত করার থেকে সংযোগ বিচ্ছিন্ন করে নিয়েছে।
uzzal05
2019-12-17, 07:03 AM
আমি যতটৃুকু নিয়ম পড়েছিলাম সেখানে হয়ত আছে যে ফোরাম শুধু বাংলা ভাষীদের জন্য। কেননা এখানে শুধু বাংলা ভাষীদের জন্য ফোরাম করা হয়েছে। কারন অন্য যে কোন ভাষায় প্রায় ফোরাম পোস্ট রয়েছে। তাই আমরা যারা বাংলা ভাষীদের অনেক সুবিধা হয়েছে। অন্য ভাষায় করতে যেয়ে আমাদের অনেক সমস্যা হত। এখন আর সেই সমস্যা ভুগ করছি না।
FREEDOM
2020-04-10, 03:28 PM
আমি যতদূর জানি ফরেক্স বাংলা ফোরাম শুধুমাত্র বাঙ্গালীদের জন্য। এখানে যারা বাংলায় পোস্ট করবে তাদেরকে পোস্টিং বোনাস দেয়া হবে। কিন্তু গত কয়েক মাস যাবৎ দেখছি আমাদের ফরেক্স বাংলা ফোরামে বিদেশীদের আনাগোনা বেড়েছে এবং তারা বিভিন্ন ভাষায় পোস্ট করছে। এর মানে হয়তোবা তারা ফরেক্স বাংলা ফোরাম সম্পর্কে অবগত হয়েছেন এবং বোনাস অর্জনের জন্য পোস্ট করছেন। কিন্তু তারা যদি অন্য ভাষায় পোস্ট করে তাহলে কি তারা পোস্টিং বোনাস পাবে?? কয়েকজন ফরেনার কে দেখলাম ব্যানও করা হয়েছে।9067
বাংলাদেশ ফরেক্স ফোরাম শুধু বাংলাদেশের নাগরিকদের জন্যই। তাছারা বিভিন্ন দেশে ইনস্টাফরেক্স তাদের জন্য ফোরাম সাইট খুলে দিয়েছে। তাই অন্য দেশের ইউজাররা এখানে পোস্ট না করাই ভালো। সেক্ষেত্রে তাদেরকে ব্যান করার সম্ভাবন থাকে। আর যেহেতু এটি বাংলা ফোরাম তাই অন্য ভাষায় এখানে পোস্ট করা ঠিক হবে না বলেই আমি মনে করি।
XXXTentacion
2020-04-11, 12:01 PM
আমার জানামতে ফরেক্স বাংলা ফোরাম শুধুমাত্র বাঙ্গালীদের জন্য। এখানে শুধুমাত্র যারা বাংলাই পোষ্ট করবে তারাই তাদের পোষ্টের উপর পোষ্টিং বোনাস পাবে। এখানে যদি ফরেক্স বাংলা ফোরাম কোনো বিদেশিদের আইডি ভেরিফিকেশনের অনুমতি দিয়ে থাকে তাহলে সেটা ফরেক্স বাংলা ফোরামের পরিচলকরা বিবেচনা করবে যে,,ওই যে বিদেশিরা আছে যারা তাদের নিজ নিজ ভাসা ব্যবহার করে পোষ্ট দিয়ে থাকে ভাই এই সম্পর্কে আমি কিছু জানি না। তবে এরকম কিছু হয়ে থাকলে ফোরাম মডারেট সিদ্ধান্ত নিবেন। আশা ক*রি আমাদের জন্য যেটা ভালো তাই মোডারেটর করবেন। হ্যাঁ ভাই , আমি আপনার সাথে একমত । কারণ বর্তমানে প্রচুর বিদেশীরা আমাদের এই ফোরামে আসছে । কিন্তু
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.