PDA

View Full Version : আজেবাজে ব্রোকার বাদ দিয়ে ভালো একটি রেগুল



mehedi12122
2015-01-08, 12:49 PM
অনেকে মনে করেন, ট্রেডাররা লস করলে নাকি তা ব্রোকারের পেটে যায় আর ট্রেডাররা প্রফিট করলে নাকি ব্রোকারের লস হয়। ব্যাপারটা মার্কেট মেকার ব্রোকারদের ক্ষেত্রে কিছুটা সত্যি হতে পারে। তবে STP/ECN ব্রোকারের ক্ষেত্রে কিন্তু এমন নয়। ব্যাপারটা একটু ভাল করে বুঝা যাক।
আমরা যেমন মানিবুকার্স দিয়ে ইলেকট্রনিক ফান্ট ট্রান্সফার দেই ব্রোকারদের লিকুইডিটি প্রোভাইডারদের এমনই সিস্টেম আছে। যেমন আপনি যখন EURUSD একটা বাই অর্ডার করেন তখন ওদের ইলেকট্রনিক সিস্টেম আপনার ট্রেড এর টাকাকে USD এর পরিবর্তে সমমানের EUR তে পরিবর্তন করবে।
এবং তখন যদি EUR এর মান বাড়তে থাকে তাহলে আপনারই লাভ। কারণ আপনি ট্রেড দেওয়ার সাথে সাথেই লিকুইডিটি প্রোভাইডার আপনার কারেন্সিকে পরিবর্তন করে নিয়েছে। এখানে আপনি এক ট্রেডে কয়েক কোটি টাকা লাভ করলে ও ওদের 1 পয়সা ও লস হবার কথা না।
তবে হ্যা, যে ব্রোকারগুলো ডিলার এর কাছ থেকে প্রাইস নেয়, মানে যারা স্ব-ব্রোকার, মার্কেট মেকার, ট্রেডারদের লস করা টাকা ছাড়া ওদের ইনকামের আর কোন সোর্স নেই। এবং ওদের ট্রেড Instant Execution এ নিজেদের সিস্টেমে নিজেদের মেশিনে Execute করিয়ে নেয়। মূলতঃ তারাই ট্রেডারদের লস কামনা করে।
এবং আপনি যখন একটি বাই অর্ডার করবেন তখন ঐ প্রাইসে তারা সমপরিমাণের সেল অর্ডার দিবে। তারা ট্রেড করবে। এবং আপনার ট্রেড যত লসে যাবে তাদের ট্রেড ততই প্রফিট এ যাবে। এসব ব্রোকারদের মধ্যে রয়েছে Instant Execution + Dealing Desk ব্রোকারগুলো।
এরা অবশ্যই আপনার লস কামনা করবে, এদেরকে বর্জন করতে শিখুন। কারণ ফরেক্স এর টেকনিক এর দিক দিয়ে ওরা আপনার চেয়ে অনেক এগিয়ে আছে। আর আপনি যদি মনে মরেন মার্কেট মেকার ব্রোকাররা আপনাকে ট্রেড করার জন্য লিভারেজ দেয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। কারণ, সম্পূর্ণ ট্রেডিং সিস্টেমটা যেখানে ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করছে সেখানে আবার লিভারেজ দিবার প্রয়োজন আছে নাকি।
অনেকে বলে থাকেন, অধিকাংশ ব্রোকার নাকি স্ক্যাম করে, কই? আমি তো অনেক ব্রোকারে অনে.................ক প্রফিট করেছি। একদিনে ব্যালান্সকে 10000% ও করেছি। কিন্তু ব্রোকাররা তো কোন সমস্যা করেনি। বড় কথা হচ্ছে, আপনারা ব্রোকার সিলেক্ট করতে জানেন না। যত্তসব আজেবাজে মার্কেট মেকার ও OctaFX এর মত নন রেগুলেটেড ব্রোকার এ ট্রেড করেন।
তাই আজ থেকে আজেবাজে ব্রোকার বাদ দিয়ে ভালো একটি রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে শিখুন, দেখবেন ইনশা আল্লাহ, আস্তে আস্তে প্রফিট এর মুখ দেখবেন। এবং রেগুলার প্রফিট করতে পারলে কিন্তু মন ও শরীর অনেক ভাল থাকে। তাই প্রফিট করাটা স্বাস্থ্যের জন্য ও উপকারি।

mybff
2015-03-21, 09:40 PM
অনেকে মনে করেন, ট্রেডাররা লস করলে নাকি তা ব্রোকারের পেটে যায় আর ট্রেডাররা প্রফিট করলে নাকি ব্রোকারের লস হয়। ব্যাপারটা মার্কেট মেকার ব্রোকারদের ক্ষেত্রে কিছুটা সত্যি হতে পারে। তবে STP/ECN ব্রোকারের ক্ষেত্রে কিন্তু এমন নয়। ব্যাপারটা একটু ভাল করে বুঝা যাক।
আমরা যেমন মানিবুকার্স দিয়ে ইলেকট্রনিক ফান্ট ট্রান্সফার দেই ব্রোকারদের লিকুইডিটি প্রোভাইডারদের এমনই সিস্টেম আছে। যেমন আপনি যখন EURUSD একটা বাই অর্ডার করেন তখন ওদের ইলেকট্রনিক সিস্টেম আপনার ট্রেড এর টাকাকে USD এর পরিবর্তে সমমানের EUR তে পরিবর্তন করবে।
এবং তখন যদি EUR এর মান বাড়তে থাকে তাহলে আপনারই লাভ। কারণ আপনি ট্রেড দেওয়ার সাথে সাথেই লিকুইডিটি প্রোভাইডার আপনার কারেন্সিকে পরিবর্তন করে নিয়েছে। এখানে আপনি এক ট্রেডে কয়েক কোটি টাকা লাভ করলে ও ওদের 1 পয়সা ও লস হবার কথা না।
তবে হ্যা, যে ব্রোকারগুলো ডিলার এর কাছ থেকে প্রাইস নেয়, মানে যারা স্ব-ব্রোকার, মার্কেট মেকার, ট্রেডারদের লস করা টাকা ছাড়া ওদের ইনকামের আর কোন সোর্স নেই। এবং ওদের ট্রেড Instant Execution এ নিজেদের সিস্টেমে নিজেদের মেশিনে Execute করিয়ে নেয়। মূলতঃ তারাই ট্রেডারদের লস কামনা করে।
এবং আপনি যখন একটি বাই অর্ডার করবেন তখন ঐ প্রাইসে তারা সমপরিমাণের সেল অর্ডার দিবে। তারা ট্রেড করবে। এবং আপনার ট্রেড যত লসে যাবে তাদের ট্রেড ততই প্রফিট এ যাবে। এসব ব্রোকারদের মধ্যে রয়েছে Instant Execution + Dealing Desk ব্রোকারগুলো।
এরা অবশ্যই আপনার লস কামনা করবে, এদেরকে বর্জন করতে শিখুন। কারণ ফরেক্স এর টেকনিক এর দিক দিয়ে ওরা আপনার চেয়ে অনেক এগিয়ে আছে। আর আপনি যদি মনে মরেন মার্কেট মেকার ব্রোকাররা আপনাকে ট্রেড করার জন্য লিভারেজ দেয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। কারণ, সম্পূর্ণ ট্রেডিং সিস্টেমটা যেখানে ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করছে সেখানে আবার লিভারেজ দিবার প্রয়োজন আছে নাকি।
অনেকে বলে থাকেন, অধিকাংশ ব্রোকার নাকি স্ক্যাম করে, কই? আমি তো অনেক ব্রোকারে অনে.................ক প্রফিট করেছি। একদিনে ব্যালান্সকে 10000% ও করেছি। কিন্তু ব্রোকাররা তো কোন সমস্যা করেনি। বড় কথা হচ্ছে, আপনারা ব্রোকার সিলেক্ট করতে জানেন না। যত্তসব আজেবাজে মার্কেট মেকার ও OctaFX এর মত নন রেগুলেটেড ব্রোকার এ ট্রেড করেন।
তাই আজ থেকে আজেবাজে ব্রোকার বাদ দিয়ে ভালো একটি রেগুলেটেড ব্রোকারে ট্রেড করতে শিখুন, দেখবেন ইনশা আল্লাহ, আস্তে আস্তে প্রফিট এর মুখ দেখবেন। এবং রেগুলার প্রফিট করতে পারলে কিন্তু মন ও শরীর অনেক ভাল থাকে। তাই প্রফিট করাটা স্বাস্থ্যের জন্য ও উপকারি।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই যে প্রিফিট করতে পারলে মন শরীর দুইটাই ভালো থাকে । আমি দেখেছি যখনি কোন কিছু আমার বিপরীত এ যায় তখনি আমার ম্যাথা বেথা শুরু হয়ে যায় এবং তখন আমি যে ট্রেড করি সেই ট্রেড এই লস খায় । কিন্তু আসল কথা হচ্ছে কোন ব্রোকার তাহলে সবচ্ব্য্ব ভালো এবং কোন ব্রোকার এ একাউন্ট করব এবং কত ডিপোজিট করলে আমি ট্রেড করা শুরু করতে পারব । আরও একটু ক্লিয়ার করে বললে সুবিধা হয় ।

maziz6989
2015-06-23, 11:07 AM
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই যে প্রিফিট করতে পারলে মন শরীর দুইটাই ভালো থাকে । আমি দেখেছি যখনি কোন কিছু আমার বিপরীত এ যায় তখনি আমার ম্যাথা বেথা শুরু হয়ে যায় এবং তখন আমি যে ট্রেড করি সেই ট্রেড এই লস খায় । ।
আসলে ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনার ইমোশন নিয়ন্ত্রন করতে না পারেন তবে ফরেক্স আপনার বাদ দেওয়াই মনে হয় ভাল হবে। কারণ ফরেক্স এ রিভেন্জ ট্রেড মোটামুটি ৯০% টাইমে লস করায়। তাই সবার আগে ১০০% কনফার্ম ট্রেডে এন্ট্রি নিতে হবে। কনফিউজিং কোন ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না।

shuvo01
2015-06-23, 11:43 AM
ভাল ভাবে ট্রেডিং করে যে কেউ এই ফরেক্স এর কাজে ভাল লাভ করতে পারে । তাই বুঝে কাজ করতে হবে সবসময । কারণ আপনি যত বোশ কাজ করবেন তত বেশি লাভের মুখে দেখবেন ।

fxtdr
2015-06-24, 11:55 PM
হ্যাঁ ব্যাপার টা কুবই গুরুত্বপূর্ন । কিন্তু আমরা যারা নতুন আছি তারা তো জানি না কোন ব্রোকার রেগুলেটেড এবং কোন ব্রোকার নন রেগুলেটেড । এখন যদি আপনি আমাদের একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমাদের সবার উপকার হয় । কারন এখানে আমরা যারা আছি তারা বেশিরভাগই নতুন এবং ব্রোকার সম্পর্কে এত ভালো বুঝি না। তাই রিয়াল ট্রেড করতে গেলে যেন খকোন সমস্যা না হয় তাই আমনার কাছে অনুরোধ করছি আপনি যেনে থাকলে আমাদের জানাবেন।

samrat
2015-08-08, 05:38 PM
ভাল ভাবে ট্রেডিং করে যে কেউ এই ফরেক্স এর কাজে ভাল লাভ করতে পারে । তাই বুঝে কাজ করতে হবে সবসময । কারণ আপনি যত বোশ কাজ করবেন তত বেশি লাভের মুখে দেখবেন । আবার বুযে না করলে মরবেন।

Aunik
2015-08-14, 09:58 AM
আমি জতদুর দেখেছি বা যেমন শুবিধা পাচ্ছি তাতে আমার কাছে ইন্সটা ফরেক্স ব্রোকার কেই বেশি ভাল লেগেছে ।। এর পেমেন্ট প্রসেস যেমন টাকা উত্তলন টাকা ডিপোজিট সবকিছুই আমার কাছে অনেক বেশি ভাললেগেছে ।। আবার ইন্সটা ফরেক্স এর অনলিনে সাপোর্ট ম্যানাজার ও অনেক ভাল ।। দেনের সব সমই খুব দ্রুত পাওয়া যাই।। এবং খুব সহজ সমাধান দিয়ে থাকেন।।

FxAhsan
2015-09-09, 10:25 PM
ব্রোকাররা যদি এমন স্ক্যাম করতে থাকে তাহলে এর চেয়ে দুখের কথা আর হবে না।আমি এখনো এমন কোন প্রবলেমে পড়িনি, ইনশাআল্লাহ ভবিষ্যৎ এও পড়ব না কারন আমি ইনস্টাফরেক্সে ট্রেড শুরু করছি।এখন পর্যন্ত সার্ভিস ভালোই পাচ্ছি।

Imran1995
2015-09-10, 12:42 AM
ভাল ভাবে ট্রেডিং করে যে কেউ এই ফরেক্স এর কাজে ভাল লাভ করতে পারে । তাই বুঝে কাজ করতে হবে সবসময । কারণ আপনি যত বোশ কাজ করবেন তত বেশি লাভের মুখে দেখবেন । আবার বুযে না করলে মরবেন।

Marufa
2015-09-11, 09:49 PM
আপনার কথা বুঝলাম । তবে আপনি ভাল কিছু ব্রোকার এর নাম সাজেস্ট করতে পারতেন । মাকের্ট মেকার ব্রোকার গুলোর আর একটি সমস্যা হল আপনি স্টপ লস যেখানে দিয়েছেন তার আগেই স্টপ লস হিট করবে অথবা আপনি যেখানে টেক প্রফিট দিয়েছেন সেটি ক্রোস করে যাবে কিন্তু টেক প্রফিট হিট করবে না ।

Fxaziz
2015-10-15, 11:52 PM
আমি ফরেক্স মার্কেট এ কাজ করতেছি কিছু দিন ধরে ।আমি রেগুলেট ওঁ নন রেগুলেট সম্পর্কে তেমন ধারণা নাই। তাই আমি মনে করি আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আমাদের সাহায্য করবেন। তবে অনেক এ মনে করে ট্রেডেরা যদি লস করে তাহলে ব্রোকারদের নাকি প্রফিট হয় ।তবে এটা অনেকের মধ্যে সত্যি হতে পারে। তবে এটা কিন্তু সব সময় হয় না। একটা ব্রোকার থেকে অনেক টাকা ইনকাম করা যাই। আপনি যত টাকা ইনকাম করেন না কেন ব্রোকারএর কোন লস নাই।

mlbasumata
2015-10-24, 02:23 PM
আপনাকে ধন্যবাদ ট্রেডারদের শুধু ভুল ধারণা দূর করা নয়, ব্যাপারটা এত সুন্দর করে বুঝিয়ে দেবার জন্য। অনেকেই না বুঝে ক্যুৎসা ছড়ায়, এজন্যই অনেকেই ফরেক্সে আসতে ভয় পায়। আশা করি এই পোস্ট দেখার পর তাদের মনের ভীতি দূর হবে।

iqbalearth
2015-11-23, 10:12 AM
আমরা যারা নতুন আছি তারা তো জানি না কোন ব্রোকার রেগুলেটেড এবং কোন ব্রোকার নন রেগুলেটেড । এখন যদি আপনি আমাদের একটু ক্লিয়ার করে বলেন তাহলে আমাদের সবার উপকার হয় । কারন এখানে আমরা যারা আছি তারা বেশিরভাগই নতুন এবং ব্রোকার সম্পর্কে এত ভালো বুঝি না। তাই রিয়াল ট্রেড করতে গেলে যেন খকোন সমস্যা না হয় তাই আমনার কাছে অনুরোধ করছি আপনি যেনে থাকলে আমাদের জানাবেন।

HKProduction
2015-12-09, 05:03 PM
আসলে ইন্সটা ফরেক্স বিশ্বব্যাপী এত বেশি প্রচলিত যে এটাকে আর নতুন করে পরিচিত করার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিশেষ করে আমি আমার প্রত্যেক পরিচিত প্রতিষ্ঠিত ট্রেডার ভাইদেরকে এখানেই ট্রেড করতে দেখি আর তাদের হাত ধরেই আমার এই জগতে আসা। তাই ধন্য ইন্সটা ফরেক্স। ধন্য আমি।

MotinFX
2015-12-14, 09:26 AM
ইনস্টা ফরেক্স ব্রোকার ভাল এটাতে কোন সন্দেহ নাই। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে বুঝে ট্রেড করতে হবে। এনালাইসিস ছাড়া ট্রেড করলে লস খাবেন এটা নিশ্চিত। একট ট্রেড এন্ট্রি নেওয়ার আগে শত বাগ নিশ্চিত হেয়ে ট্রেড করতে হবে।

shihab
2015-12-14, 09:41 AM
বিভিন্ন ব্রোকার ক্লায়েন্টদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন লোভনীয় অফার দিয়ে থাকে, এবং সেই অফারগুলো দেখে অনেকেই সেই ব্রোকার এ অ্যাকাউন্ট ওপেন করে ট্রেড করা আরাম্ভ করে, কিন্তু কিছুদিন পরি সেই ব্রোকারগুলো তাদের আশল চেহারা প্রদর্শন করেন, তারা বিভিন্ন কারনে পেমেন্ট আটকিয়ে দেয় এবং নানা অজুহাতে অ্যাকাউন্ট ব্লক করে দেয়।

HKProduction
2015-12-30, 05:23 PM
প্রফিট আমাদের দেহে ভিটামিন এম ( মানি ) এর মত কাজ করে। ভাল ব্রোকারে ট্রেড করলে আমাদের ডিপোজিটের ও ভাল নিরাপত্তা থাকে। তাই প্রতিটি ট্রেডারকে ব্রোকার নির্বাচনের আগে একবার ইন্সটা ফরেক্সের কথা ভেবে এখানেই ট্রেড করা উচিত। এখানে সব কিছুই খুব দ্রুত হয়।

yasir arafat
2016-04-05, 01:14 AM
আপনি ঠিকই বলেছেন।কিছু আজে বাজে ব্রোকার রয়ছে যারা স্কেম করে।আমি একটি লো স্প্রেড ব্রোকারে ট্রেড করেছিলাম এবং যাদের কোন রিকুয়েষ্ট ছিল না।আমি সেখানে দেখলাম আমার ভাল প্রফিট হচ্ছে।আসলে আমাদের একটি ভাল ব্রোকার নির্ধারণ করা দরকার।যাতে ভালভাবে ট্রেড করতে পারি।

RUBEL MIAH
2016-05-27, 10:31 PM
সব ব্রোকারের ট্রেড না করে আমরা সব সময় এই ইন্সটা ব্রোকারেই ট্রেড করার চেষ্টা করব । আমরা যদি সফলকাম হতে পারি তাহলে ইন্সটাব্রোকার দ্বারাই হতে পারব । সুতরাং অামরা সর্বদা অন্য সকল ব্রোকার বাদ দিয়ে এই ইন্সটাকেই বেছে নিয়েছি ।

fatema begum
2016-08-01, 02:14 AM
ইন্সটাফরেক্স রেগুলেটেট এবং এশিয়ার শ্রষ্ট ব্রোকার।এদের সাইটে প্রতিদিন হাজার হাজার ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করে।কারণ এদের সাপোট খুব ভাল। বিশ্বের বিভিন্ন দেশে এদের নিজস্ব লেংগুয়েছে সাপোটার বিদ্যমান।সুতরাং আমরা অনেক সময় নিজেদের ভাষায় তাদের ইমেইল দেখি।কারণ তারা ক্লায়েন্টের কাছে আসতে চায়।এত ধরনের সুবিধা পেলে সবাই চাইবে সে ব্রোকারে ট্রেড করতে ।

Forex Boy
2016-09-09, 03:43 PM
আসলে এটা ঠিক যে আপনি লস করুন ও লাব করুন তাতে ব্রকারের লাভ ছারা কিছুই হয়না মনে করেন আপনি একন ১ ডলার ট্রেড দিবেন তাহলে আপনি যখনি ট্রেড দিবেন দেখবেন আপনার ট্রেড টি লসে অপেন হোচ্ছে এর কারন হোল ট্রেড দেবার সাথে সাথেই ব্রকার আপনার কাছ থেকে ব্রকারেজ নিয়ে নিচ্ছে যদি ব্রকারেজ না নিত তাহলে আপনার ট্রেড টি ০.০০ তে ওপেন হোত।

H M R Al Amin
2017-03-23, 10:09 PM
আমি বলবো আপনি যদি অনলাইন যগতে ব্যবসা করতে চান তাহলে আপনি ইনেস্টা ফরেক্স এ কাজ করে ভাল লাভ করতে পারবেন । যদি আপনি মনোযোগ সহকারে মার্কেট বুঝতে চেস্টা করেন তাহলে আপনি মার্কেট বুঝতে সক্ষম হবেন আর আপনি তখনি মার্কেটে কাজ করে মাজা পাবেন । আপনি যখন মার্কেটে ভাল প্রফিট পাওয়া দিবেন তখন আপনার কাছে এই মার্কেট আরো জনপ্রিয় হয়ে উঠবে । তাই আপনি ইনেস্টা ফরেক্স মার্কেটে কাজ করলে ভাল লাভবান হতে পারবেন ।

Md Masud
2017-05-23, 10:17 PM
কোন ব্রোকার এ এ্যাকাউন্ট করব এবং কত ডিপোজিট করলে আমি ট্রেড করা শুরু করতে পারব । একটি সমস্যা হল আপনি স্টপ লস যেখানে দিয়েছেন তার আগেই স্টপ লস হিট করবে অথবা আপনি যেখানে টেক প্রফিট দিয়েছেন সেটি ক্রোস করে যাবে । আমরা যারা নতুন আছি তারা তো জানি না কোন ব্রোকার রেগুলেটেড এবং কোন ব্রোকার নন রেগুলেটেড ।

Nur Alam
2017-06-08, 02:41 PM
ফরেক্সে যদি আজেবাজে ব্রোকার এ ট্রেড করেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই ফরেক্সে ট্রেড করে প্রফিট লাভের জন্ন্য আপনাকে সবার আগে আজেবাজে ব্রোকার বাদ দিয়ে ভাল একটি ব্রোকার এর আওতাধীন হতে হবে তারপর আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে সঠীক ভাবে ট্রেড করতে হবে । তাহলে আপনি ফরেক্স থেকে সফলতা পাবেন । আর আপনি যদি আজেবাজে ব্রোকারে ট্রেড করেন তাহলে আপনি বড় রকম লস খেতে পারেন।

Nur Alam
2017-06-10, 05:56 PM
ফরেক্সে ব্রকার খুবই গুরুত্বপূর্ন বিষয়। আপনি যদি ভাল ব্রোকার ছাড়া আজেবাজে ব্রোকার ও ট্রেড কর৫এ থাকেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থগাকে আর আপনি যদি ভাল মানের ব্রোকারে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলে আপনার লঅস হবার সম,ভাবনা খুব কম থাকে।

Shadhin
2017-06-12, 01:06 PM
আপনি যদি ফরেক্সে আজে বাজে ব্রোকারে ট্রেড করেন তাহলে আপনি লস হবার সম্ভাবনা অনেক বেশি। আর আপনি যদি একটি ভাল মানের ব্রোকারে বুঝে শুনে আপনার দক্ষতা কে কাজে লাগিয়ে ট্রেদ করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে সফলতা পাবেন। সুতরাং বলা যায় যে ফরেক্সে ব্রোকার নির্ধারন করা অনেক গুরুত্বপুর্ন বিষয়।

Nur Alam
2017-06-12, 02:03 PM
ফরেক্সে সাধারনত আজে বাজে ব্রোকার এড়িয়ে চলা ভাল। আপনিও যদি ফরেক্সে আজে বাজে ব্রোকারে ট্রেড করে থাকেন থাওলে উক্ত ট্রেডে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর আপনি যদি ফরেক্সে একটি ভাল মানের ব্রোকারে বুঝে শুনে ট্রেড করতে পারেন তাহলা আপনার লাভ নহবে।

Nur Alam
2017-06-15, 02:29 PM
ফরেক্সে একটি ভাল মানের ব্রোকারে নির্ধারন করা অনেক গুরুত্বপুর্ন একটি বিষয়। আপনি যদি ফরেক্সে আজে বাজে ব্রোকারে ট্রেড করেন তাহলে আপনার লস হবার সম্ভাবনা অনেক বেশি । আর আপনি যদি ফরেক্সে বুঝে শুনে একটি ভাল মানের ব্রোকারে আপনার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে ট্রেড করতে পারেন তাহলে ফরেক্স আপনাকে নিয়ে যাবে উন্নতির চরম শেখরে।

Momen
2017-07-22, 07:41 AM
অনেক ব্রোকার আছে যারা সত্যি স্ক্যাম করে থাকে। তবে এই দিক দিয়ে ইনস্টা ফরেক্স অনেকটায় ভালো বলে আমি মনে করি। কারণ, আমি নিজেও ইনস্টা ফরেক্স এ ট্রেড করতে থাকি। আজ পর্যন্ত কোনো ধরণের সমস্যা দেখা যায় নাই। আশা করি ভবিষ্যৎ এও কোনো সমস্যা হবে না।

mahbubhb
2017-08-19, 08:40 AM
আমি মনে করি ফরেক্সে ট্রেড করে যদি লাভ করেন তাহলে ব্রোকারের লস হয় আর যদি আপনি লস করেন তাহলে ব্রুকারের লাভ হয় এটা সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক। কেননা আপনি লস করেন আর লাভ করেন, যাই করেন ব্রুকার কিন্তু লাভ করছে। আপনি যতবার একটি ট্রেড ওপেন করবেন তখন দেখবেন একটি নির্দিষ্ট পরিমানের এমাউন্ট কেটে নিয়েছে এটাই ব্রোকার এর লাভ। তাই প্রতিটি ব্রোকার চায় তাদের কাস্টমার ট্রেড করুক। আপনি যতক্ষণ মার্কেটে টিকে থাকবেন ততক্ষণ ব্রোকার আপনার মাধ্যমে লাভ করবে আর যদি লস করে বাদ পরে যান তাহলে ব্রোকার আর লাভ করতে পারবেনা। তা প্রতিটি ব্রোকার চায় তাদের কাস্টমার মার্কেটে টিকে থাকুক।

Mas26
2021-05-16, 10:05 PM
অবশ্যই আপনার লস কামনা করবে, এদেরকে বর্জন করতে শিখুন। কারণ ফরেক্স এর টেকনিক এর দিক দিয়ে ওরা আপনার চেয়ে অনেক এগিয়ে আছে। আর আপনি যদি মনে মরেন মার্কেট মেকার ব্রোকাররা আপনাকে ট্রেড করার জন্য লিভারেজ দেয়, তাহলে কিন্তু মস্ত বড় ভুল করবেন। কারণ, সম্পূর্ণ ট্রেডিং সিস্টেমটা যেখানে ওরা নিজেরাই নিয়ন্ত্রণ করছে সেখানে আবার লিভারেজ দিবার প্রয়োজন আছে নাকি।আসলে ট্রেডিং এর ক্ষেত্রে যদি আপনার ইমোশন নিয়ন্ত্রন করতে না পারেন তবে ফরেক্স আপনার বাদ দেওয়াই মনে হয় ভাল হবে। কারণ ফরেক্স এ রিভেন্জ ট্রেড মোটামুটি ৯০% টাইমে লস করায়। তাই সবার আগে ১০০% কনফার্ম ট্রেডে এন্ট্রি নিতে হবে। কনফিউজিং কোন ট্রেডে এন্ট্রি নেওয়া যাবে না।

EmonFX
2021-07-04, 05:55 PM
ফরেক্স ট্রেডিং এর জন্য একটি বিশ্বস্ত, গ্রহণযোগ্য, জনপ্রিয় ও রেগুলার বেজ ব্রোকার নির্ধারণ করা অনেক বেশি দরকারি। আপনি হয়তো অনেক ব্রোকারের নাম শুনে থাকবেন, তবে ইন্সটাফরেক্সের মত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ব্রোকার হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। সব ধরনের প্রকারের দেখা যায় পেমেন্ট নিয়ে কিছু না কিছু জটিলতা আছে, অনেক প্রকার কাজ করার পর ঠিকমত পেমেন্ট দেয় না। সেক্ষেত্রে ইন্সটাফরেক্সে একটি বিশ্বস্ত ব্রোকার হাউজ। আজ পর্যন্ত কারো কাছে শুনিনি ইন্সটাফরেক্স পেমেন্ট নিয়ে কোন ধরনের ঝামেলা করেছে। তাছাড়া ইন্সটাফরেক্স বিশ্বব্যাপী দক্ষ জনবল তৈরি করার প্রায়শ নিয়ে যে তৎপরতা চালিয়ে যাচ্ছে সেটা আর কোনো ব্রোকারের পক্ষে সম্ভব হয়নি। ইন্সটাফরেক্স হল এশিয়ার সর্ববৃহৎ ব্রোকার হাউজ। দিন দিন এর গ্রাহক সংখ্যা এবং পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ ইন্সটাফরেক্সের গুড উইল। আশা করা হচ্ছে অদূর ভবিষ্যতে ইন্সটাফরেক্স বিশ্বের সর্ববৃহৎ ব্রোকার হাউজে পরিণত হবে। অনেক ব্রোকার আছে কিছুদিন কার্যক্রম পরিচালনার পরে ট্রেডারদের ডলার মেরে দিয়ে উধাও হয়ে যায়। তাই ব্রোকার নির্ধারণের ক্ষেত্রে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।