PDA

View Full Version : নিউজ কি কখন কখন ভুয়া হয়?



mehedi12122
2015-01-08, 01:36 PM
বিভিন্ন দেশের যে নিউজ গুলো প্রকাশিত হয়, সেই নিউজ কি বাংলাদেশের নিউজের মত ভুয়া হয়?

যেমন বাংলাদেশে রাজনৈতিক ইমেজ বজায় রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কে ভাল অর্থনৈতিক নিউজ প্রকাশ করার জন্য চাপ সৃষ্টিকরে তেমনি কি বিদেশের ক্ষেত্রেও হয়? জানতে চাই।

যেমন বাংলাদেশের একটি নিউজ:

বাংলাদেশের প্রবৃদ্ধি বেরেছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, হরতাল, অবরোধ এর কারনে বাংলাদেশের প্রবৃদ্ধি বেরেছে

হাশিব না কাদিবো কিছু বুছিয়া পাইতেছি না।

বিবিএস এর কারন হিসেবে বলেছে...
হরতালের কারনে ১০ টাকার রিক্সা ভাড়া ৩০ টাকা, বিদেশী পর্যটক হোটেলে বন্ধী থাকায় বাড়তি রুম ভাড়া গুনতে হতে হয়েছে। পন্য আনা নেয়ার কারনে ট্রাক ভাড়া বেশি গুনতে হয়েছে ইত্যাদি ইত্যাদি।

(অবোরধে গাড়িই চলে না ভাড়া নিবো কেমনে? বিবিএস কি আমাদের মদন পাইছে?)


যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করেন তাদের কাছ থেকে যানতে চাই.....................

Newrakib
2015-01-15, 10:58 PM
হ্যাঁ, এমন টাই হয়ে থাকে। অনেক ভুল সংবাদ প্রকাশিত হয়ে থাকে।

A Momin Chowdhury262
2015-03-12, 12:44 PM
আমি মনে করিনা যে উন্নত দেশ থেকে বাংলাদেশের মত ভুয়া নিউজ প্রচার করবে । কারণ এতে করে তাদের লসই হবে বেশি ।

mybff
2015-03-22, 09:38 AM
ভাই বাংলাদেশের নিউজ যে ভুয়া হয় এটা ১০০% সত্যি । এরা বলে এক করে আরেক । তাই আমি বাংলাদেশের নিউজ নিয়ে মাথা ঘামাই না । কিন্তু আমার মনে হয় না অন্যান্য অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশ গুলো এমন ধরনের মিত্থ্যা সংবাদ প্রচার করবে । যাই হোক আমাদের নিউজ ফলো করেই কিন্তু ট্রেড করতে হবে তানাহলে একদিন না একদিন ধরা খেতেই হবে ।

ahsan
2015-04-11, 06:46 PM
ফরেক্স মার্কেটে সংক্রান্ত সব নিউজ যে সব সময় ট্র্রেডারদেরকে সঠিক রাস্তা দেখায় এমনটি নয়। অনেক সময় নিউজের ভুল ব্যখ্যা বা্ ভুল বিশ্লেষনের মাধ্যমে মার্কেট মেকার ব্রোকারগুলো ট্রেডারদেরকে ভুল পথে পরিচালিত করে মার্কেট ম্যানিপুলেট করে থাকে।

jjamin84
2015-06-05, 11:45 AM
আমার মতে অনেক সময় ভুল সংবাদ প্রকাশিত হয়ে থাকে। নিউজ ইভেন্ট গুলোর জন্য ট্রেডিং এর কৌশল বের করার আগে আমাদের দেখতে হবে কোন নিউজ ইভেন্ট গুলোর সময় আসলে ট্রেড করা উচিৎ।

basaki
2016-03-17, 06:16 PM
না আমি মনে করি নিউজ কোখনো ভুয়া হয় না কারন আমি দেখেছি নিউজ যখন আসে তখন ফরেক্স মার্কেটের মুবমেন্ট বেশি হয়ে থাকে। তাই আপনি যদি ফরেক্স মার্কেটের নিউজের সাথে সাথে ভাল করে দেখে শুনে ট্রেড করতে পারেন তবে আমি মনে করি অনেক ভাল করতে পারবেন আর লাভ হবে।

Md Akter Hossain
2016-03-17, 11:26 PM
হা ফরেক্স মার্কেটেও অনেক সময় ভুয়া নিউজ আপলোড হয় । যার ফল সরূপ মার্কেট হটাৎই বড় ধরনের স্পাইক হয় । এবং কিছুক্ষনের মধ্যেই মার্কেট আবার তার আগের প্রপইজে ফিরে আসে । তাই নিউজের টাইমে অনভিজ্ঞ ট্রেডাররা ট্রেড না করাই ভালো । এতে করে তাদের ব্যালেন্স খালি হবার সম্ভবনা কম থাকে ।

Tazul Islam
2016-03-26, 08:59 PM
বাংলাদেশ কে অন্য দেশের সাথে তুলনা করা ঠিক নয়। আমরা মাত্র উন্নত দেশ হতে চলেছি। আর যারা উন্নত দেশ তাদের সব কিছুই উন্নত। তাদের সংবাদ এর ভিত্তি আছে। আর ভিত্তি থাক আর না থাক সংবাদের পজেটিভ বা নেগেটিব বুজে ট্রেড করুন নতুবা ধরা খাবেন্।

RUBEL MIAH
2016-04-29, 09:10 PM
নিউজ আপলোডে ভুল হতে পারে কিন্তু নিউজ ভুল হতে পারে না । নিউজ হল মুদ্রার উপর নির্বর করে তারপর হয়ে থাকে । কখন মুদ্রা কি পরিস্থিতির সন্মুখীন হয় সেটা এই নিউজের মাধ্যমে জানতে পারা যায় । সুতরাং নিউজ কখনো ভূয়া হতে পারে না ।

basaki
2016-05-01, 03:00 PM
না আমি মনে করি না কারন ফরএক্স মার্কেটে যখন নিউজ প্রকাশ হয় তখন মার্কেটের মুবমেন্ট খুব ভাল হয়ে থাকে আর এই সময়ে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন অবে আপনি ভাল লাভের আসা করতে পারেন তাই আমি মনে করি নিউজ দেখে ট্রেড করাটা অনেক ভাল। না হলে লস হবে।

maziz6989
2016-07-20, 04:59 PM
ভাই ফরেক্স মার্কেট এ আজ পর্যন্ত ভুযা নিউজ দেখি নাই। এমন হতে পারে যে একটা নিউজের ইমপেক্ট কম বা বেশি হতে পারে কিন্তু নিউজ ভুয়া হতে পারে না্। আর এটা বাংলাদেশ এর আবালদের নিয়ে চলা কোন মার্কেট নয়। তাই এখানে এমন কোন কিছুর সুযোগ নেই।

Sahed
2016-07-23, 11:55 AM
নিউজ কখনও ভূয়া হয় না । তবে যারা বা যে সাইটের মাধ্যমে আমরা নিউজ পাই তারা হয়তো কখনও কখনও ভূয়া নিউজও দিতে পারে । কারন এতে করে তার ক্ষুদ্র মার্কেটারদের একদিকে দিয়ে বিপরীত দিকে তারা ট্রেড করতে পারে । যার ফলশ্রুতিতে তারা অনেক ডলার আয় করে নেয় ।

milonkhanfx1993
2016-09-29, 08:53 PM
বিভিন্ন দেশের যে নিউজ গুলো প্রকাশিত হয়, সেই নিউজ কি বাংলাদেশের নিউজের মত ভুয়া হয়?

যেমন বাংলাদেশে রাজনৈতিক ইমেজ বজায় রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কে ভাল অর্থনৈতিক নিউজ প্রকাশ করার জন্য চাপ সৃষ্টিকরে তেমনি কি বিদেশের ক্ষেত্রেও হয়? জানতে চাই।

যেমন বাংলাদেশের একটি নিউজ:

বাংলাদেশের প্রবৃদ্ধি বেরেছে
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বলছে, হরতাল, অবরোধ এর কারনে বাংলাদেশের প্রবৃদ্ধি বেরেছে

হাশিব না কাদিবো কিছু বুছিয়া পাইতেছি না।

বিবিএস এর কারন হিসেবে বলেছে...
হরতালের কারনে ১০ টাকার রিক্সা ভাড়া ৩০ টাকা, বিদেশী পর্যটক হোটেলে বন্ধী থাকায় বাড়তি রুম ভাড়া গুনতে হতে হয়েছে। পন্য আনা নেয়ার কারনে ট্রাক ভাড়া বেশি গুনতে হয়েছে ইত্যাদি ইত্যাদি।

(অবোরধে গাড়িই চলে না ভাড়া নিবো কেমনে? বিবিএস কি আমাদের মদন পাইছে?)


যারা ফান্ডামেন্টাল এনালাইসিস করেন তাদের কাছ থেকে যানতে চাই.....................

নিউজ সমুহের রহস্য আমি খুজে পাই নাই তবে নিউজ গুলো ভুয়া না কারন আপনি বিবিসি ,ব্লুম্বারগ থেকে এসকল নিউজ সরাসরি দেখতে পারেন এমন কি তার প্রভাব সরাসরি মার্কেট এর উপর এসে পরে তাই এগুলো ভুয়া না।

Dilip05
2016-09-30, 08:26 AM
নিউজের পার মার্কেট অনেক সময় নিউজের পক্ষে থাকে না। কারন নিউজটা সঠিক নাও হতে পারে। তাই অভিজ্ঞরা ছাড়া নিউজ ট্রেড না করাই ভাল।

motiar
2016-09-30, 09:12 AM
হ্যা নিউজ অনেক সময় ভুল হয় । যদি নিউজ ভুল না হতো তাহলে কেউ লসে পড়তোনা । কার ন ভবিশ্যত অরথনিতির মুল্যায়ন করা হয় কতগুলি এনালাইসেসের উপর অনুমান ভিত্তিক সেখানে ভুল হতেই পারে ।

Dilip05
2016-10-03, 06:02 AM
নিউজ অনুযায়ী সবসময় মার্কেট মোভ করে না। বরং মার্কেট মাঝে মধ্যে বিপরীত দিকে যাত্রা করে। এতে ট্রেডাররা লসের মধ্যে পড়ে যায়। ফরেক্স মার্কেটে সংক্রান্ত সব নিউজ যে সব সময় ট্র্রেডারদেরকে সঠিক রাস্তা দেখায় এমনটি নয়। অনেক সময় নিউজের ভুল ব্যখ্যা বা্ ভুল বিশ্লেষনের মাধ্যমে মার্কেট মেকার ব্রোকারগুলো ট্রেডারদেরকে ভুল পথে পরিচালিত করে মার্কেট ম্যানিপুলেট করে থাকে।

MoinFX
2016-10-03, 12:54 PM
নিউজ কখনো কখনো ভুয়া হয়না তবে সব নিউজের কারনে মার্কেট আপডাউন করবে সেটা বলা যায় না কারন একটা নিউজ আরেকটা নিউজ কে প্রভাবিত করে একদিনে আমেরিকা এবং ইউরোর নিউজ থাকে তবে আমেরিকার নিউজ বেশি প্রভাব পড়বে আমাদের কে সেটা বুঝতে হবে।

udaydebnath
2016-10-03, 08:14 PM
উন্নত দেশের নিউজ কখনো বুয়া হতে পারে না। তারা যথেষ্ট যাচাই করে নিউজ প্রকাশিত করে। নিউজ প্রকাশিত হবার পর মার্কেটে তার প্রভাব কম বা বেশি পরতে পারে। প্রভাব না পরলে মনে হতে পারে যে নিউজটি হয়ত বুয়া ছিল। কিন্তু বাস্তব তা নয়, শুধুমাত্র একটি নিউজ ফরেক্স মার্কেটকে যথেষ্ঠ প্রভাবিত নাও করতে পারে।

Hassan Raja
2016-10-04, 03:08 PM
নিউজ ভূল হওয়ার সম্ভবনা খুব কম। তবে নিউজ বিশ্চেশন করে ট্রেড করার অনেক সময় ভূল হয়। নিউজ এর সাথে সাথে ফরেক্স মার্কেট এ্যনালাইসিস জানতে হবে এবং প্রতিদিন বিভিন্ন এ্যনালাইসিস পড়তে হবে।

mithun30
2016-10-04, 10:00 PM
নিউজ ট্রেডিং এ অল্প সময় এ প্রফিট করা যায় আবার লস ও করা যায় আমি অনেক দিন থেকে নিউজ ট্রেড করার চেষ্টা করতেছি কিন্তু শুধু লস ই করি আর তাই আপনারা যারা ভাল নিউজ ট্রেড করেন তাদের বলছি,আপনারা যদি আপনাদের নিউজ ট্রেডিং এর সিস্টেম টা শেয়ার করেন তাহলে আমি খুব উপকৃত হতাম তাছাড়া নিজে থেকে কিছুই করতে পারছি না।

nisho5533
2016-11-28, 12:10 AM
আমি মনে করি ফরেক্স যারা নিউজ দেয় তারা অনুমান করে নিউজ দেয় | কারও টা খাটে আবার কারও টা না | ফরেক্স মাকেট করতে হলে আমি মনে করি নিউজ দেখে ট্রেড করা উচিত তাহলে আপনার লস এর পরিমান কম আর লাভ হতে পারে | ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনেকরি নিউজ আয় করা সম্ভব |

bank1
2016-11-28, 12:35 AM
নিউজ কখনো ভুল হতে পারেনা। তবে নিউজের ফরকাষ্ট এবং এ্যাকচুয়ালের মধ্যে একটু পার্থক্য হতে পারে। আবার কখনো নিউজ আপলোড করতে ভুল হতে পারে। তবে নিউজের ব্যাপারে সব সময় নজর রাখতে হবে। কেননা নিউজের উপর ভিত্তি করে মার্কেট অনেক উঠানামা করতে পারে।

maziz6989
2016-11-29, 10:50 PM
আসলে কোন নিউজএজেন্সি এভাবে ভূয়া বা বানোয়াট নিউজ পাবলিশড করে না কেননা ভবিষ্যতে তাদের বেশ বড় খেসারত দিতে হতে পারে। তাই নিউজ এজেন্সি গুলো সচরাচর এমন ডাহা মিথ্যা সংবাদ পরিবেশন করে না। তবে অনেক এনালিস্ট তাদের ফোরকাস্ট দিয়ে থাকেন তা বিপরীতও হতে পারে।