View Full Version : আপনার মতে ফরেক্স এ মাল্টিটাস্কিং কি ভালো
mehedi12122
2015-01-08, 02:00 PM
আমাদের লাইফে যেমন সবকিছু করা সম্ভব না তেমন ফরেক্স মার্কেটেও সব কিছু নিয়ে কাজ করা সম্ভব না, যদি করেন তবে লসের সম্মুখীন হবেন এবং তা অবধারিত। চিন্তা করে দেখুন, আপনি আজ যদি অফিসে না যেতেন তবে বাসায় আরও কিছুক্ষন ঘুমাতে পারতেন। তাই এখানে আপনি ঘুম বাদ দিয়ে অফিসে কাজ করতে গেলেন, কিন্তু অনেকে দেখবেন অফিসেই ঘুমায়। তারা ভালমত ঘুমাতেও পারে না আবার অফিসের কাজ ও করতে পারে না, উল্টো অনেক বিপদের সম্মুখীন হয়। আমরা মানুষ, আমরা মাল্টিটাস্কিং করতে পারি। কিন্তু সবসময় মাল্টিটাস্কিং মানায় না, তা যদি হত তা হল দেখা যেত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে।
TselimRezaa
2015-07-13, 05:08 PM
আসলে আমি যে কাজই করিনা কেন তাতে মাল্টিটাস্কিং করি। একরকম অভ্যাস হয়ে গেছে । বরং মাল্টিটাস্কিং করেই ভালো ফল পাই বলে আমার মনে হয়। তবে আমার মতে ফরেক্সে মাল্টিটাস্কিং করা উচিত নয়। কারন এতে প্রতি মূহুর্তে মার্কেট মুভ করে। তাই একবার বেখেয়ালি হয়ে গেলে বড় ধরনের লসও হয়ে যেতে পারে। তাই আমি মনে করি ফরেক্সে মাল্টিটাস্কিং পরিহার করা উচিত।
shakawath
2015-10-22, 05:42 PM
যারা মাল্টিটাস্কিং করে অভ্যস্ত তাদের এই বিষয় নিয়ে বেশি ভাবতে হয় না। তবে আমার মতে ফরেক্সের ক্ষেত্রে মাল্টিটাস্কিং না করাই ভাল। এতে ট্রেডের উপর প্রভাব পড়তে পারে। নিয়ম মেনে ট্রেড করাও প্রায়ই সম্ভব হয় না। আমি অনেক চেষ্টার পর এই সিদ্ধান্তে এসেছি যে যখন ফরেক্সে ট্রেড করব তখন অন্যান্য কাজ থেকে বিরত থাকব। তবে কিছু সময় পেলে অন্যান্য কাজ করে থাকি না, এমন নয়।
basaki
2016-01-20, 07:25 PM
আসলে আপনার কথাটা একবারে টিক মাল্টিটাস্কিন করা সব সময় সম্বব না। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।
Marufa
2016-01-20, 07:57 PM
আমিও তাই মনে করি । ফরেক্স মার্কেটে যে কোন একটি বিষয় নিয়ে ভালভাবে জানতে পারলে এবং সেই বিষয়টা কাজে লাগাতে পারলেই উপকার । উল্টা পাল্টা অনেক বিষয় নিযে চিন্তা করে শুধু শুধু লসের সম্মুখীন হওয়া ছাড়া আর কোন লাভ হয় না । মানুষ এর মস্তিক এমন ভাবে তৈরি যে সেটি মাল্টি টার্স্কিং করা সম্ভব নয় ।
Md Akter Hossain
2016-01-20, 08:58 PM
মাল্টি টার্স্কিং বিষয়টাকে আমি পছন্দ করি না । কেননা ফরেক্স মার্কেটে মাল্টি টার্স্কিং করে খুবে বেশি লাভ হয়না । আপনি আরো বড় ধরনের লস করবেন শুধুশুধু । কি ধরকার আছে মাল্টি টার্স্কিং করার । আপনি যখন ফরেক্স করবেন তখন অনান্য কাজ বাদ দিয়ে ফরেক্স নিয়ে থাকলিই ভালো করবেন ।
sharifulbaf
2016-01-24, 05:14 PM
ফরেক্স মার্কেট এ ব্যাবসা করতে হলে আমাদের কাজের বাইরে ফরেক্স ট্রেডিং করে থাকি,তাই আমাদের ফরেক্স ট্রেডিং করার ফাকে আমরা আমাদের সংসারের কাজ করে থাকি,তাই ফরেক্স থেকে অনেক ইনকাম করা যায়,তাই ভাল করে ফরেক্স ট্রেডিং করতে পারলে অনেক ভাল করা যায়,কারন ফরেক্স থেকে আয় করা যায়।
MotinFX
2016-01-24, 07:42 PM
ফরেক্স মার্কেটের পাশাপাশি আমি পরিবারের বিভিন্ন কাজ করতে হয় কারন ফরেক্স করার পাশাপাশি আমাদের কে অারো কাজ করা উচিত তাহলে আমাদের আর ফ্রেমে মার্কেটে চাপ মক্ত ভাবে কাজ করা যায়। মাল্টি টাস্কিং আমার কাছে ভাল লাগে এই কাজটা করতে করতে আমার অভ্যাসে পরিনত হয়ে গেছে এখ। চেস্টা করছি এটা বিরত থাকার জন্য।
Realifat
2016-01-24, 09:30 PM
আমার মতে ফরেক্সে মাল্টিটাস্কিং না করাই ভালো।কারন ফরেক্স এমন ব্যবসা যেখানে মনযোগের সামান্য ঘাটতি হলেই বড় ধরনের লস বা বিপদে পরে যেতে পারেন। এজন্য ফরেক্স খুব মনযোগের সহিত ট্রেড করার চেষ্টা করতে হবেএবং ফরেক্সের সময় মাল্টিটাস্কিং পরিহার করে ট্রেডিং করার চেষ্টা করতে হবে।
raju0000
2016-01-26, 04:23 PM
জি আসলে আপনি ফরেক্স করার পাশাপাশি বা অন্য কোনো কাজ করার পাশাপাস্জি খুব সহজেই ফরেক্স বেবসা করতে পারেন. ইটা তেমন কোনো বেপার না, তারা চাইলেই অফিস করার পাশাপাশি ফরেক্স বেব্সাহ চালিয়ে যেতে পারেন, নিয়ম মত ট্রেড করতে হবে, নতুবা সারা রাত জেগে ট্রেড করলে আপনি সারাদিন ঘুমানো ছাড়া অন্য কোনো কাজে মনোযোগ দিয়ে উঠতে পারবেন না.
maziz6989
2016-05-29, 12:30 PM
আসলে ফরেক্স মার্কেট আপনাকে সফল হতে হলে অবশ্যই মাল্টি টাস্কিং জানতেই হবে। কেননা যখন আপনি একটা বাই বা সেল পজিশন নিচ্ছেন তখন আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে সেই ঐ দেশের অর্থনীতির প্রতিও খবর রাখতে হবে। সাধারণ ট্রেডার সেন্টিমেন্ট কোন দিকে তাও আপনার নজরে থাকতে হবে। আরও অনেক কিছু আছে তা আর নাই বা বললাম।
RUBEL MIAH
2016-05-29, 11:04 PM
ফরেক্স করতে গেলে আমরা অন্য কোন ব্যবসার দিকে আর আকৃষ্ট হব না । কারণ অন্য সকল ব্যবসার দিকে অাকৃষ্ট হলে অঅমরা জীবনে সফলতা অর্জন করতে পারব না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য মাল্টিটাস্কিং কখনোই করব না ।
Mamun13
2017-06-19, 06:06 PM
মাল্টি টাস্কিং বা একই সাথে একাধিক কাজে মনোযোগ দেওয়া খুবই কঠিন ব্যাপার৷সুপার মেধাবীদের দ্বারা সম্ভব হতেও পারে তবে ফরেক্স মার্কেটে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করার জন্য আরোও বেশি সুপার ফাষ্ট মেধা বা মনোযোগের প্রয়োজন পড়ে৷আপনার মেধা থাকলেও সময় কোথায় পাবেন৷তবে অল্প করে কিছু কিছু লং পজিশনের ট্রেড করা সম্ভব৷
Md.shohag
2020-12-01, 06:31 PM
আসলে আপনার কথাটা একবারে টিক মাল্টিটাস্কিন করা সব সময় সম্বব না। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।
FRK75
2021-06-23, 04:52 PM
ফরেক্স মার্কেটে যে কোন একটি বিষয় নিয়ে ভালভাবে জানতে পারলে এবং সেই বিষয়টা কাজে লাগাতে পারলেই উপকার । উল্টা পাল্টা অনেক বিষয় নিযে চিন্তা করে শুধু শুধু লসের সম্মুখীন হওয়া ছাড়া আর কোন লাভ হয় না । মানুষ এর মস্তিক এমন ভাবে তৈরি যে সেটি মাল্টি টার্স্কিং করা সম্ভব নয় ।
আমার মতে ফরেক্সের ক্ষেত্রে মাল্টিটাস্কিং না করাই ভাল। এতে ট্রেডের উপর প্রভাব পড়তে পারে। নিয়ম মেনে ট্রেড করাও প্রায়ই সম্ভব হয় না। আমি অনেক চেষ্টার পর এই সিদ্ধান্তে এসেছি যে যখন ফরেক্সে ট্রেড করব তখন অন্যান্য কাজ থেকে বিরত থাকব। কারন ফরেক্স এমন ব্যবসা যেখানে মনযোগের সামান্য ঘাটতি হলেই বড় ধরনের লস বা বিপদে পরে যেতে পারেন। এজন্য ফরেক্স খুব মনযোগের সহিত ট্রেড করার চেষ্টা করতে হবে।
samun
2021-10-31, 12:39 PM
আসলে এসকল বিষয়াদি সম্পর্কে আমাদের ফোরামে যেই বিষয় নিয়ে উপস্থাপন করা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ট্রেডারদের জন্য এটি খুবই সহায়ক তাই আমি মনে করি প্রতিটি নারীর উচিত ফোরামে সকল বিষয়াদি সম্পর্কে অভিজ্ঞ পূর্বের পোস্ট গুলো পড়া তাহলে তারা তাদের কর্মদক্ষতাকে আরো বেশি বৃদ্ধি করতে পারবে
Mas26
2021-10-31, 07:17 PM
আসলে আপনার কথাটা একবারে টিক মাল্টিটাস্কিন করা সব সময় সম্বব না। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। আসলে আমি যে কাজই করিনা কেন তাতে মাল্টিটাস্কিং করি। একরকম অভ্যাস হয়ে গেছে । বরং মাল্টিটাস্কিং করেই ভালো ফল পাই বলে আমার মনে হয়। তবে আমার মতে ফরেক্সে মাল্টিটাস্কিং করা উচিত নয়। কারন এতে প্রতি মূহুর্তে মার্কেট মুভ করে। তাই একবার বেখেয়ালি হয়ে গেলে বড় ধরনের লসও হয়ে যেতে পারে। তাই আমি মনে করি ফরেক্সে মাল্টিটাস্কিং পরিহার করা উচিত।তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।উল্টা পাল্টা অনেক বিষয় নিযে চিন্তা করে শুধু শুধু লসের সম্মুখীন হওয়া ছাড়া আর কোন লাভ হয় না। মানুষ এর মস্তিক এমন ভাবে তৈরি যে সেটি মাল্টি টার্স্কিং করা সম্ভব নয়।
Mas26
2021-10-31, 08:35 PM
ফরেক্স মার্কেটের পাশাপাশি আমি পরিবারের বিভিন্ন কাজ করতে হয় কারন ফরেক্স করার পাশাপাশি আমাদের কে অারো কাজ করা উচিত তাহলে আমাদের আর ফ্রেমে মার্কেটে চাপ মক্ত ভাবে কাজ করা যায়।মাল্টি টার্স্কিং বিষয়টাকে আমি পছন্দ করি না।কেননা ফরেক্স মার্কেটে মাল্টি টার্স্কিং করে খুবে বেশি লাভ হয়না। আপনি আরো বড় ধরনের লস করবেন শুধুশুধু কি ধরকার আছে মাল্টি টার্স্কিং করার।আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।আপনি যখন ফরেক্স করবেন তখন অনান্য কাজ বাদ দিয়ে ফরেক্স নিয়ে থাকলিই ভালো করবেন।
ফরেক্স এমন ব্যবসা যেখানে মনযোগের সামান্য ঘাটতি হলেই বড় ধরনের লস বা বিপদে পরে যেতে পারেন। এজন্য ফরেক্স খুব মনযোগের সহিত ট্রেড করার চেষ্টা করতে হবে। আপনি আরো বড় ধরনের লস করবেন শুধুশুধু । কি ধরকার আছে মাল্টি টার্স্কিং করার । আপনি যখন ফরেক্স করবেন তখন অনান্য কাজ বাদ দিয়ে ফরেক্স। ফরেক্স করার পাশাপাশি আমাদের কে অারো কাজ করা উচিত তাহলে আমাদের আর ফ্রেমে মার্কেটে চাপ মক্ত ভাবে কাজ করা যায়। মাল্টি টাস্কিং আমার কাছে ভাল লাগে এই কাজটা করতে করতে আমার অভ্যাসে পরিনত হয়ে গেছে এখ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.