PDA

View Full Version : ফরেক্স-এ একাউন্টে ওভার প্রফিট এবং জিরো হবù



robi_21123
2015-01-08, 08:03 PM
ফরেক্স এ ও একাউন্ট জিরো হবেনা। আবার শেয়ার এ ও একাউন্ট জিরো হবে। কিভাবে?
আপনার একাউন্ট জিরো হবে নাকি হবেনা সেটা নির্ভর করছে আপনি কত লেভারেজ নিচ্ছেন, কত ট্রেড দিচ্ছেন সেটার উপর।
আবার শেয়ারেও একাউন্ট জিরো হবে যদি আপনি ১:২ ও লেভারেজ নেন।
কারণ শেয়ার মার্কেট এ ও লেভারেজ নেয়ার সুযোগ আছে যদিও সেটা ফরেক্স এর মত এত বিশাল না। মনে করেন আপনি ১০০০ শেয়ার কিনেছেন ৩০ টাকা দামে। আপনার ইনভেষ্ট ১৫০০০ টাকা ব্যাংকের লোন ১৫০০০ টাকা। এখন সে শেয়ারের দাম যদি ১৫ টাকার নিচে চলে আসে তখন কিন্তু আপনার একাউন্টটাও জিরো হবে।
আর ফরেক্স এ ও যদি আপনি লেভারেজ না নেন তাহলে একাউন্ট জিরো হবেনা। কারণ ১ eur তে ১.৩৩ ডলার পাওয়া যাচ্ছে। বা ১ ডলারে .৭৫ eur পাওয়া যায়। তাই এই মুহুর্তে যদি আপনি ২০০০ ডলার ইনভেষ্ট করে .০১ লট বা ১০০০ eur কিনে রাখেন তাহলে যদি eurএর এগেইনেষ্ট এ usd ৭৫০০ পিপস পড়ে একেবারে ডলার এর দাম শুন্যও হয়ে যায় আপনার লস হবে ৭৫০ ডলার। একাউন্ট একেবারে শুন্য হবেনা। যদিও সেটা কখনো সম্ভব না দুটি শক্তিশালী মূদ্রার বিনিময় হার কখনো শুন্যতে নামতে পারেনা। (আমার ক্যালকুলেশনে কিছুটা এদিক সেদিক হতেও পারে)
তো আমাদের একাউন্ট কেন জিরো হয়? আসলে জিরো হবার মুল কারণ হলো আমাদের লেভারেজ নেয়া। আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি। এখন মার্কেট যদি উল্টাদিকে যায়, বা eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার এবং মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই।
কিন্তু আমরা যদি লেভারেজ ১:১ নিতাম তাহলে আমি ট্রেড দিতে পারতাম কম। ধরেন আমি .০১ লটে যদি ট্রেড দেই (১০০০ ডলার পরিমাণ বাই বা সেল) তাহলে ২০০ পিপস মার্কেট বিপরীতে গেলে আমাদের লস হতো ২০ ডলার। এরপর যদি মার্কেট সেখান থেকে আবার ঘুরে ৩০০ পিপস পড়ে যেতো তাহলে আমাদের লাভ হতো ৩০ ডলার। এভাবেই লেভারেজের কারণে বড় ট্রেড নেবার কারণেই আমাদের একাউন্ট জিরো হয়। লেভারেজের কারণে যেভাবে একাউন্ট এ প্রফিট হয় তেমনি লস ও হয়।

fxover
2015-09-20, 01:55 AM
হ্যাঁ ভাই ফরেক্সে একাউন্ট জিরো হবার সম্ভাবনা খুব কম যদি আমরা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি । কিন্তু বাস্তবে দেখা যায় আমরা ফরেক্স এ অনেক বার আমাদের একাউন্ট জিরো করি আর এর একমাত্র কারন হচ্ছে মানি ম্যনেজমেন্ট না মেনে ট্রেড করা । আমরা যদি মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করি তাহলে আমাদের একাউন্ট কখনই জিরো হবে না কারন আমরা ফরেক্সে একই সাথে কোন কারেন্সি পেয়ার বাই এবং সেল দুটোই করতে পারি । কিন্তু স্টক মার্কেটে এ সুযোগ নাই ।

MotinFX
2015-09-20, 11:29 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা খুব কম যদি মানি ম্যানেজমেন্ট মেনে চলে।। আমারা যারা নতুন ট্রেড করি কখনো মানি ম্যানেজমেন্ট মেনে চলিনা। আমাদের ইনভেস্ট এর তুলনাই বড় লটে ট্রেড অপেন করে থাকি তাই আমাদের একাউন্ট জিরো হওয়ার অন্যতম কারন। আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল করে জ্ঞান অর্জন করা।

swadip chakma
2015-09-23, 09:26 PM
ফরেক্স এ একাউন্ট ওভার প্রফিট হলে অবসস্যাই একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে,কেন না বুজে ট্রেড করলে তাহলে যে কোন মুহূত্তে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা থাকবে ।তাই ফরেক্স করার জন্য আগে মানি মেনেজমেন্ট মানতে হবে ,না মানলে অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে।তাই না বুজে কখনও ওভার প্রফিট নেওয়া যাবে না।

FxAhsan
2015-09-29, 05:17 PM
এর নামই মানি ম্যানেজমেন্ট, এটা ছাড়া কোন উপায় নাই,আমাদের অনেকই ১০০ ডলার ইনভেস্ট করে ১ স্ট্যান্ডার্ড লটে ট্রেড ওপেন করে ফেলি যার ফলে অনেকেই কম সময়ে যেভাবে লাভ করে তেমনি কম সময়ে হারিয়েও যা।ফরেক্সে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্ট এর কোন বিকল্প নাই।

AbuRaihan
2015-10-11, 03:18 PM
ফরেক্সে একাউন্ট জিরো হওয়ার মূল কারণ হল যথাযথভাবে মানি ম্যানেজমেন্ট অণুসরণ না করা । সবাই চায় ফরেক্স হতে আনলিমিটেড আয় করতে । অনেক ট্রেডার এই আনলিমিটেড আয় করার জন্য কোন ধরনের মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে চান না । যার কারণে বড় লটে ট্রেড ওপেন করেন এবং মার্কেট প্রতিকূলে যাওয়ার ফলে আমাদের লস হয়ে থাকে । আমার দেখা ও জানা মতে খুব কম একাউন্টই ওভার প্রফিট করে । তবে আমার পরামর্শ হল মানিম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো না করলে আমাদেরই লস , তাই যথার্থভাবে এটা অনুসরন করার চেষ্টা করুন ।

basaki
2016-01-01, 09:55 AM
আমরা যারা নতুন ট্রেডার তারা সবাই মনে করি ফরেক্স মার্কেটে ট্রেড করা খুব সহজ। কিন্তু ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা কত কঠিন একমাত্র তারাই বলতে পারবে যাদের একাউন্ট বেশ কয়েকবার জিরু করেছে। তবে আমর মতে যদি একজন ট্রেডার মানি মেনেজমেন্ট করে ট্রেড করে তাহলে লস এর ছেয়ে লাভমান হবে অনেক বেশি। আর আমাদের লোভটাকে একটু সামাল দিতে হবে।

Rahat015
2016-01-03, 10:10 AM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা খুব কম যদি মানি ম্যানেজমেন্ট মেনে চলে।। আমারা যারা নতুন ট্রেড করি কখনো মানি ম্যানেজমেন্ট মেনে চলিনা।আমর মতে যদি একজন ট্রেডার মানি মেনেজমেন্ট করে ট্রেড করে তাহলে লস এর ছেয়ে লাভমান হবে অনেক বেশি। আর আমাদের লোভটাকে একটু সামাল দিতে হবে।

sharifulbaf
2016-01-25, 06:00 PM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে আমরা আমাদের ব্যালেন্সকে টিকিয়ে রাখতে পারি,যদি আমরা ফরেক্স মার্কেট এ লিভারেজ কম।নিয়ে ফরেক্স ট্রেডিং করলে অনেক সময় আমাদের লস অনেক কম হবে ব্যালেন্স জিরো হবে না,তাই আমাদের লিভারেজ এমনভাবে নিতে হবে যাতে আমাদের ব্যালেন্স জিরো হবেনা।

Md Akter Hossain
2016-01-25, 09:01 PM
যারাই মার্কেট থেকে অভার প্রফিটের চিন্তা করেছে তারাই আজ ফরেক্সে নাই । তারা কবেই হাওয়া হয়ে গিয়েছে । অতিরিক্ত লোভ করা মোটেও ভালো না । আমার মতে ফরেক্স থেকে প্রথম ৩-৪ বছর প্রফিট করার চিন্তা বাদ দেয়া দরকার । আপনাকে ঐ সময়টা কিভাবে মার্কেটে টিকে থাকতে হয় সেটা শিখা দরকার ।

maziz6989
2016-05-31, 05:58 PM
আসলে একাউন্ট জিরো হবার প্রথম এবং প্রধা্ন কারণ হল ওভার ট্রেডিং এবং মানি ম্যানেজ মেন্ট না ফলো করা। তবে আরও কিছু কারণ আছে একাউন্ট জিরো হবার তা হল ট্রেড করতে না শিখে ট্রেড শুরু করা এবং হুতাশে বাই বা সেল করতেই থাকা। তবে আরও কিছু কারণ আছে যেগুলো উল্লেখ করার মত নয়।

dwipFX
2016-06-07, 11:38 AM
ফরেক্স মার্কেটে আমরা সব কিছু মানি চলি তাহলে আমাদের একাউন্ট জিরো হবেনা কারন বেশি লিভারেজ নিয়ে ট্রেড করলে একাউন্ট জিরো হওয়ার সম্বাবনা বেসি থাকে। ফরেক্স মার্কেটে আমার লসের প্রধান কারন হল অতিরিক্ত ট্রেড করা। তাই আমাদের কে অতিরিক্ত ট্রেড থেকে দুরে থাকতে হবে।

HKProduction
2016-06-22, 04:51 AM
হাই লিভারেজ নতুন ট্রেডারদের জন্য হাই রিস্ক বহন করে। তাই আমাদের কখনো বেশি লিভারেজ নিয়ে ট্রেড করা উচিত নয়। কেননা লিভারেজ বড় হলে আমরা বড় লটে ট্রেড করার সুযোগ পাই যা আমাদের লোভকে অনেক বাড়িয়ে দেয় এবং আমরা লস করতে করতে ব্যালেন্স জিরো করে ফেলি। সুতরাং আমরা যদি কম লিভারেজে ট্রেড করি তাহলে আমরা কখনোই বড় লটে ট্রেড করতে পারব না। অর্থাৎ আমাদেরকে ছোট লটে ট্রেড করতে হবে।

Md. Tariqul Islam
2016-06-22, 06:35 PM
অনেক ট্রেডার এই আনলিমিটেড আয় করার জন্য কোন ধরনের মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে চান না । যার কারণে বড় লটে ট্রেড ওপেন করেন এবং মার্কেট প্রতিকূলে যাওয়ার ফলে আমাদের লস হয়ে থাকে । আমার দেখা ও জানা মতে খুব কম একাউন্টই ওভার প্রফিট করে । তবে আমার পরামর্শ হল মানিম্যানেজমেন্ট সঠিকভাবে ফলো না করলে আমাদেরই লস , তাই যথার্থভাবে এটা অনুসরন করার চেষ্টা করুন । আমারা যারা নতুন ট্রেড করি কখনো মানি ম্যানেজমেন্ট মেনে চলিনা।আমর মতে যদি একজন ট্রেডার মানি মেনেজমেন্ট করে ট্রেড করে তাহলে লস এর ছেয়ে লাভমান হবে অনেক বেশি। আর আমাদের লোভটাকে একটু সামাল দিতে হবে।

RUBEL MIAH
2016-06-23, 06:14 PM
আমার যে কয়টি এ্যাকাউন্ট জিড়ো হয়েছে সব কয়টি ওভার ট্রেড করার জন্যই হয়েছে । সুতরাং আমার মত কেহ আপনারা এই ওভার ট্রেড করবেন না তাহলেই কিন্তু বিপদে পড়ে যাবেন । অতএব ধৈর্য্যের সাথে এই ব্যবসা করতে থাকেন তাহলেই সফলকাম হতে পারবেন ।

Rahat015
2016-06-24, 12:52 PM
আমরা জনি একাউন্ট কে ঠিক রাখতে মানি মেনেজমেন্ট এর গুরুত্ব অপরিসীম। সবাই চায় ফরেক্স হতে আনলিমিটেড আয় করতে । অনেক ট্রেডার এই আনলিমিটেড আয় করার জন্য কোন ধরনের মানি ম্যানেজমেন্ট অনুসরণ করতে চান না । যার কারণে বড় লটে ট্রেড ওপেন করেন এবং মার্কেট প্রতিকূলে যাওয়ার ফলে আমাদের লস হয়ে থাকে ।

Sahed
2016-07-28, 06:42 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

Realifat
2016-07-30, 03:48 PM
আপনি অনেক ভালো বলেছেন। ফরেক্স এমন একটা মার্কেট যেখানে ভালোভাবে মানি ম্যানেজমেন্টের মাধ্যমে ট্রেড ওপেন করলে অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো হবেনা। কিন্তু আমার অনেক লোভের কারনে অতিদ্রুত প্রফিট করতে গিয়ে লস করে ফেলি। এভাবে অধিকাংষ সময় একাউন্টে ওভারট্রেডিয়য়ের কারনে বড় বড় লসও হয়ে যেতে পারে।

fatema begum
2016-07-31, 11:54 AM
আসলে নিয়ম মেনে ট্রেড করলে কারো একাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা নেই।আমরা যদি নিজেদের লেভারেজ এবং মানিম্যানেজমেন্ট রোলগুলো ফলো করি তাহলে যেকোন মুহুর্তে আমরা প্রফিট করতে সক্ষম।আর আমাদের লস গেলেও আমরা তা আবার রিকোভারি করে ফেলতে পারি।সেজন্য আমাদের এ বিষয়ে ভাল অভিঙ্গতা অর্জন করতে হয়।

nisho5533
2016-08-20, 10:07 PM
আমি মনে করি কেও যদি অতিরিক্ত ট্রেড করেন তবে আপনার একাউন্ট জিরো হতে বেশি সময় লাগবেনা | অতিরিক্ত ট্রেড কোড়লে আপোণী অনেক খতির সমমুখিন হতে পারেন | আমি এধরনের ট্রেড দিয়ে অনেক লস করছি আশা করি আপনি আমার মত ভুল করবেন না|

milonkhanfx1993
2016-09-28, 01:26 PM
আপনি কি অভার প্রফিট বলছেন নাকি ওভার ট্রেড বুঝাতে চেয়েছেন বুঝি নাই,তবে ফরেক্সে এর রেজাল্ট সব সময় শুন্য আর তাই অভার ট্রেড না করে বুঝে শুনে অল্প ট্রেড করাটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি আর তাই অভার ট্রেড থেকে বিরত থাকুন,এর মানে আপনি সব সময় ট্রেড এ এন্ট্রি নিবেন না,বুঝে শুনে অল্প অল্প এন্ট্রি নিবেন।

MoinFX
2016-10-06, 03:31 PM
ফরেক্স মার্কেটে একাউন্ট জিরো হবেনা যদি আমরা সব নিয়ম মেনে ট্রেড করি। ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে সব নিয়ম মেনে ট্রেড করতে হবে। তার মধ্যে একটি হল মানি মেনেজমেন মানা এবং অতিরিক্ত ট্রেড থেকে বিরত থাকা।

Rahat015
2016-10-15, 11:42 PM
ফরেক্স এ ও একাউন্ট জিরো হবেনা। আবার শেয়ার এ ও একাউন্ট জিরো হবে। কিভাবে?
আপনার একাউন্ট জিরো হবে নাকি হবেনা সেটা নির্ভর করছে আপনি কত লেভারেজ নিচ্ছেন, কত ট্রেড দিচ্ছেন সেটার উপর।
আবার শেয়ারেও একাউন্ট জিরো হবে যদি আপনি ১:২ ও লেভারেজ নেন।
কারণ শেয়ার মার্কেট এ ও লেভারেজ নেয়ার সুযোগ আছে যদিও সেটা ফরেক্স এর মত এত বিশাল না। মনে করেন আপনি ১০০০ শেয়ার কিনেছেন ৩০ টাকা দামে। আপনার ইনভেষ্ট ১৫০০০ টাকা ব্যাংকের লোন ১৫০০০ টাকা। এখন সে শেয়ারের দাম যদি ১৫ টাকার নিচে চলে আসে তখন কিন্তু আপনার একাউন্টটাও জিরো হবে।
আর ফরেক্স এ ও যদি আপনি লেভারেজ না নেন তাহলে একাউন্ট জিরো হবেনা। কারণ ১ eur তে ১.৩৩ ডলার পাওয়া যাচ্ছে। বা ১ ডলারে .৭৫ eur পাওয়া যায়। তাই এই মুহুর্তে যদি আপনি ২০০০ ডলার ইনভেষ্ট করে .০১ লট বা ১০০০ eur কিনে রাখেন তাহলে যদি eurএর এগেইনেষ্ট এ usd ৭৫০০ পিপস পড়ে একেবারে ডলার এর দাম শুন্যও হয়ে যায় আপনার লস হবে ৭৫০ ডলার। একাউন্ট একেবারে শুন্য হবেনা। যদিও সেটা কখনো সম্ভব না দুটি শক্তিশালী মূদ্রার বিনিময় হার কখনো শুন্যতে নামতে পারেনা। (আমার ক্যালকুলেশনে কিছুটা এদিক সেদিক হতেও পারে)
তো আমাদের একাউন্ট কেন জিরো হয়? আসলে জিরো হবার মুল কারণ হলো আমাদের লেভারেজ নেয়া। আমরা যখন ১০০০ ডলারের একাউন্ট এ ১ স্টান্ডার্ড লট সেল মারি তখন তখন আমরা আসলে ১ লক্ষ ডলার কিনলাম। এখন usd যদি শক্তিশালী হয়ে নিচে নামে তাহলে আমরা পার পিপস ১০ ডলার প্রফিট করি। ১০০ পিপস নিচে আসলে ১০০০ ডলার প্রফিট করি। এখন মার্কেট যদি উল্টাদিকে যায়, বা eur এর ভ্যালুটা যদি বাড়ে তাহলে ২০০ পিপস উপরে গেলেই আমাদের লস হবে ২০০০ ডলার এবং মার্জিন সহ যদি আমদের ২০০০ ডলার লসে যায় তখন অটো আমাদের ট্রেডটি ক্লোজ হয়ে একাউন্ট জিরো হয়ে যাবে। আর ট্রেড ক্লোজ হবার পর যদি মার্কেট নিচেও পড়ে তাতে আমাদের কোন লাভ নেই।
কিন্তু আমরা যদি লেভারেজ ১:১ নিতাম তাহলে আমি ট্রেড দিতে পারতাম কম। ধরেন আমি .০১ লটে যদি ট্রেড দেই (১০০০ ডলার পরিমাণ বাই বা সেল) তাহলে ২০০ পিপস মার্কেট বিপরীতে গেলে আমাদের লস হতো ২০ ডলার। এরপর যদি মার্কেট সেখান থেকে আবার ঘুরে ৩০০ পিপস পড়ে যেতো তাহলে আমাদের লাভ হতো ৩০ ডলার। এভাবেই লেভারেজের কারণে বড় ট্রেড নেবার কারণেই আমাদের একাউন্ট জিরো হয়। লেভারেজের কারণে যেভাবে একাউন্ট এ প্রফিট হয় তেমনি লস ও হয়।
আপনি খুব সুন্দর করে বুজিয়ে দিয়েছেন। আর এভাবে যদি আপনি প্রতিটা বিষয় তুলে ধরেন তাহলে আপনি আশা করব ফরেক্স এ যারা নতুন তারা খুব অল্প সময় এ ফরেক্স এর মুল যে বিষয় গুলো আছে তা আয়ত্ত করতে পারবে এবং নিজেকে ঘুচিয়ে নিতে পারবে। ধন্যবাদ।

mithunsarkar
2016-10-20, 12:58 PM
এর জন্যই অনেকে বলে থাকে ডেমো অ্যাকাউন্ট ত্রেদার বিভন্ন কৌশল রপ্ত করতে পারলেও তার ট্রেডিং সাইকলজির কোন ডেভেলপ হয়না যে কারনে রিয়াল অ্যাকাউন্ট এ ট্রেড কয়ারার সময় তারা বিভিন্ন শমসশার সম্মুখীন হন। তাই ডেমো অ্যাকাউন্ট কে রিয়াল অ্যাকাউন্ট এর মতই কাজ করা উচিত।

md mehedi hasan
2016-11-12, 08:52 AM
ফরেক্স মার্কেটে একটি নির্দষ্ট স্ট্রেজি এবং সঠিক ভাবে মানিমানেজমেন্ট এবং ওভার ট্রেড করা থেকে বিরত থাকলেই আপনার একাউন্ট জিরো হবে না।ফরেক্স মার্কেটে বেশি ভাগ নতুন ট্রেডাররা লোভের কারনে বেশি লাভের আশায় ওভার ট্রেড করে থাকে ফলে তাদের দ্রূত একাউন্ট জিরো হয়ে যায়।

Mamun13
2017-10-23, 10:27 PM
আমি নিজে বহুবার ব্যালেন্স জিরো করেছি এই বেশী লিভারেজ নেওয়ার কারনে৷আমি জানতাম না ব্যালেন্স জিরো হওয়ার পেছনে একটা সূক্ষ্ণ কারণ হচ্ছে এই বেশী লিভারেজ নেওয়া৷আসলে অভিজ্ঞ ও দক্ষ ট্রেডারগণই কেবল বেশী লিভারেজ নিয়ে ট্রেড করতে পারবেন কারন তারা কখোনোই ওভার ট্রেড করেন না৷নতুন ট্রেডারগণ লোভে পড়ে বেশী লাভের আশায় ওভার ট্রেড করে করে তাদের ব্যালেন্সগুলো জিরো করে ফেলে৷আর তারা ওভার ট্রেড করার সুযোগ পায় এই বেশী লিভারেজের কারনেই৷