PDA

View Full Version : লেভারেজ কি?



robi_21123
2015-01-08, 08:05 PM
সোজা কথায় আমরা বলতে পারি লেভারেজ হলো পরের ধনে পোদ্দারী অর্থাৎ্*
আপনার কাছে ১০০০ টাকা আছে কিন্তু আপনি ১০০০০ টাকার ব্যবসা করতে চান তাহলে লেভারেজ হবে ১:১০
আপনার কাছে ১০০০ টাকা আছে কিন্তু আপনি ৫০০০০ টাকার ব্যবসা করতে চান তাহলে লেভারেজ হবে ১:৫০
আপনার কাছে ১০০০ টাকা আছে কিন্তু আপনি ১০০০০০ টাকার ব্যবসা করতে চান তাহলে লেভারেজ হবে ১:১০০
আপনার কাছে ১০০০ টাকা আছে কিন্তু আপনি ৫০০০০০ টাকার ব্যবসা করতে চান তাহলে লেভারেজ হবে ১:৫০০

mehedi12122
2015-01-09, 03:41 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন

Eraulhaque
2015-02-02, 10:47 AM
লিভারেজ এর বাংলা অর্থ লোন।প্রত্যেক ফরেক্স ব্রোকার তার ক্লাইন্টদের মূলধনের ওপর লিভারেজ বা লোন সুবিধা দিয়ে থাকে।এতে করে যে কেউ তার মূলধনের অতিরিক্ত অংকেরও ট্রেড করতে পারেন।কিন্তু মূলধনের সমপরিমাণ লস হলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এবং ব্যালেন্স শূন্য হয়ে যাবে।

Sacrifice
2015-02-02, 10:59 AM
লেভারেজ হল ঋণ। ব্রোকাররা তাদের ক্লাইন্টদের জন্য লেভারেজ সুবিধা দিয়ে থাকেন। এর ফলে ট্রেডাররা তাদের ইনভেস্টমেন্ট অপেক্ষা ১০০০ গুন বড় আকারের ট্রেড করতে সমর্থ হয়। এটা অভিজ্ঞ ট্রেডারদের জন্য একটি বিশেষ সুবিধা। লেভারেজের সুবিধা-অসুবিধা উভয়ই আছে।

rrh
2015-02-04, 12:38 PM
এই ফোরাম থেকে পাওয়া বোনাস দিয়ে ট্রেড করতে লেভারেজ সমস্যা আছে,আমি ৬ ডলার বোনাস পেয়েও ট্রেড করতে পারছিনা,কত হলে ট্রেড করতে পারব কেউ বলবেন?

জাহাঙ্গীর
2015-02-05, 12:26 PM
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে লেফারেজ কি? তা জানা থাকা খুবেই জরুরী। লেভারেজ এর বাংলা হলো লোন। আপনি ব্রোকার হাউজ থেকে কত লোন নিবেন সেটাকেই লেভারেজ বোঝানো হয়। আপনার পুজি কম থাকালেও ব্রোকার হাউজ থেকে লোন নিয়ে বড় ট্রেড করতে পারেন। তবে আমি মনে করি বেশি লোন না নেওয়ায়ই ভাল।

shawonrfx
2015-02-07, 07:39 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে । ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে । এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন । সুতরাং, ১০ ডলার দিয়ে (১০x২০০=২০০০) ডলার ট্রেড করতে পারবেন ।

Harun1650
2015-03-13, 01:30 AM
আগে লিভারেজ মানে টা কি তা বলে নেই লিভারেজ হচ্ছে আপনার যে পরিমাণ অর্থ আছে তার থেকে দ্বিগুন পরিমান অর্থে ট্রেড করার জন্য ব্রোকার সুবিধা দেওয়া। ধরুন আপনার একাউন্টে ১০০ ডলার আছে লিভারেজ যদি ১.২০০ হয় তাহলে ০.০১ লট ধরতে আপনার একাউন্টে সর্বনিন্ম ৭ ডলার থাকলে আপনি ট্রেডটি ওপেন করতে পারবেন একইভাবে যদি ০.১০ লট এ ট্রেড ওপেন করতে চান তাহলে আপনার একাউন্টে সর্বনিন্ম ৩০ ডলার থাকতে হবে। আর যদি লিভারেজ ১৯০০ হয় তাহলে আপনি ০.০১ লট খুলতে আপনার একাউন্টে ০.২০ সেন্ট থাকলে আপনি ট্রেড ওপেন করতে পারবেন একই ভাবে যদি ০.১০ লট এ ট্রেড ওপেন করতে চান তাহলে আপনার একাউন্টে ৩ ডলার থাকলে আপনি ট্রেডটি ওপেন করতে পারবেন এই সুবিধাটিই হলো লিভারেজ।

Esan Islam
2015-03-13, 09:28 PM
প্রত্যেক ব্রোকাররা তাদের ক্লাইন্টদের বিভন্ন সুবিধা দিয়ে থাকে লিভারেজ তার মধ্যে অন্যতম।লিভারেজ অর্থ লোন।অর্থাৎ ফরেক্স মার্কেটে লিভারেজ হলো ব্রোকার কর্তৃক ক্লাইন্টদের লোন সুবিধা। এই লিভারেজ থাকার কারনে ট্রেডাররা অল্প পুজি দিয়েও অনেক ট্রেড করতে পারে।কিন্তু লিভারেজের একটা অসুবিধাও রয়েছে সেটা হলো মুলধনের পরিমাণ ও লসের পরিমাণ সমান হলে ব্যালেন্স শূন্যে হয়ে যাবে।

mybff
2015-03-21, 10:56 PM
লিভারেজ হচ্ছে লোন । অর্থাৎ ব্রোকার আপনাকে আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে যে লোন প্রদান করে থাকে তাই হচ্ছে লিভারেজ । ব্রোকার আআমদেরকে লিভারেজ দেয় বলেই কিন্তু আমরা অল্প পরিমান পুঁজি দিয়ে বড় ট্রেড ওপেন করতে পারি । আপনার লিভারেজ যত বেশি হবে আপনি তত বড় ট্রেড ওপেন করতে পারবেন যা আমদের জন্য ট্রেডিং কে অনেক বেশি সহজতর করে দিয়েছে । ইন্সটাফরেক্স সর্বোচ্চ ১ঃ ১০০০ অনুপাতে লিভারেজ দিয়ে থাকে ।

fxakas
2015-04-06, 10:14 PM
লিভারেজ হচ্ছে লোন । অর্থাৎ ব্রোকার আপনাকে আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে যে লোন প্রদান করে থাকে তাই হচ্ছে লিভারেজ । ব্রোকার আআমদেরকে লিভারেজ দেয় বলেই কিন্তু আমরা অল্প পরিমান পুঁজি দিয়ে বড় ট্রেড ওপেন করতে পারি । আপনার লিভারেজ যত বেশি হবে আপনি তত বড় ট্রেড ওপেন করতে পারবেন যা আমদের জন্য ট্রেডিং কে অনেক বেশি সহজতর করে দিয়েছে । ইন্সটাফরেক্স সর্বোচ্চ ১ঃ ১০০০ অনুপাতে লিভারেজ দিয়ে থাকে ।

কিন্তু যদি বোনাস পাওয়ার জন্য এই ফোরাম প্রদত্ত লিংক দিয়ে ইন্সটাফরেক্সে অ্যাকাউন্ট নিবন্ধন করা হয় তাহলে ইন্সটাফরেক্স সর্বোচ্চ ১:৫০ অনুপাতে লিভারেজ দিয়ে থাকে।

Zakariea
2015-05-08, 06:45 PM
ব্যাংক থেকে আমরা যেমন লোন নেই তেমন ফরেক্স ব্রোকার থেকেও লোন নেওয়া যায়। আর এই ফরেক্স ব্রোকার থেকে লোন নেওয়া কে লিভারেজ বলে। বিভিন্ন্ ব্রোকার বিভিন্ন্ অনুপাতে লিভারেজ দেয়, আপনার মুলধনের উপরে।

Shimanto754
2015-05-13, 08:45 AM
ফরেক্স বর্তমানে স্বল্প পুজি দিয়েও করা যাচ্ছে লিভারেজের কারনে।প্রতিটি ব্রোকারই তার ক্লাইন্টদের মূলধন ছাড়াও অনেকগুন বেশি অর্থের ট্রেড করার সুযোগ দেয় এটা হচ্ছে লিভারেজ। অর্থাৎ মূলধনের উপর অতিরিক্ত যে লোন সুবিধা ব্রোকারগুলো দিয়ে থাকে তাকে লিভারেজ বলে।আমার মতে সর্বোচ্চ লিভারেজ সেট করা আমাদের স্বল্প পুজির মানুষদের জন্য প্রয়োজনীয়।

fxover
2015-09-20, 04:32 PM
লিভারেজ হছে ব্রোকার আপনার মূলধনের উপর যে নির্দিষ্ট অনুপাতে লোন দিয়ে থাকে সেটাই । আপনি যদি বেশি লোন নিয়ে থাকেন তাহলে আপনি বেশি বড় ট্রেড করতে পারবেন । যেমন আমরা যখন প্রথম অবস্থায় রিয়াল ট্রেড করা শুরু করি তখন দেখা যায় যে আমাদের একাউন্ট ব্যালেন্স অনেক কম তারপরও আমরা বড় ট্রেড করতে পারি । আর এর একমাত্র কারন হচ্ছে আমাদের লিভারেজ অনেক বেশি থাকে । সাধারনত আমরা ১ঃ৫০ থেকে করে কয়েকশ গুন পর্যন্ত লিভারেজ নিয়ে থাকি ।

onlyfx
2015-10-22, 07:22 PM
লিভারেজ হচ্ছে লোন । বিভভিব্বব্রোকার আপনাকে বিভিন্ন অনুপারে আপনাকে লিভারেজ দিবে । তবে আপনি যত বেশি লিভারেজ নিয়ে ট্রেড করবেন আপনার জন্য ততই সুবিধা । আপনার লিভারেজ যত বেশি হবে আপনার ট্রেড করার জন্য তত কম মার্জিন যাবে । ইন্সটাফরেক্স ব্রোকার আমদের সর্বোচ্চ ১ঃ১০০০ অনুপাতে লিভারেজ দিয়ে থাকে । তবে আপনার একাউন্ট যদি সোয়াপমুক্ত হয় তাহলে আপনি একটু কম অনুপাতে লিভারেজ পাবেন । তবে এতে ঘাবড়ানোর কিছু নাই । ১ঃ৫০ লিভারেজই ট্রেড করার জন্য যথেষ্ট।

dinner
2015-11-29, 06:46 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন।

MotinFX
2015-11-29, 08:18 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে অবশ্যই লিবারেজ নিয়ে ট্রেড করতে হয়। আর লিভারেজ হল লোন নেওয়া। ফরেক্স মার্কেটে সবাই কম বেশি লিভারেজ নিতে হয়।

basaki
2016-03-25, 01:46 PM
ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে লিভারেজ কি এই সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। লিভারেজ হচ্ছে ফরেক্স মার্কেটে আপনি যখন একাউন্ট করবেন তখন এটা আপনাকে বলা হবে আপনি কি পরিমান লিভারেজ অর্থাৎ আপিনি কি পরিমান লোন নিতে চান সেটাখেই বুঝানু হয় লিভারেজ দিয়ে।

Fasor
2016-03-27, 01:48 AM
লিভারেজ অর্থ লোণ নেওয়া। আপনি অল্প পরিমাণ অর্থ দিয়ে ফরেক্স এ বেশি পরিমাণ এর ট্রেড করতে পারবেন। তবে আমি লিভারেজ বেশি নেওয়া এখন পছন্দ করি না। কারণ বেশি নিলে মানসিকতা থাকে বেশি বেশি বড় লট এ ট্রেড করতে। শেষ পর্যন্ত দেখা যায় সব লস হয়ে বসে আছে।

abdulguffer
2016-03-27, 04:52 AM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে আপনার ক্যাপিটাল এর উপর সর্বোচ্চ কত গুন লোন আপনার ফরেক্স ব্রোকার আপনাকে দিবে।ধরুন, আপনার ব্যাল্যান্স বা ক্যাপিটাল হচ্ছে ১০০ ডলার । আপনি যদি ১;২০০ লিভারেজ ব্যাবহার করেন, তাহলে আপনি ট্রেড করার সময় আপনার ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে। এখন এইটা আপনার ব্যাপার আপনি কত পরিমান লোন নিবেন। সুতরাং, ১০ ডলার দিয়ে ১০x২০০=২০০০ ডলার ট্রেড করতে পারবেন

ভাই অন্য ওয়েব সাইট থেকে কপি পেস্ট করে পোস্ট করা ফরেক্স বাংলা ফোরাম এর রুল বহির্ভূত কাজ । এভাবে কপি পেস্ট করে দিলেই তো আর হবে না, মাস শেষে আপনার এই ধরনের পোস্ট গুলো আপনার অজান্তেই মুছে ফেলা হবে এবং আপনার বোনাস বাদ হয়ে যাবে। এমনকি আপনার ফোরাম একাউন্ট বাতিল হয়ে যেতে পারে।

abdulguffer
2016-03-27, 11:41 AM
লিভারেজ হচ্ছে মার্জিন লোন। আপনার ডিপোজিট এর উপর ব্রোকার প্রদত্ত সর্বোচ্চ পরিমাণ লোন যা ব্যবহার করে আপনি বড় লট এ ট্রেড এন্ট্রি নিতে পারেন
। :200 লিভারেজ অর্থাৎ আপনার ডিপোজিট এর উপর ব্রোকার আপনাকে সর্বোচ্চ্য ২০০ গুন পর্যন্ত লোন দিবে ।

majidiqbal
2016-03-27, 12:38 PM
লিভারেজ বা মার্জিন লোন হচ্ছে ব্রোকার প্রদত্ত একটি ট্রেডিং লোন। এই লোনের কতটা আপনি ব্যবহার করতে পারবেন তা নির্ভ করে আপনার একাউন্টের লিভারেজ বা মার্জিন লোন গ্রহণের ক্ষমতার উপরে। ব্রোকার ট্রেডারকে সর্বোচ্চ্ ২০০ গুন পর্যন্ত এই লিভারেজ বা মার্জিন লোন ব্যবহারের পাওয়ার দিয়ে থাকে।

Bindu Biswas
2016-03-27, 01:11 PM
লেভারেজ কি?
এ কথাটির অর্থ আমরা সহজে বলতে পারি লোন। অর্থাৎ আপনাকে আপনার ডিপোজিট এর উপর ভিত্তি করে যে লোন প্রদান করে থাকে তাই হচ্ছে লিভারেজ । যেমন InstaForex এ আপনি ১০০০% লেভারেজ সুবিধা পাবেন।

ASADUR RAHMAN
2016-04-05, 06:36 PM
ধরুন, আপনি ১০ ডলার ডিপোজিট করলেন, ঠিক করলেন লিভারেজ ব্যাবহার করবেন, ১:১ , মানে কোন লোন নিবেন না। সেক্ষেত্রে, ব্রোকার আপনাকে বড় সাইজের কোন ট্রেড ওপেন করতে দিবে না। ওই ১০ ডলার দিয়ে যতটুকু বড় ট্রেড ওপেন করা যায়, ঠিক ততটুকুই ট্রেড ওপেন করতে দিবে। সেক্ষেত্রে, মার্কেট আপনার অনুকুলে ৫০ পিপস মুভ করলে হয়ত আপনার ১ ডলার লাভ হবে। সাধারনত বিভিন্ন কারেন্সি পেয়ার প্রতিদিন ১০০-৩০০ পিপস মুভ করে

sharifulbaf
2016-05-20, 08:30 AM
ফরেক্স মার্কেটে আমরা লিভারেজ কে ডিপোজিটের উপরে লোন বুঝে থাকি,আমরা যা ডিপোজিট করে থাকি,তা দিয়ে ট্রেড করা যাবেনা বিধায় আমরা লিভারেজ নিয়ে ট্রেডিং করে থাকি,এই লিভারেজ ব্যাবহার করার ফলে অনেক সহজেই কম ব্যালেন্স দিয়ে অনেক বেশি প্রফিট করা যায়,তাই আমরা লিভারেজ নিয়ে থাকি।

Sahed
2016-07-25, 04:30 PM
লিভারেজ হচ্ছে ফরেক্স ব্রোকর কর্তৃক ট্রেডা কে দেওয়া লোন । আমাদের মত ক্ষুদ্র ট্রেডারদের ব্রোকার হাউস লিভারেজ বা লোন দিয়ে থাকে । এই লিভারেজের ভাল এবং খারাপ দুই দিকই রয়েছে । লিভারেজ বিভিন্ন আকারের হয়ে থাকে । যেমন ১ঃ১, ১ঃ১০, ১ঃ৫০, ১ঃ১০০, ১ঃ২০০, ১ঃ৫০০, ১ঃ১০০০ । তবে আমার মতে লিভারেজ কম নেওয়াই ভাল কেননা এতে ট্রেড কম করে ওপেন করা গেলেও ব্যালেন্স শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।

nbfx
2017-02-12, 01:09 PM
লিভারেজ হলো ব্রোকারেজ হাউজ কতৃক প্রদত্ত লোন সুবিধা। লিভারেজের সুবিধা হলো একজন ট্রেডার অল্প মূলধন নিয়ে অনেক বেশি পরিমান বা বড় লটে ট্রেড করার সুযোগ পাবে। লিভারেজের অসুবিধা হলো ব্যাকআপ পিপস অনেক কমে গিয়ে মূলধন ঝুকির মধ্যে পড়ে। আমার মতে একজন ট্রেডাররের জন্য লিভারেজ ধ্বংসাত্মক ।লিভারেজ কম নিয়ে ট্রেড করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি।

RUBEL MIAH
2017-03-08, 06:39 PM
ফরেক্স মার্কেটে আপনার ব্যালেন্স যদি ১০০ ডলার থাকে তাহলে ১:২০০ লিভারেজ ব্যবহার করলে ভালো হবে । ইন্সটাফরেক্স ব্রোকার আমদেরকে লিভারেজ দেয় বলেই কিন্তু আমরা অল্প পরিমান পুঁজি দিয়ে বড় ট্রেড ওপেন করতে পারি । অতএব এই লোভ থেকে আমাদের দূরে থাকতে হবে ।

riponinsta
2017-03-11, 03:03 PM
ফরেক্স মার্কেট এ লেভারেজ মানে হল লোণ আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন ট্রেডার হন তা হলে আপনি ১ঃ৫০ লেভারেজ নিয়ে ট্রেড করেন তা হলে সহজ এ আপনার অ্যাকাউন্ট ০ হবে না আর আপনি যদি বেশি লেভারেজ নিয়ে ট্রেড করেন তখন আপনি বেশি লট এ ট্রেড করেন তা হলে আপনার অ্যাকাউন্ট ০ হয়ে জেতে পারে তাই আপনি নতুন ট্রেডার হলে কম লেভারেজ দিয়ে ট্রেড করা ভাল অ্যাকাউন্ট বেচে থাকলে লাভ হবেই

shohanjacksion
2017-03-12, 11:18 AM
লিভারেজ মানে লোন। ফরেক্স মার্কেট থেকে আমরা অতি সহজেই ডলার ইনকাম করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ডিপোজিট দিয়ে পিপস আয় করা সম্ভব। ধরুন,১০০ পিপস কামাই হলেই আমাদের ব্যালেন্সে ১ ডলার প্রফিট হয়ে যায়। আসলে এত পরিমান প্রফিট করার পিছনে আমাদের লিভারেজ আমাদের সাহায্য করে থাকে। ফরেক্স মার্কেটে সবচেয়ে বড় সুবিদা হলো অনেক ছোট পরিমান ডিপোজিট করেও অনেক বড় ধরনে লোন নেয়া যায়, অপরদিকে ফরেক্স মার্কেটে ক্ষতিগ্রস্থ হওয়ার বড় কারনটাও হলো লিভারেজ।

Mamun13
2017-03-25, 10:30 PM
লিভারেজ হচ্ছে ব্রোকার থেকে নেওয়া প্রাপ্ত লোন সুবিধা৷মনে রাখতে হবে যে এই লিভারেজ যত কম নিবেন ততই আপনার পুজিঁ মজবুত ও নিরাপদে থাকবে৷আপনি চাইলেই বড় বড় লটে বেশি ট্রেড করার সুযোগ পাবেন না৷ ফলে আপনার একাউন্ট খুব দ্রুত লসে পড়ে একদম জীরো হয়ে পড়বে না৷দীর্ঘদিন ট্রেডে টিকে থাকতে পারবেন৷ভালো লিভারেজ হলো-1:50,1:40,1:30,1:20 ইত্যাদি৷