PDA

View Full Version : Gold সিগন্যাল এক্সক্লুসিভ



mehedi12122
2015-01-09, 11:12 AM
এখন পর্যন্ত মার্কেট অমীমাংসিত অবস্থায় আছে, তবে ধারনা করা হচ্ছে এটা উপরের দিকে যেতে পারে ।
ট্রেডিং থেকে বিরত থাকুন এবং গুরুত্বপূর্ণ স্তর ভাঙনের জন্য অনুগ্রহ করে অপেক্ষা করুন.

585

আরও সিগন্যাল পেতে ভিসিত করুন click (http://free-forex-signals24.blogspot.com)

maziz6989
2016-07-23, 09:45 AM
আমার দেখা সব থেকে রিক্সি একটা সিফএডি হল গোল্ড। তাই আমি ইদানিং গোল্ড ট্রেড করি না। আবার কিছু দিন আগে মিশরের এক মুফতি সাহেবের ফতোয়া দেখলাম যে গোল্ড ট্রেড করতে হলে করতে হবে স্পট গোল্ড। না হলে তা বৈধ হবে না। তাই রিক্স বাদ দিয়ে নরমাল কারন্সি নিয়ে ট্রেড করছি।

RUBEL MIAH
2017-03-10, 05:43 PM
আমরা সিগন্যাল এ্যানালাইসিস ভালোভাবে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে কাজ করব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারব । আমরা সিগন্যাল এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পাবর ।

shohanjacksion
2017-03-11, 05:17 PM
আমি গোল্ড ট্রেড বেশি পছন্দ করি। গোল্ড থেকে সবচেয়ে বেশি পরিমান লাভ করা সম্ভব হয়। যারা গোল্ড এ ট্রেড করে তাদের কাছে গোল্ড এর এনালাইসিস সবচেয়ে সহজ বলে মনে হয়।আমি গোল্ড এ ট্রেড করি এবং গোল্ডের ট্রেডগুলো বেশিরভাগ সময়ই সফল হয়।

abdulguffer
2017-03-11, 05:26 PM
আমি কখনো gold ট্রেড করিনি কারণ স্প্রেড অনেক বেশি কাটে। আর তাই gold নিয়ে কখনো কোনো এনালাইসিস করিনি ।

alamsat
2018-07-05, 11:11 AM
আমি ও গোল্ডে কখনও ট্রেড করিনাই। কারন গোল্ডে যেমন লাভ হয় তেমনী লস হলে খুব বেশি মাত্রায় হয়। সে জন্য এত ঝুকি নিয়ে ট্রেড করার পক্ষে আমি নয়। তবে ভবিষৎতে গোল্ড সম্পর্কে ভাল ধারনা নিয়ে যদি মনে করি ভাল লাভ করতে পারব তবেই এই ব্যবসা করতে পারি। যদি গোল্ডে ব্যবসা করি নিজের বুদ্ধিতে করব কোন সিগনাল নিয়ে ট্রেড করব না। কারন আমি কোন সিগনাল এ বিশ্বাস করি না।

Rokibul7
2019-08-27, 07:33 PM
আমি আপনাদের মাঝে একেবারে বলতে ফরেক্স মাকেটে নতুন এক ডেমো টেডার।আমি প্রতিনিয়ত আপনাদের মতামত ও অভিজ্ঞতা পড়ে কিছু শেখার চেষ্টা করি।তবে আপনারা যে গোল্ড নিয়ে কতা বছেন সেটা আমার বুঝতে যামেলা হচ্ছে।আমাকে কেও কি বলবেন যে গোল্ড টেড কি?? যদি কেও আমার প্রশ্ন বুঝতে পারেন তাহলে আমাকে বুঝিয়ে দিন plz।তাতে আমার নতুন কোন ব্যাপার বোঝা হবে।ধন্যবাদ