PDA

View Full Version : ১.১০ এর দিকে কি যাচ্ছে eurusd?



mehedi12122
2015-01-09, 11:24 AM
৭ বছরের সর্বনিম্ন প্রাইস স্পর্শ করেছে eurusd. গত বেশ কয়েক বছরের তুলনায় যথেষ্ট দুর্বল অবস্থায় রয়েছে ইউরো। বেশ কিছু বিষয়ই ইউরোর এই পতনের পেছনে দায়ী। কিন্তু তার মধ্যে অন্যতম কারণ হল আগামী ২৫ জানুয়ারির গ্রীসের নির্বাচন। ইউরোপীয় ইউনিয়নে গ্রীসের থাকা বা না থাকা অনেকটাই নির্ভর করছে এই ইলেকশনের ফলাফলের ওপর। তবে এ পতনের মূল কারণ হিসেবে চিহ্নিত করা যায় মূল্যস্ফীতির হ্রাস এবং ecb মেম্বারদের ডাইরেক্ট পলিসি অ্যাকশন। কোন ইকোনমিক ডাটাই ইউরোর জন্য খুব একটা স্বস্তিকর আসছে না। এছাড়াও আজ সন্ধ্যায় রয়েছে nfp নিউজ। তাই ট্রেডারদের চোখ থাকবে সেদিকে।

586


১.১৭৫০ তে রয়েছে eurusd এর পরবর্তী সাপোর্ট। কিন্তু পেয়ারটি তা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার বিষয়। বিশেষজ্ঞরা ধারনা করছেন q1 শেষে (জানুয়ারি-মার্চকে q1 বলা হয়) হয়তো ১.১০ তেও গিয়ে দাড়াতে পারে eurusd. অনেক ট্রেডারই এই পেয়ারটির চরম পতন দেখে ধারনা করেছিলেন আর হয়তো কমবে না প্রাইস, এবার বুঝি বাড়ার সময়। তাই ট্রেন্ডের সাথে না চলেই বাই ট্রেড দিয়ে এখন লস গুনছেন। ট্রেন্ডকে অবহেলা না করে যারা ট্রেন্ডকে বন্ধু বানিয়ে eurusd শর্ট করেছিলেন তারা এখন লাভবান হচ্ছেন। পেয়ারটির প্রাইস লং টার্মে বাড়বে এরকম কোন ইঙ্গিত এখনও পাওয়া যাচ্ছে না। তাই ট্রেন্ডের সাথে থাকাই হয়তো হবে বুদ্ধিমানের কাজ।

ahmed
2015-01-16, 08:50 PM
মার্কেটে eur/usd যেভাবে ডাউন হচ্ছে,তাতে মনে হচ্ছে ১.১০ হওয়া অসম্ভব না।গত ২ দিনে eur/usd প্রাইস যেভাবে ৩০০পিপ্স নীচে নেমেছে,তাতে সেই ধরনের ঈংগিত বহন করে।তবে এটা আরোও পরিষ্কার হবে গ্রীসের নির্বাচনের ফলাফলের উপর।

shabibul
2015-01-21, 12:17 AM
আমার মনে হচ্ছে না যে ১.১০ তে যাবে কারন eur/usd ডাউন হচ্ছে যতনা USA এর নিউজ এর কারনে তার চেয়ে বেসি ইউরো এর খারাপ নিউজ এর কারনে। তবে সব কিছু বুঝা যাবে গ্রীস এর নির্বাচন এর পর।

Eraulhaque
2015-02-03, 06:52 PM
ফরেক্স মার্কেটের সর্বজনসিকৃত মেজর কারেন্সি পেয়ার euro/usd বর্তমানে গত সাত বছরের রেকর্ড স্পর্শ করেছে।বর্তমানে মার্কেট নিচে নামতে নামতে ১.১০ এর দিকে প্রায় চলে এসেছে।তবে তার পরেও ফরেক্স মার্কেট যেহেতু গতিশীল এবং পরিবর্তনশীল মার্কেট সেহেতু এর মার্কেটের পরিবর্তন অতি শিঘ্রই হতেও পারে।

rahman56
2015-02-19, 11:30 PM
আমি এখানে নতুন।ভাই বিষয়টা বুঝলাম না।একটু বুঝিয়ে বললে খুশি হব।আমার এ বিষয়টা গুরুত্ব পূর্ণ মনে হচ্ছে।

NaimurRahman
2015-02-22, 07:34 PM
ইউরো হচ্ছে ফ্রান্স, জার্মান, ইতালি এরকম কয়েকটা দেশের একক কারেন্সি। কয়েক দিন আগে এই কয়েক টি দেশেরই অর্থনীতি খুব নাজুক হয়ে পড়েছে। আর আমেরিকান ডলার মোটামুটি শক্তিশালী আছে। তাই ইউরোর বিপরীতে ডলার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাইতো ইউরো/ইউসডি অনেক নিচে চলে গেছে। এবার বুজলেন তো?

Sahed
2016-07-29, 03:09 PM
ফরেক্স মার্কেটে ইউরো এবং ইউএসডি সবার জনপ্রিয় একটি পেয়ার । মার্কেটে অধিকাংশ ট্রেডারাই এই পেয়ারে ট্রেডিং করে থাকে । মার্কেটে এই পেয়ারটি এখনও ডাউন ট্রেন্ডে আছে । পেয়ারটি কোথায় গিয়ে যে তামবে তা বলা খুবই মুশকিল । তাই দেখেশুনে ট্রেড করুন ।

Mamun13
2017-10-03, 08:41 PM
Eur/usd পেয়ারটি এই মুহূর্তে 1.1760 প্রাইস ভ্যালুতে অবস্হান করছে৷যেহেতু eur/usd পেয়ারটি বর্তমানে ডাউনট্রেন্ডে রয়েছে৷তাই মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ মুডে রয়েছে৷আমার এনালাইসিস অনুযায়ী ভবিষ্যতে পূণরায় 1.1000 প্রাইসের দিকেই যাবে৷