View Full Version : ব্যাংক লেনদেনই ফরেক্সে আস্থার কারণ হতে পারে !
Mahmud1984fx
2019-10-23, 05:33 PM
মাঝে মাঝে দেখি কিছু ট্রেডার ফরেক্সে জড়িত থাকলেও পরিপূর্ণ আস্থা আনতে পারে না কারণ হিসাবে দেখা যায় যে তারা ফরেক্সের উপর আস্থার সরাসরি কোন প্রমাণ পায় না । কারণ তারা কখনো কোন প্রফিট করতে পারে নাই এবং তা নিজের পকেটে কিছু নগদ অর্থ আনতে পেরেছে।যদি তারা নগদ কিছু অর্থ সরাসরি পেত তাহলে আস্থা তৈরী হত। তবে আমার মনে হয় ব্যাংক লেনদেনই এক্ষেত্রে সকলের ভিতর আস্থা তৈরী করতে পারে।
Rajib_Biswas
2019-10-23, 09:58 PM
মাঝে মাঝে দেখি কিছু ট্রেডার ফরেক্সে জড়িত থাকলেও পরিপূর্ণ আস্থা আনতে পারে না কারণ হিসাবে দেখা যায় যে তারা ফরেক্সের উপর আস্থার সরাসরি কোন প্রমাণ পায় না । কারণ তারা কখনো কোন প্রফিট করতে পারে নাই এবং তা নিজের পকেটে কিছু নগদ অর্থ আনতে পেরেছে।যদি তারা নগদ কিছু অর্থ সরাসরি পেত তাহলে আস্থা তৈরী হত। তবে আমার মনে হয় ব্যাংক লেনদেনই এক্ষেত্রে সকলের ভিতর আস্থা তৈরী করতে পারে।
বাংলাদেশ ফরেক্স মার্কেট অবৈধ কারণ ফরেক্সে ডিপোজিট করতে হলে তা মানি লন্ডারিং এর আওতায় পড়ে। এ জন্য বাংলাদেশের কোন ব্যাংক থেকেই ফরেক্স মার্কেটে ডিপোজিট করা যায় না এবং ফরেক্স মার্কেট থেকে প্রফিট উইথড্র করা যায় না। তাই ব্যাংকের উপর আমাদের আস্থা তৈরি হবে না। তবেই প্রফিট উইথড্র করার জন্য স্ক্রিল এবং নেটেলার এর সাহায্য নেওয়া যেতে পারে। ফরেক্স মার্কেট থেকে প্রাপ্ত প্রফিট প্রথমেই স্ক্রিল বা নেটেলার এর মাধ্যমে উত্তোলন করতে হয়। এবং পরে স্ক্রিল বা নেটেলার থেকে ব্যাংক একাউন্টে উইড্রো করা যায়। তবে ব্যাংক কর্তৃপক্ষ যদি স্ক্রিল এবং নেটেলার এর ডলারের সোর্স জানতে চায় এবং সে ক্ষেত্রে যদি সোর্স ফরেক্স মার্কেট হয়ে থাকে তাহলে ব্যাংক উইথড্র রিকোয়েস্ট ক্যানসেল করে দেয় অর্থাৎ ব্যাংকের মাধ্যমে তখন আর প্রফিট উইথড্র করা যায় না।
alamsat
2019-10-24, 12:14 PM
ফরেক্স ব্যবসা করতে গেলে আমরা যে লিকুয়িটি বা ডলার দিয়ে ট্রেড করে থাকি এটা মাত্র একটি ভার্চুয়াল মানি বা লিকুয়ট মানি। এটা আপনি কখনও পকেটে আনতে পারবেন না। তবে আপনি যে যদি ইনন্সাফরেক্স এর একজন গ্রাহক হন তাহলে আপনার ট্রেড করে যে লিকুয়িট মানি সেটা ৩০০ ডলার হয় তাহলে সরাসরি ব্রোকার থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। আর যদি এর কম হয় তাহলে সেটা আপনি প্রথমে স্কিল এ নিবেন এবং পরে সেটা আপনার ব্যাংকে নিতে পারবেন এটা কোন জটিল বিষয় নয়। আপনি প্রফিট করতে পারলে অবশ্যয় সেটা নিতে পারবেন।
Hasinapx
2020-06-24, 10:04 AM
আমার জানামতে ইনস্টাফরেক্সে ট্রেড করে যে কেউ ৩০০ডলার হলে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে তা উঠাতে পারবেন আর যদি ৩০০ডলারের কম হয় তাহলে স্ক্রিলের মাধ্যমে প্রথমে ব্যাংকে নিজের এ্যাকাউন্টে নিতে হবে তারপরে পকেটে আনতে হবে। এভাবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা সম্ভব। তবে যদি ফরেক্সে ট্রেড করার জন্য সরাসরি ডিপোজিট করার কথা বলা হয় তহলে সেটা রাষ্ট্রীয়ভাবে অনুমোদনের একটা ব্যাপার আছে। তবে আমার মনে হয় খুব বেশীদিন লাগবে না যে,ফরেক্সে সকল ধরণের লেনদেন শুধুমাত্র ব্যাংকের মাধ্যমেই করা সম্ভব হবে । ইনশা আল্লাহ।
mamunjd97
2020-06-30, 12:48 PM
ফরেক্স যেহেতু ভাল একটা স্বাধীন পেশা । বাংলাদেশের জন্য এই ব্যবসা খুবই প্রযোজ্য । এই ব্যবসাকে চারিদিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া দরকার। এজন্য প্রয়োজন মানুষের মধ্যে আস্থা তৈরী । যদি কোন ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যেত তাহলে মানুষের মধ্যে খুব সহজে আস্থা তৈরী করা সম্ভব হত।
Devdas
2020-06-30, 01:10 PM
আগে একটি সময় ছিল যে ব্যাংক ছাড়া টাকা উত্তোলন করা যেত না। কিন্তু বর্তমান যুগে অনেকট মাধ্যেম ও ওয়ালেট বের হয়েছে। যেমন Skrill, Netellar, payeer, paypal, Bitcoin, westran Union, Visa Card, Paynoor, Mastercard ইদ্যাদি যে কোনতে ডলার লেনদেন করে আপনি ফরেক্স করতে পারেন। আর এই মাধ্যেম গুলোতে তেমন ব্যাংক এর কাজ নেই তেমন আপনি এগুলো থেকে কার্ড আকারে তৈরী করে আপনি ATM Both থেকে লেনদেন করতে পারেন। তাই আমি মনে করি এখন বর্তমান এ ব্যাংক এর কোন ভেজাল পহাতে হয় না। ধন্যবাদ।
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.