PDA

View Full Version : ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না ।



IFXmehedi
2019-10-23, 09:25 PM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে ।

alamsat
2019-10-24, 12:06 PM
ফরেক্স ব্যবসা অতি সুন্দর একটি ব্যবসা যদি এটা ভাল করে করা যাই আপনি ঘরে বসে বসে এই ব্যবসাটি করতে পারেন যেটা কিনা অন্য কোন ব্যবসায় করা যাই না গেলেও সেটার মাধ্যমে আয়ের পরিমান কম আসে আর ফরেক্স থেকে আপনি চাইলে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন শুধুমাত্র নিজের কিছু মেধা খাটিয়ে। তাই যদি একটু কষ্ট করে নিয়মগুলি জেনে সেগুলি মেনে চলা যাই তাহলে আশা করা যাই সকলেই ভাল ফল পাবেন। যদি কিছু ট্রেড এ লস হয় তবে হতাশ হবেন না। কারন ১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।

KaziBayzid162
2019-10-24, 01:03 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা সবাই জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে। কেননা যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করছে তারা অতীতে অনেক বার লস করেছে কিন্তু কখনোই হতাশাগ্রস্ত হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যায়নি। তাই বলব ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং হতাশাকে শক্তিতে রূপান্তর করে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে।

samun
2019-10-24, 02:14 PM
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে।১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।

Hredy
2019-10-24, 02:55 PM
পৃথিবীতে এমন কোন ব্যবসায় নেই যেখানে লস হয় না। সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। ট্রেডে লস হতেই পারে এর ফলে হতাশ না হয়ে লসের কারণ খুঁজে বের করা বেশি জরুরি বলে আমি মনে করি। কারণগুলো নিয়মিতভাবে নোট করে রেখে তার সমাধান খুঁজে বের করা উচিত। আর ভবিষ্যতে যেন একই ভুল বারবার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। হতাশা শুধু দুঃখ কে বাড়াতে পারে কিন্তু সফল ট্রেডার তিনিই যিনি বারবার লস করার পরেও হাল ছেড়ে দেন না। আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে নতুবা ফরেক্স এ টিকে থাকা অসম্ভব হয়ে যাবে।

alamsat
2019-10-24, 03:47 PM
পৃথিবীতে এমন কোন ব্যবসায় নেই যেখানে লস হয় না। সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। ট্রেডে লস হতেই পারে এর ফলে হতাশ না হয়ে লসের কারণ খুঁজে বের করা বেশি জরুরি বলে আমি মনে করি। কারণগুলো নিয়মিতভাবে নোট করে রেখে তার সমাধান খুঁজে বের করা উচিত। আর ভবিষ্যতে যেন একই ভুল বারবার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। হতাশা শুধু দুঃখ কে বাড়াতে পারে কিন্তু সফল ট্রেডার তিনিই যিনি বারবার লস করার পরেও হাল ছেড়ে দেন না। আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে নতুবা ফরেক্স এ টিকে থাকা অসম্ভব হয়ে যাবে।

ভাই পৃথিবীর সব ব্যবসায় রিস্ক এবং লস আছে কিন্তু ফরেক্স এর ক্ষেত্রে এটা ভিন্ন এখানে যেমন বেশি রিস্ক তেমন বেশি বেশি লস হয়। আমি দেখিনি এমন কোন ব্যবসা যেখানে চোখের সামনে ব্যালেন্স একেবারে শুন্য হতে কিন্তু আমি ফরেক্স এ এসে নিচের চোখের সামনে আমার ব্যালেন্স শুন্য হতে দেখেছি বহুবার তবুও হাল ছাড়ি নাই এখনও ফরেক্স নিয়ে পড়ে আছি। তবে কত দিন আর টিকে থাকতে পারব সেটাই বড় কথা। আমি যেহেতু চাকরীর পাশাপাশি ফরেক্স করি তাই খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যারা শুধুমাত্র ফরেক্স নিয়ে পড়ে থাকবে তাদের জন্য ফরেক্স খুবই একটি রিস্কি ব্যাবসা।

TanjirKhandokar1994
2019-10-24, 05:20 PM
আমি মনে করি কোন ব্যাবসাতেই হতাশ হওয়া চলে না। আপনি যে কোন ব্যাবসাই করতে যাননা কেন সকল প্রকার ব্যাবসাতেই লাভ লস থাকবেই তাই বলে হতাশ হলে কোন সমাধান নয়। আর ফরেক্স ট্রেডিং একটি লাভজনক ব্যাবসা যদি আপনি দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন তাহলেই। তবে ঝুকিও এখানে বেশি। ছোট একটি ভুলের কারনে অনেক সময় একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে হতাশ না হয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় দক্ষতা অর্জন করে ট্রেড করা উচিত তাহলে অবশ্যই ভালো প্রফিট পাওয়া সম্ভব। যেহেতু বর্তমান সময়ে অনলাইন বিজনেস মানে আউটসোর্সিং বিজনেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এতে লাভ বেশি এবং স্বাধীন তাই এখানে ধৈর্যের সঙ্গে কাজ করা উচিত। তাহলে ভালো সফলতা পাওয়া সম্ভব। ধন্যবাদ

abilkis7
2019-10-25, 08:14 AM
শুধু ফরেক্স মার্কেটে নয়, যে কোন ব্যবসাতেই হতাশ হওয়া যাবে না। আর যদি আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন, তাহলে আপনার জন্য কোন ব্যবসা নয়। থাকত ফরেক্স ব্যবসা। আপনাকে বুঝতে হবে ব্যবসা মানেই হচ্ছে লাভ-লস। আপনাকে ধৈর্য ধরে ব্যবসার সুনাম রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে এই ব্যবসা থেকে ভাল কিছু আশা করতে পারেন। ফরেক্স ব্যবসাতেও আপনাকে সময় দিয়ে এটা শিখতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি যদি মাথা ঠান্ডা রেখে ফরেক্স ট্রেড করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভাল ব্যবসা করতে পারবেন। এই ব্যবসা যেমন লাভ জনক, তেমনি স্বাধীন ব্যবসা। আমার কাছে এই জন্য ফরেক্স ব্যবসা টি এত বেশি পছন্দের।

KAZIMAJHARULISLAM
2019-10-25, 08:31 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে হতাশ হলেন তো হেরে গেলেন,অর্থাৎ হতাশাগ্রস্ত হয়ে কখনোই ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে পারবেন না,তাছাড়া ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই এখানে লাভের সাথে সাথে লস ও থাকবে,আর সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে লাভের পাশাপাশি লসকে ও মেনে নিয়ে ব্যবসা করতে হবে। আর এজন্যই আপনাকে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে কেননা আপনি যদি কোন লস করার মাধ্যমে হতাশ হয়ে যান তাহলে মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, ফলে আপনার আত্মবিশ্বাস লোপ পাবে এবং এই অবস্থায়আপনি যদি কোন ট্রেড ওপেন করে থাকেন তাহলে সেই ট্রেডটি আপনার বিপরীত দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে,তাই যদি কখনো লস হয়ে থাকে তাহলে হতাশ না হয়ে ইমোশনকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিজেকে স্বাভাবিক করে তুলতে হবে, এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে পুনরায় ট্রেডিং করতে হবে।

KF84
2019-10-25, 11:41 AM
শুধু ফরেক্স মার্কেট কেন কোন ব্যবসাতেই হতাশ হওয়াটা উচিত নয় কিন্তু তাই বলে সব সময় এই বিষয়টি জানা সত্তেও আমরা অনেক সময় নিজেদের মনকে নিয়ন্ত্রন করতে পারি না । ফলে এই কারনে আমরা অনেক সময় ভুল করে বসি অথবা ফরেক্স থেকে সরে আশার চেষ্টা করি । এই বিষয়টি আমার সাথে অনেকবার ঘটেছে । তারপরও আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে এই সাধারন ভুলগুলি থেকে নিজেকে সরিয়ে রাখতে ।

PK_SHIKDER
2019-11-14, 06:01 PM
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম আছে । আমি মনে করি যে,,, ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে,, ফরেক্স মার্কেট খুবই কঠিন একটি জায়গা । এখানে আপনি অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই সফল হতে পারবেন না । আর সেজন্য আপনি হতাশ হয়ে পড়বেন,,,,কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না । প্রয়োজনে আপনাকে বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হবে এবং বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেটে কাজ করে ভালো প্রফিট অর্জন করতে পারবেন ।

এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।

souravkumarhazra6763
2019-11-14, 07:04 PM
ফরেক্স মার্কেট এ হতাশা হলে চলবেনা,হতাশ হয়ে ট্রেড করলে ট্রেডাররা নিজেই লস এ পড়বেন,তাই হতাশ না হয়ে ভালো এন্ট্রি এর জন্য অপেক্ষা করতে হবে,যদি ভালো ট্রেড পাওয়া যাই তাহলে আপনি এই খান থেকে ভালো প্রফিট করতে পারবেন,শুধু মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেট আমাদের ট্রেড করার জন্য সুযোগ দিবে,তাই হতাশ হওয়া থেকে বিরত থাকবেন।

Grimm
2019-11-14, 10:29 PM
এটা একদম সঠিক কথা যে ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না বা যাবে না। কারণ আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। আপনার যদি অনেক ধৈর্য্য থাকে তাহলে আমি বলতে পারি আপনি এক সময় না একসময় এই ব্যবসায় সাফল্যতা অর্জন করবেন। কিন্তু আপনি যদি কোন কারণে হতাশা অনুভব করেন তাহলে আপনি যে কোন সময় এই ব্যবসা হতে পড়ে যেতে পারেন।

SOMARANITHAKUR1995
2019-11-14, 10:47 PM
ফরেক্স একটি ব্যাবসা। প্রত্যেক ব্যাবসাতে যেমন লাভ হয় তেমনি লসও হতে পারে। তাই লস হলে কখনো হতাশ হওয়া উচিৎ নয়। ফরেক্স মার্কেটে লস হলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। কি কারণে আপনার লস হল এটা আপনি লস হলে জানতে পারবেন এবং ভবিষ্যতে লসের ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করার সুযোগ পাবেন। ফরেক্স মার্কেটে সাধারণত ভূলের কারণে লস হয়ে থাকে। অদক্ষতা ও ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করাটা ভূল। তাই নিজেকে আগে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন। তবেই সফলতা আসবে।

MINARULRFL100
2019-11-14, 11:00 PM
ফরেক্স মার্কেট হলো একটা লাভ জনক ব্যাবসা আর এই ব্যাবসায় যেমন লাভ আছে তেমনি লস আসে।ফিরেক্স মার্কেট সম্পর্কে বলতে গেলে এই টা অনেক ঝুঁকি পুর্ন একটি ব্যাবসা।তাই ফরেক্স ট্রেডিং করার আগে ভাল করে যেনে তার পর করা উচিত। আর যখন লাভ হবে তখন খুব এ ভাল লাগবে র যখন লস হবে তখন খুব খারাপ লাগবে।তাই লস হলে হতাস হলে চলবেনা।বাংলায় প্রবাদ আছে একবার না পারিলে দেখো শতবার।তাই আমরা হতাস হবোনা।আর সততার সাথে কাজ করব

Leee
2019-11-14, 11:15 PM
ফরেক্স মার্কেটে লস খুবই সাধারণ একটা বিষয়। লস ছাড়া কোন ব্যবসায় নেই। সুতরাং লস হলে হতাশ হওয়ার কিছু নেই। লসের কারণ খুঁজে বের করে তার সমাধান করতে হবে। এবং পরবর্তীতে যেন একই ভুল বারবার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সফলতা পায় যে ভুল থেকে শিক্ষা গ্রহন করে। তাই হতাশ না হয়ে সমাধান খুঁজুন।

BAYE1902
2019-11-15, 08:29 AM
সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। ট্রেডে লস হতেই পারে এর ফলে হতাশ না হয়ে লসের কারণ খুঁজে বের করা বেশি জরুরি বলে আমি মনে করি।

amreta
2020-03-19, 12:21 PM
বন্ধুরা, লোকেরা যে কোনও রূপে কাজ করে কারণ তারা সফল হতে চায়, আজ আমি আপনাকে বলছি সাফল্যের রহস্য কি।
প্রথমত, আপনি জানেন যে ফরেক্স ট্রেডিং কী এবং আমরা কেন করছি? সাফল্যের নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ'ল সর্বদা কঠোর পরিশ্রম করে চলুন এবং সর্বদা ইতিবাচক থাকুন। আপনার সাহস কখনই হারাবেন না

black-hill
2020-03-19, 01:20 PM
হতাশ হয়ে কোন কাজ করলে সে কাজে সু-স্পস্ট ভাবে কমপ্লিট হয় না। ফরেক্স এমন একটি ব্যবসা যে ব্যবসার মেইন হচ্ছে ধৈর্য। যদি ফরেক্স ব্যবসায় সফলতা হতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না। হতাশ কখনো সফলতা বয়ে আনতে পারে না।

Md.Nasim Uddin
2020-03-19, 01:30 PM
ফরেক্স মার্কেট প্রতিনিয়ত সবসময় আপডাউন করে। এজন্য এ মার্কেটে হতাশ হলে চলবে না ধৈর্যশীল হয়ে মার্কেটে ট্রেড করলে অবশ্যই একসময় আপনি লাভবান হবেন। তাই প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়। তাই কোন কিছুতে হতাশ না হয়ে, লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে।,,,,,ধন্যবাদ।

SR12
2020-03-30, 03:02 AM
আসলে অনেক ট্রেডারই ফরেক্সে দীর্ঘদিন কাজ করার পরও যখন সাফল্য পায় না তখন স্বাভাবিক ভাবেই সে কিছুটা হতাশায় ভোগে। তবে এমতাবস্হায় হতাশ না হওয়াটাই পজিটিভ বলে আমি মনে করি কারন ফরেক্সে রাতারাতি সাফল্য আসে না দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে। ফরেক্সে টিকে থাকতে অনেক নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে এসব মাথায় রেখেই হতাশ না হয়ে কিভাবে আরো ভালো ট্রেডিং করা যাবে সেদিকেই আমাদের বেশি নজরা রাখা উচিত হবে।

uzzal05
2020-03-30, 06:38 AM
হতাশ হলে কোনদিন এই মার্কেট থেকে উপার্জন করা সম্ভব না। এই মার্কেট থেকে উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই কস্ট করতে হবে। আমরা দুই একদিন ট্রেড করে বড় লোক হতে পারবনা। মার্কেট থেকে প্রফিট করার জন্য চাই যোগ্যতা এবং দক্ষতা।

Mas26
2020-03-30, 08:59 AM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে ।

Lubna1212
2020-03-30, 10:32 AM
বৈদেশিক মুদ্রার ব্যবসা একটি দুর্দান্ত ব্যবসা যা আপনি বাড়িতে সত্যিকারের সাফল্য খুঁজে পান আপনি এই ব্যবসাটি করতে পারেন যে কোনও ভিন্ন ব্যবসায়ের সম্ভাবনা হওয়া উচিত কিনা তা বিবেচনা না করেই, এটি আপনাকে বেতন কমিয়ে দেবে এবং ফরেক্স থেকে আপনার প্রয়োজনীয় সুযোগটি বন্ধ করে দেবে रु। আপনার নিজের অংশের উপহারগুলি খেলেই। সুতরাং সুযোগটি যে আমরা একটু ঝামেলা করে মানদণ্ডগুলি বজায় রাখার চেষ্টা করি, সেই সময়ে আদর্শভাবে প্রত্যেকেই দুর্দান্ত ফলাফল অর্জন করতে পারে। এক্সচেঞ্জের দুর্ভাগ্য থাকলে হতাশ না হওয়ার চেষ্টা করুন। মনে করুন যে আপনি 5 বিনিময় করেছেন এবং তারপরে আপনাকে এমন কোনও কাজ করার দরকার নেই যদি আপনি ভুল বিনিময় করেন তবে আপনার সুবিধাটি একটি অংশকে সামঞ্জস্য করার চেষ্টা করা উচিত।

K.K.BABY
2020-03-30, 12:21 PM
ফরেক্স মার্কেট একটি রিস্ক মার্কেট এই মার্কেটের থেকে যদি আপনি ভাল আর্ন করতে চান তাহলে প্রথম যে শর্ত তাহলো আপনাকে ফরেক্স সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে।কিন্তু নতুন ট্রেডারদের জন্য তো মার্কেটে এসেই সব কিছুই জানা সম্ভব না তাই তাদের আস্তে আস্তে সব কিছুই জানতে হবে এবং আস্তে আস্তে নিজের দক্ষতার বৃদ্ধি করতে হবে।আপনি তখনই বেশি হতাশ হবেন যখন দেখবেন আপনার ব্যালেন্স বার বার জিরো হয়ে যাচ্ছে।একটা কথা সব সময় আমাদের মনে রাখা উচিত আপনি কোথায়ও যদি ধাক্কা না খান তাহলে আপনি কখনো কিছুই শিখতে পারবেনা ধাক্কা খাওয়ার মর্ম।তাই আমাদের হতাশ হলে চলবেনা।মার্কেটে টিকে থাকার জন্য আমাদের নতুনদের একটা বিশাল চ্যালেঞ্জ আর আমাদের এই চ্যালেঞ্জকে জয়ী হয়ে সামনে অগ্রসর হতে হবে।তাহলে আমরা ফরেক্স মার্কেটের থেকে একটা সময় ভাল আর্ন করতে পারবো।

Habibur shaikh
2020-03-30, 10:31 PM
ফরেক্স অর্থ উপার্জনের একটি বিশেষ মাধ্যম। এই মাধ্যমে হতাশ হয়ে কাজ করলে ব্যর্থতার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে এই মাধ্যমে কাজ করার জন্য আত্মবিশ্বাস থাকার বিশেষ প্রয়োজন রয়েছে.... ধন্যবাদ।

Mas26
2020-03-30, 11:49 PM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে ।

XXXTentacion
2020-04-17, 12:59 PM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা

zakia
2020-04-17, 06:39 PM
হ্যাঁ এই কথার সাথে আমি একমত পোষণ করি । ফরেক্স মার্কেট এ কাজ করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না । সাধারনত আমরা ব্যবসায় লস করলে হতাশ হয়ে যাই যেটা মটেও উচিত নয় । ফরেক্স একটি ব্যবসা আর এই ব্যবসা করতে হলে লসের সামনে পরতেই হবে, এই মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে । ফরেক্স মার্কেট এ কাজ করতে গিয়ে হতাশ হলে ফরেক্সে টিকে থাকা সম্ভব হবে না । তাই ফরেক্সে হতাশ না হয়ে বরং ধৈর্য সহকারে কাজ করা উচিত ।

smbiplob
2020-04-17, 07:03 PM
আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন আপনার যদি অনেক ধৈর্য্য থাকে তাহলে আমি বলতে পারি আপনি এক সময় না একসময় এই ব্যবসায় সাফল্যতা অর্জন করবেন তাই নিজেকে আগে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন তাহলেই আপনার সফলতা আসবে ।

Kane
2020-04-26, 01:45 PM
জীবনই দক্ষতা জন্য ।ফরেক্সের বেলায় বলতে পারি যে দক্ষতা ছাড়া এখানে লাভ করা একেবারেই অসম্ভাব কারন ফরেক্সে আপনাকে অনেক গুলো বিষয়ে পারদর্শি হতে হবে যা আপনার ট্রেডিংয়ের উপর সরাসরিভাবে প্রভাব রাখবে সুতরাং বুঝতেই পারছেন দক্ষতা ছাড়া এখানে আসা না আসার সমান হবে। তাই দক্ষতা ছাড়া কোন উপায় নেই বলে আমি মনে করি।

konok
2020-08-13, 01:19 PM
ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না বা যাবে না। কারণ আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়।

muslima
2020-08-15, 02:18 AM
আপনার যদি অনেক ধৈর্য্য থাকে তাহলে আমি বলতে পারি আপনি এক সময় না একসময় এই ব্যবসায় সাফল্যতা অর্জন করবেন। কিন্তু আপনি যদি কোন কারণে হতাশা অনুভব করেন তাহলে আপনি যে কোন সময় এই ব্যবসা হতে পড়ে যেতে পারেন। এই মার্কেট থেকে উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই কস্ট করতে হবে। আমরা দুই একদিন ট্রেড করে বড় লোক হতে পারবনা। মার্কেট থেকে প্রফিট করার জন্য চাই যোগ্যতা এবং দক্ষতা।

FREEDOM
2020-08-27, 03:21 PM
শুধু ফরেক্স মার্কেট কেন কোন ব্যবসাতেই হতাশ হওয়াটা উচিত নয় কিন্তু তাই বলে সব সময় এই বিষয়টি জানা সত্তেও আমরা অনেক সময় নিজেদের মনকে নিয়ন্ত্রন করতে পারি না । ফলে এই কারনে আমরা অনেক সময় ভুল করে বসি অথবা ফরেক্স থেকে সরে আশার চেষ্টা করি । এই বিষয়টি আমার সাথে অনেকবার ঘটেছে । তারপরও আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে এই সাধারন ভুলগুলি থেকে নিজেকে সরিয়ে রাখতে

akashkhalifa
2020-08-27, 03:23 PM
ফরেক্স মার্কেট এ কখনও গুরুত্বপূর্ণ কোনো নিউস এর কারনে আকটু লস হতে পারে। এতে হতাস হওয়া যাবে না।

akashkhalifa
2020-08-27, 03:26 PM
আচ্ছা আপনারা বলেনতো ফরেক্স মার্কেট কোন সময় সবচেয়ে বেশি মুভমেন্ট করে এবং কেনো? প্লিজ বলেন আপনারা।

sss21
2020-08-27, 04:24 PM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে

IFXmehedi
2020-08-27, 05:15 PM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে ।

একদম ঠিক কথা বলেছেন আমাদেরকে হতাশ হলে চলবে না । ফরেক্স মার্কেটের সফলতা অর্জন করতে হলে আমাদেরকে আত্মবিশ্বাসী হয়ে ট্রেডিং করতে হবে । আমরা যত বেশি নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলব ততবেশি ফরেক্স ট্রেডিংয়ে ভালো করতে পারব । কারণ ফরেক্স ট্রেডিং এমন একটা বিজনেস যেখানে লাভ এবং লস দুইটাই সমানুপাতিক হারে বিদ্যমান । লস হলে মন খারাপ করা যাবে না ধৈর্য্য ধরে নিজেকে বুঝাতে হবে এবং নিজের ট্রেডিং কৌশল অনুযায়ী পরবর্তীতে ট্রেডিং করতে হবে ।

milu
2020-08-27, 11:31 PM
এটা একদম সঠিক কথা যে ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না বা যাবে না। কারণ আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। ফরেক্স মার্কেটে সাধারণত ভূলের কারণে লস হয়ে থাকে। অদক্ষতা ও ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করাটা ভূল। তাই নিজেকে আগে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন। তবেই সফলতা আসবে।

anikhasan
2020-08-27, 11:51 PM
হতাস মানুষকে পিছনে টানে। তাই কোন কাজ শুরু করলে হতাস হওয়া যাবে না। হতাস আপনাকে ধংস করে দেবে। ফরেক্সে হতাশ না হয়ে মন দিয়ে ধৈর্য ধরে মার্কেট সম্পর্কে এনালাইস করে । অবিজ্ঞতা অর্জন করতে পারলে উন্নতি করতে পারবেন।

Akib
2020-08-28, 10:31 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা সবাই জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে। কেননা যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করছে তারা অতীতে অনেক বার লস করেছে কিন্তু কখনোই হতাশাগ্রস্ত হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যায়নি। তাই বলব ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং হতাশাকে শক্তিতে রূপান্তর করে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে।
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে।

Shole33
2020-08-28, 11:25 PM
ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না ।
,,,,,,,,হতাস মানুষকে পিছনে টানে। তাই কোন কাজ শুরু করলে হতাস হওয়া যাবে না। হতাস আপনাকে ধংস করে দেবে। ফরেক্সে হতাশ না হয়ে মন দিয়ে ধৈর্য ধরে মার্কেট সম্পর্কে এনালাইস করে । অবিজ্ঞতা অর্জন করতে পারলে উন্নতি করতে পারবেন।।

ABDUSSALAM2020
2020-08-28, 11:29 PM
ফরেক্স চলে এমন একটা মার্কেট যেখানে হতাশার কোনো শেষ নেই কারণ করেছে প্রতিটি কাজের সাথে মানুষ হতাশায় জড়িত কারণ হল মুদ্রা বেচাকেনা একটি ব্যবসায় যেখানে প্রতিটি ক্ষেত্রে ও হতাশা আছে লাভ লস এর ক্ষেত্রেও হতে আছে কেউ বিনিয়োগ করলে তার বিত হতাশা কাজ করে কারণ হতে পারে সেই যায় চিন্তা করে সে হতাশ এবং এমন একটা মার্কেটে কত আছে তবে আমরা সফলতা অর্জন করব এটাই ফরেক্স এর মাধ্যমে।

jimislam
2020-08-29, 10:31 AM
আসলে অনেক ট্রেডারই ফরেক্সে দীর্ঘদিন কাজ করার পরও যখন সাফল্য পায় না তখন স্বাভাবিক ভাবেই সে কিছুটা হতাশায় ভোগে। তবে এমতাবস্হায় হতাশ না হওয়াটাই পজিটিভ বলে আমি মনে করি কারন, কেউ বিনিয়োগ করলে তার বিত হতাশা কাজ করে কারণ হতে পারে সেই যায় চিন্তা করে সে হতাশ এবং এমন একটা মার্কেটে কত আছে তবে আমরা সফলতা অর্জন করব এটাই ফরেক্স এর মাধ্যমে।

Safin
2020-08-29, 10:39 AM
আমি মনে করি কোন ব্যাবসাতেই হতাশ হওয়া চলে না। আপনি যে কোন ব্যাবসাই করতে যাননা কেন সকল প্রকার ব্যাবসাতেই লাভ লস থাকবেই তাই বলে হতাশ হলে কোন সমাধান নয়। আর ফরেক্স ট্রেডিং একটি লাভজনক ব্যাবসা যদি আপনি দক্ষ ও অবিজ্ঞ হয়ে থাকেন তাহলেই। তবে ঝুকিও এখানে বেশি। ছোট একটি ভুলের কারনে অনেক সময় একাউন্ট জিরো হওয়ার ঝুঁকি থাকে। তাই আমি মনে করি ফরেক্স মার্কেটে হতাশ না হয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় দক্ষতা অর্জন করে ট্রেড করা উচিত তাহলে অবশ্যই ভালো প্রফিট পাওয়া সম্ভব। যেহেতু বর্তমান সময়ে অনলাইন বিজনেস মানে আউটসোর্সিং বিজনেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এতে লাভ বেশি এবং স্বাধীন তাই এখানে ধৈর্যের সঙ্গে কাজ করা উচিত। তাহলে ভালো সফলতা পাওয়া সম্ভব। ধন্যবাদ

Md.shohag
2020-08-29, 11:05 AM
শুধু ফরেক্স মার্কেট কেন কোন ব্যবসাতেই হতাশ হওয়াটা উচিত নয় কিন্তু তাই বলে সব সময় এই বিষয়টি জানা সত্তেও আমরা অনেক সময় নিজেদের মনকে নিয়ন্ত্রন করতে পারি না । ফলে এই কারনে আমরা অনেক সময় ভুল করে বসি অথবা ফরেক্স থেকে সরে আশার চেষ্টা করি । এই বিষয়টি আমার সাথে অনেকবার ঘটেছে । তারপরও আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে এই সাধারন ভুলগুলি থেকে নিজেকে সরিয়ে রাখতে ।

EmonFX
2020-08-29, 12:48 PM
ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না।

বর্তমান সময়ে জনপ্রিয় একটা মার্কেটপ্লেস হলো অনলাইন ভিত্তিক ফরেক্স ট্রেডিং। শুধু ফরেক্স কেনো, পৃথিবীর সকল ব্যাবসাতেই আপনাকে লাভ-লসের ঝুকি নিতে হবে। যেখানে ঝুকি বা রিস্ক নাই সেখানে সফলাতাও নাই। কেউ কেউ ব্যাবসাতে ব্যালেন্স হারিয়ে কখনো দেউলিয়াও হয়েছেন, আবার কেউ কেউ মনবল হারিয়ে হতাশ না হয়ে সেখান থেকে ঘুড়ে দাড়িয়েছেন।

একটা উদাহরন দেয়া যেতে পারে, আপনি যখন ছোট ছিলেন এক পা দু পা করে হাটা শিখছেন কতবার হোচট খেয়ে পড়ে গেছেন। আবার কিন্ত উঠে দুড়িয়েছেন, আবারো হাটার চেস্টা করেছেন। আবারো পড়ে গেছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই আপনি এখন কারো সাহায্য ছাড়াই হাটতে পারেন। তাই বলছি চলাের পথে বাধা থাকবেই, তাই বলে থেমে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। সর্বোপরি দক্ষতার সাথে ট্রেড করলে সফলতা আসবেই, হতাশ হওয়া যাবে না।

forexmastersharif
2020-08-29, 01:00 PM
ফরেক্স মার্কেট বর্তমানে জনপ্রিয় ব্যবসায়। ফরেক্স করে খুবই কম সংখ্যক লোক লাভবান হতে পারে। তারপরেও দিনের পর দিন ফরেক্স অতি জনপ্রিয় হয়ে উঠছে। ফরেক্স মার্কেটে লস করাটা অনেক সহজ কিন্তু লাভ করাটা খুবই কঠিন। মার্কেট এনালাইসিস না করে ট্রেড ওপেন করলে লসতো হবেই। যখন কেই পর পর অনেক লস করে থাকে তখন সে হতাশ হয়ে পরে। হতাশ হওয়া আমাদের একটি বিরাট সমস্যা। ট্রেড করতে হলে লস হবেই তাই বলে হতাশ হওয়া যাবে না। পরবর্তীতে লস যাতে না হয় সেই বিষয় খিয়াল রেখে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করলে হবে।

Akib
2020-08-29, 01:11 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা সবাই জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে। কেননা যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করছে তারা অতীতে অনেক বার লস করেছে কিন্তু কখনোই হতাশাগ্রস্ত হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যায়নি। তাই বলব ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং হতাশাকে শক্তিতে রূপান্তর করে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে।
আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে।

Sid
2020-10-29, 04:34 PM
পৃথিবীতে এমন কোন ব্যবসায় নেই যেখানে লস হয়
না। সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে
যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে
আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ
হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স
মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। ট্রেডে লস
হতেই পারে এর ফলে হতাশ না হয়ে লসের কারণ
খুঁজে বের করা বেশি জরুরি বলে আমি মনে করি।
কারণগুলো নিয়মিতভাবে নোট করে রেখে তার
সমাধান খুঁজে বের করা উচিত। আর ভবিষ্যতে যেন
একই ভুল বারবার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত।
হতাশা শুধু দুঃখ কে বাড়াতে পারে কিন্তু সফল
ট্রেডার তিনিই যিনি বারবার লস করার পরেও হাল
ছেড়ে দেন না। আমাদের আবেগকে কন্ট্রোল করতে
হবে নতুবা ফরেক্স এ টিকে থাকা অসম্ভব হয়ে
যাবে।

DreamFX
2020-10-29, 04:54 PM
বর্তমানে ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা। এই ব্যবসায় সফল হতে হলে ধর্যের কোন বিকল্প নাই। প্রচুর পরিমান ধর্যেে প্রয়োজন। এই মার্কেট এ খুবি কম ট্রেডার সফল হতে পারে। লস হচ্ছে ব্যবসার একটা ধাপ,। মনে রাখতে হবে ধর্যের ফল মিষ্টি হয়। তাই পর পর কিছু ট্রেড এ লস খাওয়ার পর হতাশা হলে চলবে না,, সাফল্য কখনই একদিন এ আসে না। প্রচুর পরিশ্রম ও অধ্যবসায় এর মাধ্যমে সাফল্য আসে,।

zakia
2020-11-05, 07:47 PM
হতাশ হলে কোনদিন এই মার্কেট থেকে উপার্জন করা সম্ভব না। এই মার্কেট থেকে উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই কস্ট করতে হবে। আমরা দুই একদিন ট্রেড করে বড় লোক হতে পারবনা। মার্কেট থেকে প্রফিট করার জন্য চাই যোগ্যতা এবং দক্ষতা। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়।

jimislam
2020-11-05, 07:59 PM
ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না বা যাবে না। কারণ আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়।

Sun
2020-11-10, 09:56 AM
যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে।১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।

JOCKY
2020-12-31, 08:10 AM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে । সেক্ষেত্রে আমরা যদি কয়েকটা পর পর ট্রেডে লস করে থাকি তখন আমাদের মধ্যে হতাশা কাজ করে । আমি মনে করে এই হতাশাই আমাদের বড় একটা সমস্যা । আমরা মেনে নিতে পারি না যে যেকোনো বিজনেস এ লস হওয়াটা খুবই স্বাভাবিক । তাই লস করবার পড়ে আমাদের হতাশ হওয়া চলবে না । পরবর্তীতে ধৈর্য ধরে আনাল্যসিস করে ট্রেড করতে হবে।

Starship
2020-12-31, 05:13 PM
ফরেক্সের অপর নাম হল ধৈর্যশীলদের পেশা। এখানে যাদের ধৈর্য্য কম তাদের দ্বারা বা তারা কখনো ফরেক্স করা সম্ভব নয়। ফরেক্সে তারাই সফল যারা ধৈর্য্য ধারণ করে ফরেক্সে টিকে থাকতে পারে। কেননা যারা ফরেক্সে নিজের জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে পারে তারাই ফরেক্সে সফল। আপনা মাঝে যদি ধৈর্য শক্তি না থাকে তাহলে আপনি খুব সহজেই ফরেক্স থেকে ছিটকে যেতে বাধ্য হবেন। কেননা আমরা জানি এটা একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখনো যেমন লাভ হয় তেমনি লস হয়। লস হলে তার কারণ খুঁজে বের করতে হবে। ধৈর্য ধরে অনুশীলন করতে হবে। তাহলে আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন।

EmonFX
2020-12-31, 06:42 PM
ফরেক্স মার্কেটে হতাশ হওয়া মানে, আপনি হেরে যাওয়ার আগেই হেরে গেলেন। জীবনে উত্থান-পতন থাকবে এটাই স্বাভাবিক, তেমনি ব্যবসাক্ষেত্রে লাভ-লস থাকবে এটাই স্বাভাবিক। ফরেক্স যেহেতু একটি বিজনেস সেহেতু লাভ-লস থাকরবেই। দু’একটি ট্রেডে আপনি ব্যর্থ হতে পারেন তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। একটি ট্রেডে ব্যর্থ হলে বুঝতে হবে আপনার ট্রেডিং সাইক্লোজিতে যথেষ্ঠ ভুল আছে। নিজের ভুল গুলো খুঁজে খুঁজে নোটডাউন করতে হবে। ভুলের কারন অনুসন্ধান করতে হবে। পরবর্তি ট্রেডে যাওয়ার আগে পূর্বতর্তী ভুলের কারন অনু্সন্ধার করে সেই অনুযায়ী সংশোধন আনতে হবে। এতে করে দেখা যাবে পুর্ববর্তী ভূল আর করেছেন না। এর পরেও যদি আপনি প্রতিনিয়ত লস করেন তাহলে বুঝতে হবে আপনার স্ট্রাটেজিতে যথেষ্ঠ ভুল রয়েছে, আপনাকে আরো আপগ্রেড করতে হবে।

asfiyarimo5
2020-12-31, 06:56 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ ,, আমি ও মনে করি ফরেক্স মার্কেটে হতাশ হলে চলে না ,, ধৈর্য ধরে লেগে থাকতে হয় ,, যেই হতাশ হয় সেই এ মার্কেট থেকে লস করে থাকে ,, এ মার্কেটে কাজ করতে হলে প্রচুর ধৈর্য ধরতে হয় ,, মার্কেট বুঝে ,, মার্কেট অ্যানলাইস করে ,, মানিমেনেজমেন্ট ঠিক রেখে প্রতিটা ট্রেড ওপেন করতে হয় তাহলেই এ মার্কেটে ভাল প্রফিট আশা করা যায় ,,

FRK75
2021-01-19, 08:46 PM
ফরেক্সে দীর্ঘদিন কাজ করার পরও যখন সাফল্য পায় না তখন স্বাভাবিক ভাবেই সে কিছুটা হতাশায় ভোগে। তবে এমতাবস্হায় হতাশ না হওয়াটাই পজিটিভ বলে আমি মনে করি কারন ফরেক্সে রাতারাতি সাফল্য আসে না দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে। ফরেক্সে টিকে থাকতে অনেক নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে এসব মাথায় রেখেই হতাশ না হয়ে কিভাবে আরো ভালো ট্রেডিং করা যাবে সেদিকেই আমাদের বেশি নজরা রাখা উচিত হবে।

FRK75
2021-05-27, 04:06 PM
ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে।ফলে এই কারনে আমরা অনেক সময় ভুল করে বসি অথবা ফরেক্স থেকে সরে আশার চেষ্টা করি । এই বিষয়টি আমার সাথে অনেকবার ঘটেছে । তারপরও আজ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যাতে এই সাধারন ভুলগুলি থেকে নিজেকে সরিয়ে রাখতে ।

Mas26
2021-05-27, 09:40 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য আপনাকে thank আমরা সবাই। জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাক।পৃথিবীতে এমন কোন ব্যবসায় নেই যেখানে লস হয় না। সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। ট্রেডে লস হতেই পারে এর ফলে হতাশ না হয়ে লসের কারণ খুঁজে বের করা বেশি জরুরি বলে আমি মনে করি। কারণগুলো নিয়মিতভাবে নোট করে রেখে তার সমাধান খুঁজে বের করা উচিত। আর ভবিষ্যতে যেন একই ভুল বারবার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। হতাশা শুধু দুঃখ কে বাড়াতে পারে কিন্তু সফল ট্রেডার তিনিই যিনি বারবার লস করার পরেও হাল ছেড়ে দেন না। আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে নতুবা ফরেক্স এ টিকে থাকা অসম্ভব হয়ে যাবে।কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে।

Sakib42
2021-05-27, 11:58 PM
হতাশাই আমাদের বড় একটা সমস্যা । শুধু ফরেক্স মার্কেট কেন কোন ব্যবসাতেই হতাশ হওয়াটা উচিত নয় কিন্তু তাই বলে সব সময় এই বিষয়টি জানা সত্তেও আমরা অনেক সময় নিজেদের মনকে নিয়ন্ত্রন করতে পারি না। ফরেক্স মার্কেটে হতাশ না হয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় দক্ষতা অর্জন করে ট্রেড করা উচিত তাহলে অবশ্যই ভালো প্রফিট পাওয়া সম্ভব। সব সময় হতাশা কে দূরে ঠেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হতাশ হলে সব শেষ, সময় নষ্ট আর সময় আমরা কখনো ফিরে পাবো না।

Devdas
2021-07-08, 12:59 PM
হ্যা ভাই, ফরেক্স এ বেশী হতাশ হলে চলবে না। ফরেক্স মার্কে ট অনলাইন জগতে আয় করাটা অন্যান্য সাইট বা ফ্রিল্যানসার এর তুলনায় অনেকটা আলাদা। ফরেক্স হচ্ছে একটি ক্যারিয়ার, ব্যবসা, আয় করার অন্যতম মাধ্যেম।ফরেক্স মার্কেট আয়টা ধীরে ধীরে হয়। এই ফরেক্স এ হুট করে আসলেই যে আয় হবে তা নয় কিন্তু। ফরেক্স থেকে আয় করতে হলে অনেক পরিশ্রম , ধৈর্য্য ধরে ফরেক্স করে তারপর আয় করতে হয়। যারা অযৈর্ধ্য ও বিনা পরিশ্রম করে, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে ফরেক্স করতে পারবেন না বরং ফরেক্স থেকে আয় না করে লস করে ফরেক্স থেকে পতন হবে।

Mas26
2021-07-08, 01:05 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা সবাই জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে।কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না।
ফরেক্স ব্যবসা অতি সুন্দর একটি ব্যবসা যদি এটা ভাল করে করা যাই আপনি ঘরে বসে বসে এই ব্যবসাটি করতে পারেন যেটা কিনা অন্য কোন ব্যবসায় করা যাই না গেলেও সেটার মাধ্যমে আয়ের পরিমান কম আসে আর ফরেক্স থেকে আপনি চাইলে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন শুধুমাত্র নিজের কিছু মেধা খাটিয়ে।তাই যদি একটু কষ্ট করে নিয়মগুলি জেনে সেগুলি মেনে চলা যাই তাহলে আশা করা যাই সকলেই ভাল ফল পাবেন। যদি কিছু ট্রেড এ লস হয় তবে হতাশ হবেন না। কারন ১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে। কেননা যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করছে তারা অতীতে অনেক বার লস করেছে কিন্তু কখনোই হতাশাগ্রস্ত হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যায়নি। তাই বলব ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং হতাশাকে শক্তিতে রূপান্তর করে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে।আমাদের আবেগকে কন্ট্রোল করতে হবে নতুবা ফরেক্স এ টিকে থাকা অসম্ভব হয়ে যাবে।

Smd
2021-10-04, 05:17 PM
প্রতিটি কাজের সাথে মানুষ হতাশায় জড়িত কারণ হল মুদ্রা বেচাকেনা একটি ব্যবসায় যেখানে প্রতিটি ক্ষেত্রে ও হতাশা আছে লাভ লস এর ক্ষেত্রেও হতে আছে কেউ বিনিয়োগ করলে তার বিত হতাশা কাজ করে কারণ হতে পারে সেই যায় চিন্তা করে সে হতাশ। তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে ।

sss21
2021-10-28, 10:00 AM
ফরেক্স মার্কেট প্রতিনিয়ত সবসময় আপডাউন করে। এজন্য এ মার্কেটে হতাশ হলে চলবে না ধৈর্যশীল হয়ে মার্কেটে ট্রেড করলে অবশ্যই একসময় আপনি লাভবান হবেন। তাই প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়। তাই কোন কিছুতে হতাশ না হয়ে, লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে

Smd
2022-01-26, 10:21 AM
ফরেক্স মার্কেটে টিকে থেকে ব্যবসা করতে পারবেন না,তাছাড়া ফরেক্স যেহেতু একটি ব্যবসা তাই এখানে লাভের সাথে সাথে লস ও থাকবে,আর সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে লাভের পাশাপাশি লসকে ও মেনে নিয়ে ব্যবসা করতে হবে। আর এজন্যই আপনাকে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে কেননা আপনি যদি কোন লস করার মাধ্যমে হতাশ হয়ে যান তাহলে মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, ফলে আপনার আত্মবিশ্বাস লোপ পাবে। আপনি অল্পতেই হতাশ হয়ে পড়েন, তাহলে আপনার জন্য কোন ব্যবসা নয়। থাকত ফরেক্স ব্যবসা। আপনাকে বুঝতে হবে ব্যবসা মানেই হচ্ছে লাভ-লস। আপনাকে ধৈর্য ধরে ব্যবসার সুনাম রক্ষা করতে হবে এবং ভবিষ্যতে এই ব্যবসা থেকে ভাল কিছু আশা করতে পারেন। ফরেক্স ব্যবসাতেও আপনাকে সময় দিয়ে এটা শিখতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাহলে আপনি যদি মাথা ঠান্ডা রেখে ফরেক্স ট্রেড করতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে ভাল ব্যবসা করতে পারবেন।

samun
2022-03-15, 03:36 PM
ফরেক্স ট্রেডিং বর্তমান সময়ে ব্যাপক জনপ্রিয় একটা মার্কেটপ্লেস । আমরা জানি ফরেক্স মার্কেটে খুব কম ট্রেডারই সফল হতে পারে আর সফল না হবার সংখ্যায় অনেক বেশি । তবুও দিন দিন ফরেক্স মার্কেটের প্রতি সবার আগ্রহ বাড়ছে । কারণ আমি মনে করি আমাদের হয়তো সামান্য কিছু ভুলের জন্য আমরা ফরেক্স ট্রেডিং এ সফল হতে পারছি না । কারণ যেহুতু ফরেক্স ট্রেডিং একটা রিস্কি মার্কেট সেখানে খুব ভালো আনাল্যসিস না করে ট্রেড দিলে লস করতে হবে। ফরেক্স মার্কেটে হতাশ না হয়ে বুঝে শুনে ঠান্ডা মাথায় দক্ষতা অর্জন করে ট্রেড করা উচিত তাহলে অবশ্যই ভালো প্রফিট পাওয়া সম্ভব। যেহেতু বর্তমান সময়ে অনলাইন বিজনেস মানে আউটসোর্সিং বিজনেস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এতে লাভ বেশি এবং স্বাধীন তাই এখানে ধৈর্যের সঙ্গে কাজ করা উচিত। তাহলে ভালো সফলতা পাওয়া সম্ভব।

Mas26
2022-03-16, 07:57 AM
পৃথিবীতে এমন কোন ব্যবসায় নেই যেখানে লস হয় না। সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। আমরা সবাই জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে। কেননা যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করছে তারা অতীতে অনেক বার লস করেছে কিন্তু কখনোই হতাশাগ্রস্ত হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যায়নি। তাই বলব ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং হতাশাকে শক্তিতে রূপান্তর করে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে।ফরেক্স ব্যবসা অতি সুন্দর একটি ব্যবসা যদি এটা ভাল করে করা যাই আপনি ঘরে বসে বসে এই ব্যবসাটি করতে পারেন যেটা কিনা অন্য কোন ব্যবসায় করা যাই না গেলেও সেটার মাধ্যমে আয়ের পরিমান কম আসে আর ফরেক্স থেকে আপনি চাইলে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন শুধুমাত্র নিজের কিছু মেধা খাটিয়ে। তাই যদি একটু কষ্ট করে নিয়মগুলি জেনে সেগুলি মেনে চলা যাই তাহলে আশা করা যাই সকলেই ভাল ফল পাবেন। যদি কিছু ট্রেড এ লস হয় তবে হতাশ হবেন না। কারন ১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।

IFXmehedi
2022-03-17, 09:03 PM
গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা সবাই জানি যে ফরেক্স একটি ঝুঁকিপূর্ণ লাভজনক ব্যবসা, অর্থাৎ এখান থেকে যেমন খুব সহজে লাভ করা যায় তেমনি সামান্য ভুলের কারণে অনেক বড় লস হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে হতাশ হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যেতে হবে, আর যদি হতাশ হয়ে ফরেক্স থেকে সরে যান তাহলে কখনোই এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, তাই ফরেক্স মার্কেটে টিকে থেকে সফলতার সাথে ব্যবসা করতে হলে লাভের পাশাপাশি লস কেউ মেনে নিতে হবে, এবং ইমোশনকে নিয়ন্ত্রণে রেখে হতাশ হওয়া থেকে বিরত থাকতে হবে বরং কি কারণে হয়েছে সেগুলো খুজে বের করে নিজেকে সেই বিষয়ে সচেতন করে তুলুন নতুন করে পুনরায় শুরু করতে হবে। কেননা যারা ফরেক্স মার্কেটে সফলতার সাথে ব্যবসা করছে তারা অতীতে অনেক বার লস করেছে কিন্তু কখনোই হতাশাগ্রস্ত হয়ে ফরেক্স মার্কেট থেকে সরে যায়নি। তাই বলব ফরেক্স মার্কেট থেকে সফলতা অর্জন করতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না, বরং হতাশাকে শক্তিতে রূপান্তর করে নতুন উৎসাহ-উদ্দীপনা নিয়ে ট্রেডিং শুরু করতে হবে।

আমি আপনার সাথে একমত পোষণ করি । কারণ কিছু ক্ষেত্রে কাজ করার জন্য কোন বিষয়কে খুব গুরুত্বের সাথে পালন করতে হয় বা মেনে নিতে হয় । আর ফরেক্স মার্কেটে কাজের ক্ষেত্রে তেমনই কিছু কাজ হল কখনো হতাশ হওয়া যাবে না এবং লোভকে নিয়ন্ত্রণে রেখে কাজ করতে হবে । হতাশতা মানুষকে অনেক পিছনে ফেলে দেয় এবং কাজের অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়ায় । ফরেক্স মার্কেটের কাজগুলো ব্যবসা তাই এখানে লস হলে ভেঙ্গে পড়া যাবে না বা কখনো হতাশ হওয়া যাবে না বরং ধৈর্যের সাথে কাজ করে সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করতে হবে তাহলে একদিন না একদিন অবশ্যই সফল হতে পারা যাবে । হতাশ হলে কাজ ভালো করার পরিবর্তে আরো খারাপ হয়ে যাবে এবং একসময় ফরেক্স মার্কেটে টিকে থাকা অসম্ভব হয়ে দাঁড়াবে । তাই হতাশ না হয়ে কাজের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা উত্তম ।

FRK75
2023-01-15, 09:21 AM
ট্রেডারই ফরেক্সে দীর্ঘদিন কাজ করার পরও যখন সাফল্য পায় না তখন স্বাভাবিক ভাবেই সে কিছুটা হতাশায় ভোগে। তবে এমতাবস্হায় হতাশ না হওয়াটাই পজিটিভ বলে আমি মনে করি কারন ফরেক্সে রাতারাতি সাফল্য আসে না দীর্ঘ পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা দিতে হয় এখানে। ফরেক্সে টিকে থাকতে অনেক নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে এসব মাথায় রেখেই হতাশ না হয়ে কিভাবে আরো ভালো ট্রেডিং করা যাবে সেদিকেই আমাদের বেশি নজরা রাখা উচিত হবে।এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন আপনার যদি অনেক ধৈর্য্য থাকে তাহলে আমি বলতে পারি আপনি এক সময় না একসময় এই ব্যবসায় সাফল্যতা অর্জন করবেন তাই নিজেকে আগে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন তাহলেই আপনার সফলতা আসবে ।

FRK75
2023-06-02, 06:43 AM
ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না বা যাবে না। কারণ আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়।মানুষকে পিছনে টানে। তাই কোন কাজ শুরু করলে হতাস হওয়া যাবে না। হতাস আপনাকে ধংস করে দেবে। ফরেক্সে হতাশ না হয়ে মন দিয়ে ধৈর্য ধরে মার্কেট সম্পর্কে এনালাইস করে । অবিজ্ঞতা অর্জন করতে পারলে উন্নতি করতে পারবেন।

Mas26
2023-06-03, 09:30 AM
ফরেক্স ব্যবসা অতি সুন্দর একটি ব্যবসা যদি এটা ভাল করে করা যাই আপনি ঘরে বসে বসে এই ব্যবসাটি করতে পারেন যেটা কিনা অন্য কোন ব্যবসায় করা যাই না গেলেও সেটার মাধ্যমে আয়ের পরিমান কম আসে আর ফরেক্স থেকে আপনি চাইলে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন শুধুমাত্র নিজের কিছু মেধা খাটিয়ে। তাই যদি একটু কষ্ট করে নিয়মগুলি জেনে সেগুলি মেনে চলা যাই তাহলে আশা করা যাই সকলেই ভাল ফল পাবেন। যদি কিছু ট্রেড এ লস হয় তবে হতাশ হবেন না। কারন ১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।

Mas26
2023-12-31, 11:31 AM
ফরেক্স ব্যবসা অতি সুন্দর একটি ব্যবসা যদি এটা ভাল করে করা যাই আপনি ঘরে বসে বসে এই ব্যবসাটি করতে পারেন যেটা কিনা অন্য কোন ব্যবসায় করা যাই না গেলেও সেটার মাধ্যমে আয়ের পরিমান কম আসে আর ফরেক্স থেকে আপনি চাইলে মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন শুধুমাত্র নিজের কিছু মেধা খাটিয়ে। তাই যদি একটু কষ্ট করে নিয়মগুলি জেনে সেগুলি মেনে চলা যাই তাহলে আশা করা যাই সকলেই ভাল ফল পাবেন। যদি কিছু ট্রেড এ লস হয় তবে হতাশ হবেন না। কারন ১০০ ট্রেড করে যদি ৪০ টি তে লস করেন এটা তেমন কোন বিষয় না কারন ট্রেড করলে ভুল হবে তবে চেষ্টা করতে হবে যেন ব্যালেন্স সব মিলিয়ে কিছুটা প্রফিটের দিকে থাকে।