PDA

View Full Version : যে লস করেনা, সে ভাল ট্রেডার নয়



Pages : 1 [2]

jimislam
2020-07-27, 03:35 PM
আসলেই সত্য কথা যে ফরেক্স মার্কেট এ ট্রেড করে যে লস করেনা সে ফরেক্স মার্কেট সম্পর্কে কিছুই জানে না বা সে ফরেক্স মার্কেট এর একজন ভালো ট্রেডার নয়।কারণ লস না করলে বা না ভুল করলে আমরা কিছুই শিখতে পারবোনা। মানুষ বলতেই ভুল তাই আমাদের কে ভুল থেকেই শিক্ষা নিয়ে পরবর্তী পদেক্ষেপ নিতে হবে।লস করে ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে।

Devdas
2020-07-27, 03:40 PM
ফরেক্স এ এমন ব্যক্তি নেই যে লস করেনি। ফরেক্স এ প্রথমে আসতে হলে আগে আপনাকে লস করতে হবে। লস করতে করতে একদিন আপনি অনেকটা দক্ষ ও অভিজ্ঞ হলে ফরেক্স এ ট্রেড করবেন এবং আপনি ফরেক্স থেকে তখন লস করবেন না। ফরেক্স এ যেই লস করে আবার লস করতে করতে সে তখন লাভ করে থাকবে। আর এটাই ফকেক্স এর নিয়ম। আমি নিজেই অনেকবার লস করেছি। তারপর যখন লস করতে করতে আমি একটু শক্ত হলাম তারপর থেকে আমি লস করি না বরং লাভ ই করি।

rakib.r
2020-07-27, 04:03 PM
�যে লস করেনা, সে ভাল ট্রেডার নয়। ঐ ব্যক্তিকে ভাল ট্রেডার বলা যায়, যে লসগুলো রিকভার করতে পারে�।
এটা হচ্ছে ফরেক্স ট্রেডারদের জন্য এক বিশেষ ধরনের মন্ত্র যা সবার মনে রাখা উচিৎ। যে লস করেনা তাকে আমরা ভাল ট্রেডার বলতে পারিনা। কারন সে হয়ত রিস্ক কম নেয়, সে হয়ত সাহস করে খুব বেশি ট্রেড এ নামে না। তারমানে দাঁড়াচ্ছে সে ট্রেড করে কম। যে ট্রেড করে কম, তার ট্রেডের জ্ঞান কম। জার ট্রেডের জ্ঞান কম, তাকে আপনি ভাল ট্রেডার কি করে বলবেন?

আমি আপনার সাথে এক মত হতে পারলাম না। ব্যাবসায় লাভ লস থাকবেই । তাই লাভ লস কে দিয়ে একজন মানুষের ভালো বা খারাপ হওয়া বিবেচনা করা উচিৎ নয়। কিছু পরিমান লস প্রতি টা ট্রেডের থাকতে পারে আর সেই জন্য ই আমরা স্টপ লস ইউজ করে থাকি। কিন্তু যে লস করে না সে ভালো ট্রেডার না আর যে লস রিকভার করতে পারে সেই ভালো ট্রেডার এমন কোন কথা নেই। লস ও ব্যাবসার ই একটা অংশ তাই লস কেও ব্যাবসা হিসেবেই ধরে নিতে হবে। আর সাহস করে ট্রেড নিলেই ভালো ট্রেডার ও হয় না। যে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে করে ট্রেড নেয় সে ই ভালো ট্রেডার। বেশি রিস্ক নিয়ে লস করে একাউন্ট শূন্য করে সেই একাউন্ট আবার রিকভার করা কোন ভালো ট্রেডারের লক্ষন নয় বরং অল্প লস করেই ট্রেড থেকে বেরিয়ে যাও্যাই ভালো ট্রেডারের লক্ষন

zakia
2020-07-28, 06:55 PM
হ্যা ভাই আপনি ঠিক বলেছেন। ফরেক্স এ যে লস করে না সে ভাল ট্রেডার হতে পারে না। আমার ট্রেইনার স্যার ও অনেক লস করেছেন এই ফরেক্স থেকে এবং পরবর্তী সে অনেক টা সাফলতা অর্জ ন করেছে। আমি নিজেও অনেকবার লস করেছি। কিন্তু আমি হাল ছেড়ে দেই নি। আমি ফরেক্স করে যাচ্ছি। আমি একদিন না একদিন সাফলতা অর্জন করবই। ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় যেখানে প্রতিটা মুহূর্ত অনিশ্চিত। এখানে এমন কোন ট্রেডার নেই যে লস করে নাই। যতই ভালো ট্রেডার হোক না কেনো লস করবেই। তবে হ্যাঁ এটা সত্যি যে, অধিক জ্ঞান অর্জন করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে।

Hredy
2020-07-28, 07:00 PM
আমার কাছে সব থেকে ভাল লেগেছে এই বিষয়টি , ফরেক্স এমনই একটি ব্যবসায় যারা লস করে তারাই এক সময় ভাল মানের একজন ট্রেড হিসাবে গড়ে ওঠে যদি হাল না ছাড়ে । আমি প্রথম অনেক লস করেছি এখন আর লস করি না ।

zakia
2020-07-29, 11:42 AM
আমার মতে ফরেক্স একটি আন্তর্জাতিক বিসনেস বা ব্যবসা।যা বিশ্বের সবথেকে বড় অর্থ বাজার।আর প্রতিটা ব্যবসাই লাভ লস আছে।আর আমি মনে করি ব্যর্থতাই সফলতার চাবিকাটি।একবার লস করে আপনি বুঝতে পারবেন যে কিভাবে লসকে এড়ানো যায়। আর লস করলেই শিখা যায় কিভাবে লাভ করা যায়। আপনি আপনার ভুল যত ধরতে পারবেন তত আপনার ফরেক্স এ অভিজ্ঞতা বারবে এবং তা সংশোধন করতে জানতে হবে তা হলে ফরেক্স এ ভালো ট্রেডার হওয়া যাবে ।

jimislam
2020-07-31, 06:52 PM
প্রতিটি ব্যবসার দুটি দিক থাকে একটি হল লাভ অন্যটি হচ্ছে লস।লাভ ও লস নিয়েই মূলত প্রতিটি ব্যবসা পরিচালিত হয়।তেমনি ফরেক্স মার্কেটে এর বিপরীত নয়।ফরেক্স মার্কেটে যেমন ট্রেড করে লাভ করা যায় তেমনি আবার লস হয়। আপনি একটা সিস্টেম ফলো ট্রেড করবেন তাই নয় কি? আপনার সিস্টেম যদি আপনাকে কোন সিগ্নেল না দেয় তাহলে আপনি ট্রেড কিভাবে করবেন।

Md.shohag
2020-09-11, 08:40 AM
আসলে লাভ লস হিসেব দিয়ে ভালো ট্রেডার নির্ণয় করা যায় না।ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ছোট-বড়,নতুন-অভিজ্ঞ প্রায় সব ট্রেডারই কম বেশী লস করে।কারো লাভের পরিমাণ বেশী আবার কারো লসের পরিমাণ বেশী।একমাত্র তারাই ভালো ট্রেডার যারা লস নিয়ে পড়ে না থেকে লসের ট্রেড ক্লোজ করে দিয়ে নতুন ট্রেডের মাধ্যমে লস পুষিয়ে নিতে পারে।

sss21
2020-09-11, 10:13 AM
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। তবে ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।

EmonFX
2020-09-11, 10:56 AM
ফরেক্সে আপনাকে শুরুতে কিছু লস করতেই হতে পারে তাই বলে ভেঙ্গে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। ফরেক্সে আপনি প্রতিটি ট্রেডে সফল হবেন এমন না। কিছু কিছুে ট্রেডে লস হতেই পারে। তাই বলে বসে থাকলে চলবে না, হাল ছেড়ে দেয়া যাবে না। লসের কারন অনুসন্ধান করুন। নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জবাবদিহীতার কাঠ গড়ায় দাড় করান। আমরা এমনটা অনেকেই করি না বিধায় নিজের ভুলগুলো ভুলই থেকে যায়।

শুরুর দিকে কিছু লস করতে হতে পারে তাই বলে হতাশ না হয়ে বরং আপনর ভুল গুলো খুজুন, দুর্বলতা খুঁজে বের করুন। যেখানে দুর্বলতা আছে সেখানে সংশোধন করুন। বেশি বেশি মার্কেট এনালাইসিস করুন, ডেমো প্রাকটিস করুন। সফলতার মূলে রয়েছে ডেমোতে ভালো করা। ডেমোতে ভালো করলে আপনি লাইভ ট্রেডেও ভালো করবেন এই বিশ্বাস রাখুন।

ভূলে গেলে চলবে না যে, আপনি যখন প্রথম হাটা শিখেছেন তখন বার বার হোচট খেয়েছেন আবার কারো সাহাহ্য নিয়ে উঠে দাড়িয়েছেন আবার হোচট খেয়েছেন আবারো চেস্টা করেছেন। এভাবে করেই এখন আপনি কারো সাহাহ্য ছাড়াই দাড়াতে পারেন। যেখানে আপনি দু’পা হাটতেই কতোজনের সাহায্য নিতে হয়েছে সেখানে আজ আপনি একাই বিশ্ব ভ্রমনের জন্য প্রস্তত। অনুরুপ ভাবে হতাশ না হয়ে ঘুরে দাড়ানোর চেস্টা করুন সফল একদিন আপনি হবেনই।

Starship
2020-09-11, 11:51 AM
সাধারণত ফরেক্সের সবাই কমবেশি করে থাকেন। কিন্তু তার মানে এই নয় যে যে লস করে না সে ভালো ট্রেডার নয়। ফরেক্স মার্কেটে সেই লস করে যে ট্রেড করার জন্য পর্যাপ্ত জ্ঞান ও সঠিক স্ট্রেটিজি মেনে চলেন। একজন ভালো ট্রেডার লস করে তারপর তিনি সেখান থেকে শিক্ষা নিয়েই দক্ষ ট্রেডার হয়।
আরেকজন ভালো ট্রেডার যখন সে ট্রেড করে পর্যাপ্ত এনালাইসিস ও গুরুত্বের সঙ্গে ট্রেড করে। ট্রেড করার জন্য যত নিয়ম কানুন জানা দরকার ও তা মেনে চলে ঠিক করে থাকে যার ফলাফল এর পরিমাণ কম হয়। কিন্তু তার মানে আপনি এটা বলতে পারেন না যে লস করেন না সে ভালো ট্রেডার নয়।

Sumon15
2020-09-11, 09:41 PM
যেকোনো বিজনেসের ক্ষেত্রে লাভ লস যেমন অবিচ্ছেদ্য অংশ ঠিক তেমনি ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসা ক্ষেত্র যেখানে আপনি লাভের পাশাপাশি কিছু ক্ষেত্রে লস খেতে পারেন। তবে সামান্য কিছু লস নিয়ে আপনি কখনো ভেঙে পড়বেন না। কোথায় অ্যানালাইসিসের ভুল ত্রুটি রয়েছে এবং কোন কোন স্থানে ফরেক্স ট্রেড করলে আরো বেশি লাভবান হতে পারতেন সেই বিষয়গুলো আপনাকে নিজে খুঁজে বের করতে হবে। যখন আপনি একজন অভিজ্ঞ ফরেক্স ট্রেডার হিসেবে প্রতিষ্ঠিত হবেন তখন দেখবেন লাভ লোকসান একে অন্যের পরিপূরক। তবে লাভের পরিমাণ আপনাকে অবশ্যই বৃদ্ধি করতে হবে।

Fahmida1
2020-09-11, 10:56 PM
যে লস করে না সে অবশ্যই ভালো ট্রেডার হতে পারে। তবে ফরেক্স ফোরামে সবাই কমবেশি লস করে থাকে। তবে একজন সফল ট্রেডার খুব কমই লস করে থাকে। তবে যারা নতুন ট্রেডার তারা না বুঝে ট্রেড করে বেশি সংখ্যক লস করে থাকে। ট্রেডিং স্ট্রাটেজি মাধ্যমে ট্রেড করলে সহজেই লস হয় না। ফরেক্সে লস যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সুতরাং একজন সফল ট্রেডার নিশ্চয়ই কম লস করে থাকেন।

mahmudfx84
2020-09-12, 10:40 AM
যে লস করে না , সে ভাল ট্রেডার নয়। এর অর্থ এই নয় যে ভাল ট্রেডার হতে হলে লস করতেই হবে। লস না করলে ভাল ট্রেডার হওয়া যায় না। এটা ঠিক যে ফরেক্সে যারা আসে প্রথম দিকে ব্যাপক লস করতে হয় , চেষ্টা করলেও সেটা বন্ধ করা যায় না, কয়েকবার লস হওয়ার পরে বাস্তব অভিজ্ঞতা অর্জন হয় এবং পরবর্তীতে লসের কারণগুলো বা ভূলগুলো সংশোধনের মাধ্যমে লসের পরিমাণ কমে যায়। এভাবে লস কমতে কমতে প্রফিট হতে থাকে এবং সফলতার দিকে এগিয়ে যেতে থাকে। ধন্যবাদ।

FRK75
2020-10-24, 06:44 PM
ফরেক্স লস করেনি এমন ট্রেডার এখনো খুজে পাওয়া যাবে না।। লস না করলে ফরেক্স সেখা যাবে না।। আমি মনেকরি,, ভুল থেকে আমরা সিখতে পারি।। লস করলে লস করার কারন টা অবশ্যই বুঝতে পারব।। সেই ভুল যেন পরবর্তীতে আর না হয় এটাই ভাল ট্রেডার গুন।।

Sid
2020-10-27, 05:01 PM
ফরেক্স একটি ব্যবসা এখানে কেউ কোনদিন লস
করবে না এটা ভাবাই ঠিক না। ফরেক্স মার্কেটে
লস হতেই পারে। আবার কথাই আছে পাইলেন
কোথাই, হারালাম যেথাই। তাই আজ আপনি
যেখানে লস করছেন সেখানে আরেকজন লাভ করছে
তাই লস থেকে অনেক সময় শিক্ষা নেয়া যায়। তবে
যে লস করে না সে ভাল ত্রেদার না আমি তা ভাবি
না । আমার মনে হয় যে লস করে লস রিকভারি করতে
পারে সেই ভাল ত্রেদার।

sss21
2020-12-27, 10:07 PM
ফরেক্স মার্কেটে যে লস করে না সে ভাল ট্রেডার না বলা হয় কারন কি লস না বঝা যায় না যে ফরেক্স মার্কেটে কেন লস হবে আর লস হলে কি করতে হবে তাই সে সম্পর্কে তার ভাল ধারনা অরজন করতে পারে না তাই তাকে ভাল ট্রেদার বলা হয়না।

Tapujyoti
2020-12-27, 10:55 PM
আপনার সাথে একদিকে একমত অন্যদিকে দ্বিমত পোষণ করছি। ফরেক্সে লাভ লোকসান থাকবেই এইটাই স্বাভাবিক। আর লস করেই আমরা লাভ করতে শিখবো। তার মানে এই না যে বেশি লাভ করতে গিয়ে নিজেকে বড় লসের সামনে নিয়ে ফেলা। আমি অনেক অভিজ্ঞ ফরেক্সারদের পোস্ট দেখে আর আমার অতি স্বল্প অভিজ্ঞতা থেকে বলছি ফরেক্সে বেশি লোভ করতে গেলেই বড় লোকসানের সম্ভাবনা বেড়ে যায়।

ashik94
2021-01-30, 08:16 PM
মনে করি পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে ব্যবসা করে আজ পর্যন্ত সে ক্ষতিগ্রস্থ হয়নি আর এটা কখনও সম্ভব নয় । তাই আমি মনে করি ব্যবসা মানে ক্ষতির একটি অংশ । এখানে কেউ ১০০% সফলতা অর্জন করতে পারবে । তবে হ্যা আপনি এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা ব্যবসায় ক্ষতির অংশটা কিছু কমিয়ে নিয়ে আসতে পারেন পাশাপাশি লাভের অংশটা বৃদ্ধি করতে পারবেন । আর কেউ যদি রিয়েল ট্রেড এর পূর্বে ডেমো অনুশীলন করে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে আপনি অবশ্যই কম ঝুকি নিয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন । তাই বলে আপনি খারাপ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারেন না । মনে করি পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে ব্যবসা করে আজ পর্যন্ত সে ক্ষতিগ্রস্থ, হয়নি আর এটা কখনও সম্ভব নয় । তাই আমি মনে মনে করি পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে ব্যবসা করে আজ পর্যন্ত সে ক্ষতিগ্রস্থ হয়নি আর এটা কখনও সম্ভব নয় । তাই আমি মনে করি ব্যবসা মানে ক্ষতির একটি অংশ । এখানে কেউ ১০০% সফলতা অর্জন করতে পারবে । তবে হ্যা আপনি এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা, দ্বারা ব্যবসায় ক্ষতির অংশটা কিছু কমিয়ে নিয়ে আসতে পারেন পাশাপাশি লাভের অংশটা বৃদ্ধি করতে পারবেন । আর কেউ যদি রিয়েল ট্রেড এর পূর্বে ডেমো অনুশীলন করে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে আপনি অবশ্যই কম ঝুকি নিয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন। তাই বলে আপনি খারাপ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারেন না । করি ব্যবসা মানে ক্ষতির একটি অংশ । এখানে কেউ ১০০% সফলতা অর্জন করতে পারবে। তবে হ্যা আপনি এখানে আপনার দক্ষতা ও অভিজ্ঞতা দ্বারা ব্যবসায় ক্ষতির অংশটা কিছু কমিয়ে নিয়ে আসতে পারেন পাশাপাশি লাভের অংশটা বৃদ্ধি করতে পারবেন । আর কেউ যদি রিয়েল ট্রেড এর পূর্বে ডেমো অনুশীলন, করে ভালভাবে জ্ঞান অভিজ্ঞতা অর্জন করতে পারে তাহলে আপনি অবশ্যই কম ঝুকি নিয়ে ভাল মুনাফা উপার্জন করতে পারবেন । তাই বলে আপনি খারাপ ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করতে পারেন না।

Smd
2021-04-21, 01:14 AM
ফরেক্স থেকে যে আমরা শুধু লাভ করেই শিখতে পারি তা যেমন ঠিক তেমনেই ফরেক্স-এ লস থেকেও আমরা অনেক কিছু শিখতে পাই । আর লস করার পর আমরা মার্কেট সম্পর্কে আর বেশি সতর্ক হয়ে যেতে পারি । ভাল ট্রেডার মানে কম রিস্ক নিয়ে ভাল ভাল ট্রেড করা, বেশি বেশি লাভ করা নয়, বেশি বেশি লস করাও নয়। ট্রেড এ টিকে থাকা এবং ট্রেড থেকে লাভ করাই মুল উদ্দেশ্য।

muslima
2021-04-25, 03:25 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করলে লস হবে এটাই স্বাভাবিক। কিন্তুু প্রফিট করে সেই লস আপনাকেই কাভার করতে হবে। ফরেক্স মার্কেটে যে লস করে না সে ভাল ট্রেডার না এটা ঠিক না। কারন ফরেক্স মার্কেটে অনেক ভাল ট্রেডার আছে যারা লাভ বেশি করে। আপনে কি কারনে লস করেছেন সেটা রিকবার করাটা একজন ভাল ট্রেডার এর লক্ষণ।একজন ভাল ট্রেডার হতে হলে আগে ফরেক্স ব্যবসা শিখতে হবে লস হলে কি জন্য হল সেটা ডেমোতে প্রাকটিস করে নেওয়াটা ভাল বলে আমি মনে করি।

memes
2021-04-25, 04:49 PM
ফরেক্স একটি ব্যবসা । এখানে লাভ বা লস হওয়ার ঝুকি রয়েছে । একজন ট্রেডার শুরু থেকেই দক্ষ হয়ে থাকে না । সে ভুল করতে করতেই শিখে । একজন ট্রেডার যদি ভুল না করে তাহলে সে কখনই শিখে না । একজন ট্রেডার ছোট ছোট ভুল করার মাধ্যমেই একজন অভিজ্ঞ ট্রেডারে এ পরিনত হয়ে থাকে । তাই বলা যায় যে লস করে না সে ভালো ট্রেডার নয় ।

Smd
2021-08-24, 10:06 PM
ফরেক্স এ নতুন হয়ে থাকেন তো আপনি অবশ্যই ফরেক্স এ লস এর স্বাদ পাবেন কারন কেওই পার্ফেক্ট ট্রেডার হয়ে থাকেন না আর তার জন্য আপনি আপনার অর্থ এই ব্যবসাতে হারাতে পারেন । আপনি যদি এই মার্কেটে কোন প্রকার লস না করে থাকেন তো আপনি ফরেক্সএ লস এর মর্ম বুঝবেন না ।যে লস করল সে ভালো ট্রেডার নয় একথা বলা যাবে না। কারন কেউ যখন প্রাথমিক অবস্থায় ট্রেড শুরু করে তার মার্কেটের অনেক কৌশলই জানা থাকে না। তার পক্ষে লাভের মুখ দেখাটা কিছুটা কঠিন। তাই তাকে প্রথমেই ভালো ট্রেডার না বলা ঠিক হবে না। শিখতে গেলে কিছু ভুল হয় সেই ভুল গুলা শিখারই অংশ। আর অনেক ভালো ভালো ট্রেডার অনেক সময় ভুলের কারনে লস করে।

FRK75
2022-01-23, 02:23 PM
১০ টি ট্রেড ওপেন করলেন সবগুলোতেই যে লাভ হবে তেমন নয় কিছু ট্রেডে লসও হতে পারে। তবে দেখতে হবে ওভারঅল ট্রেডে প্রফিট থাকছে কিনা৷ আর যদি বেশিরভাগ সময়ই ট্রেডে লস থাকে তখন হতাশ না হয়ে নতুন ভাবে নতুন স্ট্রাটেজী তৈরি করে ট্রেড করার চেষ্টা করতে হবে এতে করে একসময় সফল হওয়া সম্ভব হবে।

samun
2022-02-09, 04:16 PM
ফরেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। তবে ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না। শুরুর দিকে কিছু লস করতে হতে পারে তাই বলে হতাশ না হয়ে বরং আপনর ভুল গুলো খুজুন, দুর্বলতা খুঁজে বের করুন। যেখানে দুর্বলতা আছে সেখানে সংশোধন করুন। বেশি বেশি মার্কেট এনালাইসিস করুন, ডেমো প্রাকটিস করুন। সফলতার মূলে রয়েছে ডেমোতে ভালো করা। ডেমোতে ভালো করলে আপনি লাইভ ট্রেডেও ভালো করবেন এই বিশ্বাস রাখুন। ফরেক্স মার্কেট এমন একটি ব্যবসায় যেখানে প্রতিটা মুহূর্ত অনিশ্চিত। এখানে এমন কোন ট্রেডার নেই যে লস করে নাই। যতই ভালো ট্রেডার হোক না কেনো লস করবেই। তবে হ্যাঁ এটা সত্যি যে, অধিক জ্ঞান অর্জন করতে পারলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হবে।

FRK75
2022-03-20, 10:19 PM
ফরেক্স লস করেনি এমন ট্রেডার এখনো খুজে পাওয়া যাবে না।। লস না করলে ফরেক্স সেখা যাবে না।। আমি মনেকরি,, ভুল থেকে আমরা সিখতে পারি।। লস করলে লস করার কারন টা অবশ্যই বুঝতে পারব।। সেই ভুল যেন পরবর্তীতে আর না হয় এটাই ভাল ট্রেডার গুন
।।যে লস বেশি করে তার অভিজ্ঞতা বেশি। এটা সম্পূর্ণ ভুল। কারণ যে বেশি লস করে তার অভিজ্ঞতা নেই। সে একজন আনাড়ি ট্রেডার। আর যে বুঝেশুনে মানি ম্যানেজম্যান করে ট্রেড করে তার অভিজ্ঞতা অবশ্যই বেশি। তাই তো সে লস করছে না। আমি আপনার সাথে একমত । আমরা সবাই জানি যে ফরেক্স একটি ব্যাবসা এবং সেটি হচ্ছে বিভিন্ন দেশের মূদ্রা আদান এবং প্রদান এর ব্যাবসা । আর যেহেতু ফরেক্স এ আমরা আমাদের ইনভেস্ট দিয়ে ব্যাবসা করতে আসি তাহলে এখানে লস করা তো এমন কোন বড় ব্যাপার না । কারন ব্যাবসা তো লাভ লস মিলিয়েই। লস না করে শুধু প্রফিত করেছে এই রকম কোন বেবসায়ি আছে বলে আমার মনে হয় না । ফরেক্স এ র ক্ষেত্রেও একি কথা। তাই লস না করলে যে ভালো ত্রাদের না এ কথাটা পুরাপুরি ঠিক না। বাবসা মানেই লাভ লস এর খেলা। আপনি যদি ফরেক্স ট্রেডিং করেন তাহলে আপনি যখন প্রচুর প্রফিট করতে পারবেন তার কিছুক্ষন পর হয়তবা আপনার লাভের কিছু অংশ লস হয়ে গেলো। অনেক অভিজ্ঞ ট্রেডারাও লস করে থাকেন। তাই বলা যায়, যে ফররেক্সে লস না করে সে ট্রেডার নয়।

IFXmehedi
2022-03-21, 12:18 AM
হ্যা, এটাও এক অর্থে সত্য কথা ভুল না করলে মানুষ আসলেই কিছু শিখতে পারে না । তেমনেই ফরেক্স থেকে যে আমরা শুধু লাভ করেই শিখতে পারি তা যেমন ঠিক তেমনেই ফরেক্স-এ লস থেকেও আমরা অনেক কিছু শিখতে পাই । আর লস করার পর আমরা মার্কেট সম্পর্কে আর বেশি সতর্ক হয়ে যেতে পারি । তাই যে লস করে না, সে ভাল ট্রেডার নয় ।

আমার মনে হয় এক দিক থেকে আপনি সঠিক কথাই বলেছেন । লস হল একটি ব্যবসার অংশ অর্থাৎ ব্যবসা করতে গেলে লস হবে বা লসের সম্মুখীন হতেই হবে । আর এই লসকে পুষিয়ে নিয়ে যে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই হবে একজন সফল ট্রেডার । সব সময় লসটাকে নেতিবাচক হিসেবে দেখা উচিত নয় । কারণ লঞ্চ থেকে অনেক কিছু শেখার থাকে এবং সে শিক্ষাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ভালো করার একটা সুযোগ থাকে । তাই একজন ভালো ট্রেডারের ক্ষেত্রেও শুধুমাত্র লাভ হবে তা নয় সেখানে লস ও থাকবে । যে যত অল্প সময়ের মধ্যে লসকে ওভারকাম করে প্রফিট অর্জন করতে পারবে সেই সফল হবে ।

Mas26
2022-09-22, 10:46 AM
এটাও এক অর্থে সত্য কথা ভুল না করলে মানুষ আসলেই কিছু শিখতে পারে না। তেমনেই ফরেক্স থেকে যে আমরা শুধু লাভ করেই শিখতে পারি তা যেমন ঠিক তেমনেই ফরেক্স-এ লস থেকেও আমরা অনেক কিছু শিখতে পাই। আর লস করার পর আমরা মার্কেট সম্পর্কে আর বেশি সতর্ক হয়ে যেতে পারি। তাই যে লস করে না, সে ভাল ট্রেডার নয়।ফরেক্স একটি ব্যবসা এখানে কেউ কোনদিন লস করবে না এটা ভাবাই ঠিক না। ফরেক্স মার্কেটে লস হতেই পারে। আবার কথাই আছে পাইলেন কোথাই, হারালাম যেথাই। তাই আজ আপনি যেখানে লস করছেন সেখানে আরেকজন লাভ করছে তাই লস থেকে অনেক সময় শিক্ষা নেয়া যায়। তবে যে লস করে না সে ভাল ত্রেদার না আমি তা ভাবি না। আমার মনে হয় যে লস করে লস রিকভারি করতে পারে সেই ভাল trader।

sss21
2023-01-23, 08:16 PM
হ্যা বন্ধু আমি আপনার সাথে একমত যে,যে লস করে নাই সে কোন ট্রেডার ই নয় আর বাস্তবে এটা সম্ভবও নয় কারন ফরেক্স ট্রেডিংয়ে লস এবং লাভ হল একই মুদ্রার এপিট আর ওপিট তাই ফরেক্স ট্রেডিংয়ে লাভের পাশাপাশি লসও হতেই পারে আর যদি লস কেহ না করে বা অন্তত একটা একাউন্ট জিরো করেনি সে বাস্তব ট্রেডিং অভিজ্ঞতা থেকে দুরে তা বলা য়ায়। ধন্যবাদ।

samun
2023-05-27, 07:41 PM
কথাটার সাথে আমি একমত হতে পারলাম না কারণ কোন একজন ট্রেডার লস করল তার মানে সে ভালো ট্রেডার এ পরিণত হয়ে গেল এবং যে লস করল না সে খারাপ ট্রেডার হয়ে গেল এটা তো হতে পারে না।কারণ ভালো ট্রেডারদের রসের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে,কেননা এরা ট্রেডিং শুরু করার পূর্বেই নিজেকে ফরেক্স ট্রেডিং এর জন্য উপযুক্ত করে তোলে যার ফলে তাদের লস এর পরিমাণ কম থাকে। লস হতেই পারে মনে করেন ১০ টি ট্রেড ওপেন করলেন সবগুলোতেই যে লাভ হবে তেমন নয় কিছু ট্রেডে লসও হতে পারে। তবে দেখতে হবে ওভারঅল ট্রেডে প্রফিট থাকছে কিনা৷ আর যদি বেশিরভাগ সময়ই ট্রেডে লস থাকে তখন হতাশ না হয়ে নতুন ভাবে নতুন স্ট্রাটেজী তৈরি করে ট্রেড করার চেষ্টা করতে হবে।

FRK75
2024-03-09, 11:38 PM
যে লস করেনা, সে ভালো ট্রেডার না, একথার সাথে আমি একমত হতে পারছিনা। কারণ একজন ব্যবসায়ী ব্যবসায়ে নামে ঝুঁকি নিয়ে, এ কথা ঠিক । কিন্তু কেউ যখন ব্যবসায়ের মতো এতো ইম্পর্টেন্ট একটা কাজে নামবে, সে অবশ্যই সেই সম্পর্কে খুব ভালো জ্ঞান নিয়ে নামবে। সব কিছু সম্পর্কে ভালোভাবে জেনে শুনে, যাচাই-বাছাই করে তারপর নামবে। কারণ সে লাভের আশায় ব্যবসা শুরু করে,, লস করতে চায় না।ফলে তার সব বিষয়ে অনেক ভালো জ্ঞান থাকার কারণে, তাকে কোথায় কি এপ্লাই করতে হবে তা বুঝে শুনে ও সচেতন ভাবে করবে এবং লাভবান হবে আর আস্তে আস্তে অনেক ভালো ট্রেডারও হয়ে উঠবে বলে আমার মনে হয়।সবসময় ট্রেড করলেই লাভ করা যায় না কিছু কিছু সময় লসও করতে হয় আর অনেক ট্রেডারই আছি যারা লস করলে বেসামাল হয়ে যায় তখন ভুলবশত আরে ট্রেড করে লসে পতিত হয়। মুলত আমাদের উচিত লসকে রিকোভার করা এজন্য ট্রেড করে ধৈর্য্য ধরতে হবে রানিং ট্রেড ক্লোজ না করে অন্য কোন ট্রেড করাটা ঠিক হবে না।

Mas26
2024-03-10, 10:42 AM
আসলে লাভ লস হিসেব দিয়ে ভালো ট্রেডার নির্ণয় করা যায় না।ফরেক্স এমন একটা বিজনেস যেখানে ছোট-বড়,নতুন-অভিজ্ঞ প্রায় সব ট্রেডারই কম বেশী লস করে।কারো লাভের পরিমাণ বেশী আবার কারো লসের পরিমাণ বেশী।একমাত্র তারাই ভালো ট্রেডার যারা লস নিয়ে পড়ে না থেকে লসের ট্রেড ক্লোজ করে দিয়ে নতুন ট্রেডের মাধ্যমে লস পুষিয়ে নিতে পারে।

Ranger
2024-03-10, 01:03 PM
যেহেতু এটা ফরেক্স মার্কেট সেহেতু এখানে লাভ লস থাকবে।সেজন্য কেউ যদি লস করে তাহলে তাকে আমরা খারাপ ট্রেডার বলতে পারিনা।কারণ মানুষ ফরেক্সে লস করা থেকে শিখে।লস করার পর কেউ যদি লসের কারণগুলো খুজে বের করে তাহলে সে নিজেকে অবশ্যই ভাল ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবে।