PDA

View Full Version : ফরেক্স মার্কেটে বার বার একই ভুল করা উচিত ?



KF84
2019-10-29, 12:44 PM
আমরা সবাই খেয়াল করলে একটি বিষয়ে একমত হব যে আমাদের অনেক গুলো লস ট্রেডের অন্যতম কারণ হল মাঝে মাঝে একই ভুলের বার বার পুনুরাব্রিত্তি । তাই আমাদের ভুলগুলিকে ভালভাবে চিহ্নিত করতে হবে এবং প্রত্যেকটি ট্রেড ওপেন করার পূর্বে সেই ভুলগুলি হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে । আপনি কি একমত ?

KAZIMAJHARULISLAM
2019-10-29, 01:53 PM
আপনি ঠিকই বলেছেন আমাদের বেশিরভাগ লস গুলো একই ভুল বারবার করার কারণে হয়ে থাকে,তবে আমরা যদি লাইভ ট্রেডিং করার সময় যে ভুলগুলো করে থাকি তার একটা চার্ট তৈরি করতে পারি, সেই ভুলগুলো সম্পর্কে নিজেদের শুধরে নেয়ার মাধ্যমে সচেতন করে তুলতে পারি, এবং পরবর্তীতে ট্রেডিং করার সময় ওই ভুলগুলো এড়িয়ে চলতে পারি ,তাহলে বারবার লস করার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে একটা ভাল মানের প্রফিট করতে পারব বলে আশা করি। তাই আমাদেরকে ট্রেডিং করার সময় অনেক বেশি সচেতনতার সাথে মার্কেটকে যাচাই-বাছাই করে ট্রেডিং করা উচিত।

Leee
2019-10-29, 03:10 PM
হুম, আসলেই আমরা নিয়মিতভাবে একই ভুল বারবার করে লস করি। একই ভুল বারবার হওয়ার কারণ হচ্ছে ভুল হওয়া সত্বেও তা চিন্হিত না করা। ট্রেডাররা যদি ভুলগুলোকে নোট করে তার প্রতিকার খুঁজে বের করে তাহলে একই ভুল বারবার হওয়ার সম্ভাবনা কমে যায়। আসলে আমরা সবাই শুধু লাভের চিন্তা করি এবং কিভাবে প্রফিট করা যায় সেই কৌশল খুঁজি। কিন্তু কখনোই লস নিয়ে কাজ করি না বা লসকে কিভাবে মিনিমাইজ করা যায় ভাবি না। লাভ - লস দুটোকেই যদি সমান গুরুত্ব দিয়ে দেখা যায় তাহলেই ফরেক্সে সফলতা অর্জন করা সম্ভব হবে।

abilkis7
2019-10-29, 06:18 PM
যে কোন ভুল একবারের বেশি করতে নাই। একই ভুল বার বার করতে গেলে আপনি জীবনের কখনও সফল হতে পারবেন না। তাই ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই এক ধরনের ভুল বার বার করতে পারবেন না।

alamsat
2019-10-29, 06:33 PM
ফরেক্স মার্কেট এ একই ভুল আমরা বার বার করে থাকি ফলে এত বার লস হয়ে থাকে আমি এ পর্যন্ত ১৫ থেকে ২০ বার একাউন্ট শুন্য করেছি শুধুমাত্র লসের ট্রেড বেশি সময় ধরে রাখার কারনে আমি মনেকরতাম যে প্রাইজ যদিও আমার বিপরীতে কিছুটা গেছে সে আবার ফিরে আসবে কিন্তু সে ফিরে না এসে ক্রমশ বিপরীতে যেতেই থাকে। এক সময় এমন হয় যে ট্রেডগুলি যদি ক্লোজ করে দেই তাহলে অনেক বেশি লস হবে তাই ভাবি যদি কম লসে ট্রেডগুলি ক্লোজ করে দিতাম তাহলে কতই না ভাল হত। কিন্তু এখন আর কিছুই করার নেই শুধুমাত্র অপেক্ষ যদি মার্কেট ঘুরে ফিরে আসে কিন্তু না শেষ পর্যন্ত একাউন্ট শুন্য হয়ে যাই। তাই যদি লসের ট্রেডগুলি কম লসে ক্লোজ করা যাই তাহলে একাউন্ট শুন্য হওয়ার হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

IFXmehedi
2019-10-29, 10:52 PM
দুঃখের বিষয় এই যে ফরেক্স মার্কেটে কখনও একি ভুল বার বার করা কখনই উচিত না , কিন্তু বেশিরভাগ ট্রেডাররাই এই ভুলটাই বার বার করে । আর যারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকে তারা সেই ভুল থেকেই তাদের জ্ঞানটা বৃদ্ধি করে । ফরেক্স মার্কেটে আসলে কেউ একদিনে বা কিছুদিন ট্রেড করে ভালো ট্রেডার হতে পারে না । একজন ভালো ট্রেডার জ্ঞান অর্জনের পাশাপাশি প্রচুর অনুশীলন করতে হয় এবং এই অনুশীলনের মধ্যে তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে রিয়েল ট্রেডিং এ ভুলের পরিমাণটা কমিয়ে ফেলে ।

SOMARANITHAKUR1995
2019-10-29, 11:48 PM
ভুল মানুষের জন্য। ভুল করে না পৃথিবীতে এমন মানুষ নেই। তবে ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। কি কারনে ভুল হয়েছে আপনি যদি সেটা জানতে পারেন তাহলে ভবিষ্যতে সর্তকতা অবলম্বন করবেন। তাহলে ভবিষ্যতে আর ভুল হবেনা। কিন্তু বারবার একই ভুল করাটা বিপদজনক। ফরেক্স মার্কেটে এই ভুলের জন্য আপনার অ্যাকাউন্ট ব্যালান্স শূন্য হয়ে যেতেও পারে। এভাবে আপনার ফরেক্স মার্কেট থেকে বিদায় নিতে হতে পারে। তাই বারবার একই ভুল করা যাবে না।

PK_SHIKDER
2019-10-29, 11:54 PM
ফরেক্স ট্রেডিং এ একই ভুল বারেবারে করা এটা একটা বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে কারণ আপনি একই ভুল বারেবারে করলে সে ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যাওয়া অথবা ফরেক্স থেকে আপনি ঝরে পড়ার সম্ভাবনা অনেক। আমাদের উচিত একটি ভুল একবার হলে তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং সেই ভুল পুনরায় না হয় সেরকম পদক্ষেপ নিয়ে তারপর এই ট্রেড করা।

ARD
2019-10-30, 02:45 PM
যদি আপনি এতে ভুল করে থাকেন তবে লোভ এবং আরও অনেক কিছু ব্যবহার করে আপনার সমস্ত ভুল লক্ষ্য করার দরকার পড়েছে তাই আপনাকে সেগুলির সমস্তটি লক্ষ্য করা এবং আপনার পরবর্তী কাজের জন্য সহজ করা দরকার