PDA

View Full Version : আবেগপ্রবন ফরেক্স এর জন্য খুবই বিপদজ্জনক



Grimm
2019-10-29, 03:50 PM
আবেগ হলো মানুষের একটি অংশ, আবেগ ছাড়া কেউ নেই। কিন্তু আবেগ এই ব্যবসার জন্য খুবই বিপদজ্জনক। আবেগপ্রবণ হয়ে ট্রেড করলে সেই ট্রেড কখনই সফলতার দিকে যায় না। তাই এই ব্যবসায় সফলভাবে মুনাফা করার জন্য অবশ্যই আমাদেরকে আবেগ ছাড়া ট্রেড করতে হবে। আমি জানি এটি আসলে অনেক কঠিন বিষয় কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই এটিকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর যখন আমরা এটি পুরোপুরি নিয়ন্ত্রন করতে সক্ষম হবো তখন আমরা এই ব্যবসা হতে সফলভাবে মুনাফা উপার্জন করতে পারবো। আপনি কি মনে করেন আবেগ ছাড়া ট্রেড করা সম্ভব কি না?

abilkis7
2019-10-29, 05:08 PM
হ্যাঁ এটাতে আমিও একমত। আবেগপ্রবন হয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করা সম্ভব নয়। এখানে আবেগের কোন স্থান নেই। আপনাকে অবশ্যই আবেগ ছাড়তে হবে এরপর আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করেন। আবেগ কে জীবনের যে কোন ক্ষেত্রে স্থান দিলেই আপনি জীবনে ক্ষতিগ্রহস্থ হবেন।

Hredy
2019-10-29, 05:24 PM
প্রাকৃতিকভাবেই মানুষ আবেগপ্রবণ বিশেষ করে বাঙালি আরো বেশি আবেগপ্রবণ। আবেগের বশবর্তী হয়ে মানুষ যা খুশি করতে পারে। যেকারণে আবেগ কন্ট্রোল করা একান্ত জরুরি। বিশেষ করে ফরেক্স মার্কেটে একটা ছোট ভুলও বড় লসের কারণ হতে পারে। এজন্য সবসময় মাথা ঠান্ডা রেখে চিন্তাভাবনা করে ট্রেড এন্ট্রি নেওয়া উচিত। ট্রেডে লস হলে তখন আবেগ সবচেয়ে বেশি প্রভাব ফেলে ট্রেডারের ওপর। এই সময়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে তা সম্ভব না হলে ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে। নতুবা লসের পরিমাণটা আরো বেড়ে যাবে। ফরেক্স এ টিকে থাকতে হলে আবেগকে না বলুন।

alamsat
2019-10-29, 07:00 PM
মানবজাতি সব সময় একটু আবেগপ্রবন হয়েই থাকে কিন্তু যদি সেটা ফরেক্স মার্কেট এর সাথে করতে থাকেন তাহলে সেটা কাজে নাও লাগতে পারে কারন মার্কেট তার নিজ গতিতে চলতে থাকে তাই একে নিজের বশে আনতে হলে বিভিন্ন টেকনিক ব্যবহার করতে হবে। যেমন ধরুন বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে একটি এ্যানালিসিস বা কিছু নিউজ পড়ে জ্ঞান অর্জন করে তা মার্কেট এ প্রয়োগ করতে পারলে ভাল ফল পাওয়া যাবে। এ ছাড়া আপনি যতই আবেগ প্রবন হয়ে ট্রেড করেন না কেন মার্কেট আপনার আবেগে কোন সাড়া দিবে না।

KAZIMAJHARULISLAM
2019-10-29, 07:15 PM
আবেগ ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। কারণ ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই, যখনই কোনো ট্রেডার আবেগপ্রবণ হয়ে ট্রেড ওপেন করেছে তখনই অনেক বেশী লসের সম্মুখীন হয়েছে, এমনকি কেউ কেউ অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালেন্স হারিয়ে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হয়েছে। তাই আমরা যদি ফরেক্স মার্কেটের দিকে থেকে ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই আমাদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে,পাশাপাশি আমাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় সঠিকভাবে মার্কেট এনালাইসিস ও মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে। এবং তার পরেও যদি কোন ট্রেডে লস হয়ে যায় তখনও আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে।কেননা এই সময় যদি আমরা আবেগের দ্বারা প্রভাবিত হয়ে দ্রুত লস রিকভার করার জন্য কোন ট্রেড করে থাকি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। যার মাধ্যমে লস হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। সর্বোপরি বিষয় হলো কখনোই আবেগকে প্রশ্রয় দেয়া যাবে না। বরং আবেগকে নিয়ন্ত্রণে রেখে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে ট্রেডিং করতে হবে।

SOMARANITHAKUR1995
2019-10-29, 07:38 PM
ফরেক্স মার্কেটে আবেগের কোন স্থান নেই। এখানে আবেগপ্রবণ হয়ে ট্রেড ধরা মানে লস করা। এমনকি আবেগের বশে ভুল ট্রেডিংয়ের কারণে একাউন্ট জিরো হয়েও যেতে পারে। তাই নিজেকে দক্ষ করুন এবং সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে সঠিক সময়ে ট্রেড ধরুন। আবেগের বসে ভুল সময়ে যদি ট্রেড ধরেন তাহলে হয় দীর্ঘদিন লসে থাকবেন নইলে আপনার একাউন্ট শূন্য হয়ে যেতে পারে। কখনো ডলারের লোভ করা যাবে না। চেষ্টা করতে হবে ঝুঁকি কম নিয়ে ছোট ছোট লট নিয়ে ট্রেড ধরার যাতে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকে। ডলার আয়ের চেয়ে নিজের একাউন্টটি যাতে সুরক্ষিত থাকে তার জন্য সকল ধরনের সেফটি অবলম্বন করতে হবে।

ARD
2019-10-30, 03:00 PM
আপনি যদি নিজের পাসওয়ার্ড পরিবর্তন করতে না চান তবে আপনাকে মূল ট্যাবে যোগদান করতে দেওয়া হবে না তবে আপনি ট্যাবটি ট্যাব থেকে রাখতে পছন্দ করতে পারেন, আপনি যদি চান তবে আপনি মূল জাজব্যাট সিএইচ ব্যাক ব্যবহার করতে সক্ষম হতে পারেন

Leee
2019-10-30, 03:24 PM
মানুষের স্বভাব অনেকটা আবেগপ্রবণ হয়ে থাকে। কিন্তু সত্য এটাই যে পৃথিবীর সবকিছু চলে বাস্তবতা দিয়ে আবেগ দিয়ে নয়। তাই ফরেক্স মার্কেটকে বাস্তবতা দিয়ে চিন্তা করতে হবে। আবেগের কোন স্থান এখানে নেই। আবেগ মানুষের হিতাহিত জ্ঞান কে লোপ করে দেয় ফলে তার মধ্যে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতা থাকে না। এছাড়া আবেগের বশবর্তী হয়ে ওভার ট্রেডিং আর ওভার কনফিডেন্স তো আছেই। ইমোশন শুধুই আপনার লসের কারণ হতে পারে তাই একে কন্ট্রোলে রাখতে হবে।