PDA

View Full Version : লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে



mehedi12122
2015-01-09, 11:53 AM
এটা মনে রাখা দরকার যে ট্রেডে লস খাওয়াটা খুব বড় কোন ফ্যাক্টর নয়। এট সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। এর মানে এই না যে আপনি আসলে ট্রেড করতে জানেন না বা আপনি আপনার সব ট্রেডেই লস খাবেন। সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়ুন। তবে হ্যা মানি ম্যানেজ মেন্ট ো প্রাইস একশন ট্রেডিং নিয়ে একটু জেনে রাখার চেষ্টা করুন।

zaman
2015-01-09, 04:41 PM
লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

ahmed
2015-01-10, 12:37 PM
যেকোন ব্যবসায় লাভ-লোকসান একটি গুরুত্তপূর্ণ বিষয়।ফরেক্স এর ক্ষেত্রেও এটি গুরুত্তপূর্ণ।কারন ফরেক্স এ ৯০% ট্রেডার লস করে বলেই বাকি ১০% ট্রেডার লাভ করে।আর সব ট্রেডারের ক্ষেত্রে লস হবে কি হবেনা এটা নিশ্চিত বলা যাবেনা।অনেক অভিজ্ঞ ও সফল ট্রেডাররাও লস করে,তবে বেশিরভাগ ট্রেডে লাভ করে বলেই তারা মার্কেটে প্রভাব বিস্তার করছে।

aminulh
2015-01-11, 04:35 PM
ট্রেড মানে লাভ, ট্রেড মানে লস ,ফরেক্স এর বেলায় একই সমাধান। মার্কেট বুঝে ট্রেড করলে লাভ হবে ,মার্কেট না বুঝে ট্রেড করলে লস হবে।লাভ লস মিলায়ে প্রফিট হচ্ছে কিনা তা দেখার বিষয় ।

Dulal
2015-01-12, 01:05 PM
লাভ লস ফরেক্স ট্রেড এর একটা অংশ। কিছু ট্রেড এ লাভ হবে, কিছু ট্রেড এ লস হবে। বিশ্বের এমন কোন ট্রেডার এখোনো হইনি। যার লস হয়না। ভাল ট্রেডার রা লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে। আর নতুন/দুর্বল ট্রেডাররা লাভ লস মিলিয়ে শুরু লস ই বহন করে।

Rahmanxp
2015-01-19, 08:49 PM
লাভ লছ ফরেক্স এ হবেই তাতে মন খারাপ করার কিছু নাই।

Rahmanxp
2015-01-19, 08:50 PM
লস হলেই যে ফরেক্স এ বার বার লসই হবে তা কিন্তু না।

Rahmanxp
2015-01-19, 08:52 PM
একবার লস হলে আবার শুরু করব। লস না হলে শিখতে পারবেন কি করে।

Rahmanxp
2015-01-19, 08:58 PM
লাভ লস সবার খেত্রেই ঘটে। ব্যবসা করলে ও লস হয় তাই বলে কি মানুষ ব্যবসা করা বাদ দেয়। ফরেক্স ও ঠিক তাই।

Eraulhaque
2015-02-15, 03:27 PM
জলে নামলে যেমন গা ভিজবেই তেমনি ফরেক্স মার্কেটে আসলে লস হবেই।কারও কম কারও বেশি।যারা দক্ষতার সহিত ট্রেড করে তাদের লস একটু কম হতে পারে কিন্তু যারা অদক্ষতার সহিত ট্রেডিং করবে তাদের তুলনামুলক বেশি লস হয়ে থাকে।এজন্য আমি মনে করি ভালো হোক আর খারাপ হোক লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে থাকে।

TselimRezaa
2015-02-15, 10:08 PM
যেকোনো ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ব্যবসার মৌলিক অংশ। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। যারা ফরেক্স ট্রেডিং করতে আসে তারা শুরুতে কেউই অভিজ্ঞ থাকেনা। আর ফরেক্স সম্পুর্ন অভিজ্ঞতা নির্ভর। অভিজ্ঞতা না থাকায় সবাই শুরুর দিকে বেশ লস করে। তাছাড়া ফরেক্স মার্কেট একটূ অনিশ্চিত। তাই সব ট্রেডারই লসের স্বাদ গ্রহণ করে।

sadiur
2015-02-15, 11:12 PM
ব্যবসা মানেই লাভ লস। শুধু যে লাভই হবে এমন নয় । শুধু লাভ হলে তো সুদ হয়ে যাবে। ফরেক্স একটি উত্তম ব্যবসা।লস খায় নি এমন ট্রেডার খুজে পাওয়া মুশকিল।সুতরাং উপরের কথাটি ঠিক।

জাহাঙ্গীর
2015-02-16, 12:27 PM
লাভ-লস নিয়েই ব্যবসা। নদীতে জাল ফেললে প্রতি বারই মাছ উঠবে এমন কোন কথা নেই। তাই তো চেষ্টা করে যেতে হয়। ঠিক ফরেক্স ব্যবসার ক্ষেত্রেও। আপনার প্রতিটি ট্রেড লাভ হবে এমন কোন কথা নয়। লস হতে পারে। তাই বলে আপিনি ভাল ট্রেডার নয় এটা বলা ঠিক নয়। কেন লস হলো সেটা চিহ্নিত করতে হবে। পরবর্তীতে যেন একই ভুল আর না হয় সে বিষয়ে সর্তক থাকতে হবে। তবেই আপনার লসের পরিমাণ কমে লাভ বেশি হবে। একই সাথে অবশ্যই মানি ম্যানেজমেন্ট মেনে চলবেন।

FHGCXB
2015-02-16, 09:31 PM
ফরেক্স মার্কেটে লস কোন ব্যাপার নয়। সব ট্রেডারেরই লস হয়ে থাকে। তবে দক্ষ ট্রেডাররা এই লস ঠাণ্ডা মাথায় নেই এবং পুনরায় ট্রেড করে লস পুষিয়েও নেয়। কিন্তু নতুন ট্রেডাররা বেশি লস করে এবং হারিয়ে যায় ফরেক্স মার্কেট থেকে।

shimulmoni
2015-02-17, 11:14 AM
হ্যা ফরেক্স ট্রেডিং হল একটা ব্যবসা তাই এখানে লাভের পাশাপাশি লসের অবস্থান সবসময়ই থাকবে আর এটাই স্বাভাবিক তাই বলে ভয় পেলে আপনি ট্রেড থেকে বিরতি না সাহস করে ট্রেডে নামুন কিন্তু ট্রেডের নিয়ম গুলো অবশ্যয় মেনে চলুন। ধন্যবাদ।

habib
2015-02-17, 05:35 PM
রেক্স মার্কেটে আমরা লস করি ফরেক্স সম্পর্কে ভাল ধারনা না থাকার কারনে। ফান্ডামেন্টাল এনলাইসিস অনুসরন না করার কারনে।ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন।আপনি ট্রেড করার জন্য সকল ইন্ডিকেটরের সাহায্য নিতে পারেন। তবে ইন্ডিকেটরের উপর সম্পূর্ন নির্ভর না করাই ভালো কারন এগুলো সব সময় সঠিক নির্দেশনা দেয় না।অভিজ্ঞতা ছাড়া ফরেক্স মার্কেটে টিকে থাকা যায় না ।

NaimurRahman
2015-04-11, 11:46 AM
এটা মনে রাখা দরকার যে ট্রেডে লস খাওয়াটা খুব বড় কোন ফ্যাক্টর নয়। এট সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। এর মানে এই না যে আপনি আসলে ট্রেড করতে জানেন না বা আপনি আপনার সব ট্রেডেই লস খাবেন। সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়ুন। তবে হ্যা মানি ম্যানেজ মেন্ট ো প্রাইস একশন ট্রেডিং নিয়ে একটু জেনে রাখার চেষ্টা করুন।

প্রাইস একশন শিখুন, ভাল কিছু করতে পারবেন। আর লস করা, এটা কোন ব্যাপার ই না। কারন প্রফেশনাল ট্রেডার রাও লস করে থাকে। আর আপনি যদি ভাল্ভাবে এনালাইসিস করতে পারেন, তাহলে লস কমে যাবে।

saown
2015-04-11, 02:03 PM
লস ছাড়া পৃথিবীর কোন ব্যবসাই কল্পনা করা যায় না। আপনি যদি মনে করেন লস ছাড়া ফরেক্স করব তবে আপনি অবশই ভুল ভাবছেন। ফরেক্স মার্কেটে লস একটা স্বাভাবিক ব্যাপার অন্য যেকোনো ব্যবসার মত। তাই লস মেনে নিয়েই ফরেক্স করতে হবে।

nizam
2015-04-11, 04:04 PM
ফরেক্স মার্কেট হচ্ছে বর্তমানে এক ধরনের স্মার্ট বিজনেস। এটা মুলত একটা আন্তর্জাতিক মুদ্রা বাজার। আমার জানা মতে ফরেক্স মার্কেট লাভ লস উভয় নিয়ে ই গঠিত। এখানে যে কেও সবসময় লাভ করবে তা নয়, আবার কেও যে সারাজিবন দূর ভাগ্যের অভিশাপ নিয়ে লস সহে যাবে সেটা ও ঠিক নয়। ফরেক্স মার্কেটে লস সবার জন্য। এবং সবাই প্রায় এখানে প্রথম অবস্থায় লসের শিকার হন। তাই আমি মনে করি আমাদের এই বিষয়ে আপ শেড না হয়ে বরং সামনে এগিয়ে যাওয়া দরকার।

pallabbd
2015-04-11, 08:11 PM
লস ফরেক্স ট্রেড এর ক্ষেত্রে খুব কমন বিষয়। কারণ, কিছু কিছু সময় সব এনালাইসিস কাজ করে না। কখনও কখনও মার্কেট ট্রেন্ড ধরে ফেলে। তখনই মুলত ফরেক্স ট্রেডাররা লস করে। আমি এমন একটি কিছুর সম্মুখীন কিছু দিন আগেই হয়েছিলাম এবং আমি ৫০ ডলার লস করেছি। আর বাবসায় সব সময় লাভ আসে না কখনও কখনও লস ও হয়। ধন্যবাদ

abdulmalek
2015-04-12, 09:01 AM
ফরেক্স এ লসটাকে মুখ্য বিষয় মনে করলে এখানে উন্নতি করা কষ্টকর। হার-জিত, লাভ-লস সব কিছুতেই আছে। এটাকে সিঁড়ি মনে করে উপরে ওঠার চেষ্টা করতে হবে। ফরেক্স সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জনই পারে সফলতার শীর্ষে নিয়ে যেতে। যারা নতুন ফরেক্স শিখে তারাই লস টাকে মুখ্য ধরে হতাশাই ভোগে । তাই হতাশাই না ভুগে সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়াটাই শ্রেয় ।

Tuhin
2015-04-12, 05:11 PM
ফরেক্স আসলে একটা ব্যবসা। আর পৃথিবীর এমন কোন ব্যবসা নেই যে সেখানে লোস লাভ থাকবে না। ফরেক্সেউ লস বা লাভ আছে। এখানে ৯০ জন টিকে থাকতে পারে না কারন টা হল লস খাওয়া। আবার সব ট্রেডার ই যে লস খাবে এমন কোন কথা নেই। যারা ভালভাবে শিখে আসে তারা লস নাও খেতে পারে। সেজন্য আগে ভাল করে শিখতে হবে।

rupakbd
2015-04-12, 08:22 PM
না সব ট্রেড এর ক্ষেত্রেই ঘটে না। কিন্তু আপনি যদি নাবুঝে উল্টা পাল্টা ট্রেড করেন তাহলে আপনি সব ট্রেড এই লস করবেন। কিন্তু আপনি যদি মার্কেট এনালাইসিস এর মাধ্যমে ট্রেড করেন তাহলে আপনি ফরেক্সে সীমিত সময়ের জন্য লস করতে পারেন কিন্তু পরবর্তীতে আপনি ঠিকই প্রফিট করবেন। ধন্যবাদ

saiful8780
2015-04-12, 08:52 PM
হ্যা আপনি যত বড় ফরেক্স ট্রেডারই হন না কেন আপনার ও লস হতে পারে অথবা হবে. আগে থেকে কেউই ভালো বলতে পারেনা মার্কেট কোন দিকে মুভ করবে, সুতারং এখানে আমাদের লস করার সম্ভাবনা খুবই বেশি. কিন্তু বুঝেশুনে ট্রেড করলে লস আমাদের খুবই কম হবে

Foyazur
2015-04-14, 12:18 AM
প্রত্যেক ব্যবসা লাভ লস থাকে ফরেক্স ব্যবসা তেমন লাভলস নিয়ে ব্যবসা যারা অবিজ্ঞ ট্রেডার তারা ফরেক্স মার্কেট কোম লস করে আর ফরেক্স মার্কেট যারা অবিজ্ঞতা অর্জন করতে পারে নাই তারা ফরেক্স ব্যবসায় বেশির ভাগ লস করে।তাই আমাদের উচিত ফরেক্স ব্যবসা আগে অবিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করে তারপর রিয়েল ট্রেড করা।এনালাইসিস করে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা কম হয়।

Imrankhan
2015-04-14, 09:04 AM
ব্যবসায় এর মুল ধর্মই হল লাভ-লোকসান এর সম্পৃক্ততা। ফরেক্স অ এর ব্যাতিক্রম নয়। তবে যে লস এর জায়গা ফরেক্স এটা সত্য নয়। দক্ষ ট্রেডার হলে লাভ আপনার হবেই।

Shimanto754
2015-04-14, 09:18 AM
লস সব ট্রেডারই করে।মানবজীবনে দু:খের পরেই আসে সুখ।এমনি সব কিছুতেই একটু দু:খ,একটু লস এসব হবেই।এসব সময়ে অধৈর্য না হয়ে ধৈর্য্য ধরে পরিস্তিতি মেকাবেলা করে যেতে হবে।তাহলে একসময় ঠিকই লাভ ধরা দেবে।আর তাছাড়াও ফরেক্স খুব গতিশীল মার্কেট বলে লস ট্রেড অতি দ্রুতই লাভে আসতে পারে।এজন্য ব্যতিব্যস্ত না হয় স্বাভাবিক ট্রেড করতে হবে।মেনে নিতে হবে যে লস সব ট্রেডাররাই করে।

akashbd
2015-04-17, 02:22 AM
হ্যাঁ লস সব ট্রেডার দের ক্ষেত্রেই হয়ে থাকে। আমি মনে করি বাবসাতে লাভ লস দুটোই আছে। কম আর বেশি। দক্ষ ট্রেডাররাও অনেক ক্ষেত্রেই লস করে। মাঝে মাঝে মার্কেট এনালাইসিস কাজ করে না। বিশেষ করে নিউজ টাইম এ এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। ধন্যবাদ

forexlover
2015-04-17, 01:22 PM
হ্যাঁ লস সব ট্রেডারদের ক্ষেত্রেই ঘটে। এতে ঘাবড়ানোর কিছু নেই। বাবসায় লাভ লস দুটোই থাকে। অনেক দক্ষ ট্রেডাররাও অনেক ক্ষেত্রে লস করে। কিন্তু তারা ঘাব্রায় না। কারণ আজ লস হয়েছে কাল আবার লাভ হবে। এটাই স্বাভাবিক। ধন্যবাদ

amitbd
2015-04-19, 04:35 PM
সত্যি কথা বলতে ফরেক্স মার্কেটে যারা লস করেনি আসলে তারা ফরেক্স শিকতে পারিনি এজন্য যে শুধু শুধু লস করবেন ইচ্চা করে তা নয় শেখার উদ্ধেশ্যে কাজ করে গেলে যদি লস হয় তাহলে সেটা হবে আপনার মঙ্গল এর জন্য ।

banna
2015-04-20, 12:40 PM
লস সব ট্রেডার এর ক্ষেত্রেই হয় এটা ঠিক। কিন্তু এই লস কেও পুসিয়ে নিতে পারে আবার কেও পারে না। যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জানে, তারা লস করলেও সেটা পরে ঠিক প্রফিট করে পুসিয়ে নেয়। কিন্তু যারা ফরেক্স সম্পর্কে কম জানে তাদের লস হলে তারা আপসেট হয়ে পরে। ফলে তারা আর ও বেশি লস করে।

moinuddib
2015-04-20, 01:28 PM
সব বেবসাতে লাভ / লস থাকবে এবং ফরেক্স ও তাই। প্রথম ত্রাদ এ লস হওয়া খুবই স্বাভাবিক এবং সবার ক্ষেতরে কম বেশী এটা হবেই। তবে আমাদের দেখতে হবে লস যেন সব সময় না হয় এতে হিসাব জিরো হয়ে যাবে। তাই বুঝে শুনে অভিগতা অর্জন ক্রে ত্রাদ করতে হবে। ফরেক্স সম্পরকে ভাল করে জানতে হবে । বেশী বেশী ডেমো করে অভিগতা বারাতে হবে। তখন লস হওয়ার সম্ভাবনা কমে যাবে ।

monorom
2015-04-20, 04:08 PM
ফরেক্স ব্যবসায় লাভ লস থাকবেই । আপনি যদি ফরেক্স ভালো ভাবে না শিখে শুরু করেন তাহলে আপনার লস হবেই । এবং নিজেকে পুরোপুরি দক্ষ করে তুলে ফরেক্স ব্যবসায় শুরু করলে লাভ লস মিলিয়ে আপনার লাভ হবেই । ফরেক্স ব্যবসা লস কে মেনে নিতেই হবে । যারা ফরেক্স ব্যবসা করেছে তাদের কোন না কোন সময় লস করতেই হয়েছে তাই ফরেক্স ব্যবসা লস থাকবেই । এই লস টাকে মেনে নিয়ে ফরেক্স ব্যবসা লাভ করতে হবে । এই লাভ করার জন্য নিজের অভিজ্ঞতা এবং দক্ষতার দরকার ।

abdullahsakib
2015-04-29, 03:49 PM
যদি কোন ট্রেডার বলে থাকে যে সে কোন দিনেই ফরেক্স এ লস করে নি তে আমি এটা বিশ্বাস করি না কারন নতুন থাকা অবস্থায় আপনি অবশ্যই আপনার অর্থ এই মার্কেটে লস করতে পারেন কারন তখন আপনি অনেক ধরনের এনালাইসিস এপলাই করতে গিয়ে আপনি আপনার অর্থ লস করতে পারেন।

Ali77
2015-04-29, 04:14 PM
ফরেক্স বেবশা এমন এক বেবশা এখানে লাভলস দুটোই আছে এখানে যেমন অনেক লাভ করার সুযোগ আছে আবার লস হতে পারে সব ট্রেডারই কম বেশী লস করে থাকে কিন্তু নতুন ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা তারা আরও বেশী লস করে সব ট্রেডারের ক্ষেত্রে লস হবে কি হবেনা এটা সঠিক ভবে কেউ বলতে পারবেনা অনেক অভিজ্ঞ ট্রেডাররাও অনেক লস করে তবে মার্কেট না বুঝে ট্রেড করলে লস হবে দক্ষতার সহিত ট্রেড করলে লচের শম্ভাবনাও কম থাকে।

fxakas
2015-04-29, 05:41 PM
ফরেক্সে লাভ লস হবেই এটাই স্বাভাবিক। কিন্তু সঠিক মানি ম্যানেজমেন্ট থাকলে সফলতা অর্জন করা সম্ভব। একজন সফল ট্রেডারের সফলতার পিছনে মুল চাবিকাঠি হল তার স্ট্রং এবং সুশৃংখল মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট না মেনে দৈবক্রমে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু কখনো ফরেক্স মার্কেটে লং রান করা যায়না। ফরেক্স মর্কেটে সফল ভাবে নিজের অবস্থার ধরে রাখতে হলে দরকার- অভিগ্যতা, মূলধন, ধৈর্য, সঠিক মানিমেজেমেন্ট ও প্রপার ট্রেডিং প্লান।

abdullahsajib
2015-05-09, 12:26 AM
আমার মতে যখন কোন ট্রেডার নতুন ফরেক্স শিখতে আসে তারা পার্ফেক্ট ট্রোর হয়ে আসে না তাদের প্রচুর পরিমান শিখতে এবং জ্ঞান অর্জন করতে হয়ে থাকে তো সব ট্রেডা্রই প্রথম দিকে তার ট্রেডে প্রচুর লস করে থাকে তার জন্য ইমোশনাল না হয়ে ফরেক্স এর উপর আরও অত্যাধিক মননিবেশ করে সবাই ফরেক্স থেকে ভাল ফলাফল অর্জন করতে পারে।

Bappy01
2015-05-22, 10:17 PM
ফরেক্স এমন একটা ব্যবসা যে ব্যবসায় প্রতিটি ট্রেডা এক বার না এক বার লস করবেই। কারন ফরেক্স ব্যবসায় কোন ট্রেডারই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে সে লস করবে না বড় ট্রেডার রাও অনেক সময় লস করে থাকেন। তাই আমরা যদি লস করি ফরেক্স এর এই ব্যবসায় তাহলে মন খারাপ করার কিছুই নাই কারন প্রতিটি ব্যবসায়ই লাভ লস থাকে আর ফরেক্স এ যদি লসও হয় তাহলে লসটা কম হয় আর ফরেক্স এ যদি লাভ হয় তাহলে লাভটা হয় লসে এ চাইতে কয়এক গুন।

musa
2015-05-23, 01:35 AM
যেহেতু ফরেক্স একটি বাবসা সেহেতু বাবসাতে লস এবং লাভ দুটোই ঘটতে পারে। এতে করে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই বলে আমি মনে করি। কিন্তু এটি সত্য যে, আপনি যদি লস করে থাকেন তাহলে আপনি আপনার উক্ত ভুল থেকে শিক্ষা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারেন। ধন্যবাদ

roni11
2015-06-04, 10:59 PM
ফরেক্স ট্রেডে লস করাটা কোন বিষয় না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যে কোন সবসময় লস হতে পারে তবে এটা কোন বিষয় না লস করাটা ফরেক্স মার্কেটে সাধারন বিষয় বলে মনে করা উচিৎ।কারন প্রত্যেক ট্রেডে লাভ হবে এটা কেউ বল্টে পারে না আর প্রত্যক ট্রেডে লস হবে সেটাও না ।

sumonyahoo24
2015-06-07, 02:46 AM
এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে । এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা তাই তারা আর বেশী লস করে ।

roni11
2015-06-12, 11:44 PM
ফরেক্স মার্কেটে সব গুল ট্রেডে লস হয় এটা সত্যি নয় ফরেক্স মার্কেটে লস হয় এটা সত্যি কিন্তু সব ট্রেড গুলতে যে লস হবে তা নয় ট্রেড করতে করতে কিছু ট্রেডে লস হতে পারে ।ফরেক্স মার্কেটে অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ লক ট্রেডে লস করে ।

kamrul10
2015-06-13, 12:04 AM
অতি বাস্তব একটি কথা যে লস সব ট্রেডারের ক্ষেত্রে হয়।অনেক সময় দেখা যায় অ সাবধানতার কারনেই লস হয়। আবার অতি লোভের কারনেই লস হয়ে থাকে। এবং ভাল ভাল ট্রেডারের ক্ষেত্রেও তা হয়ে থাকে। তাই আমি বলব আপনারা একটু সিরিয়াস হয়ে ট্রেড করুন লোভ লালসা ত্যাগ করুন দেখবেন আপনি লস এর হাতে থেকে নেহায় পাবেন।ধন্যবাদ।

mirazul
2015-06-13, 12:16 AM
ফরেক্স এমন একটি জায়গা যেখানে লাভ লস দুটোই থাকবে। প্রতি ট্রেডারের ক্ষেত্রে এটা অবরসই হয়। প্রতি ট্রেডার এর এটা মেনেই ট্রেড করতে হয়। কিন্তু যারা নতুন তাদের লাভ এর থেকে লস এর পরিমান বেশি হয় তাই বলে তাদের কখন ট্রেড করা বন্ধ করা উচিত না।

daredevilcps9
2015-06-13, 02:05 AM
লস মানেই যে ফরেক্স তা আমরা সরাসরি বলতে পারি না ।তবে বড় থেকে শুরু করে নতুন ট্রেডারেরা কোন না কোন সময় ফরেক্স থেকে লসের সম্মূখীন হয়েছেন।

roni11
2015-06-13, 11:47 AM
ফরেক্স মার্কেটে লস করে না এমন কেউ আছে কিনা আমার জানা নাই তবে আমি জেতুকু জানি ফরেক্স মার্কেটে সবার কম বেশি লস করে কারন ফরেক্স ট্রেড এমন একটি বিসয় যেখানে ট্রেড করলে কেউ বলতে পারে না যে আমার এই ট্রেড লাভ হবেই তাই আমি বলবো লস সব ট্রেডারদের কম বেশি করে হয়ে থাকে।

Fxaziz
2015-07-26, 05:57 PM
বিজনেস করতের হলেই লস বা লাভ এর মুখে পরতে হবে। লাভ লস ছাড়াতও আর বিজনেস হইনা। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে লাভ লস উভইটি রয়েছে। ফরাক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে আমাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেট এ সব্বাই কম বেসি লস করি। কারন আমরা লস করি আমাদের কিছু সাধারন ভুল এর কারনে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে এবং ট্রেড করে সফল হতে হোলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন।

maziz6989
2015-07-26, 06:02 PM
এটা একটা চিরন্তন সত্য কথা। আপনাকে লস মেনে নিতে হবে যদি লাভ করতে চান। শুধু লাভ করা আর যাই হোক ফরেক্স এ অসম্ভব। তবে আপনি দক্ষ হলে লসের পরিমান কমাতে পারবেন কিন্তু লস একেবারে খাবেন না এই গ্যরান্টি দিতে পারবেন না।

arpon2015
2015-07-27, 02:40 AM
সব ব্যবসায়ে লাভ লস আছে তার মানে এই নয় যে লাভ হবে না তাই আপনাকে ভেঙে পড়লে চলবে না আপনাকে ধৈর্য রাখতে হবে এবং পুনরায় নতুন উদ্দম নিয়ে ট্রেডিং করতে হবে। আপনাকে বেশী বেশী ডেমো ট্রেডিং করতে হবে তাহলে আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে সফল হবেন।

Nishat Tasnim
2015-07-27, 07:39 AM
ব্যবসায় যেমন লাভ লস আছে. তেমনি ফরেক্সেও লস আছে। আর এখানে লাভ লস আছে। এখানে প্রায় সব ট্রেডার দের লাভের পাশাপাশি লসের অংশীদার হতে হয়।

Remon808
2015-07-27, 10:50 PM
লস সব ট্রেডারাই করে এ ব্যাপারে আমি আপনার সাথে একমত না কারন লসের অনেক কারন রয়েছে আর এক জন দক্ষ বা অভিজ্ঞ ফরেক্স ট্রেডার সবসময় ঐ সকল কারন সমূহকে মাথায় রেখে মার্কেট ভাল ভাবে অ্যানালাইসিস এবং ম্যানেজমেন্ট করে তার পরই ট্রেড ওপেনের ব্যপারে সিদ্ধান্ত গ্রহন করে থাকে যার ফলে তাদের লসের সম্ভাবনা থাকে অত্যান্ত কম ।

raju0000
2015-07-27, 11:10 PM
লস সব বেব্শাতেই আছে, যেমন ট্রেডিং এও লস হবেই, আমরা অনেকেই লস কে মেনে নেয়ার সাহস রাখি না. লস দেখেই অনেক নতুন ত্রাদের এঅ ট্রেড বন্ড করে দেন. ট্রেড বন্ড করে দিলে চলবে না. আপানকে আরো চেষ্টা করে যেতে হবে, এত অল্পে হার মেনে নিলে চলবে না. আরো অনেক কষ্ট করা বাকি আছে, এখানে টিকে থাকতে হলে লস এর সাথে খাপ খাওবানশিক্তেই হবে.

AbuRaihan
2015-07-27, 11:52 PM
জীবনে যেমন উথ্থান পতন একটি স্বাভাবিক ব্যাপার তেমনি করে বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস ফরেক্স মার্কেটে লাভ লস করা একটি সাধারণ ব্যাপার ৤ লস হবে এবং এটাকে মেনে নেয়ার যথেষ্ট মানষিক শক্তি থাকতে হবে ৤ কারণ আমরা যখন নতুন এই মার্কেটে প্রবেশ করি তখন লস করাটা একটা সাধারণ ব্যাপর হিসেবে নিই ৤ কারণ একটা শিশু যখন হাটতে শিখে তখন প্রথম দিনেই ভালভাবে হাটতে পারে না, সে অনেকবার পড়ে যাই কিন্ত একসময় উঠে দাড়ায় ৤ ঠিক তেমনি আপনি যদি কয়েকবার লস করেন পরবর্তীতে ঠিকই উঠে দাড়াবেন ইনশাআল্লাহ ৤

mamun93
2015-07-28, 12:02 AM
আমিও এ ব্যাপারে আপনার সাথে পুরোপুরি ভাবে একমত পোষন করছি কারন ট্রেডিং প্লাটফর্মে একজন ফরেক্স ট্রেডার যদি তার দক্ষতা এবং অভিজ্ঞতার প্রতিফলন ট্রেডিং ক্ষেত্রে যথাযথো ভাবে ঘটাতে ব্যার্থ হন তাহলেতো ট্রেডে লস হবেই আর এই দায় ভার পুরোপুরিই সেই ট্রেডারের বলে আমি মনে করি।

muhim123
2015-07-28, 02:21 AM
লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।। কিছু ট্রেড এ লাভ হবে, কিছু ট্রেড এ লস হবে।এটা সাবাবিক। আমার মতে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে। তাই দক্ষ ট্রেডাররা হয়ে ট্রেড করা বাল।

AbuRaihan
2015-07-30, 12:23 AM
লসটাকে একদম স্বাভাবিক ব্যাপার হিসেবে নিতে হবে ৤ কারণ এই ফরেক্স মার্কেটে যারা লস করে তাদের সবাই পরবর্তীতে খুব ভালো করে ৤ অামরা সবাই জানি যে ব্যার্থতা হল সফলতার মূল ৤ আপনি ব্যার্থ না হলে বুঝতে পারবেন না যে আপনি কোন জায়গায় দুর্বল ? আপনি যখন লস করেন তখন নিজের দুর্বলতাগুলো বুঝতে পারবেন এবং সে অনুযায়ী পরবর্তীতে আরো ভালোভাবে সাবধান হয়ে ট্রেড করতে পারবেন ৤

millon
2015-07-30, 02:23 PM
ফরেক্স মার্কেটে লাভ যেমন একটি অংশ তেমনি লস ফরেক্স মারকেটের একটি অংশ জেকন সময় লস হতে পারে ফরেক্স মারকেটের একটি অংশ বলা জেতে পারে তাই লস হবে এর ভিতর থেকে লস্কে কমিয়ে এনে ফরেক্স মারকেট থেকে প্রফিট করা জায়।

sheikhbd05
2015-08-03, 06:25 PM
প্রতিটা ব্যবসায় যেমন লাভ আছে তেমনি লোকসান ও আছে। যারা দক্ষতার সহিত ট্রেড করে তাদের লস একটু কম হতে পারে কিন্তু যারা অদক্ষতার সহিত ট্রেডিং করবে তাদের তুলনামুলক বেশি লস হয়ে থাকে। এ জন্য ব্যবসা বন্ধ না করে আরো ভালো ভাবে শিখতে হবে।

md.israfil
2015-08-03, 07:31 PM
ফরেক্স একটি ব্যাবসা আর ব্যাবসার মাঝে লস লাভ হওয়াটাই স্বাভাবিক তো সব ট্রেডার এর ক্ষেত্রে লস, লাভ হতে পারে।

Kafu
2015-08-04, 02:12 AM
এইটা একটা online ব্যাবসা আড় সব ব্যাবসা লাভ লস থাকে ব্যাবসা লস হলে জামন মালিক তেম্নে এটা তে লস হলে ট্রেডআর কে ভোগ করতে হয় এ জেন সব ট্রেডআর এর লস হয়

hmnayem
2015-08-04, 07:40 AM
ফরেক্স এর একটা গোপন সত্যি হল এমন কোন ট্রেডার নেই যে একজন ভাল ট্রেডার হয়েছেন কিন্তু কখোনো তার একাউন্ট ব্যালেন্স শুন্য হয় নি । তাই ফরেক্স এর একটা স্ট্রাটিজিই বলতে পারেন হয়ে গেছে যে লস করতে হবে । লস ফরেক্স এ একটা স্বাভাবিক ব্যাপার । বড় বড় ট্রেডার রা একটা অনুপাত ব্যবহার করে থাকেন । সেটা হচ্ছে ১ঃ২ অথবা ১ঃ৩ । এই অনুপাতটা নিজেরাও ব্যবহার করতে পারেন ।

sagor
2015-08-16, 08:38 PM
ফরেক্স মার্কেট হল লাভ লস মিলে ফরেক্স মার্কেট এখানে লাভ হবে তার পাসাপাসি লস হবে এর ভিতর দিয়ে ফরেক্স ট্রেড করে লাভ করতে হবে এবং প্রফিট করতে হবে।তাই লস সব ট্রেডারের ক্ষেত্রে হয় লস হয় না এমন ট্রেডার নাই ।

Zakariea
2015-08-16, 09:23 PM
লস ট্রেড এর ই একটা অংশ হিসাবে ভাবতে হবে। লস হয়েছে বলে বা একাউন্ট জিরো হয়েছে বলে ট্রেড করবেন না তা কখনোই নয়। বড় বড় এক্সপাট ট্রেডাররাও লস করে। কারনে মারকেটের পরবর্তী মুভ কোথায় যাবে ১০০ গেরান্টি দিয়ে কেউ বলতে পারবেনা। ফরেক্স একটি ব্যাবসা আর ব্যবসায় লাভ লস হবেই। আপনি যখন ট্রেডেং এর দক্ষতা বৃদ্বি পাবে তখন আপনি আপনার লসের পরিমান ধিরে ধিরে কমতে পারবেন।

Reaz Uddin
2015-08-16, 10:26 PM
লস ফরেক্স মার্কেট এর একটি সাধারন বিষয় এবং প্রত্তেক ট্রেডার কে ই লস এর সাদ ভোগ করতে হয়।কিন্তু লস এর জন্য হতাস হলে চলবে না এবং প্রতি লস থেকে কিছু না কিছু শিকতে হবে।তাহলে আমরা প্রতি নিয়ত আগিয়ে জেতে পারব।

nasir
2015-08-16, 10:51 PM
লাভ লস সব ক্ষেত্রেই আছেই।আর ফরেক্স বেবশায় অ আছে।তাই আমাদেরকে ফরেক্স করার ক্ষেত্রে অনেক সজাগ থাকতে হবে ,তা না হলে লস করাটাই সাভাভিক।
আমরা সবাই ফরেক্স করার ক্ষেত্রে সজাগ থাকব।

kabita
2015-08-16, 11:12 PM
ফরেক্সস একটা ব্যবসা এখানে ট্রেড করতে গেলে লাভ লস এর ভার সকলেরই বহন করতে হবে বলে আমি মনে করি আমরা মনে হয় ট্রেডার রা যখন ফরেক্স মার্কেটে ট্রেড করে তখন সব লস ট্রেডার রা করে থাকেন ফরেক্স মার্কেটে লাভ হলে যেমন ট্রেডাররা বন করে তেমনি লস হলেও ট্রেডারা বহন করবে

arian
2015-08-16, 11:39 PM
ফরেক্স ট্রেড এর কাজ করে সবার ক্ষেতে লস করার সম্ভাবনা থাকে। এবং প্রথমে যারা কাজ করে তাদের লস করার সম্ভবনা বেশি থাকে। এই পেক্ষাপটে বলা য়ায ফরেক্স এর কাজে লস হওযার সম্ভবনা স্বাভাবিক।

MotinFX
2015-08-16, 11:42 PM
লাভ লস মিলে ব্যবসা করতে । ব্যবসা করতে হলে লাভ লস মেনে নিতে হয়। ফরেক্স করতে গেলে লস হবে লস থেকে শিক্ষা নিতে হবে। তবে অাপনি ট্রেড লাভবান হবেন। বেশি করে ডেমো প্রেকটিস করতে হবে।

abdullahjayed
2015-08-16, 11:51 PM
আমরা সবাই জানি যে এই ফরেক্স মার্কেটে কমপক্ষে ৯৫ ভাগ ট্রেডাররা লুজার হয়ে থাকে কিন্তু এটা সত্যি যে কোন ট্রেডারই কখোনই পার্ফেক্ট ট্রেডার হিসেবে নিজেকে প্রমান করতে পারে না তাই এই নিয়ে কোন প্রকার সংসয় করার দরকার নেই যে কখোনই এই মার্কেটে আপনি সফল হতে পারবেন না কারন সকল ট্রেডাররাই কোন না কোন সময় এই মার্কেটে তার কিছু না কিছু অর্থ এই ব্যবসাতে লস করেছেন।

Defender
2015-08-17, 12:02 AM
নিউটনের সুত্র মতে প্রতেক ক্রিয়ার সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে তাই এ মার্কেট হল লাভ লস মিলেই

Ekram
2015-08-17, 12:08 AM
এটা মনে রাখা দরকার যে ট্রেডে লস খাওয়াটা খুব বড় কোন ফ্যাক্টর নয়। এট সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। এর মানে এই না যে আপনি আসলে ট্রেড করতে জানেন না বা আপনি আপনার সব ট্রেডেই লস খাবেন। সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়ুন। তবে হ্যা মানি ম্যানেজ মেন্ট ো প্রাইস একশন ট্রেডিং নিয়ে একটু জেনে রাখার চেষ্টা করুন।
একটু জেনে শুনে ট্রেড করলে আমার বিশ্বাস লস হওয়ার সম্ভবনা কমে যাবে । হা, প্রাইস অ্যাকশান আর মানি ম্যানেজমেন্ট বিষয় টা মাথায় রাখতে হবে । দ্রুত লাভবান হওয়ার প্রবনতা কমাতে হবে । তাহলে ধীরে ধীরে সফলতা আসবে নিশ্চয় ।

joni
2015-08-21, 11:55 AM
ফরেক্স মার্কেটে লস সবট্রেডারদের ক্ষেত্রে ঘটে কারন লস ফরেক্স ট্রেডের একটি অংশ তাই লস হতে পারে যেকোনো ট্রেডারের ক্ষত্রে সেটা ঘটে থাকে তাই লস কোন বিসয় না কারন লসের মাধ্যমে ফরেক্স ট্রেড করে লাভ করতে হয় এবং সেটা সভাই তা করছে।

azizulhaque
2015-08-22, 05:26 PM
লসটাকে মুখ্য বিষয় মনে করলে এখানে উন্নতি করা কষ্টকর। হার-জিত, লাভ-লস সব কিছুতেই আছে। এটাকে সিঁড়ি মনে করে উপরে ওঠার চেষ্টা করতে হবে। ফরেক্স সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জনই পারে সফলতার শীর্ষে নিয়ে যেতে। যারা নতুন ফরেক্স শিখে তারাই লস টাকে মুখ্য ধরে হতাশাই ভোগে । তাই হতাশাই না ভুগে সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়াটাই শ্রেয় ।

sima
2015-08-22, 09:54 PM
ফোকের্স মার্কেট আসলে কারো কথায় চলেনা। আর এই মার্কেটে যেখানে লুজারের পার্সেন্টেজ প্রায় ৯৫% সেখানেতো কোন কথাই নেই। আর এমন কোন লোক বলতে পারবে না যে সে লস করেনি। ছোট মানুষ হাটাসেখার আগে যেমন বার বার পরে কিন্তু হাল ছাড়েনা , এখানেও তেমনই হাল ধরে রাখেল অর্থাত লসের কারনগুলো বের করতে পারলে আপনার রস অনেক কমে যাবে।

sona
2015-08-26, 10:16 AM
ফরেক্স মার্কেটে লস থাকবেই লস করেক্স ট্রেদের একটি অংশ লস হতে পারে ফরেক্স সম্পর্কে লস কোন বিসয় না ফরেক্স মার্কেটে লস লাভ দুটি হবে এর মধ্যে ফরেক্স করে সফল হতে হবে লস কোন বিসয় না লস কে মেনে ফরেক্স ট্রেড করেসফল হতে হবে।

lota
2015-08-28, 08:06 AM
ফরেক্স মার্কেটে লস করে সবাই লস ফরেক্স মারকেটের একটি অংশ লস করে না এমন ট্রেডার নাই তাই লস সব ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে ঘটে লস কে সাথে রেখে ফরেক্স মার্কেটে লাভ করতে হয় লস যেকোনো ট্রেডারের ক্ষেত্রে ঘটতে পারে ।

sumon37
2015-08-28, 08:53 AM
আমি ফরেক্স এ নতুন। তাই এটার ওপর তেমন ধারনা নাই। তবে এটা বলতে পারি ফরেক্স এ কম বেশি লস হবেই। তবে হইত আমাদের মত নতুন রা এটা সহজেই মেনে নিতে পারে না। তারপরও লাভ বলে যে একটা কথা আসে।

chor
2015-08-28, 09:06 AM
অবশ্যই ব্যবসা করতে গেলে যেমন লাভের ভাগ টা ট্রেডাররা নেয় তেমনি লস হলেও ট্রেডাররা বহন করে আর আমার মনে হই এমন কোন ট্রেডার নেই যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করেনি কারণ ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেখানে একটু ভুল করলেই লসের সম্ভাব থ্যাকে

Jobless
2015-08-28, 12:31 PM
লস তো হবেই আমিও শুরুতে অনেক লস করতাম এখন ও মাঝে মাঝে করি তবে এটা কোন ফ্যাক্টর না। লস হলেই বসেথেকে আপসস না করে অন্য ট্রেড এ মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি।তবে আপাওনি যদি ভাল ভাবে ট্রেড করতে পারেন লসের সম্ভাবনা কম।তাই লস সবার ক্ষত্রে অবশ্যয় ঘটে।

lopa
2015-08-29, 08:48 PM
ফরেক্স মার্কেটে লস সব ট্রেডারদের ক্ষেত্রে ঘটে ফরেক্স করতে গেলে লস হয় না এমন ট্রেডার নাই তবে লস করে সবাই তবুও লস করলে কোন সমস্যা হয় না তারা লস করলে লসের পরিমান কমিয়ে ফরেক্স ট্রেড করে লাভ করতে পারে ।

Fxaziz
2015-08-29, 09:05 PM
ফরেক্স মার্কেট এ লাব লস উভইটি রয়েছে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমাদের কে ফরেক্স মার্কেট নিয়ে ভালোভাবে এনালাইসিস করতে হবে। ফরেক্স মার্কেট এ কম বেশি সবাই লস করে।কারন ফরেক্স মার্কেট এ আপনি যদি ভালো ট্রেড করতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন। আর যদি আপনি ভালো ট্রেড করতে না পারেন তাহলে ফরেক্স মার্কেট এ লস এ পরবেন। তাই আগে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জানুন।

pips
2015-08-31, 03:59 PM
ব্যবসায় মানেই লাভ লস। সবসময় যে লাভ করেই চলবেন এমনটি হবে না। লস করা থেকে শিক্ষা নিবেন। আর নিজের অভিজ্ঞতাকে বাড়িয়ে তুল্বেন। যারা দক্ষতার সাথে ট্রেড করে তাদের লস একটু কম হতে পারে কিন্তু যারা অদক্ষতার সআথে ট্রেডিং করবে তাদের তুলনামুলক বেশি লস হয়ে থাকে। বিশ্বের এমন কোন ট্রেডার এখোনো হইনি, যার লস হয়না।

Armi
2015-09-01, 12:25 AM
লস ছাড়া লাভ করার কোন উপায় নেই আমরা যদি এই বাবসা থেকে সুধু লাভ করতে চাই তাহলে আমাদের অনেক লস হবে। মারকেত এর সেন্তিমেন্ত না জেনে ট্রেদ করলে কখন টাকা আয় করা যায় না। অভিজ্ঞ ট্রেদডার রাও অনেক লস করে যদি তাদের কোন ভুল্ হয়।

lima1
2015-09-06, 03:49 PM
ফরেক্স মার্কেটে লাভ লস মিলিয়ে ফরেক্স ট্রেড করতে ফরেক্স মার্কেটে লাভ যেমন একটি অংশ তেমনি লস ফরেক্স মার্কেটের একটি অংশ তাই লস সকল্ট্রেডারের ক্ষেত্রে ঘটে থাকে কারন লস হয় না এমন ফরেক্স ট্রেডার নাই বললে চলে যে কেউ ফরেক্স ট্রেড করলে জেকন সময় লস হতে পারে ।

santo
2015-09-11, 11:10 AM
ফরেক্স মার্কেটে লস হতে পারে লস সব ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে ঘটে এই কথা সত্য কথা কারতন ফরেক্স মার্কেটে লাভ লস নিয়ে ফরেক্স ট্রেড করতে হয় তাই লস জেকন ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে ঘটে থাকে লস ফরেক্স মার্কেটে কোন বিসয় না মনে রেখে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হবে।

BD ONLINE
2015-09-11, 11:22 AM
ব্যবসায় লাভ লস থাকবেই। আর ফরেক্স এ তো লসের ঝুকি আরো বেশি। এমন কোন ট্রেডার নেই যে বলতে পারবে, আমার কখনোই লস হয়নি। ফরেক্স করতে গেলে লস হবেই। আর এই লস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই লসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমাদের মুনাফা অর্জন করতে হবে। তাই বলতে পারি, যে যত বেশি লস খায়, সে তত বেশি অভিজ্ঞতা সঞ্চয় করে। আমাদের রিয়েল ট্রেডে যেন বেশি লস না হয়, বেশি বেশি ডেমো ট্রেড করে আমাদের ট্রেডিং সিষ্টেম কে উন্নত করতে হবে।

laboni
2015-09-12, 01:57 PM
ফরেক্স মার্কেটে লস সব ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে ঘটে কারন ফরেক্স মার্কেট লাভ লস মিলিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করতে হয় তাই লস করে না এমন ফরেক্স ট্রেডার নাই কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে লস হবেই ।

Marufa
2015-09-12, 03:13 PM
যে বলবে সে লস করে্না, আসলে সে কোন ট্রেডারই না । সব ট্রেডারই লস করে কেউ কম কেউ বেশি । তবে যারা ৭০ থেকে ৮০ ভাগ ক্ষেত্রেই সফল তাদেরকেই প্রফেশনাল ট্রেডার বলা যাবে । এরা নিয়মিত মুনাফা করে ।

raihanuddin
2015-09-17, 12:11 AM
ফরেক্স মাকেটে লস সব ট্রেডারদেরই হয়।ফরেক্স মাকেটে অনেক সফল ট্রেডার আছে তারা অনেক বারই লস করেছে।এবং অনেক ট্রেডার আছে বেশ কয়েক বার তাদের ব্যলেন্স শূন্য হয়েছে।ফরেক্স মাকেটে আপনি লস না করলে শিখতে পারবেন না।কারন আপনি যখন লস করবেন তখনই আপনি বুঝতে পারবেন কোন ভুলের জন্য আপনার লস হল।এভাবেই লসের মাধ্যমেই আপনির আপনার ভূল গুলোকে সংশোধন করতে পারবেন এবং আপনি ও একদিন দক্ষ ট্রেডার হতে পারবেন।

sumonyahoo24
2015-09-20, 07:41 PM
আপনি যদি ফরেক্স ভালো ভাবে না শিখে শুরু করেন তাহলে আপনার লস হবেই । এবং নিজেকে পুরোপুরি দক্ষ করে তুলে ফরেক্স ব্যবসায় শুরু করলে লাভ লস মিলিয়ে আপনার লাভ হবেই । ফরেক্স ব্যবসা লস কে মেনে নিতেই হবে । যারা ফরেক্স ব্যবসা করেছে তাদের কোন না কোন সময় লস করতেই হয়েছে তাই ফরেক্স ব্যবসা লস থাকবেই ।ফরেক্স ব্যবসায় কোন ট্রেডারই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে সে লস করবে না বড় ট্রেডার রাও অনেক সময় লস করে থাকেন। তাই আমরা যদি লস করি ফরেক্স এর এই ব্যবসায় তাহলে মন খারাপ করার কিছুই নাই কারন প্রতিটি ব্যবসায়ই লাভ লস থাকে

sopon
2015-09-20, 08:32 PM
ফরেক্স মার্কেটে জারা ফরেক্স ট্রেড করে তাদের সবার লস হয় কারন ফরেক্স ট্রেড করা মানে লাভ আর লস মিলিয়ে ফরেক্স ট্রেড করতে হয় কারন শুধু লাভ কন ব্যবসায় নাই তাই ফরেক্স ব্যবসার ক্ষেত্রে লস আছে আর লস হবে তাই লস সব ফরেক্স ট্রেডারের ক্ষেত্রে ঘটে।

M M RABIUL ISLAM
2015-10-20, 06:19 PM
আমার মতে লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।তবে ভাল ট্রেডার রা লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে।

basaki
2016-01-21, 06:45 PM
এমন কোন ট্রেডার নেউ যে সে বলতে পারবেনা যে সে ফরেক্স মার্কেটে বলতে পারবে না যে সে ফরেক্স মার্কেটে ট্রেড করার সময় সে লস করে না। সব ট্রেডাররাই ফরেক্স মার্কেটে লস করে থাকে। হোক সে অবিজ্ঞ ট্রেডার আর হোক সে অনবিজ্ঞ ট্রেডার। লাভ লস হচ্ছে ফরেক্স মার্কেটের কমন একটি ব্যপার।

Selim BU
2016-01-21, 08:52 PM
লস প্রতিটা ব্যবসায়েরই একটি মৌলিক অংশ। প্রতিটা ব্যবসাতেই লস আছে, ঠিক তেমনি ফরেক্সেও লস আছে। ফরেক্সে প্রায় প্রতিটা ট্রেডারই লস করে। বিশেষ করে বিগিনিং লেভেলে ফরেক্সে ট্রেডার গন লস করে থাকেন। তাই ফরেক্সে লস কে স্বাভাবিক ভাবেই নিতে হবে।

RUBEL MIAH
2016-01-21, 09:45 PM
লস সব ট্রেডারদের মধ্যেই ঘটে । কিন্তু সেটা কম আর বেশী । যে ট্রেডারগণ ট্র্রেডের উপর বেশী দক্ষ সে যদিও লস করে থাকে তাহলেও সে সেটা সোধরে নিতে পারে । সুতরাং আমরা সব সময় দক্ষবান হয়ে আমরা ট্র্রেড করব তাহলে বেশী একটা লসে হবে না ।

Md Akter Hossain
2016-01-21, 10:29 PM
লস হলো ফরেক্স মার্কেটের একটি কমন ব্যাপার । এমন কোনো ট্রেডার নাই যে যযারা লস করেন নাই । হতে পারে কম কিনবা বেশি । আমিও অামার অ্যাকাউন্ট বেশ কয়েকবার জিরো করেছি । বেশি লোভ যতবারই করতে গেছি ততবারই লস করেছি । এখনো মাঝে মাঝে লোভ জাগে । কি যে করি ।

real80
2016-01-22, 05:02 AM
যেখানে জন্ম সেখনেই মৃত্তু।যেখানেই লাভ,সেখানেই লস।দুনিয়াতে একতরফা কোন কিছুই নেই।আপনি যতই শক্তিশালি হন না কেন রুগ বালাই হবেই।অভিজ্ঞ ট্রেডাররা ও লস করে।এটি সম্পুরন স্বাভাবিক একটা ব্যপার।এখানে হতাশ হবার মতন কিছুই নেই। মার্কেট কারো কথা শুনে পরিবর্তিত হয় না। তাই এখানে লস সবাই করে। লাভ ও সবাই করে।

sharifulbaf
2016-01-23, 07:22 AM
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে লাভ বা লস হয়ে থাকে,আমি মনেকরি,ফরেক্স মার্কেট থেকে ই নকাম করতে গেলে সব ফরেক্স ট্রেডারের লস হয়,তাই পরে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করে যায়,আমরা ভাল করে ফরেক্স ট্রেডিং শিখে।ফরেক্স মার্কেট এ ব্যাবসা করব,যাতে আমাদের লস কম হয়।

Sahed
2016-01-23, 05:43 PM
কথায় আছে ফরেক্স মার্কেটে লস না করলে নাকি ভাল ট্রেডার হওয়া যায় ন*া । সত্যিই ফরেক্স মার্কেটে সকল ট্রেডারের*াই লস করে থাকে । কারও হয়তো বেশি আবার কারও হয়তো একটু কম । কিন্ত লস হবেই এটাই স্বাভাবিক । তবে সফল ট্রেডাররা এই লস অভাকাম করে আবার মার্কেটে ফিরে আসে ।

Realifat
2016-01-25, 08:39 AM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় লস সকল ট্রেডারের ক্ষেত্রেই ঘটে বলে আমি মনে করি। যত বড় ভাল ট্রেডারই হোক না কেন লস করবেই স্বাভাবিকভাবেই। তবে যারা ভালো ট্রেডার তারা লস করলেও সেই লস আবার রিকভার করতে পারে।সর্বোপরি ভালো ট্রেডাররা লস করে ঘাবড়িয়ে না যেয়ে লস রিকভার করে লস লাভ মিলিয়ে প্রফিট করতে পারে।এজন্য সকল ট্রেডারের উচিত লসে ঘাবড়ে না গিয়ে লস রিকভারের চেষ্টা করা।

jony01
2016-01-25, 01:54 PM
ট্রেড করলে লস লাভ যে কোন টাই হতে পারে । ফরেক্স এ ট্রেড করলে যেমন লাভ হতে পারে আবার লস হতে পারে এটা আমাদের মাথায় রাখতে হবে । আমার জানা মতে এমন কোন ট্রেডার নাই যে ফরেক্স এ ট্রেড করে এখন পর্যন্ত লস করে নাই । ফরেক্স এ ট্রেড করে সবাই কম বেশী লস করে থাকে । টাই ফরেক্স এ লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে ।

Vision
2016-01-25, 04:17 PM
যে কোন ব্যবসার ক্ষেত্রে লাভ লস একটা স্বাভাবিক ও মৈলিক ব্যাপার ।আমি এখনো একজন নতুন ট্রেডার যার কারণে এখনো আমি লসের স্বাদ গ্রহণ করিনি । যদিও ডেমো একাউন্টে আমি আজকাল প্রচুর লস করছি । তাই আমি যখন আমার ফরেক্স গুরুকে জিজ্ঞাস করি যে ফরেক্সে এত লস কেন ? তখন তিনি আমার প্রশ্নের উত্তরে বলেছেন নতুন নতুন এখানে যে কেউ লস করে তবে লেগে থাকলে এবং ফরেক্স নিয়ে স্টাডি করলে একসময় অভিজ্ঞ হয়ে উঠে প্রচুর লাভবান হতে পারে ।

Mdalam
2016-01-25, 09:36 PM
ব্যবসাতে লস ও লাভ দুটোই আছে। প্রথমে ব্যবসা করতে গেলে লস হতেই পারে তাই বলে পিছু গেলে চল্বেনা। লসকে পুষিয়ে লাভ করার চেষ্টা করতে হবে। ফরেক্স এমনি ব্যবসা যেখানে কাজ করতে গেলে প্রথম অবস্তাই লস হতেই পারে তাই বলে বসে থাকলে হবেনা। একবার না পারলে আবার চেষ্টা করে দেখতে হবে এক সময় দেখা যাবে লস না হয়ে এবার লাভ হচ্ছে।

forex2u
2016-01-25, 10:00 PM
ফরেক্স মার্কেটে আসলে লস হবেই।কারও কম কারও বেশি।যারা দক্ষতার সহিত ট্রেড করে তাদের লস একটু কম হতে পারে কিন্তু যারা অদক্ষতার সহিত ট্রেডিং করবে তাদের তুলনামুলক বেশি লস হয়ে থাকে।এজন্য আমি মনে করি ভালো হোক আর খারাপ হোক লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে থাকে।

Md Akter Hossain
2016-01-25, 11:27 PM
ফরেক্স করে অথচ লস করেনা সেটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না । ট্রেডারদের লস থাকবেই । তবে ভালো ট্রেডাররা তদের লস ট্রেডগুলোকে ধরে রাখেনা । আর যে ট্রেডগুলো প্রফিওটর দিতে যায় সেগুলো ধরে রাখে । তাছাড়া ভালো ট্রেডাররা তাদের লস দ্রুত রিকবারী করে ফেলে ।

basaki
2016-05-01, 10:27 PM
সব ব্যবসাতেই লাভ এবং লস আচে আর ফরেক্স মার্কেট এর বাহিরে না তাই ফরেক্স ব্যবসা করতে হলে আহে ভাল করে ফরেক্স ট্রেড শিখতে হবে না হলে আপনি দেখবেন আপনি যে ট্রেড নিচ্ছেন না কেন আপনার ট্রেডে লস হচ্ছে। তাই ফরেক্স মার্কেটে অবিজ্ঞতা চাড়া ট্রেড করলে লস হবেই।

Audhidul
2016-05-01, 11:41 PM
যে কোন ব্যবসায় লাভ লস ওতপ্রতভাবে জরিত ।আর লসের চেয়ে লাভের পরিমান বেশী হলে প্রফিট হয় । লস হলে লসের কারন খুজে বের করতে হবে । এর থেকে আমাদের সংশোধন হতে হবে ।লস হলে মন ছোট না করে মনে সাহস রাখতে হবে ।

S M Murshedul Akhter
2016-05-01, 11:46 PM
ব্যবসা এমন একটি কার্যক্রম যাতে লাভ এবং লস দুটোই আছে। বাংলাদেশ ফরেক্স ফোরাম প্রদত্ব কারেন্সি ট্রেডিং একটি ব্যবসা। ব্যবসায় লস না করে কেউ শিখে না এবং লাভ করতে পারে না। সুতরাং ফরেক্স ট্রেডিংয়ে প্রথমে লস হতেই পারে।

Sakar Sorkar
2016-05-02, 07:58 PM
হ্যা ফরেক্স মার্কেটে কম বা বেশী সবারই লস হয়ে থাকে এটা স্বাভাবিক আপনি যদি লস না করেন তাহলে আপনার ভূলগুলো ধরতে পারবেন না। লস হলে বসে না থেকে দৃঢ়ভাবে এগিয়ে যান সফল হবেনেই।

MdRiazulIslam1991
2016-05-03, 05:32 PM
ফরেক্সে কম বেশি সকল ট্রেডারই লসের সম্মুখীন হয়েছেন তবে তারাই লসকে পতিরোধ করতে পেরেছে যারা লস করার পর লসের প্রকৃত কারন উতঘাটন করে তা থেকে শিক্ষা লাভ করতে পেরেছে।তবে প্রত্যেক ফরেক্স ট্রেডারই উচিত ভাল করে মার্কেট আনালাইসিস করে তার পর ফরেক্সে ট্রেড ওপেন করা কারন তাতে করে লসের সম্ভাবনা অনেকাংশেই দূর করা সম্ভাব।

basaki
2016-05-04, 07:17 AM
ফরেক্স মার্কেটে আসলে কার কোন হাত নেই ফরেক্স মার্কেটে যদি লাভ হয় তবে নিজের জন্য হবে আর লাভ নিজের জন্য হবে।ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আমি মনে করি অবিজ্ঞতা অর্জন করেই তবে আপনি ফরেক্স মার্কেটে ইনভেস্ট করতে পারেন।আর তাই আপনাকে ফরেক্স মার্কেট নিয়ে অনেক পড়া শুনা করতে হবে।

dwipFX
2016-05-04, 08:51 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করেনাই এরকম লোক খুজে পাওয়া অনেক কঠিন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে লস করতে হবে সেটা নিয়ম মেনে লস করলে পুসিয়ে নেওয়া অনেক সহজ হবে। যে লস করেনা সে সফল ট্রেডার হতে পারেনা।

fxinfo
2016-05-05, 10:24 AM
লস করেনা এমন কোন ফরেক্স ট্রেডার এর ইতিহাস নেই । ফরেক্স ট্রেডিং করতে গেলে লস হবে এটাই স্বাভাবিক । লস হলে সেটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে । যদি লসটাকা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি তাহলে লাভটাকে সহজেই পাওয়া যাবে বলে আমি মনে করি । আসলে এটা যার যার মন মানসিকতার ব্যাপার বলে আমি মনে করি ।

HKProduction
2016-05-08, 11:18 AM
লস না করে কখনো ফরেক্স মার্কেটে বস হওয়া যায় না। তাই লস হলেই মনে করতে হবে যে আমি বস হতে চলেছি। সুতরাং ভয়ের কোন কারণ নেই। ভয়কে কখনোই মনের মধ্যে পুষিয়ে রাখতে নেই। বরং আমাদেরকে সাহসের সাথে আমাদের ভুলগুলিকে ঠিক করে নিতে হবে।

majidiqbal
2016-05-08, 12:18 PM
সবাই লস করে বলে যে আপনিও লস করবেন এমন কোন কথা নেই। কিন্তু বেশিরভাগ ট্রেডারই নতুন ট্রেড শুরু করার পর কিছু কমন ইমোশনাল স্টেজের মধ্যে দিয়ে যায় বলেই তারা লস করে বসে। এর মধ্যে প্রধান ৩টি কারণ রয়েছে যে কারণে বেশিরভাগ ট্রেডার তাদের ১ম ডিপোজিট লস করে।
১. খুব দ্রুত রিয়েল ট্রেডে চলে আসাঃ
২. টিকে থাকার জন্য ট্রেড না করা
৩. অন্ধভাবে সিগন্যাল অনুসরন করা এবং রিভেঞ্জ ট্রেডিং

Tazul Islam
2016-05-10, 06:49 AM
ওস্তাদ এর একাউন্টেও -১০০ ডলার দেখেছি। ওস্তাদ নিয়ম নীতি ভালই ফলো করে তারপরেও ট্রেড প্রতিকুলে গেছে করার কিছু নেই। তার কথা হতেই পারে এমন , ভয়ের কিছু নেই ।মার্কেট আবার ফিরে আসবে, তবে একট ধৈর্য ধরতে হবে , একটু সময় লাগবে। লস হলে আমরা যেন ধৈর্য না হারাই বা আবেগে ট্রেড ক্লজ না করি সেদিকে খেয়াল রাখতে হবে।

Moon
2016-05-13, 10:00 AM
লস ব্যবসার একটা মৈলিক বিষয় যেমনটা লাভও একটা মৈলিক বিষয় । অার আমি মনে করি যে লস বিশ্বের সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে । তবে এটাকে সবাই সমানভাবে গ্রহণ করতে পারে না । এখানেই বাঁধে যত বিপত্তি । তাই আমাদেরকে মনে রাখতে হবে যে লস করে নিজেকে হতাশায় ফেলে দেওয়া মানে পরবর্তী ট্রেড আরো খারাপ হওয়া । তাই এক্ষেত্রে অবশ্যই ধৈর্য্য সহকারে ট্রেড করতে হবে ।

md samsul huq
2016-05-19, 01:06 AM
আমার মতে লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

HKProduction
2016-05-19, 11:39 AM
সবাই কম বেশি লস করে থাকে। তবে ফরেক্সে লাভ লস নির্ভর করে জানা এবং অজানার উপরে। যারা ভাল ট্রেড জানেন তারা ভাল লাভ করে থাকেন আর যারা নতুন তারা একটু বেশি লস করে ফেলেন। এটাই হচ্ছে ফরেক্সের স্বাভাবিক নিয়ম যা প্রত্যেককে মেনে ট্রেড করতে ও শিখতে হয়।

Sahed Srabon
2016-05-19, 01:31 PM
ফরেক্স মার্কেটে শতকরা প্রায় ৯৫ জন ট্রেডারই লস করে খাকে যার ফলে অকালেই অনেকে এই মার্কেট হতে ঝরে পড়ে । মার্কেটে ট্রেড করতে গেলে লস এবং লাভ দুইটিই হবে । কারও হয়তো একটু কম কারও একটু বেশি । তবে লস হবেই । এ নিয়ে মন খারাপ করার কিছু নাই । তবে সফল ট্রেডাররা মার্কেটে লস রিকভারি দিয়ে মার্কেটে ঠিকে থাকে ।

জ্যাক কয়েন
2016-05-19, 02:40 PM
আমি ফরেক্স একজন নতুন ট্রেডআর আমার জানামতে ফরেক্স ট্রেড করতে গেলে সব ট্রেডআরদেরই কম বেশি লস হয়ে থাকে। ফরেক্স মার্কেটে ট্রেড করে লস ছাড়া কোন ট্রেডআররা প্রফিত করতে পারে না। তাই ফরেক্স এ যেসব ট্রেডআররা হাজার হাজার ডলার ইনকাম করে তারাও ফরেক্স এ লস করে।

basaki
2016-07-03, 02:57 PM
ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নেই যে সে লস করে না। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে একজন ফরেক্স ট্রেডারকে লাভ লস দুটিই দিতে হবে বলে আমি মনে করি। কারন ফরেক্স মার্কেটে আপনি যদি শুধু লাভ করেন তবে আপনি হবেন একদিন সবচিতে অনেক বড়লোক তাই ফরেক্স ট্রেড করতে হবে বুঝে।

md sahid howladar99
2016-11-06, 10:07 PM
যেকোন ব্যাবসাতেই লাভ লস রয়েছে তেমনি লাভ লস ফরেক্স ট্রেড এর একটা অংশ। কিছু ট্রেড এ লাভ হবে, কিছু ট্রেড এ লস হবে। বিশ্বের এমন কোন ট্রেডার এখোনো হইনি যার লস হয়না। ভাল ট্রেডার রা লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে। আর নতুন/দুর্বল ট্রেডাররা লাভ লস মিলিয়ে শুরু লস ই বহন করে তবে ধীরে ধীরে তা অনেকেরই দূর হয়ে যায়।

FOREX.NB
2016-11-06, 10:27 PM
আমি আপনার সাথে একমত পোষন করছি কারন আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে এমন কোন ট্রেডার নেই যে সে কখনো লস করে না। প্রত্যেকেই লস করে যে ভুল করে সে আর পুনরায় ভুল করতে চাই না। তাই সে এই ভুলের মাধ্যমে সঠিক কিছু শিখে নেয়।

kazirasel
2016-11-07, 12:40 AM
ফরেক্স হল একটি ব্যবসা । লাভ লস ব্যবসার একটি অংশ ফরেক্স ও তার বাহিরে নয় । ফরেক্স এ লাভ লস হবেই এটাই স্বভাবিক আর এটা নতুনরা মেনে নিতে পারেনা যার ফলে নতুনরা এই লস রিকভার করার জন্য বেশী ভলিউমে ট্রেড করে যার ফলে একাউন্ট জিরো । আর সফল ট্রেডারা এই লস মেনে নেয়ার ক্ষমতা রাখে । আমি বলব যাদি কেউ ৭০%-৮০% ট্রেডে সফল হয় তাহলে তাকে সফল ট্রেডার বলা য়ায । আমি বলব নতুনদের এই রকম লস আস্তে আস্তে মেনে নিতে । আর যে যত দূত এই লস মেনে নিয়ে সামনে এগিয়ে যাবে সে তত দূত সফলতার মুখ দেখবে ।

hafijur rahman
2016-11-28, 03:09 PM
প্রত্যেক ব্যাবসাতেই লাভ লস রয়েছে তেমনি লাভ লস ফরেক্স ট্রেড এর একটা অংশ। কিছু ট্রেড এ লাভ হবে, কিছু ট্রেড এ লস হবে। বিশ্বের এমন কোন ট্রেডার এখোনো হইনি। যার লস হয়না। ভাল ট্রেডার রা লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে। আর নতুন/দুর্বল ট্রেডাররা লাভ লস মিলিয়ে শুরু লস ই বহন করে।

ONLINE IT
2016-11-28, 05:48 PM
ব্যবসায় লাভ লস থাকবেই। লাভ লস না থাকলে তো আর তাকে ব্যবসা বলা যাবে না। আপনি যদি না বুঝে ট্রেড করে থাকেন তাহলে আপনার লস হবে আর যদি আপনি মার্কেট এ্যানালাইসিস করে মার্কেট বুঝে ট্রেড করতে পারেন তাহলে লাভ হবেই। এটা আপনার আমার সব ট্রেডারদের ক্ষেত্রেই প্রযোজ্য। এমন কোন ট্রেডার খুজে পাবেন না যে তিনি লস করেননি। তাই বলে কি থেমে যেতে হবে। না কখনোই নয়। বরং ব্যবসাটাকে আরো মনোযোগ দিয়ে শিখতে হবে।

MADADEE
2016-11-28, 11:05 PM
হ্যা আপনি সুন্দর কথা বলেছেন ফরেক্স করতে গেলে প্রথম প্রথম সবাই লস করে থাকে | আমার মনে হয় যদি ডেমো পারতিস করে ফরেক্স মাকেটে ট্রেড করা হয় তবে আপনার দক্ষতা দিয়ে আপনি ফরেক্স মাকেট থেকে লাভ করতে পারেন | ফরেক্স মাকেট ট্রেড করার আগে আমি মনে করি ভাল ভাবে দক্ষতা অজন করে উচিত |

mithunsarkar
2016-11-29, 12:10 AM
আমাদের দেশে ফরেক্স ব্যবসা এখনো জনপ্রিয়তা লাভ করতে পারে নি । আমি আশাকরি , যারা এদেশে ফরেক্স ট্রেডার রয়েছে তারা যদ একটু সচেতন হয় তাহলেই সফলকাম অনিবার্য । সুতরাং আর থেমে না থেকে অল্পতেই ঝাপিয়ে পড়ি মানুুষের দ্বারে দ্বারে ।

RUBEL MIAH
2016-12-30, 09:43 AM
কথাটা ঠিক আছে । কম বেশী পরিমান রয়েছে সে লসের । যেমন যারা দক্ষতাবান ট্র্রেডার রয়েছে তারা যদি লস করে তারপর সেটা আবার ফিরে আসার সম্ভবাবনা রয়েছে । অার যদি অদক্ষতাবান ট্রেডাররা লস করে তাহলে অার কিছুই থাকে না । এর মধ্য তফাৎ হল স্টপ লস ব্যবহার করা । এ জন্য সব সময় আমরা স্টপ লস ব্যবহার করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

sujon30
2017-01-16, 08:41 PM
ফরেক্স মার্কেট এ সব পেয়ারে লাভ- লস আছে। আমি প্রথমে যখন ট্টেড করেছিলাম তখন লসই করতাম। এখনো আছে তবে কিছুটা কম। ফরেক্স মার্কেট এ আামি ট্টেড করার সময়তে লসটাকে একটু এড়িয়ে চলতে একটু বেশী মনোযোগ হই। তাতে আমি লস একটু কম করে থাকি।

Fazlul
2017-01-16, 09:13 PM
ব্যবসায়ে লাভ লস থাকবে। তেমনি ফরেক্স ক্ষেত্রে ও ব্যতিক্রম নয়। এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে। এখানে ট্রেড করতে হবে বুজে শুনে অভিজ্ঞতার আলোকে ।এখনে না বুজে ট্রেড করলে লস খাওয়ার সম্ভাবনায় বেশি । আমি ট্রেড করে যা বুজেচি যে এখানে সবার কম বেশি লসের সম্মুখীন হয় । তবে লস হলে হতাশ না হয়ে দক্ষতার আলোকে ট্রেড করে ফরেক্স এ লাভবান হওয়া সম্ভব ।

RUBEL MIAH
2017-02-20, 05:40 PM
লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে । আমরা লস করলেই সেটা দিয়ে আমরা শিখতে পারব কেন লস হল । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করব তাহলেই আমরা লস ঠেকাতে পারব । আমরা ডেমো বেশী বেশী করে করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা মার্কেট এ্যানালাইসিস বেশী বেশী করে করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

ucall
2017-02-20, 05:45 PM
আমরা জানি লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

siddiquecec
2017-02-20, 06:44 PM
Forex আসলে একটি মান সম্মত ব্যবসা। আপনার যে কোন ব্যবসা শুরু করার আগেই কিন্তু বলতে পারবেন না যে, লাভ করতে পারবেন নাকি লস হবে তাই ফরেক্স যেহেতু একটি ব্যবসা এখানে লাভ লস দুটিই আছে। আর তাই যদি না থাকতে তাহলে তো ফরেক্স কোন ব্যবসার মধ্যে পড়তো না। সুতরাং লাভ লস মেনে নিয়ে ব্যবসায় নামা দরকার আমি মনে করি।

Nodi roy
2017-02-20, 08:24 PM
যে কনো ব্যবসায় লাভ লস আছে লাভ লস নিয়ে ব্যবসায় তবে লস এর পরিমান টা বেশি হলে সবারই বড় ক্ষতি হয়ে যায়। ফরেক্স এ ও লাভ লস আছে আপনি ফরেক্স এর এমন কন ট্রেডার দেখবেন না যে কন দিন লস করেনি তবে সব সময় দেখতে হবে লাভ থেকে যেন লস বেশি না হয়ে যায়। তবে ফরেক্স এ আপনি ভাল ট্রেড জানলে ফরেক্স থেকে ভাল লাভ করতে পারবেন এটা নিশ্চিত।

Rana2017
2017-02-21, 12:53 AM
আসলে লাভ-লস হচ্ছে পার্ট অফ বিজনেস। আপনার একটা বিজনেস করতে গেলে লাভ যেমন হবে তেমনি লসও হবে এটাই স্বাভাবিক। আর বিজনেসে ক্ষেত্রে যদি শুধু লাভই হত তাহলে সবাই বিল গেটস হয়ে যেত। আর নিশ্চয়ই তার জীবনে সব বিজনেসে শুধু লাভই করেই লসের সম্মুখীনও হয়েছিল। আসলে লসটাকে খারাপ না ভেবে এটাকে একটা শিক্ষা হিসেবে নেয়া উচিত তাহলে এটা কাজে দেবে ভালো করার ক্ষেত্রে।

Md Masud
2017-03-21, 11:08 PM
লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে । অামরা লসের জন্য ফরেক্স মার্কেটের ট্রেড বন্ধ করে দিব না । লস কম বেশী হতেই পারে কিন্তু ধৈর্য্যের সহিত অামাদের সামনের দিকে অগ্রসার হতে হবে । যে যত বেশী । এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে ।

asaa
2017-03-22, 02:09 AM
আমি বলবো লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

uzzal05
2017-05-31, 03:14 PM
কিছু ট্রেডার আছেন যারা কখনোই শিকার করতে চান না লসে ট্রেড ক্লোজ করেন। কেউ যদি স্টপ লস না দিয়েও ট্রেড করে সে কয়দিন ট্রেড রানিং রাখবে। একটা সময় বিরক্ত হয়ে লসে ক্লোজ করে ও দেয়। আবার টেক প্রফিট হিট করতে ছয় মাস যদি লেগে যায়, তাহলে লস গ্রহ্অন করাই ভালো।

zobairi007bd
2017-05-31, 03:28 PM
ট্রেডে লস খাওয়াটা সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে।ব্যবসা করলে ও লস হয় ফরেক্স ও ঠিক তাই।ভাল ট্রেডার লাভ লস মিলিয়ে এভারেজ লাভটা ধরে রাখতে পারে।

srasel
2017-05-31, 04:10 PM
আপনি ঠিকই বলেছেন লাভ লস সবার খেত্রেই ঘটে। ব্যবসা করলে ও লস হয় তাই বলে কি মানুষ ব্যবসা করা বাদ দেয়। ফরেক্স ও ঠিক তাই।

uzzal05
2017-06-09, 06:11 PM
দক্ষ ট্রেডাররাও কম বা বেশি লস করে থাকে। কেউ যে শুধু লাভ করে তা নয়। লাভ এবং লস এই দুটো ফরেক্স এ বিদ্যমান। লস ছাড়া ফরেক্স করা সম্ভব নয়। লস মেনে নেওয়ার যার ক্ষমতা আছে সেই ফরেক্স ট্রেডার হতে পারবে। তাই লস ফরেক্স এর একটি অংশ।

Competitor
2017-06-13, 12:57 AM
লস করা ব্যাতিত কেউ এই মার্কেটে উন্নতি করতে পারে না । লস করতে করতেই একমসময় গিয়ে একজন মানুষ পূর্ণাঙ্গ হতে পারে । তাই সর্বদা চেষ্টা করতে হবে লস যেন বেশি না হয় এবং লস করার সাথে সাথে লসের কারণ উদঘাটন করার চেষ্টা করুন এতে করে আপনি অনেক বেশি পরিমানে লাভের দিকে যেতে পারবেন । ফরেক্সে যে যত বেশি পরিমাণে লস করবে ভবিষ্যতে সে তত বেশি ভালো করতে পারবে ।

morshed naim
2017-07-14, 01:09 AM
ফরেক্স ব্যবসায় লাভ লস থাকবেই।আপনি যদি ফরেক্স ভালো ভাবে না শিখে শুরু করেন তাহলে আপনার লস হবেই এবং নিজেকে পুরোপুরি দক্ষ করে তুলে ফরেক্স ব্যবসায় শুরু করলে লাভ লস মিলিয়ে আপনার লাভ হবেই।ফরেক্স ট্রেডে লস করাটা কোন বিষয় না কারন ফরেক্স মার্কেটে ট্রেড করতে গেলে যে কোন সবসময় লস হতে পারে তবে এটা কোন বিষয় না লস করাটা ফরেক্স মার্কেটে সাধারন বিষয় বলে মনে করা উচিৎ।প্রতিটি ব্যবসায়ই লাভ লস থাকে আর ফরেক্স এ যদি লসও হয় তাহলে লসটা কম হয় আর ফরেক্স এ যদি লাভ হয় তাহলে লাভটা হয় লসে এ চাইতে কয়এক গুন।

motiar
2017-07-14, 12:28 PM
এ কথা সত্য যে সব ট্রেডারই লস করে থাকেন কেননা কোন সুত্র বা ক্যালকুলেশনই ১০০% সঠিক নয় তাই যে কোন সময়ে লস হতে পারে । তবে মানি ম্যানেজনমেন্ট মেনে চললে লসের পরে আবার প্রফিট করে সেটা পুশিয়ে নেয়া যায় । এতে হতাস হবার কিছু নাই মানিম্যানেজমেন্ট মেনে চললেই ব্যালেন্স জিরো হবেনা ।

martin
2017-10-31, 01:53 PM
লাভ লস ব্যবসার মৌলিক অংশ। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। যারা ফরেক্স ট্রেডিং করতে আসে তারা শুরুতে কেউই অভিজ্ঞ থাকেনা। আর ফরেক্স সম্পুর্ন অভিজ্ঞতা নির্ভর। অভিজ্ঞতা না থাকায় সবাই শুরুর দিকে বেশ লস করে। তাছাড়া ফরেক্স মার্কেট একটূ অনিশ্চিত। তাই সব ট্রেডারই লসের স্বাদ গ্রহণ করে।

riponinsta
2017-11-02, 03:07 PM
ফরেক্স মার্কেট এ সব ট্রেডার লস করে তবে দেখতে হবে যেন লস আপনার লাভ এর সমান না হয় যেমন আমি ট্রেড করি আমার স্টপ লস যদি ৩ ডলার হয় তাহলে আমার টিপি হয় ২০ ডলার তার মানে আমি এক ট্রেড এ যা লাভ করি তা ৭ ট্রেড লস করলেও লস এর সমান হবে না তাই আপনি লস করলেও আপনাকে লাভ ধরে রাখতে হবে ফরেক্স মার্কেট এ

Mahidul84
2017-11-02, 05:44 PM
যেহেতু ফরেক্স একটি অনশ্চিত মাকেট তাই কেউ এই মার্কেট সম্পর্কে সঠিক ভাবে বলতে পারবেন যে আপনি লস খাবেন না। এই মার্কেটে লাভ লস দুটো বিদ্যামন থাকবে তবে কিছু কিছু সময় আপনাকে দেখে শুনে ট্রেড ওপেন করতে হবে আর যদি আপনি নিউজগুলো সঠিকভাবে পড়ে বুঝতে পারেন এমনকি মার্কেট এনালাইসিসগুলো সঠিকভাবে নিজের মধ্যে আয়ত্ব করেন নিতে পারেন তাহলে আপনি অবশ্যই ফরেক্স লস না খেয়ে বরং লাভ করতে পারবেন প্রায় প্রতিটি ট্রেডে। এজন্য অবশ্যই আপনাকে বেসিক দক্ষতা অর্জন করতে হবে। তাহলে আপনি লস কিছুটা হলেও ঠেকাতে পারবেন।

01797733223
2017-11-04, 07:16 AM
লস হওয়া স্বাভাবিক । যদি ফরেক্স মার্কেট এ কারও লস না হয় , তাহলে হয় সে দেবতা না হয় ভুত , প্রেত, জ্বীন বা অন্যকোনো অশীরীরি । তাই লস মানে আপনি খারাপ ট্রেডার এমনটা নয় । আপনি তখনই একজন ভালো ট্রেডার হতে পারবেন । যখন আপনি নিয়ম মাফিক লস করতে পারবেন । আর যদি লস না করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন না । এখানে লস করতে পারা মানে , নিয়মতান্ত্রিক উপায়ে লস করা ।

Sajib044
2017-11-08, 05:26 PM
হ্যা অবশ্যই সব ট্রেডারেই লস হয় । এর মূল কারন হচ্ছে ট্রেড সম্পর্কে আপনার ধারনা নেই । তই যতটা সম্ভব আপনি ফরেক্স সম্পর্কে জানার চেষ্টা করুন।

Sajib044
2017-11-09, 12:28 AM
লস হচ্ছে ব্যাবসায়ের একটি অংশ। এতে মন খারাপ করার কিছু নেই।আর ফরেক্স হচ্ছে একটি প্রতিযোগিতামূলক ব্যাবসা। এখানে সঠিক নিয়ম অনুসরন করে ট্রেড করতে পারলে আপনি লাভবান হতে পারবেন। আর সঠিকভাবে ট্রেড না করতে পারলে লস হবে এটাই স্বাভবিক।

Sajib044
2017-11-10, 08:30 PM
অবশ্যই লস সব ট্রডারের ক্ষেত্রেই ঘটে। যে সঠিকভাবে ট্রেড করবে তার লাভ হবে । আর যে নিজের মন মতো ট্রেড করবে তার লস হবে।

uzzal05
2017-11-10, 10:57 PM
কেউ যদি বলে যে সে লস করে না। তাহলে সে মিথ্যা বলচ্ছে। কারন ফরেক্স এ ১০০% বলে কোন কিছু নেই। কেননা এখানে আপনি ১০০% লাভ কখনোই করতে পারবেন না। ফরেক্স এ সবাই কম বা বেশী লাভ বা লস করে।

uzzal05
2017-11-12, 12:10 PM
কোন ট্রেডার যদি বলে সে লস করে না তাহলে সে ভুল বলচ্ছে। প্রত্যক ট্রেডারঅই লস করে। কেউ কম আবার কেউ বেশী। আবার অনেকে বলে ১০০% নিশ্চুয়তা সহকারে ফরেক্স শেখানো হয়। এটা ও একটা ভুয়া এড। কারন ফরেক্স এ ১০০% নিশ্চিত লাভ করা যায় না। এমনো ও হতে পারে যে ব্যাক্তি বা প্রতিষ্টান এড দিচ্ছে তারা নিজেরাই ট্রেড করছে না।

expkhaled
2017-11-12, 12:27 PM
হ্যা, কথাটা সত্যি লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে, তবে কম আর বেশী। যদি দেখা যায় ট্রেড করলে লাভ যতটুকু করেছেন লস তার চেয়ে বেশী করছেন তাহলে আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। লস ঠেকানোর কোন রকম পন্থা কেউ আবিস্কার করতে পারেনি, সুতরাং এটা হবে। তবে লস নিয়ন্ত্রন করা যায়। ট্রেডিং এর উন্নতি ঘটাতে হবে। যদি কোন ট্রেড এ লস করেন তা হলে কারনটা খুজে বের করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি কিছু নতুন আইডিয়া পাবেন যেটা দিয়ে পরবর্তীতে ট্রেড এ করতে লস নিয়ন্ত্রন করতে পারবেন।

uzzal05
2017-11-14, 01:48 PM
লস ট্রেড এর একটি অংশ বলা যেতে পারে। লাভ এবং লস এই দুইটা বিষয় আমাদের ফরেক্স লাইফ এ ঘটবে এটা স্বাভাবিক। ফরেক্স আপনি যত বেশি ট্রেড করবেন তত আপনার বেরে যাবে । লস রিকভার করার জন্য চেষ্টা করতে হবে। কারন লস রিকভার না করলে আমরা লাভ তুলতে পারব না।

Torun50
2017-11-14, 04:52 PM
হ্যা লছ সবার ক্ষেরেয় হয় ।লাভ লছ না হোলেয় কোন কিছুয় শিখা সম্ভব না । তাবোলে এটা নয় যে আমি সব সোময় লছ কোরবো ।

Mahidul84
2017-11-14, 05:40 PM
ব্যবসা বলতে লাভ লস দুটোই আছে এটাই স্বাভাবিক। তাই বলে কি কেউ থেমে থাকে লসের ভয়ে ব্যবসা না করার জন্য। তবে ফরেক্স এমন একটি ব্যবসা এখানে নতুন ট্রেডারের ক্ষেত্রে বেশির সময় লাভের চেয়ে লসই বেশি হয় কারণ আপনি যদি ফরেক্স সম্পর্কে না জ্ঞান অর্জন করেন তাহলে আপনি অবশ্যই লস খাইবেন এতে কোন সন্দেহ নেই। তবে এই ব্যবসাটি আপনি যদি *গুরুত্বসহকারে বুঝতে পারেন এমনকি মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনি অবশ্যই লসের বিপরীতে লাভের পরিমাণটা বেশি অর্জন করতে পারবেন।

Torun50
2017-11-15, 10:36 PM
লাভ, লছ ছাড়া কোন ব্যাবসায় নেয় লাভ হোলে যে লছ হবে না সেটা বলাযাবে না । তারপর ও আমাদের ভালো ভাবে ট্রেড শিখতে হবে । আর লাভ লছ তো সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে ।

Sajib044
2017-11-16, 12:19 AM
লাভ লস নিয়েই ফরেক্স। যেই ট্রেডার সঠিকভাবে ট্রেড করতে পারে সেই অবশ্যই লাভ করবে। আর যে ট্রেড সঠিকভাবে ট্রেড করতে পারে না সে লাভ করতে পারে না্। অর্থাৎ যে ট্রেড ঠিকমতো করতে পারবে সেই সফলতা পাবে। তাই সব ট্রেডারই লস রয়েছে।

iloveyou
2018-03-03, 11:54 AM
আসলে লস না করলে কেউ কোনদিনও ট্রেডার হতে পারবে না। এটা প্রতিটি ট্রেডারের কমন একটা বৈশিষ্ট্য, তাই এখানে সবাইকে লস মেনে নিয়ে ট্রেড করতে হবে, এটাই হল আসল বাস্তবতা। তবে তার মানে এই না যে আমরা শুধু সারাজীবন লস করে যাব। সুতরাং এখানে আপনাকে ব্যবসা করে টিকে থাকতে এবং উন্নতি করতে, লসগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে, আর এটাই হল টেকনিক বা কৌশল, যেটা আপনাকে এখানে মানি ম্যানেজম্যান্ট অথবা একটা ভাল স্ট্রাটিজি বানিয়ে কাজ করতে হবে।

Mamun13
2018-03-04, 06:52 PM
এটা মনে রাখা দরকার যে ট্রেডে লস খাওয়াটা খুব বড় কোন ফ্যাক্টর নয়। এট সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। এর মানে এই না যে আপনি আসলে ট্রেড করতে জানেন না বা আপনি আপনার সব ট্রেডেই লস খাবেন। সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়ুন। তবে হ্যা মানি ম্যানেজ মেন্ট ো প্রাইস একশন ট্রেডিং নিয়ে একটু জেনে রাখার চেষ্টা করুন।

আমরা যেহেতু ফরেক্স মার্কেটে একদম নতুন এসেছি এবং আমাদের কোনো দক্ষ প্রশিক্ষক হাতের কাছে পাই না৷তাই আমাদের নিজেদেরকেই এই মার্কেটে একটু একটু করে শিখতে হয়,দেখতে হয়,বুঝতে হয়৷আর এই মার্কেটে যেহেতু নগদ ডলারের লেনদেন হয় তাই ভুল হবে,লস হবে এবং এই লস ক্রমাগত দিতে দিতেই আমরা খুব ধীরে ধীরে ফরেক্স মার্কেটের প্রকৃত কলাকৌশলগুলো শিখতে পারবো,জানতে পারবো,বুঝতে পারব৷তাই এই লস হওয়াটা অতি স্বাভাবিক বিষয়৷আমরা সবাই তাই শুরুতে লস করি এবং শেষে নিয়মিত প্রফিটও করতে থাকি৷তাই ফরেক্স মার্কেটে যারা নতুন ট্রেড করতে আসছেন তারা কখনোই হতাশ হবেন না৷কারণ যে কোন ব্যবসায় প্রতিষ্ঠিত হতে হলে প্রথমে লস দিয়েই শুরু করতে হয়৷ফরেক্স মার্কেটেও ঠিক তেমনটিই ঘটে৷

marjahan
2018-03-06, 12:46 PM
লস সব ট্রেডার এর ক্ষেত্রেই হয় এটা ঠিক। কিন্তু এই লস কেও পুসিয়ে নিতে পারে আবার কেও পারে না। যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জানে, তারা লস করলেও সেটা পরে ঠিক প্রফিট করে পুসিয়ে নেয়। কিন্তু যারা ফরেক্স সম্পর্কে কম জানে তাদের লস হলে তারা আপসেট হয়ে পরে। ফলে তারা আর ও বেশি লস করে।

Mahidul84
2018-03-07, 08:29 PM
হ্যা একদম সত্য কথা পৃথিবীতে এমন কোন ট্রেডার নেই যে সে লস না করছে কারণ লসটা হলো ব্যবসার সাথে অত্ত্যপর ভাবে জড়িত। আর যদি আপনি ব্যবসায়ের লস না করেন তাহলে সেটা কখনই ব্যবসা হবে না। আর বিশেষ করে যে বেশি বেশি লস করবে সে অবশ্যই এই লসের মাধ্যমে ব্যবসার অনেক কিছুই শিখতে পারবে এমনটাই আমি বিশ্বাস করি। আর এসব দিক বিবেচনা করে আমি বলতে পারি লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে থাকে।

reser
2018-03-21, 01:27 PM
লস সব ট্রেডারাই করে এ ব্যাপারে আমি আপনার সাথে একমত না কারন লসের অনেক কারন রয়েছে আর এক জন দক্ষ বা অভিজ্ঞ ফরেক্স ট্রেডার সবসময় ঐ সকল কারন সমূহকে মাথায় রেখে মার্কেট ভাল ভাবে অ্যানালাইসিস এবং ম্যানেজমেন্ট করে তার পরই ট্রেড ওপেনের ব্যপারে সিদ্ধান্ত গ্রহন করে থাকে যার ফলে তাদের লসের সম্ভাবনা থাকে অত্যান্ত কম ।

sofi
2018-03-25, 12:48 PM
লস ট্রেড এর ই একটা অংশ হিসাবে ভাবতে হবে। লস হয়েছে বলে বা একাউন্ট জিরো হয়েছে বলে ট্রেড করবেন না তা কখনোই নয়। বড় বড় এক্সপাট ট্রেডাররাও লস করে। কারনে মারকেটের পরবর্তী মুভ কোথায় যাবে ১০০ গেরান্টি দিয়ে কেউ বলতে পারবেনা। ফরেক্স একটি ব্যাবসা আর ব্যবসায় লাভ লস হবেই। আপনি যখন ট্রেডেং এর দক্ষতা বৃদ্বি পাবে তখন আপনি আপনার লসের পরিমান ধিরে ধিরে কমতে পারবেন।

nahida
2018-03-25, 04:46 PM
লাভ লস ট্রেডেরই একটা অংশ প্রথম প্রথম সবারই লস হয়।কিন্তু ধীরে ধীরে এই লস কমতে থাকে যখন অভিজ্ঞতা বাড়তে থাকে।এই জন্য একটা স্ট্রাটেজী ফলো করা উচিত যাতে করে লস পুষিয়ে লাভকে ধরে রাখা যায়।

raisul
2018-10-21, 09:14 PM
ফরেক্স মার্কেটে লস কোন ব্যাপার নয়। সব ট্রেডারেরই লস হয়ে থাকে। তবে দক্ষ ট্রেডাররা এই লস ঠাণ্ডা মাথায় নেই এবং পুনরায় ট্রেড করে লস পুষিয়েও নেয়। কিন্তু নতুন ট্রেডাররা বেশি লস করে এবং হারিয়ে যায় ফরেক্স মার্কেট থেকে।

Runil
2018-10-21, 09:30 PM
এখানে যেমন অনেক লাভ করার সুযোগ আছে আবার লস হতে পারে সব ট্রেডারই কম বেশী লস করে থাকে কিন্তু নতুন ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা তারা আরও বেশী লস করে সব ট্রেডারের ক্ষেত্রে লস হবে কি হবেনা এটা সঠিক ভবে কেউ বলতে পারবেনা অনেক অভিজ্ঞ ট্রেডাররাও অনেক লস করে তবে মার্কেট না বুঝে ট্রেড করলে লস হবে দক্ষতার সহিত ট্রেড করলে লচের শম্ভাবনাও কম থাকে।

saha
2018-10-21, 09:51 PM
ফরেক্স করে অথচ লস করেনা সেটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না । ট্রেডারদের লস থাকবেই । তবে ভালো ট্রেডাররা তদের লস ট্রেডগুলোকে ধরে রাখেনা । আর যে ট্রেডগুলো প্রফিওটর দিতে যায় সেগুলো ধরে রাখে । তাছাড়া ভালো ট্রেডাররা তাদের লস দ্রুত রিকবারী করে ফেলে ।

Runil
2018-10-21, 10:47 PM
আমার মতে যখন কোন ট্রেডার নতুন ফরেক্স শিখতে আসে তারা পার্ফেক্ট ট্রোর হয়ে আসে না তাদের প্রচুর পরিমান শিখতে এবং জ্ঞান অর্জন করতে হয়ে থাকে তো সব ট্রেডা্রই প্রথম দিকে তার ট্রেডে প্রচুর লস করে থাকে তার জন্য ইমোশনাল না হয়ে ফরেক্স এর উপর আরও অত্যাধিক মননিবেশ করে সবাই ফরেক্স থেকে ভাল ফলাফল অর্জন করতে পারে।

Ripon Ahmmed999
2018-10-22, 12:29 PM
এমন কোন ব্যবসা বা ব্যবসায়ী নেই যে লস খায়না সকল ব্যবসায় লাভ লস দিয়ে তৈরি।সব ব্যবসায় যেমন লাভ লস ঘটে তেমনি ভাবে ফরেক্সেও ঘটে। এক জন সফল ট্রেডার যার পুরো অভিজ্ঞতা আছে তারাও এইখান থেকে লস খাই। সুতারং এটা সবার ক্ষেত্রে আছে এবং সফল হলেও তারা লস খায়।

SHARIFfx
2018-10-22, 01:30 PM
আমরা জানি লাভে লসে ব্যাবসা করতে হয়। ফরেক্স ব্যাবসা ঠিক তেমনি। আপনি যদি দক্ষ ট্রেডার হয়েথাকেন তা হলেও আপনার প্রতি ট্রেডে প্রফিট আসবে না কিছু ট্রেডে লস আসতে পারে এর মূল কারন ফরেক্স মার্কেট এ গেমলর এর প্রবেশ। তাই দক্ষ ট্রেডারা লস করে পেললে আবার রিকভারি করতে পারে অনেক সহজে। তবে দক্ষ ট্রেডার রা তাদের লস ট্রেড এর চেয়ে প্রফিট বেশি হয়ে থাকে।

fardin
2018-10-22, 03:12 PM
ট্রেড মানে লাভ, ট্রেড মানে লস ,ফরেক্স এর বেলায় একই সমাধান। মার্কেট বুঝে ট্রেড করলে লাভ হবে ,মার্কেট না বুঝে ট্রেড করলে লস হবে।লাভ লস মিলায়ে প্রফিট হচ্ছে কিনা তা দেখার বিষয় ।

Grimm
2018-10-22, 03:56 PM
আপনি একদম ঠিক বলেছেন। লস সব ট্রেডারের ক্ষেত্রেই ঘটে। কারণ এটি একটি ব্যবসা আর ব্যবসায় লাভ এবং লস দুটোই হয়। তাই আমাদেরকে লস খুব সহজভাবেই মেনে নেওয়া উচিত। আমরা যদি এই লসটাকে খুব সহজভাবে মেনে নিতে পারি তাহলে আমার মনে হয় আমরা দিন দিন আমাদের ট্রেড থেকে লস কমিয়ে নিয়ে আসতে পারবো। কারণ আমরা যখন এটিকে সহজভাবে মেনে নেব তখন আমরা চেষ্টা করবো ঠিক কি কারণে আমরা লস করলাম আর পরবর্তীতে আমরা সেটা ত্যাগ করে চলতে পারবো।

Mahidul84
2018-10-22, 06:22 PM
হ্যা আপনার কথার সাথে একমত। লস সবাই কিছু না কিছু করছে। কারণ ফরেক্স একটি ব্যবসা এবং ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান থাকে। অতএব আমাদেরকে লাভ লস মেনেই নিয়ে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হবে। আর এই দুটো বিষয় আমরা যদি সহজেই মেনে নিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের ট্রেডিং ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে যা পরবর্তীতে ট্রেড করে লস অনেকটা কমিয়ে নিতে পারবো।

Yousuf Habib
2018-10-22, 06:38 PM
হ্যা ভাই ফরেক্স মার্কেটে এমন কোন ট্রেডার নাই যে সে ট্রেডার লস করেনি, অনেক বড় দক্ষ টেডারের কাছ থেকে আমি জানতে পেরেছি তাহারা সপ্তহে ২০০০ ডলার পূর্যন্ত লস করে আবার ঐ অনুপাতে লাভও করে কিন্ত ফরেক্সে লসের ভয় থাকলে ফরেক্স আপনার জন্য নয়।

Rider
2018-12-28, 03:48 AM
সব কিছুতেই একটু দু:খ,একটু লস এসব হবেই।এসব সময়ে অধৈর্য না হয়ে ধৈর্য্য ধরে পরিস্তিতি মেকাবেলা করে যেতে হবে।তাহলে একসময় ঠিকই লাভ ধরা দেবে।আর তাছাড়াও ফরেক্স খুব গতিশীল মার্কেট বলে লস ট্রেড অতি দ্রুতই লাভে আসতে পারে।এজন্য ব্যতিব্যস্ত না হয় স্বাভাবিক ট্রেড করতে হবে।মেনে নিতে হবে যে লস সব ট্রেডাররাই করে।

SkAbdullahaAlMamun464893
2018-12-28, 11:24 PM
এটা ঠিক যে আপনি যত বড় ফরেক্স ট্রেডারই হউন না কেন আপনাকে কম বেশি লসের সমূখীন মাঝে মধে হতেই হয় কারন মার্কেট অ্যানালাইসিস,মানি ্যানেজমেন্ট,সম্ভ বনাময় নিউজও মাঝে মধ্যে সঠিক ভাবে কাজ করতে সক্ষম হয় না আর এর অন্যতম প্রধান করন হল লুজার ট্রেডারদের ভূল ট্রেডিং সিদ্ধান্ত যা মার্কেটকে প্রভাবিত করে ফলে দেখা যায় মার্কেট নিউজ অনুযায়ী প্রভাবিত হয় না। ফলে অনেক অভিজ্ঞ ট্রেডারদেরও লসের সমুখীন হতে হয়।

Ronesh186
2018-12-29, 01:48 AM
লস ব্যবসারই একটি অংশ। এটা ব্যবসার ক্ষেত্রে হতেই পারে তবে এটার জন্য ভেঙে পড়লে চলবে না। এটাকে শিক্ষা হিসেবে গ্রহন করতে হবে। তাহলে আপনি সহজেই আপনার ভুলগুলি নিজেই চিহ্নিত করার সুযোগ পাবেন এবং ভবিষ্যৎ এ এসব ভুল থেকে আপনি বিরত থাকার চেস্টা করবেন। এতে আপনার ব্যবসা সম্পর্কে সচেতনতা আরো বৃদ্ধি পাবে।

TanjirKhandokar1994
2019-01-15, 09:02 PM
যে কোন ব্যাবসায় লাভ লস থাকবেই এটা যেমন চিরন্তন সত্যি। তেমনি লস ব্যবসারই একটি অংশ ধরে নিতে হবে। লস ব্যবসার ক্ষেত্রে হতেই পারে তবে এটার জন্য ভেঙে পড়লে চলবে না।আর এই লসকে তখন শিক্ষা হিসেবে গ্রহন করতে হবে। কেননা মানু ভুল থেকেই শিক্ষা নেয় । আর এতে আপনার ব্যবসা সম্পর্কে সচেতনতা আরো বৃদ্ধি পাবে।

jyotibiswas000035
2019-01-15, 09:10 PM
আপনি যত বড় বা অভিজ্ঞ ফরেক্স ট্রেডারই হউন না কেন কম বেশি লসের অভিজ্ঞতা আপনার অবশ্যই থাকবে কারন সকল অ্যানালাইসিস সব সময় আপনার পক্ষে যাবে এবং আপনি সব সময় প্রফিট লাভ করতে থাকবেন এমনটি ভাবার কোন কারন নেই। তবে তাই বলে অধিকাংশ ট্রেডে যদি আপনার প্রফিট না হয়ে লস হতে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার ট্রেডিং জ্ঞানে এবং দক্ষতায় কোন ঘাড়তি রয়েছে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে লসের প্রকৃত কারন সমূহ খুজে বের করার এবং ভবিষ্যত্বে যেন ঐ একই কারনে লস না হয় সে ব্যাপারে সচেষ্ট থাকা।

Mazharul777
2019-01-15, 10:04 PM
লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

SAGOR_HALDER944
2019-03-26, 10:13 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে শতভাগ ট্রেডে প্রকৃত অর্জন করা সম্ভব নয়।যতই ভালো করে মার্কেট এনালাইসিস করা হোক না কেন ফরেক্স মার্কেটে আগামী ৫ মিনিটে কি ঘটবে তা কেউ বলতে পারবে না।তাই একজন সফল ট্রেডারের পক্ষেও সম্ভব নয় শতভাগ ট্রেডে প্রফিট অর্জন করা।মাঝে মাঝে কিছু ট্রেডে লস হবেই।আর এটাই ব্যবসার একটি অংশ।এই কথাটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে।তাহলে আমরা ফরেক্সে ভালো কিছু করতে পারবো।

edottc
2019-03-27, 08:26 AM
ব্যবসায় লাভ লস হয় ।তবে ফরেক্স অনলাইন ব্যবসা হওয়ায় এখানে লস ও লাভের পরিমান বেশি হয় ।ফরেক্সে দক্ষ না হয়ে ট্রেড করলে লস হবে ।আর প্রায় সব ট্রেডারই প্রথমে লস করে থাকে ।

bdunity11
2019-03-27, 08:31 AM
একজন সফল ট্রেডারের পক্ষেও সম্ভব নয় শতভাগ ট্রেডে প্রফিট অর্জন করা। মাঝে মাঝে কিছু ট্রেডে লস হবেই আর এই টাই ব্যাবসার নিয়ম লস লাভ দুই টাই হবে আসা করি আর প্রায় সব ট্রেডারই প্রথমে লস করে থাকে এটাই ব্যবসার একটি অংশ।এই কথাটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে।তাহলে আমরা ফরেক্সে ভালো কিছু করতে পারবো।

babubd
2019-04-06, 06:05 PM
ফরেক্স একটি ব্যবসা ।আর ব্যবসায় লাভ লস আছে । ফরেক্সও একটি ব্যবসা তাই লাভ লস মিলেয় ফরেক্স । আমার মতে ফরেক্সে লস করি নায় এরকম ট্রেডার খুঁজে পাওয়া যাবে না । ফরেক্স থেকে সবাই লস করে কিন্তু আপনি যদি ফরেক্সে দক্ষ হয়ে ট্রেড করেন তাহলে ফরেক্স থেকে প্রফিট অর্জন করা সম্ভব ।

NasirMollah739
2019-04-06, 07:15 PM
যেহেতু ফরেক্স একটি ব্যবসা আর প্রতিটি ব্যবসায়ের সাথে লাভ ও লস ওতপ্রোতভাবে জড়িত। এজন্য যেকোনো ট্রেডার অবশ্যই এক সময় নতুন হিসেবে ট্রেডে এন্ট্রি করে। আর নতুন অবস্থায় প্রত্যেকের বাস্তব অভিজ্ঞতা খুবই নগণ্য থাকে।এজন্য প্রতিটি ট্রেডার অবশ্যই কোন না কোন দিন ব্যবসা এর নিয়ম অনুযায়ী প্রফিট এর পাশাপাশি লস এর সম্মুখীন হয়ে থাকে। আর এ লস খুবই স্বাভাবিক বিষয়।যখন কোন ট্রেডার পরিপূর্ণ অভিজ্ঞ ও দক্ষতা সহকারে ট্রেডিং করে তখন লস কে কমিয়ে সুবিধাজনকভাবে প্রফিট অর্জন করতে পারে। লাভ ও লস আছে বিধায় ফরেক্স প্রকৃত ব্যবসা।

fxjaman
2019-04-06, 08:05 PM
অবশ্যই এখানে প্রতিটি ট্রেডারকে তাদের লসের মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হবে। কারন লস না করলে আপনি লাভের প্রত্যাশা করবেন না। একটা ব্যবসা কিংবা কোন বিষয়ের উপর আপনার আকর্ষণ থাকবে না, আর চাহিদা যদি না থাকে তাহলে আপনি পরিশ্রম করবেন না। তাই এই লস এই ব্যবসায় প্রতিটি ট্রেডারের নিত্যদিনের একটা সঙ্গী।এটা এখানে সবার ক্ষেত্রেই কম-বেশি ঘটে থাকে।

RASELRANA562917
2019-04-07, 06:37 AM
প্রতিটা ব্যবসাতেই লাভ লস রয়েছে।ফরেক্স তার ব্যতিক্রম না।লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন খুব বেশি লাভ করার সুযোগ রয়েছে তেমনি সুযোগ রয়েছে খুব বেশি লসের।লাভ লস কমবেশি সকলের ই হবে একটু কম আর একটু বেশি।যারা দক্ষতার সাথে ট্রেডিং করতে পারে তাদের লস একটু কম হয় আর যারা দক্ষতার সাথে ট্রেডিং করতে পারেনা তাদের লস একটু বেশি হয়।তাই বলে ফরেক্স এ ভেঙ্গে পড়লে হবে না।ধৈর্য ধারণ করে আগে ফরেক্স এ ট্রেডিং এর সমস্ত কলা কৌশল আপনাকে জেনে অভিজ্ঞ হয়েই ফরেক্স শুরু করতে হবে।ফরেক্স এ লাভ যেমন করা যায় অভিজ্ঞ হলে লস ও তেমন হয় অনভিজ্ঞ হলে।তাই আগে ফরেক্স সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করেই ট্রেডিং করা উচিত।

MdSohagMiah
2019-04-07, 09:45 PM
ফরেক্স মার্কেটে কোন এনালাইসিস-ই ১০০ ভাগ কাজ করে না। প্রত্যেক ট্রেডারই এখানে কখনো না কখনো লসের সম্মুখিন হবেই, এটাই স্বাভাবিক। তবে আপনার এনালাইসিস যদি ঠিক থাকে, ধৈর্য ধরে ট্রেডিং রুলস মেনে ট্রেড করে যান, লস রিকভার করতে পারবেন- ইনশা আল্লাহ।

ARIFULISLAM1996
2019-04-08, 03:08 PM
পানিতে নেমে কুমিরের ভয় করলে চলবে না।সব ব্যবসাতেই যেমন লাভ আছে তেমনি লোকসানও আছে।লস খাওয়াটা সাধারণ বিষয়।একবার লস হলে তার জন্য ভেংগে পড়লে চলবে না।মাথা ঠান্ডা রেখে পুনরায় চেষ্টা চালিয়ে যেতে হবে।জীবনে ভাল কিছু করতে হলে একটু ঝুঁকিতো নিতেই হবে বন্ধুরা।মাঝে মাঝে অনেক অভিজ্ঞ ট্রেডার লস খেয়ে থাকে।

uzzal05
2019-04-08, 06:09 PM
লস করে না এমন ট্রেডার যদি কেউ বলে তাহলে সে মিথ্যা কথা বলছে। কেননা মার্কেট এ ১০০% লাভ করা সম্ভব না। মার্কেট এ ১০ টা ট্রেড নিলে ১০ টা ট্রেডে প্রফিট নাও হতে পারে। ফরেক্স মার্কেট থেকে আপনাকে গড়ে প্রফিট করতে হবে। সকল ট্রেড এ প্রফিট করা সম্ভব না।

MdPiashHasan6080892
2019-04-08, 09:21 PM
আপনাকে মনে রাখতে হবে লস ব্যবসার একটি অংশ । ফরেক্স মার্কেটে যারা সফল। তার লস কে মাথায় রেখেই ট্রেড করে তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লস এর পরিমাণ কে কমিয়ে লাভের পরিমাণ বাড়িয়ে প্রফিট করে থাকে কিন্তু তারা লস কে উপেক্ষা করে প্রফেট করেন না । যত দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার ই হোক না কেন কোন না কোন সময় তারাও লস করেছেন। তাই লস করলে হতাশ হবার কিছু নেই । লস সকল ট্রেডার রাই করে থাকি।

bdunity
2019-05-08, 04:28 PM
ফরেক্স যেহেতু ব্যাবসা তাই যারাই ফরেক্স করে সবাই কম বেশি লসের মধ্যে পড়ে । যাদের অভিজ্ঞতা ভাল তারা হয়তো লস কম করে । আবার যাদের অভিজ্ঞতা একটু কম তারা লস একটু বেশিই করে থাকে । তাই সব ট্রেডারের ক্ষেত্রেই লসের ঘটনা ঘটে থাকে ।

Hridoy6763
2019-05-08, 06:52 PM
লস এবং লাভ দুইটা মিলে হয় বিজিনেস,ফরেক্স একটি বিজিনেস আর এই খানেও লাভ লস উভয় হয়ে থাকে,তাই একজন ট্রেডার সব সময় প্রফিট করতে পারে না,এই খান এ যেমন প্রচুর পরিমান লাভ করা যাই ঠিক লস ও হয়ে থাকে,তাই সব ট্রেডারদের ক্ষেত্রেই লস ঘটে থাকে,কেউ কম করে কেউবা বেশি,শুধুমাত্র লাভ সব সময় সম্ভব নয়।

KANIZFATEMA1997
2019-05-08, 11:31 PM
লাভ এবং লস একই সুতায় বাধা দুটি নাম।যার একটি ছাড়া অন্যটি হয়না।লস না করলে লাভের আশা করা যায়না।কারণ লাভের মূল সূএই হলো আগে লস করা।লস করলে দক্ষতা বাড়ে।সেই বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করা যায়।আর ব্যবসায় লাভ লস খুবই সাধারণ বিষয়।লসের দ্বারা সে নিজেকে আরও নতুন রূপে তৈরী করে সফল হওয়ার জন্য।জলে নামলে যেমন গা না ভিজিয়ে যেমন সাতাঁর শেখায় যায় না তেমনি ব্যবসায় লাভ লস দুটা ই থাকবে।সেটা মেনে নিতে হবে। হতাশ হলে চলবে না

babubd
2019-05-09, 12:03 PM
ফরেক্স এমন একটি ব্যবসা যেখানে এসেই কেউ সফল হতে পারে না । প্রথম অবস্থায় সব ট্রেডারগন লস করে থাকে । আমার জানা মতে এমন কোন ট্রেডার নেই যে ট্রেডার কোন লস করেনি । তবে সবসময় যে ফরেক্সে লস হবে তা নয় । দক্ষ হয়ে ফরেক্সে ট্রেড করলে অবশ্যই ফরেক্সে লাভ করা সম্ভব ।

MONASONA77
2019-05-10, 07:35 PM
ফরেক্স একটি ব্যবসা। ফরেক্সে লাভ লস থাকবে সেটাই স্বাভাবিক। আর ফরেক্সে লাভ লস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ দেখা যায় হঠাৎ করেই অনেক লাভ করে আবার কেউ অনেক বেশি লস করে ফেলে।তাই সব সময় অনেক সচেতন ভাবে ট্রেড করতে হয়।তবে ফরেক্সে কম বেশি সবাই লস করে। তাই বলে বসে থাকলে হবে না।লস রিকভারি করে আবার ট্রেড করতে হবে। তাই অনেক বেশি বুঝে শুনে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা কম হবে বলে আমি মনে করি।

KaziBayzid162
2019-05-15, 06:16 PM
ব্যাবসা মানেই লাভ, লস,আর যেহেতু ফরেক্স ও একটি ব্যাবসা তাই ফরেক্সে ও লাভ,লস উভয়ই থাকবে,আর ফরক্সের সব ট্রেডেই কম বেশি লস হয়, কিন্তুু এটা মূল বিষয় না,মূল বিষয় হল দক্ষতাকে কজে লাগিয়ে লসের পরিমানকে কমিয়ে আনা এবং লসটাকে পরবর্তিতে রিকাভার করা,তবে প্রায় ৯০% ট্রেডারই এই লসকে মানতে না পেরে আবেগ পূর্ন হয়ে আরো বোশি লসের দিকে ধাবিত হয়,অন্যদিকে একজন সফল ট্রেডার এই লসকে মেনে নিয়ে এর থেকে শিক্ষা গ্রহন করে যাতে করে সামনে লস এড়িয়ে প্রফিট করতে পারে,তাই রসের কথা চিন্তা না করে ফরেক্স সমন্ধে নিজেকে দক্ষ করে তুলুন এবং মাথা ঠান্ডা রেখে জেনে বুঝে ট্রেড করেন তাহলে ফরেক্স থেকে লাভ করতে পারবেন।

Md_MhorroM
2019-06-25, 08:43 PM
আমার মনে হয় ফরেক্স এ লসটাকে মুখ্য বিষয় মনে করলে এখানে উন্নতি করা কষ্টকর। হার-জিত, লাভ-লস সব কিছুতেই আছে। এটাকে সিঁড়ি মনে করে উপরে ওঠার চেষ্টা করতে হবে। ফরেক্স সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জনই পারে সফলতার শীর্ষে নিয়ে যেতে। যারা নতুন ফরেক্স শিখে তারাই লস টাকে মুখ্য ধরে হতাশাই ভোগে । তাই হতাশাই না ভুগে সাহস সঞ্চয় করে আবার কাজে নেমে পড়াটাই শ্রেয় ।

MANIK6642
2019-06-25, 09:25 PM
ফরেক্স এমন একটা জায়গা যেখানে লাভ-লস দুটোই রয়েছে।তো এখানকার ৯০% ট্রেডার ই লস করে থাকে।লস করা এখানে কোন ফ্যাক্টর না।লস হতেই পারে সেখানে ভেঙ্গে পড়লে চলবে।অনেক দক্ষ-অভিজ্ঞ ট্রেডার রাও লস করে।ফরেক্স লাভ সবাই করতে পারবে এমন না।এই লস গুলোর কারণ খুজতে হবে এবং ভবিষ্যৎ এ যেন এমন লস না হয় তার কৌশলগুলো শিখতে পারাই সফলতা।ফরেক্স মার্কেট এ আগে আপনার লক্ষ্য টিকে থাকা এরপর আপনি দেখবেন লাভ করতে পারবেন।আগেই অভিজ্ঞদের মত লাভ করব এমন চিন্তা করবেন না আর সবাই সব সময় লাভ করেনা।এজন্য আগে ভালভাবে ফরেক্স শিখে তারপর ট্রেডিং করা উচিত।

Panna1989
2019-06-25, 10:28 PM
আমরা জানি লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লসকে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

Rion
2019-07-28, 10:07 AM
লস ব্যবসায়ের একটা অংশ। তা ছাড়া ফরেক্সে এমন কোন ট্রেডার পাওয়া যাবে না যে সে লস করে নাই। লাভ করতে চাইলে মাঝে মাঝে লস হয়ে যায়। তবে ভয় পেলে চলবে না সামনের দিকে এগিয়ে যেতে হবে। ফরেক্সে দক্ষতার সাথপ ট্রেড করতে হবে।মানি ম্যানেজমেন্ট ও মার্কেট এনালাইসিস করতে হবে তা হলে লস হ্রাস করা যায়ে।

badboy
2019-09-28, 12:25 AM
ফরেক্স ব্যাবসায় আপনাকে লস মেনে নিতে হবে যদি লাভ করতে চান। শুধু লাভ করা আর যাই হোক ফরেক্স এ অসম্ভব। তবে আপনি দক্ষ হলে লসের পরিমান কমাতে পারবেন কিন্তু লস একেবারে খাবেন না এই গ্যরান্টি দিতে পারবেন না কেউই ।

samirarman
2019-09-28, 01:19 AM
আমি মনে করি, এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।কিন্তু নতুন এবং দুর্বল ট্রেডাররা এই লস মেনে নিতে পারেনা বিদায় তারা আর বেশী লস করে এবং এই মার্কেট থেকে ছিটকে পড়ে।অন্যদিকে দক্ষ ট্রেডাররা লস্কে সাধারণভাবে দেখে এবং পরবর্তিতে ঠান্ডা মাথায় এই লস পুষিয়ে ফেলে।

Fxhuman
2019-09-28, 04:57 PM
আমি মনে করি ফরেক্স মার্কেটে আসলে এখানে প্রথমদিকে কমবেশি লস হবেই।কারও কম কারও বেশি।যারা দক্ষতার সহিত ট্রেড করে তাদের লস একটু কম হতে পারে কিন্তু যারা অদক্ষতার সহিত ট্রেডিং করবে তাদের তুলনামুলক বেশি লস হয়ে থাকে।

sofiz
2019-09-28, 05:12 PM
ফরেক্সেে লস সব ট্রেডার দের ক্ষেত্রেই হয়ে থাকে। আমি মনে করি বাবসাতে লাভ লস দুটোই আছে। কম আর বেশি। দক্ষ ট্রেডাররাও অনেক ক্ষেত্রেই লস করে। মাঝে মাঝে মার্কেট এনালাইসিস কাজ করে না। বিশেষ করে নিউজ টাইম এ এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

Nabik027
2019-09-28, 05:14 PM
সব ব্যাবসাতেই লস আছে। এমন কোন ব্যাবসায়ী খুঁজে পাবেন না যে লস করেনি। ফরেক্সের ক্ষেত্রেও লস তেমনি একটি স্বাভাবিক ব্যাপার। লসকে মেনে নিয়ে এগিয়ে যাওয়াটাই আপনাকে ট্রেডার হিসেবে পরিচিতি পেতে সহযোগিতা করবে

nurulazim
2019-09-28, 05:15 PM
লাভ লস মিলিয়েই ফরেক্স।এখানে যেমন প্রচুর লাভ করার সুযোগ আছে তেমনি লস করার সুযোগ আছে।সব ট্রেডারই কম বেশী লস করে থাকে।

SOMARANITHAKUR1995
2019-09-28, 05:35 PM
লস ব্যবসার একটি অংশ। এমন কোন ট্রেডার ফরেক্স মার্কেটে নেই যে কখনো লস খাইনি। ব্যবসাতে যেমন লাভ হবে তেমন লসও হতে পারে। তাই লস হলে কখনো ভেঙে পড়া উচিত নয়। লস থেকে কেবল শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতে যাতে নিজের অসতর্কতার কারণে লস না হয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেকে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন আশা করি লস কম হবে।

Hredy
2020-02-23, 07:29 PM
যে কোন ব্যবসার ক্ষেত্রে লাভ লস একটা স্বাভাবিক ও মৈলিক ব্যাপার ।আমি এখনো একজন নতুন ট্রেডার যার কারণে এখনো আমি লসের স্বাদ গ্রহণ করিনি । যদিও ডেমো একাউন্টে আমি আজকাল প্রচুর লস করছি । তাই আমি যখন আমার ফরেক্স গুরুকে জিজ্ঞাস করি যে ফরেক্সে এত লস কেন ? তখন তিনি আমার প্রশ্নের উত্তরে বলেছেন নতুন নতুন এখানে যে কেউ লস করে তবে লেগে থাকলে এবং ফরেক্স নিয়ে স্টাডি করলে একসময় অভিজ্ঞ হয়ে উঠে প্রচুর লাভবান হতে পারে ।

MdRubelShaikh
2020-02-23, 07:46 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসাতে লস সকল ট্রেডারদের ক্ষেএেয় ঘটে।লস হয়েছে বলে নারভাজ হওয়ার কিছু নাই।লস থেকে শিক্ষা নিয়ে আবারো এগিয়ে যান সামনের দিকে দেখবেন একদিন না এক দিন ফরেক্স থেকে আপনি অনেক টাকা আয় করছেন।

Sapna1212
2020-02-23, 08:04 PM
হ্যাঁ, সব তাজ হারানোর জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু আমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে এর মধ্যে ক্ষতি এড়ানোর জন্য, আমরা যখন গ্রিড না করি তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করব, ই কি লোভ হবে না, শুধু তখনই আমরা এর মধ্যে ক্ষতি এড়াতে পারি এবং আরও মুনাফা পাব ।

saraa
2020-02-24, 11:27 AM
আসলে আমার মতামত অনুসারে আমি মনে করি যে যদি আমরা এই ফরেক্স ট্রেডিং ব্যবসাকে অন্যান্য ব্যবসায়ের সাথে তুলনা করি তবে এই ফরেক্স ট্রেডিং ব্যবসায়টি খুব লাভজনক ব্যবসা এবং এর সুবিধা হ'ল এটি যে কোনও জায়গা থেকে করা যেতে পারে এবং এটি একটি নির্ভরযোগ্য ব্যবসা যা শেষ হতে পারে না ব্যবসায়ীদের জীবনের শেষ অবধি এটি একটি খুব ভাল ব্যবসা।

Rion83
2020-02-24, 11:32 AM
লস সব ট্রেডার এর ক্ষেত্রেই হয় এটা ঠিক। কিন্তু এই লস কেও পুসিয়ে নিতে পারে আবার কেও পারে না। যারা ফরেক্স সম্পর্কে ভালভাবে জানে, তারা লস করলেও সেটা পরে ঠিক প্রফিট করে পুসিয়ে নেয়। কিন্তু যারা ফরেক্স সম্পর্কে কম জানে তাদের লস হলে তারা আপসেট হয়ে পরে। ফলে তারা আর ও বেশি লস করে।

KGF3010
2020-03-25, 09:58 PM
ফরেক্স মার্কেটে ট্রেড করে লস করেনাই এরকম লোক খুজে পাওয়া অনেক কঠিন। ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে লস করতে হবে সেটা নিয়ম মেনে লস করলে পুসিয়ে নেওয়া অনেক সহজ হবে। যে লস করেনা সে সফল ট্রেডার হতে পারেনা।

Fxxx
2020-03-31, 08:57 PM
বিজনেস করতে হলেই লস বা লাভ এর মুখে পরতে হবে। লাভ লস ছাড়াতও আর বিজনেস হইনা। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড এর ক্ষেত্রে লাভ লস উভইটি রয়েছে। ফরাক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে আমাদেরকে ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হবে। ফরেক্স মার্কেট এ সব্বাই কম বেসি লস করি। কারন আমরা লস করি আমাদের কিছু সাধারন ভুল এর কারনে। তাই ফরেক্স মার্কেট এ ট্রেড কোরতে হোলে এবং ট্রেড করে সফল হতে হোলে ফরেক্স মার্কেট সম্পর্কে জানুন।

XXXTentacion
2020-04-13, 12:07 PM
ফরেক্স ট্রেডিং দিনকে দিন বাংলাদেশের মানুষের কাছে আয় এর অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে যার ফলশ্রুতিতে দিনকে দিন বিপুলসংখ্যক মানুষ ফরেক্স ট্রেডিং এর দিকে আগ্রহী হয়ে পড়ছে।ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে খুব সহজে বিপুল পরিমাণ অর্থ আয়-এর সুযোগ থাকায় দিনকে দিন মানুষ ফরেক্স ট্রেডিং জ্ঞানে নিজেকে জ্ঞানী করে তুলছে এবং ফরেক্স ট্রেডিংকে নিজের