PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এ কি আমরা কাজের চেয়ে বেশি আশা করি ?



IFXmehedi
2019-10-29, 10:45 PM
বর্তমান বিশ্বে ফরেক্স ট্রেডিং একটা অপার সম্ভাবনাময় বিজনেস । এখানে থেকে আমরা প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারি - এই কথাটা কিছু মানুষের কাছে বাস্তব আর কিছু মানুষের কাছে কাল্পনিক । আমি মনে করি যেহেতু ফরেক্স ট্রেডিং থেকে সবাই না হলেও কিছু মানুষ অনেক ভালো অর্থ আয় করছে সেহুতু এটা কাল্পনিক কোন বিষয় নয় । আর দ্বিতীয়ত কেন আমরা ফরেক্স ট্রেডিং থেকে নিয়মিত ২০০ ডলার ইনকাম করতে পারি না ১/২ বছর ফরেক্স ট্রেডিং করবার পরেও । এই বিষয়ে আমি মনে করি শুরু থেকে আমাদের মানসিকতা থাকে ফরেক্স ট্রেডিং থেকে বিপুল অর্থ আয় করবার জন্য , কিন্তু সে জন্য যে আমাদের জ্ঞান , ধৈর্য আর অভিজ্ঞতা দরকার সেটাই করতে পারি না । শুধু আশা করে থাকি যে মনে হয় এই ট্রেডে অনেক লাভ হবে । এটা আমার মতামত । অনেক অভিজ্ঞ ট্রেডার আছে এই ফোরামে আপনাদের মতামত একান্তভাবে কাম্য বিষয়টার উপর ।

abilkis7
2019-10-30, 09:05 AM
হ্যাঁ ফরেক্স ব্যবসায় আমরা যারা ট্রেড করি তারা একটু বেশি আশা করে ফেলি। মানে আমাদের পুজির থেকে প্রফিট বেশি করতে চাই। সেই জন্যই আমার বেশি ক্ষতির সম্মুখিন হই।

alamsat
2019-10-30, 10:41 AM
আমরা যারা ফরেক্স ট্রেড করে থাকি তারা কমবেশি প্রফিট করার জন্য ট্রেড করে থাকি কিন্তু এর জন্য প্রয়োজন উপযুক্ত জ্ঞান কারন আপনি যদি সারাদিন ভুল এ্যানালিসিস নিয়ে ট্রেড করতে থাকেন তাহলে অনেক প্রফিটের তুলনায় বেশি বেশি লস হবে তাই আমার মতে বেশি প্রফিট করতে হলে আপনাকে অবশ্যয় ফরেক্স নিয়ে ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে তাহলে আমরা ফরেক্স থেকে বিপুল আয় করতে পারব। এর জন্য আমাদের নিয়মিত নতুন কিছু না কিছু শেখার প্রয়োজন আছে এবং সেটা নিজের গরজে শিখতে হবে এখানে কেউ কাউকে শিখাবে না।

ARD
2019-10-30, 02:44 PM
এটি বিশ্বের একটি খুব বিশাল ব্যবসায়িকতা এটির উপর কাজ করছে এবং প্রচুর অর্থোপার্জন করছে এটি একটি জাল কাজ নয় এটি আসল এবং 100% আসল আমরা আমাদের জীবনকে বৈদেশিক মুদ্রার সাথে বিলাসিতা করে তুলব যদি আমাদের এতে ভাল জ্ঞান এবং অভিজ্ঞতা থাকে তবে