PDA

View Full Version : ফরেক্স মার্কেট কি শিক্ষা এবং উপার্জনের অন্যতম একটি মাধ্যম ?



KF84
2019-10-30, 12:09 PM
আমরা যারা ফরেক্স ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি তারা সবাই চাই যে ফরেক্স থেকে অর্থ উপার্জনের মাধ্যমে সফলতা পেতে । কিন্তু একটি বিষয় খেয়াল করলে বোঝা যায় যে আমরা যে রকম সফলতা পেতে চাই তা অর্থের পরিমান দিয়ে নির্ণয় করা সম্ভব নয় । আর তাছাড়া আমরা শুধু প্রফিটের দিকেই বেশী মনোযোগী হই কিন্তু একটা কথা ভুলে যাই যে ফরেক্স মার্কেটে সফলতার সাথে শিক্ষা এবং অর্থ উপার্জনের পরিপুরক সম্পর্ক রয়েছে । ফরেক্স এ শেখার পেছনে সময় না দিলে কখনই ভাল অর্থ উপার্জনের পাশাপাশি সফলতা পাওয়া সম্ভব নয় । আপনার কাছে বিষয়টি কি যুক্তিযুক্ত মনে হয় ?

alamsat
2019-10-30, 12:29 PM
আসলে কোন কাজ না শিখে করা যাই না। একটি সাইকেল চালাতে গেলেও অভিজ্ঞতার প্রয়োজন আছে। একটি এস,এস,সি পাশের সার্টিফিকেট নিতে হলে ১০ বছর সময় লাগে কিন্তু বর্তমানে এই সার্টিফিকেট দিয়ে কি কোন চাকরির আশা করা যাই। তবে কেন ফরেক্স শেখার পেছনে সব ব্যায় করবেন না। অবশ্যয় সময় দিয়ে ফরেক্স শিখতে হবে তবেই না প্রফিটের প্রশ্ন। বিনা কষ্টে ফরেক্স থেকে কোন আয় করা সম্ভব নয়। তাই ফরেক্স থেকে আয় করতে হলে অবশ্যয় সময় দিয়ে জ্ঞান অর্জন করতে হবে তবেই প্রফিটের আশা করা উচিৎ।

ARD
2019-10-30, 02:38 PM
আমি জানি আপনি সবাই ফরেক্স এবং ফোরামে নতুন। বৈদেশিক মুদ্রার হ'ল বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে ব্যবসা যার যারাই এটিতে কাজ করে আসে তারা হ'ল কিছু বিনিয়োগকারী যা তারা বিনিয়োগ করে এবং কাজ করে এবং কিছু আমাদের মত তারা পোস্ট করে এবং এতে কাজ করে

abilkis7
2019-10-30, 03:20 PM
হ্যাঁ ফরক্স মার্কেট উপার্জনের একটি মাধ্যমে এবং এর থেকে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। নতুন ট্রেডারা ফরেক্স সম্পর্কে না জেনে ট্রেড করলে লস করবে। আগে ফরেক্স সম্পর্কে পড়া-লেখা করতে হবে এরপর ব্যবসা করলে ভাল কিছু করা সম্ভব।