PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং এ কি খুব মানসিক চাপ আছে ?



IFXmehedi
2019-10-30, 02:23 PM
নিঃসন্দেহে ফরেক্স ট্রেডিং অর্থ আয় করবার জন্য অনলাইনে খুবই নির্ভরযোগ্য একটা ট্রেডিং বিজনেস । আমরা ফরেক্স সম্পর্কে আমাদের অর্জিত জ্ঞানের দ্বারা খুব সহজেই ফরেক্স থেকে অর্থ আয় করবার সুযোগ পেয়ে থাকি । যেহেতু ফরেক্স ট্রেডিং বিজনেস খুব একটা সহজ বিজনেস নয় এবং সর্বদা পরিবর্তনশীল । সেজন্যই ট্রেডিং এর সময় আমাদের অনেক মানসিক চাপ সহ্য করতে হয় । বিশেষ করে যখন আমাদের ট্রেড লসে থাকে । আমার ক্ষেত্রে হয়তা মানসিক চাপটা অনেক বেশিই মনে হয় । এটা বুঝতে পারি খুব বেশি মানসিক চাপ নিয়ে ট্রেডিং এ ভালো করা যায় না । তাই আপনাদের কোন পরামর্শ থাকলে জানাবেন ।

abilkis7
2019-10-30, 03:27 PM
হ্যাঁ ফরেক্স এ মানসিক চাপ বেশি হয়ে থাকে। কারন একজন ট্রেডার নতুন অবস্থায় বেশি যখন ট্রেড দেয় আর লস করে ফেলে তখন তার মানসিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। আর যদি সে ভাল ট্রেডার হয়ে থাকে আর ট্রেন্ড বুঝে ট্রেড দেয়, তাহলে মানসিক চাপ এত বেশি থাকে না।

Leee
2019-10-30, 03:44 PM
চাপ তো কিছুটা থাকবেই কারণ সারা মাসের পরিশ্রম শেষে পাওয়া বোনাস যদি হারিয়ে ফেলি। লস হওয়াটা কারোরই কাম্য নয়। ট্রেড যত বিপরীতমুখী হয় মানসিক চাপ ততই বাড়তে থাকে। তবে এই চাপ যেনো ট্রেডকে কোনভাবেই প্রভাবিত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ অনেকেই চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে এবং একসময় সে হাল ছেড়ে দেয়। প্রেসার কন্ট্রোল করতে না পারলে তার জন্য ফরেক্স মার্কেট আইডিয়াল নয়।

ARD
2019-10-30, 03:48 PM
বৈদেশিক মুদ্রার বাজারের দ্রুত গতিযুক্ত প্রকৃতি এবং আর্থিক ক্ষতির ফলে এটির সম্ভাবনা দেখলে অবাক হওয়ার কিছু নেই যে প্রচুর ব্যবসায়ী মানসিক চাপে ভুগেন বৈদেশিক মুদ্রার বাণিজ্যে আসল অর্থ হ্রাস করার সমস্ত ধারণা হতাশার কারণ হতে পারে এবং কিছু ক্ষেত্রে , ক্রোধ নিজেকে বা বাজারের লক্ষ্য

alamsat
2019-10-30, 08:15 PM
ফরেক্স ট্রেড একটি ঝুকি পূর্ণ ব্যবসা এখানে সব সময় একটু চাপ থাকে। তবে যদি কখন ও ট্রেড করার পর সেটি বিপক্ষে যেতে থাকে তাহলে আর ও টেনশন বেড়ে যাই। ফলে এমন পরিস্থিতি সব সময় ফরেক্স এ বিরাজ করে থাকে। তাই মানসিক চাপ ফরেক্স ট্রেড এ সব সময় থেকেই থাকে। এ জন্য আমাদের উচিৎ সঠিক এ্যানালিসিস করে একটি ট্রেড নেওয়া। তাহলে নেওয়া ট্রেডটি প্রফিটে থাকলে তেমন কোন টেনশন থাকে না। তাই টেনশন দুর করতে হলে অবশ্যয় সঠিক এ্যানালিসিস করা একান্ত প্রয়োজন।

ForexTrainer99
2019-10-30, 08:25 PM
ফরেক্স এ মানসিক (https://bangla-forex.com/)থাকাটাই সাভাবিক। এমন ট্রেড আছে কি না । যে ফরেক্স এ ট্রেড (https://bangla-forex.com/) করে আর মানসিক চাপ নাই। মানসিক চাপ থাকবে তবে Control এ।

SHARIFfx
2019-10-30, 10:29 PM
আপনি অতুন ট্রেড্রার হয়ে থাকলে মানুষিক চাপ আছে? তবে এই চাপ কমাতে হলে আপনার উচিত আগে ডিমো তে সময় দেওয়া। আপনি যদি ডিমো তে টেকনিক্যাল এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপরে দক্ষ হয়ে থাকেন তা হলে আপনার সফলতা আসবেই। তাই দক্ষতা অর্জন করে রিয়েল ট্রেডিং এ আসলে আর লসের শিকার হতে হবে না।

Grimm
2019-10-30, 10:46 PM
মানসিক চাপ আসলে সম্পূর্ণ নির্ভর করে নিজের উপর। আপনি যদি চাপ নিয়ে ট্রেড করেন তাহলে আপনি অবশ্যই মানসিক চাপ অনুভব করবেন কিন্তু আপনি যদি ফ্রি মাইন্ডে ট্রেড করেন তাহলে আপনি কোন চাপ অনুমান করতে পারবেন না। তাছাড়া আমি মনে করি যে ব্যক্তি পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসা শুরু করে সে কখনই কোন ধরনের চাপ অনুভব করে না। আমি প্রথম প্রথম মানসিকভাবে অনেক চাপ অনুভব করতাম কিন্তু এখন আমি কোন চাপই অনুভব করি না।

KF84
2019-10-30, 11:34 PM
ফরেক্স ট্রেডিং করে মানসিকভাবে দৃঢ় থাকা অত্যন্ত কষ্টকর । আমার মনে হয় অনেক অভিজ্ঞ ট্রেডারও অনেক সময় এই বিষয়টিকে এড়িয়ে যেতে পারেন না । আর এই মানসিক চাপ অনুভব হওয়ার অন্যতম প্রধান কারণ আমি মনে করি আমাদের আর্থিক চাহিদা বা আমরা অতিরিক্ত আশাবাদী এই ব্যপারে যে আমরা লসকে মেনে নিতে পারি না । কিন্তু সফলতা পেতে হলে এই অবস্থান থেকে আমাদের উঠে আসতে হবে ।