PDA

View Full Version : ফরেক্স নিউজ ট্রেডিং কি এবং এটি আমাদের কাছ&



mehedi12122
2015-01-09, 03:13 PM
ফরেক্স নিউজ ট্রেডিং অথবা ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং হচ্ছে কারেন্সি মাকেটের প্রধান চালিকাশক্তি। হাই ইমপেক্ট নিউজ দ্বারা ফরেক্স মাকেট চালিত হয় এবং আপনার প্রফিট বৃদ্ধি ও ক্ষতি এড়ানোর জন্য এই নিউজ আপনাকে কিভাবে সুবিধা দেবে তা বুঝতে হবে । অনেক নতুন ট্রেডার রুঢ়ভাবে বুঝতে পারে নিউজের গুরুত্ব সর্ম্পকে যখন তারা দেখতে পায় যে একটি লাভজনক ট্রেড কয়েক সেকেন্ড লসে পরিণত হয়ে যায়, অন্যদিকে অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সুসংগত পদ্ধতিতে নিয়মিতভাবে প্রফিট করে থাকে।

হাই ইমপেক্ট নিউজে নিচের তিনটি বিষয় সর্ম্পকে বুঝতে হবে-

১) Forecast(পূর্বাভাস দেওয়া): এই সংখ্যাটি হচ্ছে অথনীতিবিদদের জরিপ থেকে প্রাপ্ত তথ্য যেটা সাধারণত রয়টার্স বা ব্লুমবার্গ সংবাদ সংস্থা দ্বারা পরিচালিত হয়। ফোরকাস্ট্ সংখ্যা দ্বারা মাকেটে কি আসতে পারে তা আশা করা হয়। উদাহরণস্বরুপ: যদি ইউএস এনএফপি (ননফার্ম পেরোল) ফোরকাস্ট*্ -২৭২কে করা হয়, তাহলে এর দ্বারা বুঝা যায় যে বেশিরভাগ অর্থনীতিবিদ চিন্তা করে যে ইউএস অর্থনীতিতে ওই মাসের জন্য ২৭২,০০০ চাকরি হারাবে।

২)Previous(পূর্ববর্তী): এইটা হচ্ছে আগের মাসের Actual সংখ্যা। এই সংখ্যাটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ কখনও কখনও আমাদের পূর্ববর্তী তথ্য পুনরায় পড়ার প্রয়োজন হয়।

৩)Actual(বাস্তব): এইটি হচ্ছে সরকারী সূ্ত্র থেকে প্রাপ্ত আসল তথ্য। এনএফপি-এর ক্ষেত্রে, এটি সরাসরি BLS (Bureau of Labor Statistics) থেকে প্রকাশিত হয়। যদি এটির সংখ্যা ফোরকাস্ট্ সংখ্যা থেকে ভিন্ন হয় তাহলে আমরা নিশ্চিত যে মাকেট আশ্চর্যজনকভাবে উঠা/নামা করবে। নিউজ ট্রেডিং এটির সুবিধা নিবে।
588

NaimurRahman
2015-02-22, 11:44 PM
নিউজ ট্রেড করে অল্প সময়ে অনেক প্রফিট করা সম্ভব। আর নিউজ রিলিজ হওয়ার ২০-৩০ মিনিট আগে থেকেই প্রাইজ স্পাইক করতে শুরু করে। আর foracast এর থেকে Accual ভাল আসলেই মার্কেট ঊর্ধ্বমুখী হয়, নয়ত নিম্নমুখী হয়। এতে অনেক মুভমেন্টের কারনে আমরা অনেক লাভ একসাথে করতে পারি। ভাল লাগলে Thanks দিতে ভুলবেন না কিন্তু।

basaki
2016-01-31, 07:08 PM
বিভিন্ন দেশের খবর আবার বিভিন্ন দেশের মুদ্রার নিউজ ফরেক্স মার্কেটে দিয়ে থাকে আর এই নিউজ গুলো যদি কেউ ভাল করে দেখে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে আমি মনে করি তার ফরেক্স মার্কেটে খুব একটা লস হবে না। কারন এই নিউজটা খুবেই কার্যকরি ফরেক্স মার্কেটের জন্য।

MotinFX
2016-02-07, 01:59 PM
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কে নিউজ সম্পর্কে ধারনা থাকতে হবে কারন নিউজ হল ফরেক্স মার্কেটের চালিকা শক্তি মার্কেটে যখন হাই ইমপেক নিউজের ফলে মার্কেটে ১০০-১৫০ পিপস মুভ করে, মিডিয়াম ইমপেক নিউজ থাকে তখন ৫০-৭০ পিপস মুভ করে। আর প্রতি সাপ্তাহে কিছু নিউজ থাকে।

fatemaakhter
2016-02-25, 04:42 PM
একটি হাই ইমপ্যাক্ট নিউজ মার্কেটের মুভমেন্ট চোখের পলকে বদলে দিতে পারে ।যা আমরা ভাবতেও পারি না ।এটির কারনে মার্কেট দ্রুত উঠা নামা করে ৫০- ৩০০ পিপ্স পযন্ত ।তাই এসময় যারা নতুন তাদের ট্রেড করা উচিত নয় ।আবার যারা অভিজ্ঞ ট্রেডার তারা বেশ আয় করতে পারে । আমরা নিউজ ভাল বুঝার জন্য এটি ডেমোতে বেশি করে ট্রেড করব ।

md mehedi hasan
2016-11-01, 09:12 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে।এর মধ্য নিউজ দেখে ট্রেড করা অন্যতম।ফরেক্স মার্কেটে আপনি যদি নিজেকে টিকে রাখতে চান তাহলে আপনাকে এনাালাইসিস করে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেটে তিন ধরনের এনালাইসিস আছে তার মধে ফান্ডামেন্টাল এনাাইসিস অন্যতম।আর নিউজ টেড ফান্ডামেনটাল এনালাইসিস এর অংশ।

RUBEL MIAH
2016-12-25, 12:38 PM
আমরা নিউজ ট্রেডিং করার সময় মার্কটে এ্যানালাইসিস ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । কারণ নিউজের সময় আমরা যদি রিয়েল এ্যাকাউন্ট দিয় ট্রেড করি তাহলে অামরা লসে পড়ে যাব । আমরা সব সময় নিউজের সময় ডেমো ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

shohanjacksion
2017-01-22, 10:55 AM
নিউজ টাইমে ট্রেড না করাই ভাল।অনেকেই নিউজ টাইমে ট্রেড করে থাকে কিন্তু আসলে কি এটা নিউজ ট্রেডিং নাও হতে পারে,হতে পারে নিউজ টাইমে টেকনিক্যাল এনালাইসিস বা মনগড়া এনালাইসিস দিয়ে ট্রেড করেছেন এবং সফল হয়েছেন। আমার এ কথা বলার কারন হলো,অনেক সময় আমরা দেখি forecast থেকেও ফলাফল ভাল হওয়ার পরেও কারেন্সি দূর্বল হয়ে পরে। তাই ফান্ডামেন্টাল এনালাইসি শুধু forecast এর উপর নির্ভর করেনা ,আরও অনেক কিছু এনালাইসিস এর দরকার হয়।

riponinsta
2017-01-22, 06:11 PM
ফরেক্স মার্কেট এ অনেক টেড আর আছে যারা সুধু নিউজ টেড করে তাদের নিউজ টেড আর বলে তারা নিউজ এর সময় টেড করে অনেক ডলার লাভ করে আমি ও কিছু দিন নিউজ টেড করছি নিউজ টেড করে ভাল লাভ করছি আমি বড় বড় নিউজ এর সময় টেড করতাম বড় নিউজ এর সময় এই সময় মার্কেট ৫০ পিপ্স থেকে ২০০ পিপ্স এর ও বেশি মুভ করে তাই আল্প সময় এ বেশি লাভ করা জায়

Mamun13
2017-11-11, 07:26 PM
ফান্ডামেন্টাল এনালাইসিসের প্রধান অংশই হচ্ছে এই নিউজ ট্রেডিং৷প্রত্যেক সেসনেই ছোট/বড় এবং কম/বেশি নিউজ থাকে যেগুলো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে লেনদেন বেড়ে যায় ফলে মার্কেট প্রাইস খুব দ্রূত উঠা নামা করে৷এই নিউজগুলো এনালাইসিস করে করে অভিজ্ঞ ট্রেডারগণ ট্রেড করে থাকেন৷এই নিউজগুলোর জন্য forexfactory.com বা investing.com সাইটে প্রতিদিন দৃষ্টি রাখতে হবে৷

Syed Moinul
2018-01-30, 04:20 PM
কোন ট্রেডিং বেশি সুবিধাজনক?।। ফান্ডামেন্টাল নাকি টেকনিক্যাল?..

Syed Moinul
2018-01-30, 04:22 PM
ভাই, আপনি আমাকে জানাতে পারবেন কোন পদ্ধতি টা বেশি ভাল?? তাহলে উপকার হতো।

shohanjacksion
2019-01-26, 10:51 AM
আমরা নিউজ ট্রেডিং করার সময় মার্কটে এ্যানালাইসিস ভালোভাবে করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । কারণ নিউজের সময় আমরা যদি রিয়েল এ্যাকাউন্ট দিয় ট্রেড করি তাহলে অামরা লসে পড়ে যাব । আমরা সব সময় নিউজের সময় ডেমো ট্রেড করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা ভালোভাবে মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।

যেহেতু মার্কেটের প্রাইজ মোভমেন্ট নিউজের উপর নির্ভর করে সেহেতু আমাদের উচিত নিউজ প্রকাশের পর নিউজ এর ফলাফল জেনে ট্রেড করা। আর সেই সাথে আমাদের উচিত যে, টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিসের সমাঞ্জস্য বুঝে ট্রেড করা। যদি আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মিল খুজে না পাই তবে আমরা অনেক সময় ট্রেড ওপেন করে থাকি কিন্তু এটা করা আমাদের যেহেতু উচিত নয় সেহেতু বুঝে শুনে ট্রেড করলে আমরা অবশ্যই লাভবান হব বলে আশাকরি।

FX7
2019-12-11, 12:30 AM
ভালকিছু শিকলাম আজকে,আমি একটা নিউজ এপপে দেখি ফোরকাস্ট ইত্যাদি।এগুলার মানে বুঝতাম না।আজ বুঝলাম নিউজ এর ফরকাস্ট বা একচুয়াল এর মানে কি।ধন্যবাদ

mdmoshin1988
2020-01-06, 07:20 PM
বিভিন্ন দেশের খবর আবার বিভিন্ন দেশের মুদ্রার নিউজ ফরেক্স মার্কেটে দিয়ে থাকে আর এই নিউজ গুলো যদি কেউ ভাল করে দেখে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে আমি মনে করি তার ফরেক্স মার্কেটে খুব একটা লস হবে না।

Fxxx
2020-02-06, 03:50 PM
মুলত ফরেক্স মার্কেট নির্ভর করে বিভিন্ন দেশের অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়াবলির উপর। তাই এখানে ট্রেড করতে হলে এসকল বিষয় সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। আর এসকল অর্থনৈতিক বিষয়ের উপর কিছু নিউজ বিভিন্ন সাইটে দেয়া থাকে যেখানে প্রিভিয়াস,একচুয়াল, ফোরকাস্ট দেয়া থাকে। তাই ট্রেড করার আগে এসকল নিউজের মুল্যালন করা উচিত না হলে মার্কেট যখন তখন বিপক্ষে চলে যেতে পারে।

saraa
2020-02-21, 10:09 AM
মূলত আমি লোভী ব্যবসায়ী হতে বঞ্চনা করি না। আমার লক্ষ্যটি ফরেক্স থেকে প্রসেটের মুনাফা অর্জন। এজন্যই কোটিডিয়ান আমি পয়েন্ট লাভের একটি বিন্দু সেট করি। এর পরে যখন আমি আমার লক্ষ্য সফল করি তখন আমি দিনের স্থানের জন্য আমার ব্যবসাকে বাদ দিয়ে থাকি।

Rokibul7
2020-02-22, 12:27 AM
ফরেক্স মাকেট নিউজ ভিত্তক নিয়মে চলে।নিউজ এর কারনে মাকেটে মাঝে মাঝে বলতে প্রাই আনার মুভমেন্ট দেখতে পাই।কিছু কিছু নিউজে মাকেট বেশ মুভমেন্টে করতে দেখা যায়।ফরেক্স মাকেট এ এনন টেডাররা আছে যারা নিউজ ফলো করে প্রফিট করে