PDA

View Full Version : স্টপ লস এবং টেক প্রফিটঃ



mehedi12122
2015-01-09, 03:41 PM
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Eraulhaque
2015-02-01, 08:36 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট শব্দদুটো খুবই প্রয়োজনীয়। স্টপ লস হল ট্রেডে সর্বোচ্চ যত বা যেইপরিমান লসের বেশি লস ন করতে চাওয়া। স্টপ লসের মাধ্যমে লসের সীমা নির্ধারণ করে দেওয়া হয়।ফলে ট্রেডে ঝুঁকি হ্রাস পায়।বেধে দেওয়া সীমানা পর্যন্ত মার্কেট মুভ করলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।আর টেক প্রফিটের মাধ্যমেমাধ্যমে যেই পরিমান লাভে ট্রেড ক্লোজ করার ইচ্ছা থাকে সেখানে গিয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।স্টপ লস এবং টেক প্রফিট থাকার ফলে ট্রেড ক্লোজ করতে কম্পিটারের সামনে না থাকলেও চলে।

Bdr rasel
2015-02-02, 12:06 AM
এই স্টপ লস এবং টেক প্রফিট এর মাধ্যমে চিন্তা মুক্ত ভাবে খুব সহজেই আয় করা যায়।

shawonrfx
2015-02-07, 07:46 PM
ফরেক্স মার্কেটে আপনি বাই (buy) অথবা সেল (sell) করবেন । একটি ট্রেড খোলা খুবই সোজা। ট্রেড খোলার পদ্ধতি সহজ এবং আপনার যদি স্টক মার্কেটে ট্রেড করার অভিজ্ঞতা থাকে তবে আপনি তা আর তাড়াতাড়ি বুঝতে পারবেন । মনে করুন আপনি ১.১৮০০ এক্সচেঞ্জ রেটে EUR/USD - তে ১০,০০০ ইউরো কিনলেন $১১,৮০০ ডলার দিয়ে । দুই সপ্তাহ পর EUR/USD এক্সচেঞ্জ রেট বেড়ে ১.২৫০০ হল । তখন আপনি $১২,৫০০ ডলারে তা বিক্রি করলে আপনার লাভ হবে $৭০০ ডলার । এক্সচেঞ্জ রেট হল একটি কারেন্সির সাপেক্ষে আরেকটি কারেন্সির দামের অনুপাত । যেমনঃ USD/CHF এর এক্সচেঞ্জ রেট নির্দেশ করে, কত ইউ. এস. ডলার এর বিনিময়ে ১ সুইস ফ্রাঙ্ক কেনা যাবে, অথবা ১ ইউ. এস. ডলার কিনতে কত সুইস ফ্রাঙ্ক প্রয়োজন ।

shuvo2014
2015-02-07, 10:27 PM
আপনার ট্রেডকে লসের হাত থেকে বাঁচাতে হলে স্টপ লস ব্যবহার জরুরি।আর নিয়ম মতো টেক প্রফিট ব্যবহার করাও ততটা জরুরি।

shuvo2014
2015-02-08, 01:31 PM
ফরেক্সে এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়।কারন
আপনার ট্রেডকে লসের হাত থেকে বাঁচাতে হলে স্টপ লস ব্যবহার
জরুরি।আর নিয়ম মতো টেক প্রফিট ব্যবহার করাও ততটা জরুরি। আর এটি মি মনে করি।

fh.ratul
2015-02-11, 10:04 AM
এটি আপনাকে টেনশন মুক্ত রাখবে । । এই যেমণ আমি আমার ট্রেড এ টেক প্রফিট দিয়ে এখানে আপনাদের সাথে বসে আছি।
এই সুজুগ আপনি কাজে না লাগাতে পারলে আপনি সব সময় চিন্তায় থাকবেন।

Fasor
2015-02-11, 05:08 PM
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেট এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি জিনিসকে এড়িয়ে গেলে ভুল করা হবে। কারন এই দুটি জিনিসই পারে একটি অ্যাকাউন্টকে বড় লসের হাত থেকে বাচাতে ঠিকমত লাভ তুলে নিতে। তাই আমি মনে করি এই জিনিসগুল অত্যন্ত প্রয়োজনীয়। আমি মনে করি যে এই জিনিসগুলি যদি কেও ব্যাবহার না করে তাহলে সে এই মার্কেট এ টিকে থাকতে পারবে না। আমি নিজেও অনেক বার আমার সম্পূর্ণ অ্যাকাউন্ট হারিয়েছি এই স্টপ লস ব্যাবহার না করে। আমি এখন সবসময় এইগুলো ব্যাবহার করি এবং ভাল ফলাফল ও পাচ্ছি।

Khairul Bashar
2015-02-12, 01:06 AM
স্ক্যাল্পিং এর ক্ষেত্রে স্টপ লস ও টেক প্রফিট এর কোন বিকল্প নাই। যারা অল্প লাভে সন্তুষ্ট ও বেশি লস করতে অনাগ্রহী এবং যাদের বিনিয়োগ কম তারা এ পদ্ধতি অবলম্বন করে লাভ করতে পারবেন আশা করি। তবে দীর্ঘ মেয়াদী বিনিয়োগে এবং যারা ফরেক্স অ্যা নতুন তাদের এগুলো ব্যবহারে আরও সতর্ক থাকতে হবে। জানার কোন শেষ নাই তাই অল্প জেনেই কোন কিছুতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়া ঠিক হবেনা। সবার উচিত অভিজ্ঞ ফরেক্স ট্রেড পরিচালনাকারি ব্যাক্তিদের থেকে নিয়মিত পরামর্শ গ্রহন করা ও তা অনুসরন করা।

জাহাঙ্গীর
2015-02-13, 09:23 AM
আমিও আপনার সাথে একমত। স্টপ লস এর মাধ্যমে আমি কতটুকু লস করলে আমার সমস্যা হবে না তা নির্ধারন করা যায়। একই সাথে আমার একাউন্টকে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করে। একটি ট্রেড ওপেন করার পর আমি কত পিপ্স লাভ করতে চাই তা আমি টেক প্রফিট এর মাধ্যমে নির্ধারিত করে দিতে পারি। এছাড়াও স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করে চিন্তামুক্ত থাকা যায়। এই কমান্ড দুটি আবশ্যই ব্যবহার করা উচিত বলে আমি মনে করি।

fxtdr
2015-02-20, 11:44 PM
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মার্কেট এর দুটি খুব গুরুত্বপুর্ন দুটি ফাংশন । এই টেক প্রফিট কে কাজে লাগিয়ে আপনি আপনার কাংখিত প্রফিট নির্ধারন করে দিতে পারেন । এতে আপনি যদি মার্কেট এ উপস্থিত না থাকেন তাহলেও আপনার ট্রেড টি লাভ এ থাকা অবস্থায় অটোমেটিক ক্লোজ হয়ে যাবে । এবং আপনি যদি এনালাইসিস করে ট্রেড করে থাকেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন ।

fxtdr
2015-02-20, 11:49 PM
আমরা যদি আমাদের ট্রেড টিতে স্টপ লস সেট করে করে দেই তাহলে আমাদের ওপেন করা ট্রেড টি খুব বেশি লস এ যেতে পারবে না । অল্প কিছু লস এর উপর দিয়েই আমাদের ট্রেড তি জিরো হবার হাত থেকে রক্ষা পাবে । তাই যারা অভিজ্ঞ এবং বুদ্ধিমান ট্রেডার তারা স্তপ লস ব্যাবহার করে ট্রেড কে ক্ষতির হাত থেকে রক্ষা করে ।

Esan Islam
2015-03-08, 09:35 PM
স্টোপ লস এবং টেক প্রফিট শব্দ দুটো ফরেক্স মার্কেটে খুবই পরিচিত দুটি শব্দ।স্টোপ লস হচ্ছে লসের মাত্রা নির্ধারন। অন্যদিকে টেক প্রফিট হচ্ছে লাভের মাত্রা নির্ধারন।অর্থাৎ স্টোপ লস হচ্ছে ট্রেডার দ্বারা নির্ধারিত লসের মাত্রা।মানে ট্রেডার লসের যে মাত্রা নির্ধারন করে সেই অবস্থানে ট্রেড আসলে আপনা আপনি ক্লোজ হয়ে যাই। টেক প্রফিটও ঠিক ট্রেডার কর্তৃক নির্ধারিত লাভে আপনা আপনি ট্রেড ক্লোজ হয়ে যাওয়া।

nazmul_a
2015-03-09, 12:43 AM
স্টপলস এবং টিপি ব্যাবহার করা আসলেই অনেক ভালো একটা অভ্যাস। আমি আপনাদের সাথে একমত। তবে সঠিক পজিশনে এটি বসানো কিন্তু সহজ কাজ নয়। নতুনদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখাযায়যে বার বার এসএল হিট করছে আথবা টিপি এর সামান্য উপর থেকে ঘুরে গিয়ে এসএলএ হিট করছে, এসমস্ত ক্ষেত্রে নিজের চুল ছেড়া ছাড়া আর কোন কাজ থাকে না। তাই ভালো করে এটি শিখে ব্যবহার করা উচিত। প্রয়োজনে ডেমোতে কিছুদিন প্রাক্টিসও করে নেয়া ভালো।

Harun1650
2015-03-11, 02:50 AM
টেক লস হচ্ছে আপনি কতটুকু লস বাহিরে লস হতে লাগলে আপনি যদি এটা সেট করে রাখেন তাহলে আপনি কম্পিউটার এর কাছে থাকেন বা না থাকেন আপনার ট্রেড টি আপনাকে সেই পরিমান লস এর বেশি লস হতে দিবে না। আবার যদি টেক প্রফিট বসান তাহলে আপনি যদি ১০০ পিপ লাভ হলে আপনি আপনার ট্রেডটা ক্লোস করে দিতে চান তাহলে এর মাধ্যমে সেট করলে আপনার ট্রেডটি অই পরিমান লাভ এর পর এটা সময়মত ক্লোস হয়ে যাবে।

Esan Islam
2015-03-11, 08:24 AM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টপ লস হল ট্রেডার যতটুকু লসে ট্রেড ক্লোজ করতে ইচ্ছুক সেই সুবিধা দেয়।অর্থাৎ স্টপ লস সুবিধারর কারনে ট্রেডার কম্পিউটারের সামনে না থাকলেও ট্রেডার কর্তৃক নির্ধারিত লসে আপনা আপনি ট্রেড ক্লোজ হয়ে যাবে।টেক প্রফিটের ক্ষেত্রেও ট্রেডার কর্তৃক নির্ধারিত লাভে অটোমেটিক ট্রেড বন্ধ হয়ে যাবে। সুতরাং স্টপ লস এবং টেক প্রফিট কে ট্রেডারের সুবিধা বলা যায়।

Zakariea
2015-05-09, 10:19 PM
ফরেক্সে যেকোনো মুহুরতে বড় ধরনের ডাউনট্রেন্ড বা আপট্রেন্ড নিতে পারে। সেই সময় আপনার একাউন্ট জিরো হয়ে যাবে যদি না আপনি স্টপ লস ব্যবহার করেন। আবার আপনার টারগেট রেইটে ট্রেন্ড ডাউন অথবা আপ হল তখন হয়তো আপনি চাটের সামনে নাও থাকলেন, তাহলে আপনি ট্রেড কোলজ করতে পারবেন না, ফলে প্রফিট ও করতে পারবেন না।আপনি প্রফিট করতে পারতেন যদি টেক প্রফট ব্যাবহার করতেন।

Shimanto754
2015-05-12, 02:13 PM
ফরেক্সের জন্য স্টপলস এবং টেকপ্রফিট খুবই গুরুত্বপূর্ন। স্টপলস হলো একটা ট্রেডের লস কত হলে বা লসে থাকা ট্রেডে সর্বোচ্চ যতটুকু লস হবে সেখানে ক্লোজ অটোমেটিক ক্লোজ হওয়ার পদ্ধতি।আর টেকপ্রফিট হল একটা ট্রেডের যতটুকু লাভে ক্লোজ করতে চাই তার অটোমেটিক পদ্ধতি।স্টপলস এবং টেকপ্রফিট সেট করে দিলে মার্কেট ওই প্রাইসে গিয়ে আপনার ওপেনকৃত ট্রেডটি ক্লোজ করে দেবে।

fxover
2015-09-20, 03:00 AM
এই স্টপ লস এবং টেক প্রফিট এর মাধ্যমে চিন্তা মুক্ত ভাবে খুব সহজেই আয় করা যায়।

হ্যাঁ আমরা যদি স্টপ লস ও টেক প্রফিট যদি আমরা ট্রেড করার সময় সেট করে দেয় তাহলে আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি । স্টপ লস ও টেক প্রফিট সেট করে দিয়ে আমরা আমাদের অন্যন্য কাজ গুলো করতে পারি। স্টপ লস ও টেক প্রফিট দেয়া থাকলে আমাদের মধ্যে এই ভয় টা থাকে না যে মার্কেত যদি আপনার ট্রেড এর বিপরীতে যায় তাহলে আপনার একাউন্ট এর অনেক বড় ক্ষতি হয়ে যাবে বা আপনার লাভ এ থাকা ট্রেড টি সঠিক সময়ে ক্লোজ হবে না । তাই আমাদের উচিত স্টপ লস ও টেক প্রফিট সেট করে ট্রেড করা।

swadip chakma
2015-09-23, 09:44 PM
আসলে ফরেক্স মার্কেট এ স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা অন্যন্ত গুরুত্তপূন্ন।কেন না একটা একাউন্টতে কত ইনভেস্ত আছে সেই ইনভেস্ত কে সঠি্ক ভাবে ব্যবহার করে ভাল ভাবে আয় করা।তাই টেক প্রফিট এবংস্টপ লস ব্যবহার ব্যবহার করা একজন দক্ষ ট্রেডারের বুদ্দি/মেধা।

FxAhsan
2015-09-29, 05:23 PM
আমরা অতি লাভের আশায় অনেক সময় টেক প্রফিট ব্যবহার করি না যার কারনে অনেক সময় ট্রেড লাভে আসলে ও আবার রিভার্স করে লসে চলে যায়,যেকারনে অনেক সময় একাউন্ট খালি হয়ে যায়।টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করলে এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব।

MotinFX
2015-09-29, 07:55 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রপিট খুব গুরুতপুর্ণ। স্টপ লস ব্যবহার না করলে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত স্টপ লস ব্যবহার করা। টেক প্রপিট ব্যবহার করলে আপনি যতটুকু লাভ চান এই পর্যন্ত গেলে ট্রেড বন্ধ হয়ে যাবে।

TselimRezaa
2015-09-30, 09:59 AM
যাই।স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের অতি গুরুত্বপূর্ন দুটি টার্ম। আমরা সবসময় মার্কেটে থাকতে পারি না। কিন্তু মার্কেট সবসময় গতিশীল। স্টপ লস হলো এমন একটা প্রাইসে ট্রেডের ক্লোজিং প্রাইস সেট করা যে মার্কেট সেখানে গেলে ট্রেড আপনা আপনি ক্লোজ হবে। বেশি লসের শঙ্কা থাকবে না। টেক প্রফিটও সেম তবে নির্দিষ্ট লাভে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।

Momen
2015-09-30, 07:13 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট বিষয় দুটু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক ভাবে স্টপ লস সেট করতে না পারেন তবে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে। এই জন্যে মানি ম্যানেজমেন্ট ফলো করে স্টপ লস সেট করুন।

Kawsar700
2015-10-01, 06:23 PM
আপনি লস থেকে বাচঁতে হলে আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। তাহলে আপনি লস থেকে বাঁচবেন

Sabbir741
2015-10-01, 08:12 PM
আপনি লস এড়াতে স্টপ লস ব্যবহার করতে হবে। স্টপ লস ব্যবহার করলে লস এড়াতে পারবেন

AbuRaihan
2015-10-01, 08:17 PM
খুব ভালো একটা টপিক । স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেট এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ । স্টপ লস এবং টেক প্রপিট ব্যবহারে মাধ্যমে আমরা যে কোন ধরনের অনাকাক্ঙিত দূর্ঘটনা হতে রক্ষা পেতে পারি । এখানে দূর্ঘটনা বলতে আমি বুঝাচ্ছি অনেক সময় মার্কেট পরিস্থিতি বেশি ঝুঁকিপূর্ণ থাকে । তাই ঐ সব পরিস্থিতিতে যাতে বেশি লস না হয় তার জন্য স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা একান্ত আবশ্যক । *স্টপ লস ব্যবহারে ঝুঁকির পমিাণও হ্রাস পায় ।

dinner
2015-12-04, 02:42 PM
টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

HKProduction
2015-12-09, 12:44 PM
আমি টেক প্রফিটের চেয়ে স্টপ লসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কেননা স্টপ লস আমাদের মূলধনকে বড় ধরনের লোকসান থেকে রক্ষা করে। তাই আমাদের প্রতিটি ট্রেডেই স্টপ লস ব্যবহার করা উচিত। এতে আমরা অতি সহজে মার্কেটের লাভ-ক্ষতির উপর জরিপ করে নিতে পারব। এর দ্বারা আমাদের দক্ষতা যাচাই করা সম্ভব।

shihab
2015-12-10, 05:28 PM
নতুন ত্রেদাররা সাধারনত যে ভুল করে থাকে তা হল তারা লস এর অর্ডার টি ওপেন রাখে আর প্রফিত এর অর্ডারটি তারাতারি বন্ধ করে দেয়। তাদের অবসসই সেট অ্যান্ড ফরগেট এর নীতি অনুশরন করা উচিত। একটি ট্রেড ওপেন করার স্তপ লস ও টেঁক প্রফিট ব্যাবহার করে মার্কেট নিয়ে আর না ভাবা।

Talha
2015-12-11, 05:12 PM
স্টপ লস হলো ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্যে সহায়ক কারন ফরেক্স মার্কেট কখন কোন দিকে মোর নেই তা নিশ্চিত করে বলা যায় তাই সকলের উচিত স্টপ লস এবং টেকপ্রফিট ব্যবহার করা উচিত না হলে লস হয়ে ব্যালেন্স জিরো হয়ে যাবে

Rahat015
2015-12-21, 08:32 AM
টেক প্রফিটঃ আপনার অবর্তমানে বা অনুপস্থিতে(যেহেতু সবসময় নেট এ বসে থাকা যায় না) কতটুকু লাভে আপনার অর্ডার বন্ধ করতে চান, এটার জন্য যে সীমারেখা সেটাই মূলত টেক প্রফিট।
স্টপ লসঃ আপনার অবর্তমানে বা অনুপস্থিতে(যেহেতু সবসময় নেট এ বসে থাকা যায় না) কতটুকু লসে আপনার অর্ডার বন্ধ করতে চান, এটার জন্য যে সীমারেখা সেটাই মূলত স্টপ লস।

real80
2016-02-16, 12:34 AM
স্টপ লস এবং তেক প্রফিত ফরেক্স বিজনেসের অনেক গুরুত্বপূর্ণ একটি সিস্টেম। একজন ট্রেডার কতটুকু লস করতে রাজি আছেন এবং কত লাভ করতে চান তা স্টপ লস এবং টেক প্রফিটের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। স্টপ লস ও টেক প্রফিট না মেনে ট্রেড করলে একাউন্টের ক্ষতি হবার সম্ভাবনা থেকে যায়। তাই সফল ট্রেডার দের অনুসরন করে স্টপ লস ও টেক প্রফিট মেনে ট্রেডিং করা উচিত।

majidiqbal
2016-02-16, 12:24 PM
স্টপ লস : স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
টেক প্রফিট : টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

dursy
2016-02-17, 08:20 PM
ফরক্স মারকেটে স্টপ লস টেক প্রফিট একটি উপকারি দিক। স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে আপনি আপনি আপনার একাউন্ট কে পারেন অভাবনীয় লসের হাত থেকে বাচাতে। আপনি যদি স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করেন তবে একটি নির্দিষ্ট যায়গায় গিয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর এই নির্দিষ্ট স্থানটি ঠিক করে দিবেন আপনি। ফলে টেনশন থেকে আপনি মুক্ত থাকবেন।

majidiqbal
2016-02-18, 10:13 AM
স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করে আপনি আপনি আপনার একাউন্ট কে লসের হাত থেকে বাচাতে পারেন। আপনি যদি স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করেন তবে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর এই নির্দিষ্ট স্থানটি ঠিক করে দিবেন আপনি। ফলে টেনশন থেকে আপনি মুক্ত থাকবেন।

majidiqbal
2016-02-18, 11:05 AM
স্টপ লস এবং টেক প্রফিট বিষয়টা সম্পর্কে আমরা যারা ফরেক্স মার্কেটে কাজ করি তারা মোটামুটি জানি। তাই আর আলোচনার কিছু নাই। তবে যারা নতুন তাদের জানতে হবে যে স্টপ লস এবং টেক প্রফিট বিষয়টা কি এবং এর গুরুত্ব। আমি শুধু গুরুত্বের দিকথেকে বলছি: আপনি যদি সঠিক ভাবে স্টপ লস সেট করতে না পারেন তবে আপনার একাউন্ট জিরো হয়ে যেতে পারে।

MoinFX
2016-02-18, 11:56 AM
ফরেক্স মার্কেট সম্পর্কে পড়ার সময় স্টপ লস এবং টেক প্রপিট সম্পর্কে পড়েছি কিন্তু ডেমো ট্রেড করার সময় যতবার স্টপ লস দিই ততবার আমার সেই স্টপ লস হিট করে আবার মার্কেট আবার সেই জায়গায় পিরে আসে তখন আমার কাছে খুব খারাপ লাগে । আমি কোথায় স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করব সেই সম্পর্কে সিনিয়রদের সহযোগিতা চাই ।

Marufa
2016-02-23, 06:51 PM
স্টপলস এবং টেকপ্রফিট কে আপনি আপনার ট্রেডিং এর লাগাম এর সাথে তুলনা করতে পারেন । তবে স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করার সাথে সাথে আর একটি বিষয় খেয়াল রাখতে হবে যে স্টপলস এবং টেক প্রফিট যেন সব সময় যুক্তিসংগত হয় । না হলে স্টপলস এবং টেক প্রফিট ব্যবহার করে কোন লাভ নেই ।

fatemaakhter
2016-02-23, 10:38 PM
ফরেক্স ট্রেড করতে হলে একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে ট্রেড নিয়ে প্রথমেই ট্রেডের স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে হবে।নাহলে যে কোন সময় আপনার ট্রেডের বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই আমিও স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করি।ফরেক্সে টিকে থাকার জন্য এগুলোর কোন বিকল্প নেই ।

majidiqbal
2016-02-24, 01:04 PM
স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

basaki
2016-03-09, 10:34 AM
ফরেক্স মার্কেটে ভাই আপনারা যদি ভাল করে ফরেক্স ট্রেড করতে চান তবে আমি মনে করি সবাই স্টপ লস এবং টেইক প্রফীট ব্যবহাত করা উচিত এতে করে আমি মনে করি অনেক অনাকংকিত আপনার লস হতে বাচতে পারবেন। নাহলে আপনার যদি বড় লস হয় তাহলে তা কবার করা সম্বব নয়।

majidiqbal
2016-03-09, 10:58 AM
ফরেক্স ট্রেডিংএ স্টপ লস এবং টেক প্রফিট খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয়। স্টপ লস আমাদের খব বেশি লসের হাত থেকে রক্ষা করে এবং টেক প্রফিট আমাদের কাংক্ষিত লাভ প্রদান করে। সর্ব পরি বলা যায়, স্টপ লস ব্যবহারে ঝুঁকির পমিাণ কমে যায়।

abdulguffer
2016-03-10, 03:57 PM
অধিকাংশ ট্রেডার এর একাউন্ট 00 হওয়ার মূল কারণ হচ্ছে স্টপ লস ব্যবহার না করা, তাই আমরা যতযতটুকু লস বেয়ার করতে পারব সেই অনুপাতে নির্দিষ্ট প্রাইস এ স্টপ লস সেট করে রাখলে অতিরিক্ত লস এর হাত থেকে রক্ষা পাব। আবার যে পরিমান লাভ করতে চাই সেই অনুপাতে টেক প্রফিট সেট করে রাখলে ঐ প্রাইস এ এসে প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়।

Md Akter Hossain
2016-03-10, 05:00 PM
একজন সুদক্ষ ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করা জানকে হবে । আমি আমার জীবনে অনেক গুলো অ্যাকাউন্ট জিরো করেছি শুধু মাএ স্টপ লস ব্যবহার না করার কারণে । যদি স্টপ লস ব্যবহার করতাম তাহলে হয়তো আমাকে লস করতে হটো না ।

yasir arafat
2016-04-01, 03:51 AM
স্টপ লস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনার লসকৃত ট্রেডগুলো একটি নির্দিষ্ট প্রাইসে ক্লোজ করতে পারবেন।আর টেক প্রফিট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনি আপনার প্রফিটেভল ট্রেডগুলো একটি নির্দিষ্ট প্রাইসে ক্লোজ করতে পারবেন।এগুলোই টেক প্রফিট এবং স্টপলস নামে পরিচিত।আশা করি বুঝতে পেরেছেন।:p

ASADUR RAHMAN
2016-04-05, 07:00 PM
স্টপ লস এবং টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করা ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপুর্ন অংশ । আপনি যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সঠিক সময়ে মার্কেত থেকে বের হয়ে আসতে সক্ষম হবে । এমনকি আপনি যদি মার্কেট এ না থাকেন তারপরও । তাই আপনার প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করেন আর এটাই বুদ্ধিমানের কাজ । আর এজন্য আপনাকে সঠিকভাবে স্টপ লস ও টেকপ্রফিট সেট করা জানতে হবে যেন আপনার ট্রেড যথেষ্ট প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসতে পারে ।

sharifulbaf
2016-05-20, 08:16 AM
ফরেক্স মার্কেটে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করে থাকি,ফরেক্স মার্কেটে অনেক সময় বড় ধরনের মুভমেন্ট হয়,বেশি লস থেকে বাচার জন্য আমরা স্টপ লস ব্যাবহার করে থাকি,আবার আমরা টেক প্রফিট ব্যাবহার করি যে পরি মান প্রফিট নিব সেই লেভেলে টেক প্রফিট ব্যাবহার করে ট্রেড করে থাকি,।

RUBEL MIAH
2016-05-25, 12:38 PM
স্টপ লস ও টেইক প্রফিট খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর । যে যত বেশী এই ইন্ডিকেটর ব্যবহার করবে সে তত বেশী সফলকাম হত পারবে । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য এই দুটো ইন্ডিকেটর ব্যবহার করার চেষ্টা করব ।

Rahat015
2016-05-29, 10:21 AM
ফরেক্স মার্কেট এ আপনার ট্রেড এন্ট্রি নেওয়ার পর হয় লাভ হবে না হয় লস হবে।। কিন্তু লস হলে তা আপনি কতটুকু লস দিতে রাজি আছেন তা নির্দিষ্ট করে দেওয়াটাই মূলত স্টপ লস সেট করা বলে।। আর লাভের ক্ষেত্রে ও ।। আপনি লাভের ক্ষেত্রে টেক প্রফিট সেট করবেন।। যদি মনে করেন মার্কেট নির্দিষ্ট পরিমান গিয়ে আবার ট্রেড এর বিপরীতে যাবে তখন টেক প্রফিট সেট করবেন।।

Moon
2016-06-08, 11:59 PM
টেক প্রফিট ও স্টপ লস অত্যন্ত গুরত্বপুর্ণ দুটি বিষয় । কেননা আমি মনে করি যে এবং আমরা যারা এখানে ট্রেড করি তারা জানি যে ফরেক্স মার্কেট অনেক বেশি মুভমেন্ট করে । এর গতির কোন ঠিক নেই । একেকে সময় একেক রুপ ধারণ করতে পারে । অনাকাঙ্খিত যাতে ক্ষতি না হয় সে জন্য স্টপ লস এবং প্রত্যশিত লাভ নিয়ে নেওয়ার জন্য টেক প্রফিট ব্যবহার করা হয় ।

dwipFX
2016-06-09, 11:04 AM
ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে ঠিক করতে হয় কোথায় স্টপ লস ব্যাবহার করতে হবে কারন স্টপ ছাড়া ট্রেড করলে বড় কোন অনাকাঙ্ক্ষিত লস থেকে বাচা যাবে না হয় ফরেক্স মার্কেটে এমন সমস্যা হবে একসময় আপনার একাউন্ট জিরো হয়ে যাবে। তাই আমাদের কে স্টপ লস এবং টেক প্রপিট ব্যাবহার করে ট্রেড করতে হবে।

Rahat015
2016-06-15, 11:50 PM
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
অতিরিক্ত লস থেকে বাচা আর লাভ যেন হাত ছাড়া না হয় তাই এই স্টপ লস আর টেক প্রফিট এর কাজ।

Realifat
2016-06-16, 08:41 AM
ফরেক্সে স্টপলস এবং টেকপ্রফিট সেট করা শিখা অত্যন্ত প্রয়োজন। কেননা স্টপলস এবং টেকপ্রফিট এর কল্যানে মার্কেটে উপস্থিত না থাকতে পারলেও প্রত্যাশাজনিত প্রাইসে ট্রেড ক্লোজ হতে পারে।আপনার লসে থাকা ট্রেডটি আপনি যে পরিমান লসে ক্লোজ করতে চান তা পূর্বেই সেট করে রাখাকে স্টপলস বলে।আর প্রফিটে ক্লোজ করার জন্য যে প্রাইসে সেট কররা হয় তাকে টেকপ্রফিট বলে।

Md. Tariqul Islam
2016-06-21, 05:27 PM
স্টপ লস হল ট্রেডে সর্বোচ্চ যত বা যেইপরিমান লসের বেশি লস ন করতে চাওয়া। স্টপ লসের মাধ্যমে লসের সীমা নির্ধারণ করে দেওয়া হয়।ফলে ট্রেডে ঝুঁকি হ্রাস পায়।বেধে দেওয়া সীমানা পর্যন্ত মার্কেট মুভ করলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।আর টেক প্রফিটের মাধ্যমেমাধ্যমে যেই পরিমান লাভে ট্রেড ক্লোজ করার ইচ্ছা থাকে সেখানে গিয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।

Sahed
2016-07-24, 07:21 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।

milonkhanfx1993
2016-09-30, 01:17 AM
আপনারা স্টপ লস আর টেক প্রফিট এর সাথে ট্রেলিং স্টপ ও ব্যাবহার করতে পারেন,আপ্নার ওপেন করা ট্রেড এর উপর রাইট বাটন ক্লিক করে ট্রেলিং স্টপ সিলেক্ট করুন,এটির ব্যাবহার হচ্ছে, আপনার স্টপ লস যদি ১০০ পিপ্স থাকে আর প্রফিট এর দিকে মার্কেট যদি ৫০ পিপ্স যায় তবে আপনার স্টপ লস একটু কমাতে হতে পারে এই কাজটি করবে ট্রেলিং স্টপ,অখানে পইন্ট দেয়া থাকে যেটা পিপের হিসেবে থাকে দেখে নিবেন।

Mamun13
2017-10-21, 10:53 AM
স্টপলস এবং টেকপ্রফিট গুরুত্বপূর্ণ বিষয় তবে আরোও গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলোর সঠিক স্হানে সঠিক ভাবে প্রয়োগ করা৷সঠিক ভাবে স্টপলস প্রয়োগ করলে আপনার ব্যালেন্সের সামান্য কিছু লস হয়ে ওপেনিং ট্রেডগুলো স্বয়ংক্রিয় ক্লোজ হয়ে যাবে ফলে সম্পূর্ণ ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবেনা৷আর সঠিক ভাবে টেকপ্রফিট প্রয়োগ করলে আপনার নির্ধারিত প্রফিট নিয়ে ওপেনিং ট্রেডগুলো স্বয়ংক্রিয় ক্লোজ হয়ে যাবে৷ফলে আপনাকে পিসির সামনে বসে না থাকলেও চলবে এবং ট্রেড নিয়ে কোনোও টেনশন করতে হবে না৷

Md_MhorroM
2019-07-14, 01:35 AM
আমি মনে করি স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্সের অতি গুরুত্বপূর্ন দুটি টার্ম। আমরা সবসময় মার্কেটে থাকতে পারি না। কিন্তু মার্কেট সবসময় গতিশীল। স্টপ লস হলো এমন একটা প্রাইসে ট্রেডের ক্লোজিং প্রাইস সেট করা যে মার্কেট সেখানে গেলে ট্রেড আপনা আপনি ক্লোজ হবে। বেশি লসের শঙ্কা থাকবে না। টেক প্রফিটও সেম তবে নির্দিষ্ট লাভে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যাবে।

Mazharul777
2019-07-14, 01:35 AM
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মার্কেট এর দুটি খুব গুরুত্বপুর্ন দুটি ফাংশন । এই টেক প্রফিট কে কাজে লাগিয়ে আপনি আপনার কাংখিত প্রফিট নির্ধারন করে দিতে পারেন । এতে আপনি যদি মার্কেট এ উপস্থিত না থাকেন তাহলেও আপনার ট্রেড টি লাভ এ থাকা অবস্থায় অটোমেটিক ক্লোজ হয়ে যাবে । এবং আপনি যদি এনালাইসিস করে ট্রেড করে থাকেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন ।

Rokibul7
2019-08-13, 02:44 AM
টেড ওপেন করলে অবশ্যই স্টপ লস/টেক পফিট সেট করতে হবে।না হলে অনাকাঙ্ক্ষিত ফলাফলের সমুক্ষিন হতে হব।হয়তো শূন্য হতে রক্ষা পওয়া যাবে,স্টপ লস সেট থাকে।তাই টেড করার সময় মানি ম্যানেজেন্ট এর দিকে লক্ষ্য রাখতে হবে।তাতে মাকেটে টিকে থাকা যাবে।

Fxhuman
2020-01-18, 01:25 AM
স্ক্যাল্পিং এর ক্ষেত্রে স্টপ লস ও টেক প্রফিট এর কোন বিকল্প নাই। যারা অল্প লাভে সন্তুষ্ট ও বেশি লস করতে অনাগ্রহী এবং যাদের বিনিয়োগ কম তারা এ পদ্ধতি অবলম্বন করে লাভ করতে পারবেন আশা করি। তবে দীর্ঘ মেয়াদী বিনিয়োগে এবং যারা ফরেক্স অ্যা নতুন তাদের এগুলো ব্যবহারে আরও সতর্ক থাকতে হবে। জানার কোন শেষ নাই তাই অল্প জেনেই কোন কিছুতে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়া ঠিক হবেনা। সবার উচিত অভিজ্ঞ ফরেক্স ট্রেড পরিচালনাকারি ব্যাক্তিদের থেকে নিয়মিত পরামর্শ গ্রহন করা ও তা অনুসরন করা।

amreta
2020-01-25, 11:21 AM
আপনার কঠোর পরিশ্রম, ভাল দক্ষতা, সঠিক বাজার বিশ্লেষণ আপনাকে সাফল্য এনেছে এবং আমি সর্বদা আশা করি আপনি ফরেক্স মার্কেট থেকে আরও বেশি লাভ অর্জন করবেন এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা, সঠিক বাজার বিশ্লেষণ এবং আমাদের জন্য আপনার মূল্যবান ট্রেডিং জার্নাল আপডেট করবেন কারণ এটি আমাদের জন্য খুব সহায়ক। আপনাকে শুভকামনা রইল ধন্যবাদ.

FREEDOM
2020-04-22, 01:02 AM
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।

ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস টেক প্রফিট সেট করে রাখতে পারেন। আপনার কম্পিউটার বন্ধ থাকলে বা কোন স্পাইকের ফলে হঠাৎ প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আপনার ট্রেড ক্লোজ হয়ে যাবে।

স্টপ লস ও টেক প্রফিট একজন ট্রেডারকে ফরেক্স মার্কেটে টিকিয়ে রাখতে সাহায্য করে। যেসকল ট্রেডাররা স্টপলস ব্যাবহার করে না বিশেষ করে নতুন যে সকল ট্রেডার স্টপলস ব্যাবহার না করেই ট্রেড করে তাদের একাউন্ট খুব বেশিদিন টিকিয়ে রাখতে পারেনা। আবার টেকপ্রফিটের ক্ষেত্রেও নির্দিষ্ট স্হানে টেকপ্রফিট সেট করতে না পারলে অনেক সময় লাভে থাকা প্রফিটও হাত ছারা হয়ে লসে পরিনত হয়ে যায়। তাই আমার মতে সকল ট্রেডারেরই নির্দিষ্ট অনুপাতে স্টপলস ও টেকপ্রফিট সেট করা উচিত।

sofiz
2020-04-25, 07:30 PM
স্টপ লস ও টেক প্রফিট ফরেক্স মার্কেট এর দুটি খুব গুরুত্বপুর্ন দুটি ফাংশন । এই টেক প্রফিট কে কাজে লাগিয়ে আপনি আপনার কাংখিত প্রফিট নির্ধারন করে দিতে পারেন । এতে আপনি যদি মার্কেট এ উপস্থিত না থাকেন তাহলেও আপনার ট্রেড টি লাভ এ থাকা অবস্থায় অটোমেটিক ক্লোজ হয়ে যাবে । এবং আপনি যদি এনালাইসিস করে ট্রেড করে থাকেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন ।

Runil
2020-04-25, 07:36 PM
ফরেক্সে এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ন বিষয়।কারন
আপনার ট্রেডকে লসের হাত থেকে বাঁচাতে হলে স্টপ লস ব্যবহার
জরুরি।আর নিয়ম মতো টেক প্রফিট ব্যবহার করাও ততটা জরুরি। আর এটি মি মনে করি।

forex_fighter
2020-04-25, 07:54 PM
আমরা অতি লাভের আশায় অনেক সময় টেক প্রফিট ব্যবহার করি না যার কারনে অনেক সময় ট্রেড লাভে আসলে ও আবার রিভার্স করে লসে চলে যায়,যেকারনে অনেক সময় একাউন্ট খালি হয়ে যায়।টেক প্রফিট আর স্টপ লস ব্যবহার করলে এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব।

Md.shohag
2020-12-03, 06:18 PM
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট শব্দদুটো খুবই প্রয়োজনীয়। স্টপ লস হল ট্রেডে সর্বোচ্চ যত বা যেইপরিমান লসের বেশি লস ন করতে চাওয়া। স্টপ লসের মাধ্যমে লসের সীমা নির্ধারণ করে দেওয়া হয়।ফলে ট্রেডে ঝুঁকি হ্রাস পায়।বেধে দেওয়া সীমানা পর্যন্ত মার্কেট মুভ করলে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।আর টেক প্রফিটের মাধ্যমেমাধ্যমে যেই পরিমান লাভে ট্রেড ক্লোজ করার ইচ্ছা থাকে সেখানে গিয়ে ট্রেড অটোমেটিক ক্লোজ হয়ে যায়।স্টপ লস এবং টেক প্রফিট থাকার ফলে ট্রেড ক্লোজ করতে কম্পিটারের সামনে না থাকলেও চলে।

AbdulRazzak
2021-01-25, 06:36 PM
শব্দগুলি থামান এবং প্রযুক্তি লাভটি ফরেক্স মার্কেটে খুব গুরুত্বপূর্ণ স্টপ লস হ'ল কোনও বাণিজ্যে সর্বাধিক ক্ষতি করার ইচ্ছা। লোকসানের সীমাটি স্টপ লস দ্বারা নির্ধারিত হয়, এটি ব্যবসায়ের ঝুঁকি হ্রাস করে, যদি বাজার নির্ধারিত সীমাটির দিকে এগিয়ে যায়, বাণিজ্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রযুক্তিগত ক্ষতি এবং লাভের সাথে, আপনি কম্পিউটার থেকে দূরে থাকলেও আপনি ব্যবসায়গুলি বন্ধ করতে পারেন।