PDA

View Full Version : কারেন্সি জোড়/পেয়ার



mehedi12122
2015-01-09, 03:45 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়। উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY. আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।
মনে করুন,একটি রশির দুই প্রান্তে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা রয়েছে। এক্সচেঞ্জ রেট ওঠা-নামা করে, কখন কোন কারেন্সি শক্তিশালী তার ওপর ভিত্তি করে।

Eraulhaque
2015-02-02, 10:40 AM
ফরেক্স ট্রডিং মূলত দুইটি ভিন্ন মুদ্রার ক্রয় বিক্রয়।মুদ্রাগুলো সবসময় জোড়া আকারে অবস্থান করে।উক্ত মুদ্রা দুটোর যেকোন একটির পরিবর্তনের মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লাভ-লস হয়ে থাকে।বিভিন্ন প্রকার কারেন্সি পেয়ারের মধ্যে euro/usd,gbp/usd,aud/usd,cad/usd অন্যতম।এগুলোকে প্রধান মুদ্রাজোর বলে।অভিজ্ঞ ট্রেডাররা সেন্ট্রাল তথা প্রধান মুদ্রাজোরগুলোতে ট্রেড করে থাকেন।

Harun1650
2015-03-13, 02:16 AM
কারেন্সি জোড় বলতে আমরা ইউরো/ইউএসডি, জিবিপি/ইউএসডি, এইউডি/ইউএসডি এসব ধরনের পেয়ারকে বুঝি এগুলো এক একটা হচ্ছে একটা পেয়ার। ধরুন আপনি ইউরো/ইউএসডি এই ধরনের কারেন্সি ধরে ট্রেড করলে এখানে ইউরো হচ্ছে বেস কারেন্সি এবং অন্যটা হচ্ছে কাউন্টার কারেন্সি এখন যে কোন একটার কোন ধরনের পরিবর্তন হলে অন্যটার পরিবর্তন সাধিত হয়। এক দেশের কারেন্সি এর বিপরীতে অন্য দেশের কারেন্সি শক্তিশালী হয় । আর এগুলোই হল কারেন্সি পেয়ার।

Esan Islam
2015-03-13, 08:54 PM
ফরেক্স মার্কেটে উন্নত দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়।এই মুদ্রা গুলো জোড়া আকারে থাকে।ফরেক্স মার্কেটের এই জোড়া মুদ্রাকেই কারেন্সি বলে।ফরেক্স মার্কেটে কারেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কারন এই কারেন্সির উপরই নির্ভর করে ফরেক্সের লাভ/লস।ফরেক্স মার্কেটের জনপ্রিয় কিছু কারেন্সি হল ইউরো-ইউএসডি,এইউডি-ইউএসডি,ইউএসডি-সিএডি,জিবিপি-ইউএসডি ইত্যাদি। ফরেক্স মার্কেটে কারেন্সি নির্ধারন অতি প্রয়োজনীয়।

mybff
2015-03-21, 10:52 PM
সিলভার এবং গোল্ড ছাড়া আমরা অন্য যেকোন কিছু নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি না কেন আমাদেরকে পেয়ার এ ট্রেড করতে হবে । যেমন - একটি পেয়ার aud/usd এর কথা চিন্তা করুন । এখানে প্রথমটি হচ্ছে বেজ কারেন্সি এবং ২য় টি হচ্ছে কৌট কারেন্সি । আপনি যদি এই পেয়ার টি বাই করেন এবং পরবর্তীতে যদি দাম বাড়ে তাহলে আপনার লাভ হবে আর যদি দাম কমে তাহলে লস হবে ।

shojib23
2015-04-08, 01:31 PM
ফরেক্স মার্কেটে উন্নত দেশের মুদ্রার ক্রয়-বিক্রয় হয়।এই মুদ্রা গুলো জোড়া আকারে থাকে।ফরেক্স মার্কেটের এই জোড়া মুদ্রাকেই কারেন্সি বলে।ফরেক্স মার্কেটে কারেন্সি খুবই গুরুত্বপূর্ণ। কারন এই কারেন্সির উপরই নির্ভর করে ফরেক্সের লাভ/লস । তাই কারেন্সি কে ভালবাবে বুজে নিন তবে আপনি লাভ করতে পারবেন ।

Tuhin
2015-04-15, 11:02 AM
সাধারনত শেয়ার বাজারে কোন শেয়ারের মূল্য সেই দেশের মুদ্রার বিপরিতে হিসাব করা হয়। কিন্তু ফরেক্স এরকম না এখানে একটি দেশের মুদ্রার সাথে আরেকটির মুদ্রার বিনিময় ঘটে। যেমস : Eur/jpy = 115.91 , এর মানে হচ্ছে ১ ইউরো দিয়ে আপনি ১১৫.৯১জাপানিজ ইয়েন পাবেন। এটাই হল কারেন্সি পেয়ার বা জোড়। ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার / জোড়ে ট্রেড করা হয়।

Bijoysingh
2015-04-25, 05:26 PM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়।
উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.
আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।মনে করুন, এই রশির দুই প্রান্তে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা রয়েছে। এক্সচেঞ্জ রেট ওঠা-নামা করে, কখন কোন কারেন্সি শক্তিশালী তার ওপর ভিত্তি করে।প্রধান কারেন্সি পেয়ার-সমূহ:
নিচের কারেন্সি পেয়ারগুলোকে প্রধান কারেন্সি পেয়ার হিসেবে বিবেচনা করা হয়। এই কারেন্সি পেয়ার গুলো USD পেয়ার এবং সহসাই ট্রেড করা হয়। এই প্রধান পেয়ার গুলোর তারল্য সবচেয়ে বেশি এবং এগুলো বিশ্বে সবচেয়ে বেশি ট্রেড করা হয়।Pair Countries FX Geek Speak
EUR / USD Euro zone / United States “euro dollar”
USD / JPY United States / Japan “dollar yen”
GBP / USD United Kindom / United States “pound dollar”
USD / CHF United States / Switzerland “dollar swissy”
USD / CAD United States / Canada “dollar loonie”
AUD / USD Australia / United States “aussie dollar’
NZD / USD New Zealand / United States “kiwi dollar

Shimanto754
2015-05-13, 08:27 AM
জোড়ায় জোড়ায় মুদ্রাসমূহের জোড়কে কারন্সি পেয়ার বলে।এসব কারন্সির দ্বারাই তো আমরা ফরেক্স ট্রেডিং করি।বিভিন্ন রকম কারেন্সির পেয়ার ফরেক্স মার্কেটে রয়েছে।যেমন
১.Euro/Usd
2.Euro/Gbp
3.Euro/Chf
4.Usd/Cad
5.Aud/Usd
6.Nzd/Usd
এমন আর অনেক কারেন্সির পেয়ার ফরেক্স মার্কেটে রয়য়েছে।তবে আমি যে পেয়ারগুলো দিয়েছি এগুলো মেজর পেয়ার বলে।মেজর পেয়ারে ট্রেড করাই ভালো।

fxover
2015-09-20, 04:24 PM
ফরেক্স মার্কেট এ যখন আমরা মুদ্রা কেনা বেচা করে থাকি তখন তা আমরা জোড়ায় জোড়ায় করে থাকি । একটির সাপেক্ষে অন্যটির তুলনা করে থাকি । দেখা যায় যে যখন একটি কারেন্সি দুর্বল হয় তখন অন্য একটি কারেন্সি শক্তিশালী হয় । কোন একটি কারেন্সি শক্তিশালী হবার পিছনে অনেকগুলো কারন থাকে । যেমন ধরুন কোন কারেন্সির অর্থনৈতিক রিপোর্টে যদি কোন ভালো নিউজ থাকে তাহলে তা সেই কারেন্সি শক্তিশালী হতে থাকে আবার যদি খারাপ রিপোর্ট আসে তাহলে সে কারেন্সি বুর্বল হতে থাকে ।

AbuRaihan
2015-10-17, 12:07 AM
কারেন্সি পেয়ার এর অর্থ হল মুদ্রা জোড় । অর্থ্যাৎ দুইটা দেশের কারেন্সিকে একত্রে কারেন্সি পেয়ার কিংবা মুদ্রা জোড় বলা হয় । ফরেক্স মার্কেটে প্রতিটা পেয়ারের নিদ্দিষ্ট করে গুরুত্ব আছে । তবে ফরেক্সের মধ্য সবচেয় প্রভাবশালী এবং সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ মুদ্রা হল ইউএসডি এবং সবচেয়ে জনপ্রিয় পেয়ার হল ইউরো/ইউএসডি । তবে একেক জনের একেক ধরনের পেয়ার ভালো লাগে ।

Furkan
2015-10-18, 12:43 PM
কারেন্সি জোড় বলতে আমরা বুজি মুদ্রার জোড় কে । মুদ্রার জোড় বলতে usd সম্পকিত মুদ্রা জোড়কে বুজানু হয়।

mlbasumata
2015-10-21, 06:15 PM
আপনি যদি usd মুদ্রা দিয়ে eur মুদ্রা কেনাবেচা করেন তবে এই মুদ্রা দুটিকে মুদ্রা জোড়া বা কারেন্সি পেয়ার বলে। এই মুদ্রা জোড়াকে লেখা হবে eurusd। আবার উল্টো যদি হয়, অর্থাৎ eur মুদ্রা দিয়ে usd মুদ্রা কেনাবেচা করেন তবে তাকে লেখা হবে usdeur।

dinner
2015-11-30, 11:30 AM
ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।কিছু কিছু ফরেক্স ব্রোকারে এই কারেন্সি পেয়ারগুলো ট্রেড করা যায়। এগুলো প্রধান এবং ক্রস পেয়ার গুলোর মত অত্যাধিক ট্রেড করা হয়না।Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন।

majidiqbal
2016-02-24, 03:09 PM
মনে করুন, এই রশির দুই প্রান্তে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা রয়েছে। এক্সচেঞ্জ রেট ওঠা-নামা করে, কখন কোন কারেন্সি শক্তিশালী তার ওপর ভিত্তি করে। উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.
আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।

imranmohammad48
2016-02-24, 05:32 PM
ফরেক্স ট্রডিং মূলত দুইটি ভিন্ন মুদ্রার ক্রয় বিক্রয়।মুদ্রাগুলো সবসময় জোড়া আকারে অবস্থান করে।উক্ত মুদ্রা দুটোর যেকোন একটির পরিবর্তনের মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লাভ-লস হয়ে থাকে।বিভিন্ন প্রকার কারেন্সি পেয়ারের মধ্যে euro/usd,gbp/usd,aud/usd,cad/usd অন্যতম।এগুলোকে প্রধান মুদ্রাজোর বলে।অভিজ্ঞ ট্রেডাররা সেন্ট্রাল তথা প্রধান মুদ্রাজোরগুলোতে ট্রেড করে থাকেন।

Marufa
2016-02-24, 06:20 PM
প্রতিটি কাারেন্সি পেয়ার এর দুটি ভাগ রয়েছে । একটি ভাগ এ একটি দেশের কারেন্সি থাকে আর অন্য একটি ভাগে অন্য দেশের কারেন্সি থাকে । এই কারেন্সি পেয়ার দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাই সেল করি এবং বাই সেল করার মাধম্যে আমরা মুনাফা অর্জন করি । ফরেক্স মার্কেট এ মুনাফা অর্জন করা এতটা সহজ নয় ।

MotinFX
2016-02-25, 02:49 PM
ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি ক্রয় বিক্রয় করে থাকি। দুইটি মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার হয় প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি আর দিতিয় টাকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা বাই করলে বেস কারেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি সেল করি। আবার সেল করলে বেস কারেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি বাই করি।

abdulguffer
2016-02-27, 01:31 PM
ফরেক্স এ প্রতিটি ট্রেড করতে হয় এক একটি মুদ্রা জোড় এ। একটি মুদ্রা জোড় এ দুটো মুদ্রার একটি হচ্ছে ম্যাইন ও অপরটি হচ্ছে বেইজ ।আমরা যখন একটি মুদ্রা জোড় বা পেয়ার (eurusd) ক্রয় করি তখন ম্যাইন কারেন্সি(eur) ক্রয় করার পাশাপাশি বেইজ কারেন্সি (usd) বিক্রয় করি। আবার যখন একটি পেয়ার (eurusd) বিক্রয় করি তখন ম্যাইন কারেন্সি(eur) বিক্রয় করার পাশাপাশি বেইজ কারেন্সি (usd) ক্রয় করি ।

basaki
2016-02-28, 10:20 AM
হা ফরেক্স মার্কেটে অনেক পিয়ার আছে যা থেকে একজন ফরেক্স ট্রেডার যদি ভাল করে এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে সে ফরেক্স মার্কেটে পিয়ার ট্রেড করে অনেক লাভ করতে পারবে বলে আমি মনে করি তবে সব পিয়ারে ট্রেড করতাটা নিরাপধ নয় বলে মনে করি।

imran987
2016-02-29, 07:08 PM
বিষয় টা জানতে পেরে আমার খুব ভালো হল।

Rahat015
2016-06-09, 10:09 AM
ফরেক্স ট্রেডিং হল একই সাথে একটি কারেন্সির ক্রয় এবং অন্য কারেন্সির বিক্রয়। কারেন্সি কোন ব্রোকার অথবা ডিলারের মাধ্যমে এবং Pair বা জোড়ায় ট্রেড করা হয়। এই কারেন্সি পেয়ারের মধ্যে আবার ভাগ থাকে, মেজর কারেন্সি আর নন মেজর কারেন্সি।। মূলত বেশিরভাগ সময় মেজর কারেন্সি তে ট্রেড করা হয়।।

dwipFX
2016-06-09, 11:43 AM
ফরেক্স মার্কেটে দুইটি মুদ্রা মিলে একটি কারেন্সি পেয়ার তৈরি হয়। যেমন eurusd,gbpusd। প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি দিতীয় টিকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা যখন বাই করি বেস কারেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি সেল করি। সেল করা মানে বেস কারেন্সি বিপরীতে কাউন্টার কারেন্সি বাই করা।

Rahat015
2016-06-15, 11:35 PM
ফরেক্স ট্রডিং মূলত দুইটি ভিন্ন মুদ্রার ক্রয় বিক্রয়।মুদ্রাগুলো সবসময় জোড়া আকারে অবস্থান করে। অর্থাত এক মুদ্রার বিনিময়ে অন্য মুদ্রার ক্রয় বা বিক্রয়।। আর এই মুদ্রা থাকে নির্দিষ্ট জোড়ায়।। তাই পেয়ার বলে।

Realifat
2016-06-16, 08:39 AM
আপনি অনেক ভালো বলেছেন। ফরেক্স আমরা মুদ্রাজোড় বা কারেন্সি পেয়ারের ট্রেড করে থাকি। কেননা ফরেক্সে কারেন্সি সমুহ জোড়ায় জোড়ায় থাকে। তাই বুঝেশুনে ট্রেড করার জন্য কৌট কারেন্সি এবং বেস কারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে এবং বুঝার প্রয়োজন বলে আমি মনে করে থাকি।

Md. Tariqul Islam
2016-06-21, 05:28 PM
ধরুন আপনি ইউরো/ইউএসডি এই ধরনের কারেন্সি ধরে ট্রেড করলে এখানে ইউরো হচ্ছে বেস কারেন্সি এবং অন্যটা হচ্ছে কাউন্টার কারেন্সি এখন যে কোন একটার কোন ধরনের পরিবর্তন হলে অন্যটার পরিবর্তন সাধিত হয়। এক দেশের কারেন্সি এর বিপরীতে অন্য দেশের কারেন্সি শক্তিশালী হয় ।

Sahed
2016-07-25, 03:27 PM
ফরেক্স মার্কেটে আমরা যেই সকল দেশের মুদ্রা কেনা বেচা করে থাকি থাকে কারেন্সি বলে থাকে । আর মার্কটে সাধারনত দুইটি দেশের কারেন্সি মিলে একটি পেয়ার গঠিত হয়ে থাকে । যেমন ইউরো ইউএসডি জিবিপি জেপিওয়াই ইত্যাদি । মার্কেটে আমরা একটি পেয়ারে একটির বিনিময়ে আরেকটি কেনা বেচা করে তাকি ।

Mamun13
2017-09-14, 09:17 PM
যেহেতু এই ফরেক্স মার্কেটে একটি মূদ্রার বিনিময়ে অন্য একটি মূদ্রার মূল্যের বিনিময়ে ক্রয়/বিক্রয় করা হয়ে থাকে তাই ঐ মূদ্রা দুটি জোড় বা পেয়ার রূপে সংযুক্ত থাকে৷একটি মূদ্রাকে ক্রয় করে অন্যটি বিক্রয় করতে হয়৷যেমন আমরা euro ক্রয় করছি usd বিক্রয় করার মাধ্যমে আবার gbp বিক্রয় করার মাধ্যমে usd ক্রয় করছি...প্রতিটি মূদ্রা জোড়ার প্রথম মূদ্রাটিকে বেইজ কারেন্সী এবং দ্বিতীয় মূদ্রাটিকে কাউন্ট বা কিউটো কারেন্সী বলা হয়৷

FREEDOM
2020-04-22, 02:59 AM
কারেন্সী এবং পেয়ার দুটো আলাদা জিনিস কারেন্সী বলতে মুলত একক মু্দ্রা বুঝায় আর পেয়ার বলতে বুঝায় জোড়া মুদ্রা। যেমন জিবিপি, ইউরো, ইউএসডি এগুলো হলো এক একটি কারেন্সী অন্যদিকে যখন এগুলো একটি আরেকটির সাথে জোড়া দেওয়া হয় তখন হয়ে যায় এক একটি পেয়ার যেমন জিবিপি-ইউএসডি, ইউরো-ইউএসডি এগুলো এক একটি পেয়ার। ফরেক্স মার্কেট আমরা এসকল কারেন্সী পেয়ারগুলোতেই ট্রেড করে থাকি।

Runil
2020-04-25, 07:34 PM
ফরেক্স মার্কেট এ যখন আমরা মুদ্রা কেনা বেচা করে থাকি তখন তা আমরা জোড়ায় জোড়ায় করে থাকি । একটির সাপেক্ষে অন্যটির তুলনা করে থাকি । দেখা যায় যে যখন একটি কারেন্সি দুর্বল হয় তখন অন্য একটি কারেন্সি শক্তিশালী হয় । কোন একটি কারেন্সি শক্তিশালী হবার পিছনে অনেকগুলো কারন থাকে । যেমন ধরুন কোন কারেন্সির অর্থনৈতিক রিপোর্টে যদি কোন ভালো নিউজ থাকে তাহলে তা সেই কারেন্সি শক্তিশালী হতে থাকে আবার যদি খারাপ রিপোর্ট আসে তাহলে সে কারেন্সি বুর্বল হতে থাকে ।

Rokibul7
2020-04-25, 10:30 PM
ফরেক্স মার্কেটে আমরা মুদ্রার জোরে করে থাকি কেন ফরেক্স মার্কেটে দুইটা মুদ্রাকে একসাথে জোর মুদ্রা বলা হয় একটা মুদ্রা আরেকটা মুদ্রার বিপরীতে একটা হচ্ছে বেস কারেন্সি একটা হচ্ছে কোট কারেন্সি ওঠানামার ভিত্তিতে আমরা লাভ লস করে থাকি আমরা ফরেক্স এ যারা ট্রেড করি তারা সবাই এ ব্যাপারে সুনিশ্চিত জানি যে মুদ্রার জোর কি