PDA

View Full Version : নন ফার্ম পে-রোল এর প্রভাব



Tofazzal Mia
2019-11-04, 05:18 PM
9221
US Non-firm payroll হল U.S. Bureau of Labor Statistics হতে প্রস্তুতকৃৎ নির্দিষ্ট একটি মেয়াদে USA এর মোট কর্মসংস্থান বা কর্মচ্যুত’র একটি সম্পূর্ণ রেকর্ড যেখানে মোট বেকারত্বের হার, প্রতি ঘন্টার পারিশ্রমিক কিংবা কোন সেক্টরে কর্মসংস্থান বা কর্মচ্যুতদের অবস্থার একটি মাসিক রিপোর্ট । Non-firm payroll মুলত এটা স্পষ্ট করে যে আসলে লেবার মার্কেট এর অবস্থা কি , এটা কি সংকোচিত হচ্ছে নাকি বড় হচ্ছে। Non-firm payroll যদি জব ইনক্রিস দেখায় তাহলে বুঝতে হয় দেশের আর্থিক অবস্থা ভালো, কোম্পানিরা ভালো করছে এবং নতুন রিক্রুট হচ্ছে ভালো সেলারিতে এবং সার্ভিসে। আর জব সংক্রান্ত এই সব বিস্তারিত তথ্যর অনুসারি আর্থিক ফ্লো কেমন হতে পারে ইত্যাদি ইত্যাদির উপর ভিত্তি করে Non-firm payroll মুলত যে সব কর্ম ক্ষেত্রকে বাইরে রেখে রিপোর্টটি সাজায় সেগুলো হলঃ
General government employees
Private household employees
Employees of nonprofit organizations that provide assistance to individuals
Farm employees
এই রিপোর্টটি মাসিক ভিত্তিকে প্রতি মাসের প্রথম শুক্রবারে est 8.30Am প্রকাশ করা হয়ে থাকে যা প্রকাশে ফরেক্স মার্কেটে একটি ধারাবাহিক এবং বড় মুভমেন্ট তৈরি করে। ফলে অনেক এনালিস্ট, ট্রেডার, ফান্ডার, ইনভেস্টর সহ অনেকের দূরদৃষ্টি থাকে রিপোর্টটির উপর। এই নিউজ রিপোর্ট প্রকাশে অনেক প্রফিটেবল ট্রেড করার সুযোগ সৃষ্টি হয় আবার বিপরীতভাবে মুভমেন্টের বিপরীতে পড়ে গেলে বিপদে পড়ার ও সম্ভাবনা থাকে। Non-firm payroll রিপোর্ট ভালো হলে USD ভালো করে অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ড করে।*

FX7
2019-11-20, 12:49 AM
ধন্যবাদ আপনাকেnfpসম্পকে ধারনা দেওয়ার জন্য।আসলে আমি নতুন তাই কোন ধারনা নেই নিউজ বা মাকেট সম্পকে।nfp সম্পকে ধারনা পেলাম এবং এটা র নিউজ রিলিস ডেট ও টাইম জানতে পারলাম আশা করি নিজেকে এখন নিউজ টেডার হিসাবে গড়তে পারবো।ধন্যবাদ

Rokibul7
2020-05-10, 04:45 PM
ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভাল একটা পোষ্ট শেয়ার করেছপন।আমি ফরেক্স এ নতুন।নিউজ সম্পকে কোন ধারনাই নেই।আপনার পোষ্ট পড়ে nfp নিউজ জানতে পারলাম।