PDA

View Full Version : অভিজ্ঞ দের কাছে প্রশ্ন



Rokibul7
2019-11-04, 11:47 PM
আমি ফরেক্স এ নতুন।তাই আমার কাছে অনেক সহজ জিনিস অজানা।
তো আমার প্রশ্ন হচ্ছে মার্জিন আর ফ্রি মার্জিন এক হয়ে গেলে কি হবে।মানে আমার ব্যালেন্স আছে ১০০ ডলার আমি টেড দিতে দিতে মাজিন৪৮ দেখায় চর ফ্রি মাজিন৫২ দেখায়।তো মাজিন আর ফ্রি মাজিন এক হয়ে গেলে কি হবে কেও জানাবেন plz

ARD
2019-11-05, 02:45 AM
মার্জিন কল যুক্তিসঙ্গত ভয় অবশ্যই ব্যবসায়ীর মধ্যে, কারণ এটি মুদ্রা ব্যবসায়ের ব্যবসায় থেকে চাওয়া হয় লাভ অর্জন করা, যে ক্ষতিটি প্রায়শই ঘটে তা ইঙ্গিত দেয় যে ব্যবসায়ীর এখনও দুর্বলতা রয়েছে এবং এটি অবশ্যই অধ্যয়ন অবিরত করে আবৃত থাকতে হবে এবং ডেমো অ্যাকাউন্টে অনুশীলন করুন

jasminbd
2019-11-05, 05:13 PM
আমি ফরেক্স এ নতুন।তাই আমার কাছে অনেক সহজ জিনিস অজানা।
তো আমার প্রশ্ন হচ্ছে মার্জিন আর ফ্রি মার্জিন এক হয়ে গেলে কি হবে।মানে আমার ব্যালেন্স আছে ১০০ ডলার আমি টেড দিতে দিতে মাজিন৪৮ দেখায় চর ফ্রি মাজিন৫২ দেখায়।তো মাজিন আর ফ্রি মাজিন এক হয়ে গেলে কি হবে কেও জানাবেন plz

মার্জিন আর ফ্রী মার্জিন এক জিনিশ নয়। মার্জিন হচ্ছে আপনি বর্তমানে যতগুলো ট্রেড ওপেন করেছেন তা তার যোগ ফল আর ফ্রী মার্জিন হচ্ছে আপনার ব্যল্যান্স থেকে মার্জিন বাদ দিয়ে যেটি থাকে সেটি। আপনি যতবেশি ট্রেড ওপেন করবেন মার্জিন তত বাড়তে থাকে আর ফ্রী মার্জিন কমতে থাকবে। তাই মার্জিন আর ফ্রী মার্জিন এক হয়ে গেলেও কোন প্রভাব পরবে না। ফ্রী মার্জিন কমে যেতে থাকে। এইভাবে যদি ফ্রী মার্জিন কমে যেতে থাকে এবং এক পর্যায়ে শুন্য হয়ে যায় তাহলে আর আপনি নতুন কোন ট্রেড ওপেন করতে পারবেন না। এটাই হল ফ্রী মাজিন আর মার্জিন এর মধ্যে পার্থক্য। আর একটা জিনিস এর সাথে জড়িত যেটি হল মার্কিন লেভেল যদি ফ্রী মার্জিন কমে যেতে থাকে সেই সাথে মার্জিন লেভেল ও কমে যেতে থাকে। মার্জিন লেভেল ৩০% এ আসলে ব্রোকার আপনার সকল ওপেন ট্রেড ক্লোজ করে দিবে। তাই ফ্রী মার্জিন এবং মার্জিন লেভেল খুবই গুরুত্বপূর্ণ।

KAZIMAJHARULISLAM
2019-11-05, 06:07 PM
মার্জিন আর ফ্রি মার্জিন তখনই সমান থাকবে যখন আপনি কোন ট্রেড ওপেন করবেন না। অর্থাৎ যখন আপনার কোন ট্রেড ওপেন করার থাকবে না। তাছাড়া মার্জিন এবং তিনি মার্জিন সমান থাকলে কোন ক্ষতি নেই।তবে যখনই আপনি কোন ট্রেড ওপেন করতে থাকবেন তখন আপনার ফ্রি মার্জিন এর সংখ্যা কমতে থাকবে। এবং এভাবে যদি একাধিক ট্রেড ওপেন করতে থাকেন তাহলে ধীরে ধীরে একসময় আপনার ফ্রি মার্জিন শূন্য হয়ে যাবে। এবং শূন্য হয়ে যাওয়ার পরে আপনি নতুন করে কোন ট্রেড ওপেন করতে পারবেন না । কারণ আপনি যতগুলো ট্রেড ওপেন করেছেন তার যোগফল হচ্ছে আপনার মার্জিন, আর আপনার ব্যালেন্স থেকে মার্জিন বাদ দেয়ার পরে যেটা থাকে সেটাই হচ্ছে ফ্রি মার্জিন। তবে ট্রেড করার সময় সব সময় লক্ষ্য রাখা উচিত যে ফ্রি মার্জিন যেন কখনোই শেষ না হয়ে যায় *কারণ ফ্রী মার্জিন শেষ হয়ে গেলে মার্কেট আপনার বিপরীত দিকে যাওয়া মাত্রই ব্রোকার আপনার ট্রেড গুলো অটোমেটিক ভাবে ক্লোজ করে দিতে থাকবে। তার ফলে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

alamsat
2020-03-15, 11:00 AM
আপনার ব্যালেন্স যদি ১০০ হয় এবং আপনি ট্রেড করতে করতে যদি লস হয় তাহলে তখন একুয়িটি দেখাবে ৯০ ডলার যদি ১০ ডলার ট্রেড লসে থাকে এখন আপনার ট্রেড ভলিউমের উপর ভিত্তি করে যদি মার্জিন ৫০ হয়ে থাকে তাহলে ফ্রি মার্জিন থাকবে ৪০ ডলার আপনি তখন আরও ৪০ ডলারের ফ্রি মার্জিন পাচ্ছেন মানে ৪০ ডলারের ট্রেড করতে পারবেন এভাবে যদি মার্জিন শেষ হয়ে যাই তখন মার্জিন মাইনাসে চলে যাবে এবং আপনার একটি মার্জিন এর % যদি কমতে কমতে ১০% চলে আসে তাহলে আপনার ট্রেডগুলি অটোমেটিক স্টপ আউট হয়ে যাবে অর্থাৎ অটোমেটিক ক্লোজ হয়ে যাবে এটা মাথায় রেখে ট্রেড করতে হবে।