PDA

View Full Version : ডাইভারজেন্স দেখে ট্রেড করা



Montu Zaman
2019-11-05, 05:26 PM
ডাইভারজেন্স হচ্ছে সবচেয়ে কার্যকরী ট্রেডের ধারনার মধ্যে একটি যা নির্ভরযোগ্য এবং উচ্চ-মানের ট্রেডিং সিগন্যাল প্রদান করে থাকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটার যথাযথতা অসিলেটরের ল্যাগিং অ্যাকশনের ভিত্তিতে কাজ করে। ডাইভারজেন্স অনেক ট্রেডারের স্ট্রাটেজির বিশাল একটি অংশ। কেউ কেউ তা লাভজনক এন্ট্রি পয়েন্ট চিনহিত করতে ব্যাবহার করে, অন্যরা পজিশন থেকে বের হওয়ার সঠিক সময়ের জন্য ব্যাবহার করে। এই টিউটোরিয়ালে, আমরা আপনাদের বলবো যে কিভাবে এই ক্রস-ফাংশনাল ট্রেডিং প্যাটার্ন চিনহিত করতে হয় এবং ট্রেড করতে হয়।
9233
ডাইভারজেন্স কিভাবে চিনহিত করা যায় তা দিয়ে শুরু করা যাক। মূলত, ডাইভারজেন্স মানে হচ্ছে যে প্রাইস চার্ট এবং টেকনিক্যাল ইনডিকেটর (অসিলেটর) যা আপনি মার্কেট অ্যানালাইজের জন্য ব্যাবহার করে থাকেন তা বিপরীত দিকে যাচ্ছে। আপনার এটা বোঝার জন্য এটি হচ্ছে প্রথম সিগন্যাল যা বলবে যে আপনার চার্টে "কিছু একটা" ঘটছে। ডাইভারজেন্স বুলিশ অথবা বিয়ারিশ হতে পারে। বিয়ারিশ ডাইভারজেন্স দেখা যায় যখন প্রাইস চার্টে হায়ার হাই তৈরি করে, আর ইনডিকেটর লোয়ার লো তৈরি করে। এধরনের বিয়ারিশ ডাইভারজেন্সের পরে প্রাইস সাধারনত নিচের দিকে মুভ করেঃ প্রাইসের নিচের ইনডিকেটরকে ধরার জন্য।
বুলিশ ডাইভারজেন্স (আরেক নাম "কনভারজেন্স") দেখা যায় যখন প্রাইস চার্টে লোয়ার লো তৈরি করে, আর ইনডিকেটর ইনডিকেটর হায়ার হাই তৈরি করে। প্রাইস খুব শীঘ্রই ওঠা শুরু করবে তার প্রথম ইঙ্গিত এটিঃ প্রাইসকে ইনডিকেটরের হাইয়ের সাথে গিয়ে মিলতে হবে।
লক্ষ্য করবেন যখন আমরা বিয়ারিশ ডাইভারজেন্সের কথা বলি তখন আমরা প্রাইস চার্টে হাইয়ের দিকে লক্ষ্য করি। যখন বিয়ারিশ ডাইভারজেন্সের কথা বলি, তখন লোয়ের কথা বলি।
ক্ল্যাসিক ডাইভারজেন্স ছাড়াও, আরেকটি রয়েছে যাকে হিডেন ডাইভারজেন্স বলা হয়ে থাকে।
হিডেন বিয়ারিশ ডাইভারজেন্স দেখা যায় যখন প্রাইস চার্টে লোয়ার হাই তৈরি করে, আর ইনডিকেটর হায়ার হাই তৈরি করে। প্রাইস চার্টে নতুন হাই এর অনুপস্থিতি দেখায় যে বুলরা তাদের শক্তি হারাচ্ছে। অসিলেটর হায়ার হাই থাকা সত্ত্বেও উপরের দিকের মুভমেন্ট সম্ভাব্য রিট্রেসমেন্ট হতে পারে। এই মুভমেন্ট উচ্চ লেভেলে সেল করার সুযোগ করে দেয়। হিডেন বুলিশ ডাইভারজেন্স দেখা যায় যখন প্রাইস চার্টে হায়ার লো তৈরি করে, আর ইনডিকেটর লোয়ার লো তৈরি করে। প্রাইস চার্টে নতুন লো এর অনুপস্থিতি দেখায় যে বিয়াররা তাদের শক্তি হারাচ্ছে। অসিলেটরে লোয়ার লো থাকা সত্ত্বেও নিচের দিকের মুভমেন্ট সম্ভাব্য রিট্রেসমেন্ট হতে পারে। এই মুভমেন্ট লোয়ার লেভেলে বাই করার সুযোগ করে দিতে পারে। অভিজ্ঞতা বলে যে হিডেন ডাইভারজেন্স চিনহিত করার চেয়ে ক্ল্যাসিক ডাইভারজেন্স চিনহিত করাটা সহজ।

ARD
2019-11-06, 09:29 PM
আমি মনে করি আপনি সেই উত্সটি ফরেক্স সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। ইন্টারনেট এবং ফোরামে অনেক তথ্য রয়েছে। এবং শেখার সর্বোত্তম উপায় হ'ল ডেমো ট্রেডিং। এটি একটি অনলাইন তাই ফোন নম্বর ভাগ করে নেওয়া নিরাপদ নয়। অন্যদিকে এই ফোরামে অনেক লোক প্রচুর দেশ গঠন করে। সুতরাং ফোন নম্বর ভাগ করা সত্যিই কঠিন।

Tofazzal Mia
2020-03-09, 01:35 PM
ট্রেডারদের সবচেয়ে বড় ভুল হল তারা ফরেক্স মার্কেটে অনেক কঠিনভাবে প্রচুর সময় ব্যয় করেন এবং তারা দিনে বা সপ্তাহে অনেক বেশী ট্রেড করেন এবং চার্টের সাথে লেগে থাকেন। পৃথিবীতে এমন কেউ নেই যে মার্কেট এখন থেকে পরের ধাপে কোথায় যাবে তা বলতে পারবে। তারা প্রচুর সময় ব্যায় করতেই থাকে এবং লজ ট্রেডের পরিমান ও বাড়তেই থাকে। আমার প্রতিটি ট্রেড এর জন্য আমাকে জানতে হবে যে, কেন ও কখন মার্কেট আমার দিকে যাবে – এবং গেলে কত পিপস যাবে। সে সময় ট্রেডিং এ বসি, ট্রেড প্লেজ করি, আর প্রফিট নিয়ে বেড়িয়ে আসি। সবোর্চ্চ ট্রেডটি ৪-৫ ঘন্টা হতে পারে- অবস্থা ভেদে ১৫ দিন ও হতে পারে। সপ্তাহে ৩-৪ বা মাসে ১০-১৫ টি ট্রেড এর বেশী করি না। আর মার্কেট এর প্রাইজ ও সর্বদা কোথায় আছে তাও হিসাব রাখি না। এক কথায় আমি একটি নিদিষ্টি শিডিউল অনুযায়ী ট্রেড করি আর তা সম্ভব শুধুমাত্র নিউজ এর উপর ভিত্তি করে। আমি অবশ্যই সেখানে একটি ট্রেড নিবো যেখানে ৩০পিপস রিস্ক এর বিপরীতে সর্বনিন্ম ১০০ টিপি থাকবে। তবে টার্গেট ও অপেক্ষায় থাকি ২০০-৬০০ পিপস এর ট্রেন্ড ধরার। আর যেখানে ৩০পিপস রিষ্ক নিয়ে ৩০-৫০-৭০ পিপস টিপি টার্গেট থাকে, সেই ট্রেড কে আমি অবশ্যই এড়িয়ে চলি।

samun
2021-07-28, 05:00 PM
আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন আমি সেই বিষয়টি সম্পর্কে আদৌ কিছুই জানিনা ফরেক্স মার্কেটে আমি একজন নতুন ট্রেডার আমার ফরেক্স ট্রেডিং সম্পর্কে জ্ঞানের সীমা খুবই সীমিত তাই এ বিষয়ে সম্পর্কে আরও সুন্দরভাবে পড়ে বুঝে তারপরে আমি বাস্তবায়ন করার চেষ্টা করব