PDA

View Full Version : ফরেক্স ট্রেডিং স্ক্যাল্পিং কৌশলটি কি লাভজনক?



sufianhoshen
2019-11-08, 05:39 PM
আমরা জানি স্ক্যাল্পিং কোন কৌশল নয়। ধারণাটি কেবল নির্দিষ্ট অংশগুলিতে বাণিজ্য করা। কৌশলগুলি প্রায়শই, কিছু হোল্ডিং টাইম প্যাটার্ন দ্বারা শ্রেণিবদ্ধ করা হয়। স্কাল্পিং কৌশলগুলি খুব স্বল্প সময় ধারণ করে এবং প্রতি ব্যবসায়ে সর্বোচ্চ ব্যক্তিগত জয়ের চেয়ে নির্ভুলতার লক্ষ্য রাখে। বিজয়ীরা ছোট হয় এবং তাই হেরে যাওয়ার পাশাপাশি ছোট থাকাও দরকার। স্ক্যাল্পিং বিভাগে কৌশলগুলি উচ্চতর লিভারেজযুক্ত ট্রেডিংয়ের জন্য প্রায়শই উপযুক্ত, যদিও ব্যবসায়ীদের পক্ষে একেবারে ভিন্ন বিষয় ।

FX7
2019-11-26, 01:31 PM
স্কাল্পিং কি? আমি নতএন ফরেক্স মাকেটে।স্কাল্পিং সম্পকে কোন ধারনা নেই।তাই বলতে পারলাম না স্কাল্পিং এর ব্যাপারে।যদি কারও হাতে সময় থাকে তাহলে স্কাল্পিং সম্পকে আনাকে জানাতে আমার কিছু শেখা হবে।ধন্যবাদ

Rokibul7
2020-07-11, 11:35 PM
স্কাল্পিং করতে হলে বেশি ব্যালেন্স আর বেশি লেভারেজ প্রয়োজন।নয়তো লস গুনতে হয় বেশি।স্কাল্পিং যতটা প্রফিটেবল আর চেয়েও বেশি বিপদ জনক কারন কিছু পিপস লস হলে বিশাল একটা ব্যালেনৃস শেষ হয়ে যায়।

jasminbd
2020-07-12, 01:54 PM
স্কাল্পিং করা করা হয় মুলত ছোট ছোট টাইম ফ্রেমে ফেমন ১ মিনিট, ৫ মিনিট, ১৫ মিনিট। এই সময়ে মার্কেট মুভ করে সর্বচ্চো ৫ পিপ্স থেকে ২৫ পিপ্স। তবে যদি কোন গুরুত্বপূর্ণ নিউজ থাকে তাহলে সেক্ষেত্রে মার্কেট ৫০ পিপ্স বা তার বেশি উঠানামা করতে পারে। তাই এই হিসাব অনুয়ায়ী স্কাল্পিং থেকে ২০ পিপ্স পর্যন্ত আয় আশা করা যায়। আর যদি হাই ভোলাটিলিটি মার্কেটে স্কাল্পিং করেন তাহলে সেক্ষেত্রে ৪০ পিপ্স থেকে ৫০ পিপ্স পর্যন্ত আয় আশা করা যেতে পারে। তবে স্কাপিং করার আগে মার্কেট সম্পর্কে ভাল আনাল্যসিস করে নেওয়া ভাল।

md mehedi hasan
2020-08-21, 01:31 PM
ফরেক্স মার্কেটে বিভিন্ন পদ্ধতিতে আপনি ট্রেড করতে পারবেন ।স্কালাপিং, শর্ট ট্রেড, লং ট্রেড, পজিশন ট্রেড ।আপনি যে পদ্ধতিতে ট্রেড করেন না কেন আপনি যদি সেই পদ্ধতিতে অভিজ্ঞতা অর্জন করতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকে প্রচুর ইনকাম করতে পারবেন ।স্কালাপিং এর বিপরীত নয়।যদি আপনি স্কালাপিং স্ট্রেজি তে অভিজ্ঞতা অর্জন করে থাকেন তাহলে স্কালাপিং করে অনেক প্রফিট করতে পারবেন।

Salman1
2020-08-23, 01:22 PM
বৈদেশিক মুদ্রার স্কালপিংয়ের সাথে উত্সাহ লাভগুলি বাড়িয়ে তুলতে পারে তবে ক্ষতির পরিমাণও বাড়িয়ে তুলতে পারে। প্রতি মুনাফার স্বল্প মুনাফা ব্যবসায়ীর আর্থিক লক্ষ্যে পৌঁছানো চ্যালেঞ্জিং করে তোলে। একটি বড় ট্রেডিং ক্ষতি অনেক লাভজনক ব্যবসায় থেকে লাভ মুছতে পারে। ফরেক্স স্ক্যালপিং বাজারের অস্থিরতার কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে।

FREEDOM
2020-08-23, 01:59 PM
ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং একটি ভালো কৌশল তবে সবাই স্ক্যাল্পিং করে ভালো করতে পারবে এমনটা নয়। এজন্য যথেষ্ট দক্ষ হওয়া প্রয়োজন কারন স্ক্যাল্পিং করে প্রফিট করতে অনেক বেশি সময় নিয়ে সবসময়েই মার্কেট এনালাইসিস করতে হয়।