View Full Version : মানি ম্যানেজমেন্ট ও লং টাইম ট্রেডিং কৌশল থাকলে কখনোই লস হবে না
sufianhoshen
2019-11-13, 12:10 PM
ফরেক্স ট্রেডিং ব্যবসায় অর্থ পরিচালনা করা সবার জন্য জরুরী। অর্থ ব্যবস্থাপনা এবং অর্থোপার্জনের জন্য কঠোর পরিশ্রমী লাগে এবং ব্যয় করতে কোন কিন্তু প্রচেষ্টা লাগে না। ফরেক্স ট্রেডিংয়ে অর্থ পরিচালনা গুরুত্বপূর্ণ তা হল আপনার কৌশলটি ব্যবসায়ের ভিত্তি হিসাবে মানি ম্যানেজমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োগ করা দরকার। ব্যবসায়ের মূলধনের ঝুঁকি এবং পরিচালনা সম্পর্কে আপনার মূল্যায়ন ট্রেডিং গেমটিতে রাখতে সহায়তা করবে।ফরেক্স ট্রেডিং দীর্ঘমেয়াদী মেয়াদে বাণিজ্য ১০০% লাভ দেখাবে , কারন আমরা সবাই জানি ইতিহাস বার বার পুনারাবৃত্তি হয় , তাতে যদি মানি ম্যনেজম্যান্ট কৌশল ধরে রাখতে পারি , তাহলে আমাদের হারোনো টাকা লাভ সহকারে আসবে
shahalertpay
2019-11-13, 12:34 PM
হ্যাঁ কথাটি ১০০% সত্য কথা আপনি যদি মানি ম্যানেজমেন্ট না জানেন বা না করেন তাহলে আনি কখনও সফলতা অর্জন করতে পারবেন না। সেই সাথে আপনাকে লং টাইম ফেইম দেখে ট্রেড ওপেন করতে হবে। এবং সর্ট সময়ের জন্য ট্রেডটি ধরে রাখবেন এবং দিনের ট্রেড দিনে ক্লোজ করে দিবেন। তাহলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন।
alamsat
2019-11-13, 01:01 PM
মানি ম্যানেজমেন্ট একটি একাউন্টকে সুরক্ষিত রাখে তাই প্রতিটি ট্রেড করার আগে এটা করা অত্যান্ত জরুরী তাই এর জন্য সব চেয়ে ভাল হয় কম লেভারেজ নিয়ে ট্রেড করা। তাহলে আপনি চাইলেও বেশি লটে ট্রেড করতে পারবেন না। কারন তখন মার্জিন মাইলাজে থাকবে তাই আমাদের যারা ফরেক্স ট্রেড এ নতুন বা ট্রেড শুরু করেছেন মাত্র তারা মানিম্যানেজমেন্ট সহজে বুঝবে না তাদের জন্য উচিৎ কম লেভারেজ ব্যবহার করা আর এর জন্য অবশ্যয় ১ঃ৫০ লেভারেজ নিতে হবে এর বেশি লেভারেজ নেওয়া যাবে না। তাহলে আপনি চাইলেও অতিরিক্ত ট্রেড করতে পারবেন না। ফলে সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট সহকারে ট্রেড করা হয়ে যাবে।
আসলেই সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এবং লং টাইম ট্রেডিং কৌশল অবলম্বন করলে যে কেউ ফরেক্স ট্রেডিং এ ভাল করবে তবে আসলে কখনই লস হবে না একথা বলা যাবে না কারণ মাঝে মাঝে মার্কেট এত মুভমেন্ট করে যে একটি ছোট ক্যাপিটাল এর একাউন্টের পক্ষে সেই মুভমেন্ট মোকাবেলা করা সম্ভব নয় তাই ক্যাপিটাল এর পরিমান নুন্নতম ১০০$ হওয়া উচিত । আর একটি ট্রেড যদি ১ বা ২ মাস যাবত চলে সেক্ষেত্রে এতদিন ট্রেড না করে থাকার কোন অর্থই হয় না তাই মানি ম্যানেজমেন্ট করে আরও কম লটের ট্রেড করা উচিত যাতে এমন অবস্থায় আরও একটি ট্রেড মানি ম্যানেজমেন্ট অনুসরণ করেই ওপেন করা যায় ।
Rokibul7
2019-11-13, 02:58 PM
আসলে আমার মানিম্যনেজমেন্ট ও লংটেড সম্পকে কোন ধারনাই নেই।আমি ফরেস ভূবনে একেবারেই নতুন২/৩মাস হল ফরেক্স টেড এ অংশগ্রহন করেছি।আমি শুধু লসের মধ্যে আছি কারন হয়তো আমি মাকেট সম্পকে পরিচিত নই।তাই লস আর লস আমার প্রতিটি টেডই আবেগ বসত করে যাচ্ছি,এবং আমি খুব আপসেট আমার লসের জন্য
alamsat
2019-11-13, 03:35 PM
আসলে আমার মানিম্যনেজমেন্ট ও লংটেড সম্পকে কোন ধারনাই নেই।আমি ফরেস ভূবনে একেবারেই নতুন২/৩মাস হল ফরেক্স টেড এ অংশগ্রহন করেছি।আমি শুধু লসের মধ্যে আছি কারন হয়তো আমি মাকেট সম্পকে পরিচিত নই।তাই লস আর লস আমার প্রতিটি টেডই আবেগ বসত করে যাচ্ছি,এবং আমি খুব আপসেট আমার লসের জন্য
প্রিয় রাকিবুল ভাই মনে কষ্ট নিয়েন না ফরেক্স এ যারা ১৫ বছর ধরে ট্রেড করছে তারাও লস করছে আমি ২ বছরের মত ট্রেড করছি এখনও প্রফিটের মুখ দেখতে পায়নী তবে মনে হয় নিয়মগুলি মানতে পারলে এবং ধৈয্য ধরে ট্রেড করতে পারলে সফলতা পাওয়া যাবে। এ জন্য আপনার প্রথম কাজ হল ১ ডে চার্ট বা ৪ ঘন্টার চার্ট দেখে ট্রেড করবেন সাথে মার্কেট কতদুর উপরে আছে নাকি নীচে আছে দেখে ট্রেড করবেন। যদি মার্কেট অনেক নীচে নেমে থাকে বা নামতে ও থাকে তবেও কখনও সেল ট্রেড নিবেন না। মার্কেট যখন উপরে উঠতে শুরু করবে তখন বাই ট্রেড নিবেন এবং সেল ট্রেড নেওয়ার সময় ও একই কাজ করবেন। সাথে লট নিবেন ০.০১ এর বেশি নয় লেভারেজ নিবেন ১ঃ৫০ এর বেশি নয়। দেখবেন ট্রেড লসে গেলেও সেটা আবার ফিরে আসবে কিন্তু ধৈর্য্যহারা হয়ে বার বার ট্রেড দিয়ে লস হলেই ক্লোজ করে দিবেন না। আরও অনেক নিয়ম আছে যেগুলি লিখে বোঝান যাই না। তবে এগুলি মানতে পারলে লস কম হবে বলে আমি মনে করি।
yes you are right my friend if you know how to watch market and how to do trading then you can make living from forex trading but for do that you must willing to do work hard because it is not easy business. Forex is short for Foreign Exchange, a currency exchange market. You hope that next week new sanctions will be imposed against A country (and you are most likely right), and the euro or else will drop relative to the dollar. Go to the bank and buy more bucks so that they can be sold profitably in a week. Is it possible that the courses were not ordinary banking (with a difference of a few rubles between buying and selling, which significantly reduces profit or reduces it entirely to nothing), and you don’t need to go anywhere.
Powered by vBulletin® Version 4.1.9 Copyright © 2025 vBulletin Solutions, Inc. All rights reserved.